আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 74 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 74 (MCQ)
***********************
1. কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন ?
Ⓐ বাবর
Ⓑ হুমায়ুন
Ⓒ আকবর
Ⓓ ঔরঙ্গজেব
Ans : (D)
2. নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেন নি ?
Ⓐ রানী লক্ষ্মীবাঈ
Ⓑ তাঁতিয়া টোপি
Ⓒ নানাসাহেব
Ⓓ টিপু সুলতান
Ans : (D)
■ তিনি ছিলেন মহীশূর রাজ্যের শাসক
■ 1782 সালের 29 ডিসেম্বর থেকে 1799 সালের 4 মে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন
3. ইন্ডিয়ান ইউনিভার্সিটি এক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়েছিল ?
Ⓐ লর্ড মিন্টো
Ⓑ লর্ড কার্জন
Ⓒ লর্ড রিপন
Ⓓ লর্ড মরলে
Ans : (B)
4. মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত কে প্রকাশ করেন ?
Ⓐ বীর সাভারকর
Ⓑ বিনোবা ভাবে
Ⓒ ড. বি আর আম্বেদকর
Ⓓ লোকমান্য তিলক
Ans : (C)
■ 1927 সালের 2 রা এপ্রিল এটির সূচনা করেন ড. বি আর আম্বেদকর
■ এই সংবাদপত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক বিস্তারে আলোচিত হত
5. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে গদর পার্টির নেতা ছিলেন ?
Ⓐ বাল গঙ্গাধর তিলক
Ⓑ বিপিন চন্দ্র পাল
Ⓒ লালা হরদয়াল
Ⓓ ভগৎ সিং
Ans : (C)
6. 1919 সালের 23 শে নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি পদে কাকে নির্বাচিত করা হয় ?
Ⓐ সুভাষচন্দ্র বসু
Ⓑ জওহরলাল নেহেরু
Ⓒ মতিলাল নেহেরু
Ⓓ মহাত্মা গান্ধী
Ans : (D)
■ এই সম্মেলনে স্থির হয় ব্রিটিশ সরকার যতদিন না পর্যন্ত সমস্ত দাবি মেনে নিচ্ছে ততদিন সরকারের সঙ্গে কোনোরকম সাহায্য করা হবে না
7. প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
Ⓐ দ্বিতীয় নাগভট্ট
Ⓑ মিহির ভোজ
Ⓒ দন্তীদুর্গ
Ⓓ বৎসরাজ
Ans : (B)
8. নিম্নের কোন স্থান হরপ্পা সভ্যতায় ধানচাষের সঙ্গে যুক্ত ছিল ?
Ⓐ লোথাল
Ⓑ কালিবঙ্গান
Ⓒ রোপার
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (A)
9. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সম্প্রসারণ হয়েছিল ?
Ⓐ লর্ড হার্ডিং
Ⓑ লর্ড কর্ণওয়ালিস
Ⓒ লর্ড ডালহৌসী *
Ⓓ লর্ড হেস্টিং
Ans : (C)
■ তাই এনাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়
■ 1853 সালে বম্বে-থানে পর্যন্ত প্রথম রেলপথ বিস্তারের কাজ শুরু হয়
10. সাহারানপুর গুপ্ত সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ জে এম চট্টোপাধ্যায়
Ⓑ শ্যামজি কৃষ্ণবর্মা
Ⓒ লালা হরদয়াল
Ⓓ সতীশ বসু
Ans : (A)
11. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটি হল -
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ গুজরাট
Ⓓ অন্ধ্রপ্রদেশ
Ans : (A)
12. নিম্নলিখিত কোন স্থান থেকে দামোদর নদ এর উৎপত্তি হয়েছে ?
Ⓐ হিমালয়
Ⓑ ছোটনাগপুর মালভূমি
Ⓒ রাজমহল পাহাড়
Ⓓ পূর্বঘাট
Ans : (B)
13. ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্যটি হল -
Ⓐ তামিলনাড়ু
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ কর্ণাটক
Ⓓ পশ্চিমবঙ্গ
Ans : (B)
14. কাবেরী জলবন্টন সমস্যা কোন দুই রাজ্যের মধ্যে দেখা যায় ?
Ⓐ তেলেঙ্গানা ও তামিলনাড়ু
Ⓑ তামিলনাড়ু ও কর্ণাটক
Ⓒ কর্ণাটক ও কেরালা
Ⓓ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
Ans : (B)
15. ইদুক্কি প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ গন্ডক
Ⓑ তাপ্তি
Ⓒ পেরিয়ার নদী
Ⓓ কোশী নদী
Ans : (C)
16. মার্বেল পাথরের ইমারত যে অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয় ?
Ⓐ কার্বনিক অ্যাসিড
Ⓑ হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ⓒ নাইট্রিক অ্যাসিড
Ⓓ সালফিউরিক অ্যাসিড
Ans : (D)
17. নিম্নের কোনটি বিরল মৃত্তিকা মৌল ?
Ⓐ লুটেশিয়াম
Ⓑ কোবাল্ট
Ⓒ সোডিয়াম
Ⓓ পটাশিয়াম
Ans : (A)
■ মোট 14 টি বিরল মৃত্তিকা মৌল আছে
18. শামুক, অক্টোপাস নিম্নের কোন শ্রেণীর অন্তর্গত ?
Ⓐ মোলাস্কা
Ⓑ একাইনোডারমাটা
Ⓒ আর্থপ্রোডা
Ⓓ অ্যানিলিডা
Ans : (A)
■ একাইনোডারমাটা - স্টারফিশ
■ আর্থপ্রোডা - আরশোলা, কাঁকড়া
■ অ্যানিলিডা - কেঁচো, জোঁক
19. নিম্নের কোনটি একটি অ্যালকেনের উদাহরণ ?
Ⓐ C5H8
Ⓑ C7H16
Ⓒ C10H 30
Ⓓ C6H18
Ans : (B)
■ এমনিতে সাধারণ সঙ্কেত CnH2n+2
■ অ্যালিকিনের সাধারণ সঙ্কেত - CnH2n
■ অ্যালকাইনের সাধারণ সঙ্কেত - CnH2n-2
20. রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল ?
Ⓐ প্রথম সূত্র
Ⓑ দ্বিতীয় সূত্র
Ⓒ তৃতীয় সূত্র
Ⓓ প্রথম ও দ্বিতীয় সূত্র
Ans : (C)
■ এই সূত্র অনুযায়ী, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে
21. রেফ্রিজারেন্ট হিসেবে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
Ⓐ বোরাক্স
Ⓑ ওজোন
Ⓒ বোরিক এসিড
Ⓓ অ্যামোনিয়া
Ans : (D)
22. আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোন কত হয় ?
Ⓐ 0°
Ⓑ 90°
Ⓒ 30°
Ⓓ 45°
Ans : (B)
■ আলোকরশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদতল বরাবর চলে যায় তখন ওই আপাতন কোণকে সংকট কোণ বলে
23. কোন তারিখ থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
Ⓐ 26 শে ডিসেম্বর, 1949
Ⓑ 26 শে ফেব্রুয়ারি, 1950
Ⓒ 26 শে জানুয়ারি, 1950
Ⓓ 25 শে ফেব্রুয়ারি, 1951
Ans : (C)
■ 1949 সালের 26 শে নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়, এই সময় সংবিধানে একটি প্রস্তাবনা এবং মোট 395 টি ধারা ও 8 টি তফশিল ছিল
24. সুপ্রিমকোর্টের কাজের আইনগত পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ ফ্রান্স
Ⓑ জাপান
Ⓒ দক্ষিণ আফ্রিকা
Ⓓ কানাডা
Ans : (B)
25. স্পীডোমিটার হল একটি ________
Ⓐ অ্যানালগ কম্পিউটার
Ⓑ ডিজিটাল কম্পিউটার
Ⓒ হাইব্রীড কম্পিউটার
Ⓓ হার্ডওয়ার
Ans : (A)
26. টিম বার্নাস লি নিম্নের কোনটি আবিষ্কার করেন ?
Ⓐ ই-মেল
Ⓑ ইন্টারনেট
Ⓒ হটমেল
Ⓓ অরকুট
Ans : (B)
27. হুদহুদ ঝড়টি কোন সালে ভারতের বুকে আছড়ে পড়ে ?
Ⓐ 2014
Ⓑ 2016
Ⓒ 2018
Ⓓ 2020
Ans : (A)
■ এটির নামকরণ করে ওমান
এটি আন্দামান সাগর থেকে উৎপত্তি লাভ করে
28. গিদ্দা নৃত্যশৈলীটি কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ কেরল
Ⓑ পাঞ্জাব
Ⓒ তামিলনাড়ু
Ⓓ অন্ধ্রপ্রদেশ
Ans : (B)
29. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগারকেন রিসার্চ নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ মুম্বাই, মহারাষ্ট্র
Ⓑ মহীশূর, কর্ণাটক
Ⓒ চুঁচুড়া, পশ্চিমবঙ্গ
Ⓓ লাখনৌ, উত্তরপ্রদেশ
Ans : (D)
30. জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
Ⓒ রাজস্থান
Ⓓ কেরল
Ans : (B)