আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 72 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 72 (MCQ)
***********************
1. নিম্নের কোন সম্রাট কে - ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য গঠনকারী' বলা হয় ?
Ⓐ ধননন্দ
Ⓑ শিশুনাগ
Ⓒ কালাশোক
Ⓓ মহাপদ্মনন্দ
Ans : (D)
■ নন্দ বংশ প্রথম অক্ষত্রিয় বংশ যারা 100 বছর ধরে রাজত্ব করেছে
■ তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, তাকে একরাট ও বলা হতো
■ হাতিগুমফা লিপু থেকে নন্দ বংশের বিভিন্ন তথ্য জানা যায়
2. নিম্নের কোন বেদে হোম যজ্ঞের সামগান বা স্তুতি রয়েছে ?
Ⓐ ঋগবেদ
Ⓑ সামবেদ
Ⓒ যজুরবেদ
Ⓓ অথর্ব বেদ
Ans : (B)
3. নাগদশক কোন রাজবংশের শেষ রাজা ?
Ⓐ হর্শঙ্ক বংশ
Ⓑ দাস বংশ
Ⓒ শিশুনাগ বংশ
Ⓓ নন্দ বংশ
Ans : (A)
4. নিম্নের কোন গভর্ণর জেনারেল কে সিভিল সার্ভিসের জনক বলা হয় ?
Ⓐ ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড কর্ণওয়ালিস
Ⓒ স্যার জন শোর
Ⓓ লর্ড এলেনবরো
Ans : (B)
■ তাঁর কার্যকাল - 1786 - 1793
■ তাঁর আমলে চিরস্থায়ী বন্দোবস্ত, পুলিশ ব্যবস্থার পুনগঠন ঘটে
5. মুদ্রারাক্ষস, দেবীচন্দ্রগুপ্তম নাটকটি কে লিখেছেন ?
Ⓐ কালিদাস
Ⓑ বিশাখ দত্ত
Ⓒ দন্ডীন
Ⓓ বিষ্ণুশর্মা
Ans : (B)
■ কালিদাস - মালবিকাগ্নিমিত্রাম, অভিজ্ঞানশকুন্তলাম
■ দন্ডীন- কাব্যদর্শ
■ বিষ্ণুশর্মা - পঞ্চতন্ত্র, হিতোপদেশ
6. গদর পার্টি নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ নবাব সলিমউল্লাহ
Ⓒ পুলিন বিহারী দাস
Ⓓ লালা হরদয়াল
Ans : (D)
7. নিম্নের কোন গভর্ণর জেনারেলের আমলে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলওয়ে চালু হয় ?
Ⓐ লর্ড ক্যানিং
Ⓑ লর্ড ডালহৌসি
Ⓒ লর্ড হার্ডিঞ্জ
Ⓓ লর্ড লিটন
Ans : (B)
■ 1853 সালে প্রথম রেলওয়ে চালু হয়
■ এছাড়া তার আমলে স্বত্ববিলোপ নীতি প্রণয়ন, কলকাতা ও আগ্রার মধ্যে টেলিগ্রাফ লাইন, পূর্ত দফতর চালু হয়
■ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা করা হয়
8. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজির সাথে মতভেদের জন্য সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেন ?
Ⓐ কানপুর অধিবেশন
Ⓑ মাদ্রাজ অধিবেশন
Ⓒ লাহোর অধিবেশন
Ⓓ ত্রিপুরা অধিবেশন
Ans : (D)
9. কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ঘটনা সারা দেশে আলোড়ন তৈরি করে ?
Ⓐ 1930 *
Ⓑ1928
Ⓒ 1932
Ⓓ 1919
Ans : (A)
■ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এটি ঘটে
■ ফাঁসি হয় - 1934 সালের 12 ই জানুয়ারি
10. কোল বিদ্রোহ নিম্নের কোন রাজ্যে ঘটে ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ পশ্চিম ভারত
Ⓒ বাংলা
Ⓓ বিহার
Ans : (D)
■ 1831-32 এই সময়ে এটি ঘটে
■ বুদ্ধ ভগৎ, জোয়া ভগৎ, সুই মুন্ডা, ঝিন্দরাই মানকি প্রমুখরা কোল বিদ্রোহের নেতৃত্ব দেন
11. পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ তিস্তা
Ⓑ সুবর্ণরেখা
Ⓒ মহানদী
Ⓓ দামোদর
Ans : (A)
12. সুন্নি ড্যাম হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ গুজরাট
Ⓒ হিমাচল প্রদেশ
Ⓓ সিকিম
Ans : (C)
13. উকাই প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ রামগঙ্গা
Ⓑ গন্ডক
Ⓒ তাপ্তি
Ⓓ ভাগীরথী
Ans : (C)
14. বদ্রিনাথ শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ যমুনা
Ⓑ গঙ্গা
Ⓒ অলকানন্দা
Ⓓ তাওয়াই
Ans : (C)
15. নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ত্রিপুরা
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ অরুণাচল প্রদেশ
Ⓓ সিকিম
Ans : (C)
16. নিম্নের কোনটি রোধাঙ্ক এর একক ?
Ⓐ কুলম্ব
Ⓑ ওহম
Ⓒ ওহম-মিটার
Ⓓ হার্জ
Ans : (C)
■ কুলম্ব - আধানের একক
■ ওহম - রোধের একক
■ হার্জ - কম্পাঙ্ক এর একক
17. সিনাবার - নিম্নের কোন মৌলের আকরিক ?
Ⓐ পারদ *
Ⓑ সোনা
Ⓒ টিন
Ⓓ ক্যালশিয়াম
Ans : (A)
18. নিম্নের কোনটিতে মিথোজীবী পুষ্টি দেখা যায় ?
Ⓐ ছত্রাক
Ⓑ সবুজ উদ্ভিদ
Ⓒ রাইজোবিয়াম
Ⓓ শ্বেতচন্দন
Ans : (C)
19. নিম্নের কোনটির গমনাঙ্গের নাম সিটি ?
Ⓐ টিকটিকি
Ⓑ কেঁচো
Ⓒ অ্যামিবা
Ⓓ তারামাছ
Ans : (B)
20. হিমমিশ্র তৈরি করতে হলে বরফ ও সাধারণ লবণের মিশ্রণ কে কি অনুপাতে মেশাতে হবে ?
Ⓐ 3 : 1 *
Ⓑ 5 : 6
Ⓒ 2 : 5
Ⓓ 4 : 1
Ans : (A)
21. মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি ?
Ⓐ প্লীহা
Ⓑ যকৃৎ
Ⓒ প্যারোটিড গ্রন্থি
Ⓓ থাইরয়েড
Ans : (B)
22. সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দগুলি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় ?
Ⓐ 44 তম
Ⓑ 42 তম
Ⓒ 40 তম
Ⓓ 37 তম
Ans : (C)
23. নিম্নের কাকে সংবিধানে যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ স্বরাষ্ট্রমন্ত্রী
Ⓓ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
Ans : (A)
24. নিম্নের কোন পুরস্কারটি গণিতে দেওয়া হয় ?
Ⓐ ম্যান বুকার
Ⓑ গ্রামী পুরস্কার
Ⓒ রামন ম্যাগসেসাই
Ⓓ অ্যাবেল পুরস্কার
Ans : (D)
25. লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LICI) কত সালে স্থাপিত হয় ?
Ⓐ 1949
Ⓑ 1960
Ⓒ 1956
Ⓓ 1948
Ans : (C)
26. জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয় ?
Ⓐ 11 ই নভেম্বর
Ⓑ 12 ই অক্টোবর
Ⓒ 16 ই আগস্ট
Ⓓ 14 ই এপ্রিল
Ans : (A)
27. উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ নিম্নের কোন সংগীতের সাথে যুক্ত ?
Ⓐ কর্ণাটক ধারা
Ⓑ ধুপদী শাস্ত্রীয়
Ⓒ হিন্দুস্তানী ধারা
Ⓓ ঠুমরি শাস্ত্রীয় সংগীত
Ans : (D)
28. 108 মিটার উচ্চতার স্ট্যাচু অফ প্রসপারিটি কোথায় অবস্থিত ?
Ⓐ আহমেদাবাদ
Ⓑ বেঙ্গালুরু
Ⓒ শিলং
Ⓓ নতুন দিল্লী
Ans : (B)
29. ভারত ও কোন দেশের মধ্যে নৌ-অনুশীলন 'VARUNA' অনুষ্ঠিত হয় ?
Ⓐ চীন
Ⓑ রাশিয়া
Ⓒ মঙ্গোলিয়া
Ⓓ ফ্রান্স
Ans : (D)
30. জালিকাত্তু উৎসব নিম্নের কোন রাজ্যে খুবই জনপ্রিয় ?
Ⓐ অসম
Ⓑ কেরল
Ⓒ তামিলনাড়ু
Ⓓ হিমাচল প্রদেশ
Ans : (C)