আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 70 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 70 (MCQ)

***********************


1. কাদের কে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ নন্দ 
Ⓑ চালুক্য
Ⓒ পল্লব
Ⓓ শুঙ্গ

Ans : (A)

■ ধননন্দ কে পরাজিত করে 322 BC তে পাটলিপুত্র অধিকার করেন
■ কূটনীতিবিদ চাণক্য তাঁকে এব্যাপারে বুদ্ধি দিয়েছিলেন
■ তাঁর আমলে মেগাস্থিনিস ভারতে আসেন

2. প্রাচীন লেখনী 'সিদ্ধান্ত শিরোমনি' কে লিখেছেন ?
Ⓐ আর্যভট্ট
Ⓑ মহাবীরচার্য
Ⓒ ব্রহ্মগুপ্ত
Ⓓ ভাস্করাচার্য

Ans : (D)

■ এটি সংস্কৃত ভাষায় লেখা

3. বিখ্যাত সাঁচির স্তুপ নিম্নের কে নির্মাণ করেছিলেন ?
Ⓐ বিন্দুসার
Ⓑ অশোক 
Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓓ হর্ষবর্ধন

Ans : (B)

■ মধ্যপ্রদেশে অবস্থিত এটি একটি বৌদ্ধ কমপ্লেক্স
■ তাঁর রাজত্বকাল 268 - 232 BCE

4. পল্লব রাজা প্রথম মহেন্দ্রবর্মন কার দ্বারা পরাজিত হন ?
Ⓐ প্রথম পুলকেশী
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ দ্বিতীয় বিক্রমাদিত্য
Ⓓ দ্বিতীয় পুলকেশী 

Ans : (D)

■ কাঞ্চীপুরমের 15 মাইল উত্তরে পুল্ললুর যুদ্ধে মহেন্দ্রবর্মন পরাজিত হন
■ আইহোল প্রশস্তির বক্তব্য থেকে এই যুদ্ধের পরিণতি সম্পর্কে ধারণা করা যায়

5. কোন যুদ্ধে শেরশাহ গৌড় অধিকার করে ?
Ⓐ ঘর্ঘরার যুদ্ধ, 1529
Ⓑ চৌসার যুদ্ধ, 1539 
Ⓒ পানিপথের যুদ্ধ, 1526
Ⓓ খানোয়ার যুদ্ধ, 1527

Ans : (B)

■ হুমায়ুন কে হারিয়ে তিনি গৌড় দখল করেন
■ খানোয়ার যুদ্ধ - রানা সঙ্গ এবং বাবরের মধ্যে ঘটে
■ ঘর্ঘরার যুদ্ধ - মহম্মদ লোদী এবং বাবরের মধ্যে
■ পানিপথের প্রথম যুদ্ধ - বাবর এবং ইব্রাহিম লোদীর মধ্যে

6. দাস বংশের কোন শাসক রাজধানী লাহোর থেকে দিল্লীতে স্থানান্তর করেন ?
Ⓐ ইলতুতমিস 
Ⓑ রাজিয়া সুলতানা
Ⓒ আরাম শাহ
Ⓓ গিয়াসউদ্দিন বলবন

Ans : (A)

■ তিনি কোয়াত-উল-ইসলাম মসজিদ এবং কুতুবমিনারের কাজ সম্পন্ন করেন
সিলভার টঙ্কা এবং কপার জিতল মুদ্রার প্রচলন করেন
■ ইকতাদারী প্রথার সূচনা তাঁর আমলেই

7.  পলাতক মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কে নিম্নের কোন আওয়াধ শাসক আশ্রয় দিয়েছিলেন ?
Ⓐ সাদাত আলী খান
Ⓑ সফদার জং
Ⓒ সুজা-উদ-দৌলা 
Ⓓ আসফ-উদ-দৌলা

Ans : (C)

■ তিনি 1773 সালে ওয়ারেন হেস্টিংসের সাথে বেনারস চুক্তি স্বাক্ষর করেন
■ 1764 সালে এলাহাবাদ চুক্তি করেন

8. নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
Ⓐ হেক্টর মুনরো - বক্সারের যুদ্ধ
Ⓑ লর্ড হেস্টিংস - অ্যাঙলো-নেপাল যুদ্ধ
Ⓒ লর্ড ওয়েলেসলি - চতুর্থ অ্যাঙলো-মাইশোর যুদ্ধ
Ⓓ লর্ড কর্ণওয়ালিস - তৃতীয়
অ্যাঙলো-মারাঠা যুদ্ধ 

Ans : (D)

■ তৃতীয় অ্যাঙলো-মারাঠা যুদ্ধ এর সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস

9. সত্যশোধক সমাজ - নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ রাজা রামমোহন রায়
Ⓑ জ্যোতিবা ফুলে 
Ⓒ গোপালহরি দেশমুখ
Ⓓ গোপাল কৃষ্ণ গোখলে

Ans : (B)

■ 1873 সালে প্রতিষ্ঠা করা হয়

10. অল ইন্ডিয়া মুসলিম লীগ নিম্নের কোন স্থানে গঠিত হয় ?
Ⓐ হায়দ্রাবাদ
Ⓑ লাহোর
Ⓒ ঢাকা 
Ⓓ কলকাতা

Ans : (C)

■ 30 ডিসেম্বর 1906 সালে এটি গঠিত হয়
■ মুসলিম প্রধান পাকিস্তান প্রদেশ গঠনের উদ্দেশ্যে এটি গঠিত হয়,
■ মহম্মদ আলী জিন্নাহ, আগা সুলতান এনারা প্রতিষ্ঠা করেন

11. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
Ⓐ শ্রীরঙ্গম দ্বীপ
Ⓑ মাজুলি দ্বীপ 
Ⓒ ভবানী দ্বীপ
Ⓓ আগাট্টি দ্বীপ

Ans : (B)

■ অসমের ব্রহ্মপুত্র নদীর উপর এটি গড়ে উঠেছে
■ ক্ষেত্রফল প্রায় 880 বর্গকিমি

12. সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গটি হলো -
Ⓐ ধুপগড় 
Ⓑ কলসুবাই
Ⓒ দোদাবেতা
Ⓓ আনাইমুদি

Ans : (A)

■ সাতপুরা রেঞ্জ দক্ষিণাত্য মালভূমির অংশ

13. নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ?
Ⓐ অসম
Ⓑ নাগাল্যান্ড
Ⓒ মণিপুর
Ⓓ মিজোরাম 

Ans : (D)

■ এটি 8 টি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেছে (গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম)

14. পূর্ব দিকে ভারত কোন কোন দেশের সাথে সীমানা ভাগ করে নিয়েছে ?
Ⓐ চীন, নেপাল এবং ভুটান
Ⓑ ভুটান এবং আফগানিস্তান
Ⓒ মায়ানমার এবং বাংলাদেশ 
Ⓓ পাকিস্তান এবং আফগানিস্তান

Ans : (C)

15. নিম্নের কোন রাজ্যে নিজাম সাগর বাঁধ অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ তেলেঙ্গানা 
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ অন্ধ্রপ্রদেশ

Ans : (B)

■ মঞ্জিরা নদীর উপর এটি অবস্থিত, এটি গোদাবরী শাখানদী

16. বায়োলজির যে শাখায় বংশগতি নিয়ে চর্চা করা হয় সেটি হলো -
Ⓐ সাইটোলজি
Ⓑ ইভোলিউশন
Ⓒ জেনেটিক্স 
Ⓓ ফিজিওলজি

Ans : (C)

■ সাইটোলজি - কোশ সংক্রান্ত
■ ইভোলিউশন - বৈশিষ্ট্যগত পরিবর্তন
■ ফিজিওলজি - শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে চর্চা

17. এমন একটি নাইট্রোজেন বেস যা DNA -র মধ্যে অনুপস্থিত কিন্তু RNA তে উপস্থিত ?
Ⓐ অ্যাডেনিন
Ⓑ গুয়ানিন
Ⓒ সাইটোসিন
Ⓓ ইউরাসিল 

■ DNA তে আছে - অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন
■ RNA তে আছে - অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল

Ans : (D)

18. জলের স্ফুটনাঙ্কটি হলো -
Ⓐ 273K
Ⓑ 373K 
Ⓒ 293K
Ⓓ 393K

Ans : (B)

■ TK = 273+ t℃

19. নিম্নের কোনটির অনুর মধ্যে সর্বোচ্চ আকর্ষণ শক্তি রয়েছে ?
Ⓐ তরল এবং গ্যাস
Ⓑ কঠিন 
Ⓒ গ্যাস
Ⓓ তরল

Ans : (B)

20. CNG তে নিম্নের কোন গ্যাস প্রধানত উপস্থিত থাকে ?
Ⓐ গোবর গ্যাস
Ⓑ কোল গ্যাস
Ⓒ ডাইহাইড্রোজেন
Ⓓ মিথেন 

Ans : (D)

■ CNG উপাদান - ইথেন, প্রোপেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, সালফাইড

21. 'রিং' শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ বক্সিং 
Ⓑ ক্রিকেট
Ⓒ ফুটবল
Ⓓ স্কেটিং

Ans : (A)

22. ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ মেঘালয়
Ⓓ রাজস্থান 

Ans : (D)

23. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (WTO) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ বন
Ⓑ জেনেভা 
Ⓒ দুবাই
Ⓓ প্যারিস

Ans : (B)

■ গঠিত - 1995
■ বর্তমান সদস্য সংখ্যা - 164 টি

24. ভারতীয় সংবিধানে পঞ্চ বার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ রাশিয়া 
Ⓑ ইংল্যান্ড
Ⓒ ইউএস
Ⓓ জার্মানি

Ans : (A)

■ এখান থেকে মৌলিক কর্তব্যের ধারণাও নেওয়া হয়েছে

25. নিম্নের কোন এজেন্সি ব্যাংক রেট নির্ধারণ করে ?
Ⓐ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)
Ⓑ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) 
Ⓒ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)
Ⓓ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স

Ans : (C)

■ রেপো রেট, রিভার্স রেপো রেট, CRR, SLR এগুলো সবই RBI নির্ধারণ করে

26. নিম্নের কোন সংবিধান সংশোধনটি শিক্ষার অধিকার সংক্রান্ত ?
Ⓐ 88 তম সংশোধন
Ⓑ 89 তম সংশোধন
Ⓒ 87 তম সংশোধন
Ⓓ 86 তম সংশোধন 

Ans : (D)

■ এটি হয়েছিল 2002 সালে
■ সংবিধানে আর্টিকেল 21A যুক্ত হয়, বলা হয় 6-14 বছরের শিশুদের শিক্ষা নৈতিক অধিকারের মধ্যে পড়ে

27. সংবিধানের কততম ধারার মাধ্যমে অস্পৃশ্যতা কে অবলুপ্তি ঘটানো হয় ?
Ⓐ আর্টিকেল - 20
Ⓑ আর্টিকেল - 17 
Ⓒ আর্টিকেল - 18
Ⓓ আর্টিকেল - 19

Ans : (B)

28. স্বাধীন ভারতে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে হন ?
Ⓐ সরোজিনী নাইডু 
Ⓑ সুচেতা কৃপালিনী
Ⓒ ইন্দিরা গান্ধী
Ⓓ বিজয় লক্ষী পন্ডিত

Ans : (A)

■ উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন
■ কার্যকাল -1947 -1949

29. বিশ্ব হিন্দি দিবস কত তারিখে পালিত হলো ?
Ⓐ 25 শে জানুয়ারি
Ⓑ 12 ই ডিসেম্বর
Ⓒ 11 ই মার্চ
Ⓓ10 ই জানুয়ারি 

Ans : (D)