আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 69 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 69 (MCQ)
***********************
1. নিম্নের কে 'কথাসরিতসাগর' রচনা করেছেন ?
Ⓐ কালিদাস
Ⓑ বিশাখদত্ত
Ⓒ জয়দেব
Ⓓ সোমদেব
Ans : (D)
■ এটি সংস্কৃতে লেখা হয়েছে
■ কাশ্মীরের রাজা অনন্তের সভাকবি ছিলেন সোমদেব
2. মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
Ⓐ পাটলিপুত্র
Ⓑ বৈশালী
Ⓒ ইন্দ্রপ্রস্থ
Ⓓ কুশীনগর
Ans : (A)
■ মৌর্য সাম্রাজ্যের কার্যকাল 321 - 185 BCE
■ পাটলিপুত্র ছাড়াও এই সাম্রাজ্যের আরো 4 টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল (তক্ষশীলা, উজ্জয়িনী, তশালী এবং সুবর্ণগিরি)
3. পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ ধর্মপাল
Ⓑ মহীপাল
Ⓒ গোপাল
Ⓓ রামপাল
Ans : (C)
4. তুঘলক সাম্রাজ্যের কোন সুলতান সিলভার রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা চালু করেছিলেন ?
Ⓐ ফিরোজ শাহ তুঘলক
Ⓑ মোহাম্মদ বিন তুঘলক
Ⓒ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓓ উপরের কেউ না
Ans : (B)
■ তিনি ছিলেন তুঘলক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান
■ তাঁর আমলে তামার মুদ্রা, পিতলের মুদ্রা টোকেন কারেন্সি হিসেবে চালু হয়
5. মার্কেট কন্ট্রোল পলিসি অর্থাৎ বাজার দর নীতি কে প্রবর্তন করেন ?
Ⓐ সিকান্দার লোদী
Ⓑ মোহাম্মদ বিন তুঘলক
Ⓒ ফিরোজ শাহ তুঘলক
Ⓓ আলাউদ্দিন খলজি
Ans : (D)
■ তাঁর সময়কাল 1296 - 1316 AD
■ তিনি প্রথম তুর্কি সুলতান যিনি ধর্ম এবং রাজনীতি পৃথক করেছিলেন
■ দাগ প্রথা তার আমলে চালু হয়
6. কোন ভারতীয় সম্রাট রাজ্যের খরচে হজ তীর্থযাত্রার আয়োজন করেছিলেন ?
Ⓐ আলাউদ্দিন খলজি
Ⓑ ফিরোজ তুঘলক
Ⓒ আকবর
Ⓓ মোহাম্মদ তুঘলক
Ans : (C)
7. ভারতে ফ্রেঞ্চ কলোনির রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ পন্ডিচেরী
Ⓑ কালিকট
Ⓒ কোচিন
Ⓓ গোয়া
Ans : (A)
■ 1674 সালে উক্ত স্থানে ফ্রেঞ্চ ট্রেডিং সেন্টার গঠিত হয়
■ 138 বছর ধরে এটি ফ্রেঞ্চ শাসনে ছিল
8. দ্বিতীয় অ্যাঙলো-মাইশোর যুদ্ধ সমাপ্তির জন্য ব্রিটিশ এবং মাইশোরের টিপু সুলতানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
Ⓐ মাদ্রাস সন্ধি
Ⓑ শ্রীরঙ্গপত্তম সন্ধি
Ⓒ ম্যাঙ্গালোর সন্ধি
Ⓓ রাওয়ালপিন্ডি সন্ধি
Ans : (C)
■ 1784 সালে এই সন্ধি স্বাক্ষরিত হয়
■ দ্বিতীয় অ্যাঙলো-মাইশোর যুদ্ধ 1780-1784 পর্যন্ত চলছিল
■ যুদ্ধ শেষে হায়দার আলী প্রয়াত হলেন
9. ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
Ⓐ সি রাজাগোপালাচারী
Ⓑ জে বি কৃপালিনী
Ⓒ জওহরলাল নেহেরু
Ⓓ মৌলানা আবুল কালাম আজাদ
Ans : (B)
■ 1947 এ তিনি ছিলেন কংগ্রেস সভাপতি
■ তার আগে 1946 এ ছিলেন জওহরলাল নেহেরু
■ 1948 এবং 1949 ছিলেন পট্টভি সিতারামাইয়া
10. নিম্নের কাকে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু বলা হয় ?
Ⓐ সি আর দাস
Ⓑ গান্ধীজি
Ⓒ জি কে গোখলে
Ⓓ দেবেন্দ্র নাথ ঠাকুর
Ans : (A)
■ তিনি দেশবন্ধু নামে অধিক পরিচিত
■ 1923 সালে মতিলাল নেহেরুর সাথে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন
11. সুতলেজ নদী কোন গিরিপথের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে ?
Ⓐ যোজি লা
Ⓑ নাথুলা
Ⓒ লিপুলেখ
Ⓓ শিপকি লা
Ans : (D)
■ ভারত-তিব্বত সীমান্তে এটি একটি গিরিপথ
12. মায়ানমার এর সাথে নিম্নের কোন রাজ্যের সীমানা নেই ?
Ⓐ অরুণাচল প্রদেশ
Ⓑ মিজোরাম
Ⓒ মণিপুর
Ⓓ সিকিম
Ans : (D)
■ মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানায় রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম
13. রানী-কি-ভাব (Queen's Stepwell) কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ হুগলি নদী
Ⓑ যমুনা নদী
Ⓒ মহানদী
Ⓓ সরস্বতী নদী
Ans : (D)
■ এটি গুজরাটে অবস্থিত
14. গারো-খাসি রেঞ্জ নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মিজোরাম
Ⓑ মেঘালয়
Ⓒ সিকিম
Ⓓ ওড়িশা
Ans : (B)
■ উক্ত রাজ্যকে বলা হয় পূর্বের স্কটল্যান্ড
15. ক্ষেত্রফলের বিচারে, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল নিম্নের কোনটি ?
Ⓐ দমন-দিউ
Ⓑ লাদাখ
Ⓒ লাক্ষাদ্বীপ
Ⓓ জম্মু-কাশ্মীর
Ans : (D)
■ এটির ক্ষেত্রফল প্রায় 32 বর্গকিমি
16. ইলেকট্রিক তারে সাধারণত কিসের আস্তরণ থাকে ?
Ⓐ পলিপ্রোপিলিন
Ⓑ পলিভিনাইল ক্লোরাইড
Ⓒ পলিইউরেথেন
Ⓓ পলিইথিলিন
Ans : (B)
17. ক্যাথোড রশ্মি হলো ______ এর স্রোত
Ⓐ প্রোটন
Ⓑ পজিট্রন
Ⓒ ইলেকট্রন
Ⓓ নিউট্রন
Ans : (C)
18. নিম্নের কোন ডিভাইস রাসায়নিক শক্তি কে তড়িৎশক্তিতে রূপান্তর করে ?
Ⓐ জেনারেটর
Ⓑ ব্যাটারি
Ⓒ ডায়নামো
Ⓓ ইনভার্টার
Ans : (B)
19. পিটুইটারি গ্রন্থি থেকে নিম্নের কোন হরমোন ক্ষরিত হয় ?
Ⓐ এড্রিনালিন
Ⓑ গ্রোথ হরমোন
Ⓒ ইনসুলিন
Ⓓ থাইরক্সিন
Ans : (B)
■ পিটুইটারি গ্রন্থি কে বলা হয় মাস্টার গ্ল্যান্ড
20. স্মলপক্সের ভ্যাকসিন নিম্নের কে আবিষ্কার করেন ?
Ⓐ রোনাল্ড রস
Ⓑ রবার্ট কচ
Ⓒ এডওয়ার্ড জেনার
Ⓓ আলেকজান্ডার ফ্লেমিং
Ans : (C)
21. নোভাক জোকোভিচ কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ফুটবল
Ⓑ গলফ
Ⓒ টেনিস
Ⓓ বেসবল
Ans : (C)
22. লাভনী কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য ?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ কেরল
Ⓒ গুজরাট
Ⓓ তামিলনাড়ু
Ans : (A)
23. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) কোন সালে নন-স্ট্যাচুটারি বডি হিসেবে গঠিত হয় ?
Ⓐ 1970
Ⓑ 1988
Ⓒ 1890
Ⓓ 1980
Ans : (B)
■ এটি উক্ত সালের 12 ই এপ্রিল গঠিত হয়
■ স্ট্যাচুটারি ক্ষমতা প্রদান - 30 জানুয়ারি, 1992
■ HQ - মুম্বাই
24. SAARC এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কলম্বো
Ⓑ কাঠমান্ডু
Ⓒ ঢাকা
Ⓓ নতুন দিল্লী
Ans : (B)
■ ফুল ফর্ম - South Asian Association of Regional Cooperation
■ স্থাপিত - 1985, ঢাকা
■ বর্তমানে 8 টি সদস্য দেশ (বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান)
25. সংবিধানে ভারতে রাষ্ট্রপতির কার্যকাল কত উল্লেখ করা আছে ?
Ⓐ 6 বছর
Ⓑ 5 বছর
Ⓒ 4 বছর
Ⓓ কার্যকাল উল্লেখ নেই
Ans : (B)
■ পার্ট V এর আর্টিকেল 52 - 78 এ রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে
■ আর্টিকেল 56 এ রাষ্ট্রপতির কার্যকাল 5 বছরের উল্লেখ আছে
26. নিম্নের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক লোকসভা আসন আছে ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ তামিলনাড়ু
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ রাজস্থান
Ans : (A)
■ উক্ত রাজ্যের আসন সংখ্যা - 80
■ লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 (রাজ্য থেকে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 এবং 2 জন মনোনীত)
27. ভারত সরকারের প্রথম আইন অফিসার হিসেবে নিম্নের কে কাজ করেন ?
Ⓐ আইন মন্ত্রী
Ⓑ লোকসভা স্পিকার
Ⓒ এটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
Ⓓ উপরের কেউ না
Ans : (C)
■ আর্টিকেল - 76 এ এটির উল্লেখ আছে
■ সুপ্রিম কোর্টে তিনি কেন্দ্র সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেন
28. WWW এর ফুল ফর্ম কি ?
Ⓐ ওয়ার্ল্ড ওয়ার্ড ওয়েব
Ⓑ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
Ⓒ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবিনার
Ⓓ ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ড
Ans : (B)
■ টিম বার্নার্স লি 1989 এ এটি আবিষ্কার করেন
29. বিশ্ব পরিযায়ী পাখি দিবস কোন তারিখে পালিত হয় ?
Ⓐ 12 ই মে *
Ⓑ 11 ই মে
Ⓒ 10 জুন
Ⓓ 12 এপ্রিল
Ans : (A)