আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 68 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 68 (MCQ)

***********************



1. আলেকজান্ডার কোন সালে ভারত আক্রমন করেন ?

Ⓐ খ্রিষ্টপূর্ব 327

Ⓑ খ্রিষ্টপূর্ব 329

Ⓒ খ্রিষ্টপূর্ব 450

Ⓓ খ্রিষ্টপূর্ব 279


Ans : (A)


■ তিনি ছিলেন গ্রিসের ম্যাসিডন রাজ্যের রাজা

■ হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারত আক্রমন করেন

■ খ্রিষ্টপূর্ব 326 অব্দে ঝিলাম নদীর তীরে রাজা পুরুর সাথে হিদাস্পিসের যুদ্ধ হয়


2. সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 

Ⓐ সাতকর্নি

Ⓑ বাসুদেব কান্ব

Ⓒ মহারাজা শ্রীগুপ্ত

Ⓓ সিমুক


Ans : (D)


■ তাঁর আমলে রাজধানী ছিল পৈঠান

■ শ্রেষ্ঠ রাজা - গৌতমীপুত্র সাতকর্নি (নাসিক শিলালিপি থেকে তাঁর কৃতিত্বের কথা জানা যায়)

■ শেষ রাজা - যজ্ঞশ্রী সাতকর্নি


3. কোনারকের সূর্য মন্দির নিম্নের কে নির্মাণ করেন ?

Ⓐ দ্বিতীয় নন্দী বর্মন

Ⓑ বিমলা

Ⓒ প্রথম নরসিংহদেব

Ⓓ প্রথম কৃষ্ণ


Ans : (C)

■ দ্বিতীয় নন্দী বর্মন - কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির

■ বিমলা - দিলওয়ারা জৈন মন্দির

■ প্রথম কৃষ্ণ - ইলোরার কৈলাস মন্দির


4. নিম্নের কোনটি গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ ?

Ⓐ ক্রমাগত মধ্যএশিয়ার হুন আক্রমণ

Ⓑ সুযোগ্য শাসকের অভাব

Ⓒ আঞ্চলিক শক্তির উত্থান

Ⓓ উপরের সবগুলি


Ans : (D)


5. কুন্দলবনে কততম বৌদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয় ?

Ⓐ প্রথম

Ⓑ তৃতীয়

Ⓒ চতুর্থ

Ⓓ দ্বিতীয়


Ans : (C)


■ মহারাজ কনিষ্ক এর পৃষ্ঠপোষকতায় ও বসুমিত্রের সভাপতিত্বে (72 খ্রিস্টাব্দে) এই সমাবেশ ঘটে 

■ বৌদ্ধ সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে যায় হীনযান ও মহাযান

■ অশ্বঘোষ এই সমাবেশে যোগ দেন


6. চান্দেরীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

Ⓐ 1526 

Ⓑ 1529

Ⓒ 1527

Ⓓ 1528


Ans : (D)


■ এই যুদ্ধে বাবর মেদিনী রাইকে পরাজিত করেন

■ 1526 - পানিপথের যুদ্ধ 

■ 1529 - গোগরার যুদ্ধ

■ 1527 - খানুয়ার যুদ্ধ




7. নিম্নের কোন রাজার সভাকবি ছিলেন অমরসিংহ ?

Ⓐ আলাউদ্দিন খলজী

Ⓑ বিজয় সেন

Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

Ⓓ পৃথ্বীরাজ চৌহান


Ans : (C)

■ আলাউদ্দিন খলজী - আমির খসরু

■ বিজয় সেন - উমাপতি ধর, শ্রীহর্ষ

■ পৃথ্বীরাজ চৌহান - চাঁদ বরদই



8. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

Ⓐ সুরাট

Ⓑ কলকাতা

Ⓒ বোম্বে

Ⓓ লাহোর


Ans : (C)


■ 1885 সালে এটি অনুষ্ঠিত হয় 

■ 72 জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেন 

■ জাতীয় কংগ্রেসের জনক - এ ও হিউম


9. সিমলা বৈঠক কোন সালে আয়োজিত হয় ?

Ⓐ 1945

Ⓑ 1948

Ⓒ 1943

Ⓓ 1946


Ans : (A)


■ উক্ত সালের জুন মাসে লর্ড ওয়াভেল বৈঠকের আহবান করেন 

■ এটি ওয়াভেল পরিকল্পনা নামেও পরিচিত


10. নিম্নের কাকে 'ইন্ডিয়ান গ্লাডস্টোন' বলা হয় ?

Ⓐ লালা লাজপত রায়

Ⓑ দাদাভাই নৌরজি

Ⓒ জওহরলাল নেহেরু

Ⓓ চক্রবর্তী রাজাগোপালাচারী


Ans : (B)


■ 1906 সালের কলকাতা অধিবেশনে তিনি প্রথম স্বরাজ দাবি করেন 

■ তাঁকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া পদবীতে ভূষিত করা হয়েছে

■ বিখ্যাত গ্রন্থ - Poverty and Unbritish Rule in India


11. উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

Ⓐ হরিয়ানা

Ⓑ রাজস্থান

Ⓒ গুজরাট

Ⓓ মধ্যপ্রদেশ


Ans : (C)


■ এছাড়া এই রাজ্যের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র হলো সিক্কা, কান্ডালা, আমেদাবাদ


12. ম্যাঙ্গানিজ উত্তোলন ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?

Ⓐ ঝাড়খন্ড

Ⓑ ওড়িশা

Ⓒ কর্ণাটক

Ⓓছত্তিশগড়


Ans : (B)


■ এই রাজ্যের কেওনঝর, কোরাপুট, সুন্দরগড় জেলায় খনিগুলি আছে 

■ বক্সাইট উৎপাদনেও ওড়িশা প্রথম


13. 2011 সেনসাস অনুযায়ী সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো - 

Ⓐ সিকিম

Ⓑ অসম

Ⓒ নাগাল্যান্ড

Ⓓ অরুণাচল প্রদেশ


Ans : (D)


■ এমনি রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ - বিহার (1106 জন)

■ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ - দিল্লী 

■ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


14. নিম্নের কোন নদীকে বাংলার ত্রাসের নদী বলা হয় ?

Ⓐ মহানন্দা

Ⓑ গঙ্গা

Ⓒ তিস্তা

Ⓓ কালজানি


Ans : (C)


■ উৎস - সিকিমের জেমু হিমবাহ

■ পতন স্থল - বাংলাদেশের যমুনা নদী 

■ শাখানদী/উপনদী - রঙ্গিত, জলঢাকা, কালীঝোড়া, নালা, চেল প্রভৃতি


15. নিম্নের কোন মৃত্তিকায় নারকেল, সুপারি চাষ করা যায় ? 

Ⓐ পার্বত্য মৃত্তিকা

Ⓑ প্রাচীন পলি মৃত্তিকা

Ⓒ নবীন পলি

Ⓓ লবনাক্ত মাটি


Ans : (D)


■ সুন্দরবন ও উপকূল অঞ্চলে এগুলো ভালো চাষ হয়


16. জার্মান সিলভারের মুখ্য উপাদান কোনটি ?

Ⓐ তামা

Ⓑ জিঙ্ক

Ⓒ নিকেল

Ⓓ টিন


Ans : (A)


■ এটিতে থাকে তামা (50%), জিঙ্ক (25%) এবং নিকেল (25%)


17. নিম্নের কোন গ্যাস কে মার্শ গ্যাস বলা হয় ?

Ⓐ NO2

Ⓑ CO2

Ⓒ N2

Ⓓ CH4


Ans : (D)


■ এটি সরলতম হাইড্রোকার্বন 


18. পেঁয়াজ ও রসুনের বিশেষ গন্ধের জন্য নিম্নের কোন মৌল দায়ী ?

Ⓐ পটাশিয়াম

Ⓑ ক্যালসিয়াম

Ⓒ অ্যামোনিয়া

Ⓓ সালফার


Ans : (A)


19. নিম্নের কোন প্লাস্টিড ফুল ও ফলের বর্ণের জন্য দায়ী ?

Ⓐ ক্লোরোপ্লাস্ট

Ⓑ লিউকোপ্লাস্ট

Ⓒ ক্রোমোপ্লাস্ট

Ⓓ উপরের কোনটি নয়


Ans : (C)

■ ক্লোরোপ্লাস্ট - সবুজ বর্ণের হয়, সালোকসংশ্লেষ ঘটে 

■ লিউকোপ্লাস্ট - এটি বর্ণহীন, খাদ্য (লিপিড, প্রোটিন) সঞ্চিত থাকে


20. মিওসিস বিভাজনের কোন দশায় স্পিন্ডল ফাইবার গঠিত হয় ?

Ⓐ অ্যানাফেজ

Ⓑ প্রফেজ

Ⓒ মেটাফেজ

Ⓓ টেলোফেজ


Ans : (C)


21. গ্লুকাগন হরমোন নিম্নের কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

Ⓐ পিটুইটারি

Ⓑ থাইরয়েড

Ⓒ অগ্ন্যাশয়

Ⓓ এড্রিনালীন


Ans : (C)


■ এটি আলফা কোশ থেকে ক্ষরিত হয়


22. URL এর পূর্ণরূপ কি ?

Ⓐ ইউনিয়ন রিসোর্স লোকেটর

Ⓑ ইউনিফর্ম রিসোর্স লোকেটর

Ⓒ ইউনাইটেড রিজনিং লোকেটর

Ⓓ ইউনিক রিসোর্স লোকেটর


Ans : (B)


23. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Ⓐ জেনেভা, সুইজারল্যান্ড

Ⓑ জাকার্তা, ইন্দোনেশিয়া

Ⓒ ম্যানিলা, ফিলিপিন্স

Ⓓ ওয়াশিংটন ডিসি, ইউএস


Ans : (A)


24. পোঙ্গল উৎসব নিম্নের কোন রাজ্যে পালিত হয় ?

Ⓐ বিহার

Ⓑ উত্তরাখন্ড

Ⓒ হিমাচল প্রদেশ

Ⓓ তামিলনাড়ু


Ans : (D)


25. শিক্ষার অধিকার কোন সালে মৌলিক অধিকারের স্বীকৃতি লাভ করে ?

Ⓐ 15 মার্চ, 2010

Ⓑ1 এপ্রিল, 2010

Ⓒ 17 জুলাই, 2010

Ⓓ 10 অক্টোবর, 2010


Ans : (B)


26. কালক্রমে সাজালে নিম্নের কোনটি সঠিক হবে 

I. ইন্দিরা গান্ধী II. জওহরলাল নেহেরু III. মোরারাজি দেশাই IV. চরণ সিং

Ⓐ I, II, III, IV

Ⓑ II, III, I, IV

Ⓒ II, I, III, IV

Ⓓ III, II, IV, I


Ans : (C)


27. নিম্নের কোন ভারতীয় রাজ্যের অফিসিয়াল ভাষা হলো ইংরেজি ?

Ⓐ নাগাল্যান্ড

Ⓑ ত্রিপুরা

Ⓒ আসাম

Ⓓ মণিপুর


Ans : (A)


28. কর্পোরেট ট্যাক্স কার দ্বারা আরোপিত হয় ?

Ⓐ রাজ্য সরকার

Ⓑ কেন্দ্র সরকার

Ⓒ রাজ্য ও কেন্দ্র উভয়ই

Ⓓ স্থানীয় প্রশাসন


Ans : (B)


29. করাপশন রুখতে নিম্নের কোন আফ্রিকান দেশ সম্প্রতি ডিমনেটাইজেশন ঘোষণা করলো ?

Ⓐ ইজিপ্ট

Ⓑ নাইজিরিয়া

Ⓒ দক্ষিন আফ্রিকা

Ⓓ তানজানিয়া


Ans : (B)