আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 67 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 67 (MCQ)

***********************



1. প্রথম জৈন সংগীতি বা সম্মেলন কোন স্থানে অনুষ্ঠিত হয় ?

Ⓐ দেবপ্রয়াগ

Ⓑ পাটলিপুত্র 

Ⓒ বলভী

Ⓓ রাজগির


Ans : (B)

➢ সময় - 300 খ্রিষ্টপূর্ব

➢ সভাপতি - স্থূলভদ্র

➢ শ্বেতাম্বর ও দিগম্বর বিভাজন ঘটে


2. আইহোল প্রশস্তি থেকে নিম্নের কোন ব্যক্তির কথা জানা যায় ?

Ⓐ প্রথম সাতকর্নি

Ⓑ দ্বিতীয় পুলকেশী 

Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য

Ⓓ হর্ষবর্ধন


Ans : (B)


3. নিম্নের কে দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন ?

Ⓐ জয়নুল আবেদিন

Ⓑ কনিষ্ক

Ⓒ ফিরোজ শাহ তুঘলক

Ⓓ আলাউদ্দিন খলজি 


Ans : (D)

➢ জয়নুল আবেদিন - কাশ্মীরের আকবর

➢ কনিষ্ক - দ্বিতীয় অশোক

➢ ফিরোজ শাহ তুঘলক - সুলতানি যুগের আকবর


4. ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ?

Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য

Ⓑ বিন্দুসার

Ⓒ মহম্মদ বিন তুঘলক 

Ⓓ আকবর


Ans : (C)

➢ তিনি মরক্কো থেকে এসেছিলেন

➢ চন্দ্রগুপ্ত মৌর্য - মেগাস্থিনিস আসেন

➢ বিন্দুসার - ডেইমাকাস

➢ আকবর - রালফ ফিচ


5. ঘর্ঘরার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

Ⓐ 1526

Ⓑ 1527

Ⓒ 1534

Ⓓ 1529 


Ans : (D)

➢ এটি গোগরার যুদ্ধ নামেও পরিচিত 

➢ বাবর ও সুলতান মামুদ লোদীর আফগান বাহিনীর মধ্যে এই যুদ্ধ ঘটে


6. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তে কোন কমিশন গঠন করা হয় ?

Ⓐ রালে কমিশন

Ⓑ স্যাডলার কমিশন

Ⓒ সাইমন কমিশন

Ⓓ হান্টার কমিশন 


Ans : (D)

➢ 1919 সালে এটি তৈরি হয় 


7. কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ? 

Ⓐ চার্টার এক্ট

Ⓑ পিটের ভারত শাসন আইন

Ⓒ ভারত শাসন আইন 

Ⓓ রেগুলেটিং এক্ট


Ans : (C)

➢ এটি 1858 সালে কার্যকর হয় 

➢ এর পরে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হয় 


8. এশিয়াটিক সোসাইটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?

Ⓐ ডেভিড হেয়ার

Ⓑ রাজা রামমোহন রায়

Ⓒ কেশবচন্দ্র সেন

Ⓓ উইলিয়াম জোন্স 


Ans : (D)

➢ তিনি 1784 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন

➢ ডেভিড হেয়ার - স্কুল বুক সোসাইটি

➢ রাজা রামমোহন রায় - আত্মীয় সভা, ব্রাহ্মসমাজ 

➢ কেশবচন্দ্র সেন - ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ


9. মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ কোন সালে সংঘটিত হয় ?

Ⓐ 1917 

Ⓑ 1915

Ⓒ 1919

Ⓓ 1930


Ans : (A)

➢ এটি ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন 

➢ এটি বিহারে অবস্থিত


10. মোপলা বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয় ?

Ⓐ উত্তরপ্রদেশ

Ⓑ কেরল 

Ⓒ বাংলা

Ⓓ মহারাষ্ট্র


Ans : (B)

➢ 1921 সালে এটি সংঘটিত হয় 

➢ নেতৃত্ব দেন - ভারিয়ানকুন্নাথ কুঞ্জহাম্মেদ হাজী, আলী মুসলিয়র


11. পৃথিবীর যমজ গ্রহ নিম্নের কোনটি কে বলা হয় ?

Ⓐ বুধ

Ⓑ মঙ্গল

Ⓒ শুক্র 

Ⓓ বৃহস্পতি


Ans : (C)


12. নিম্নের কোন স্তরে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুর উষ্ণতা 6.4℃ কমে যায় ? 

Ⓐ মেসোস্ফিয়ার

Ⓑ স্ট্রাটোস্ফিয়ার

Ⓒ ট্রপোস্ফিয়ার 

Ⓓ থার্মোস্ফিয়ার


Ans : (C)

➢ এটির বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে 18 কিমি পর্যন্ত 

➢ এটি বায়ুমন্ডলের সবচেয়ে ঘন ও ভারী স্তর 

ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা এই স্তরেই ঘটে


13. তিব্বতের মানস সরোবরের হ্রদের কাছে সিঙ্গ খাবাব হিমবাহ থেকে নিম্নের কোন নদীর উৎপত্তিলাভ হয়েছে ?

Ⓐ সিন্ধু

Ⓑ মহানদী

Ⓒ সিন্ধু 

Ⓓ ব্রহ্মপুত্র 


Ans : (C)

➢ মোট দৈর্ঘ্য 2880 কিমি (ভারতে প্রায় 800 কিমি)

➢ পতন স্থল - আরবসাগর 

➢ উপনদী - শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম, গিলগিট, শিগার


14. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

Ⓐ পশ্চিমবঙ্গ

Ⓑ মধ্যপ্রদেশ

Ⓒ তেলেঙ্গানা

Ⓓ ওড়িশা 


Ans : (D)


15. নাগারহোল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

Ⓐ গুজরাট

Ⓑ কর্ণাটক 

Ⓒ তামিলনাড়ু

Ⓓ মধ্যপ্রদেশ


Ans : (B)


16. নিম্নের কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ?

Ⓐ ওয়েবার

Ⓑ রাদারফোর্ড

Ⓒ ওরস্টেড

Ⓓ ম্যাক্স প্লাঙ্ক 


Ans : (D)


17. গ্যালন, ব্যারেল এগুলি কি পরিমাপের একক ?

Ⓐ কম্পাঙ্ক

Ⓑ জলের গভীরতা

Ⓒ তরলের পরিমান 

Ⓓ জাহাজের গতিবেগ


Ans : (C)

➢ 1 ব্যারেল = 31.5 গ্যালন, 1 গ্যালন = 4.5 লিটার


18. টেলিফোনের প্রেরকযন্ত্রে শক্তির কোন রূপান্তর ঘটে ?

Ⓐ শব্দ শক্তি থেকে যান্ত্রিকশক্তি

Ⓑ চৌম্বক শক্তি থেকে তড়িৎশক্তি

Ⓒ শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি

Ⓓ শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি 


Ans : (D)

➢ শব্দ শক্তি থেকে যান্ত্রিকশক্তি - আওয়াজে কাঁচের জানলা ফেটে যাওয়া

➢ চৌম্বক শক্তি থেকে তড়িৎশক্তি - তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা 

➢ শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি - এসিটিলিন গ্যাসের বিস্ফোরণে কার্বন ও হাইড্রোজেন তৈরি হওয়া


19. বায়ুমন্ডলে সর্বাধিক উপস্থিত মৌল টি হলো -

Ⓐ অক্সিজেন

Ⓑ নাইট্রোজেন 

Ⓒ এলুমিনিয়াম 

Ⓓ হাইড্রোজেন


Ans : (B)

➢ ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল - অক্সিজেন

➢ ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু - এলুমিনিয়াম 

➢ মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল - হাইড্রোজেন 


20. পিত্তরসে নিম্নের কোন উৎসেচক অবস্থিত ?

Ⓐ পেপসিন

Ⓑ লাইপেজ

Ⓒ সুক্রেজ

Ⓓ উৎসেচকহীন 


Ans : (D)


21. সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?

Ⓐ নাগপুর

Ⓑ চেন্নাই 

Ⓒ ধানবাদ

Ⓓ পানাজি


Ans : (B)

➢ নাগপুর - সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ

➢ ধানবাদ - সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং এন্ড ফুয়েল রিসার্চ 

➢ পানাজি - CSIR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসানোগ্রাফি


22. নিম্নের কোন কবি গুণরাজ খান নামে পরিচিত ছিলেন ?

Ⓐ ভারতচন্দ্ররায়

Ⓑ বিদ্যাপতি

Ⓒ মুকুন্দ দাস

Ⓓ মালাধর বসু


Ans : (D)

➢ ভারতচন্দ্ররায় - রায় গুনাকর 

➢ বিদ্যাপতি - মৈথিলী কোকিল

➢ মুকুন্দ দাস - চারণ কবি


23. জ্ঞানপিঠ পুরস্কার প্রদান কোন সাল থেকে শুরু হয় ?

Ⓐ 1961 

Ⓑ 1967

Ⓒ 1977

Ⓓ 1952


Ans : (A)

➢ 1965 সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন


24. ডান্ডিয়া, তামাশা নৃত্য গুলি কোন রাজ্যের প্রচলিত লোকনৃত্য ?

Ⓐ পশ্চিমবঙ্গ

Ⓑ কর্ণাটক

Ⓒ কেরল

Ⓓ মহারাষ্ট্র 


Ans : (D)


25. পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?

Ⓐ সন্তুর

Ⓑ বাঁশি

Ⓒ সেতার 

Ⓓ সারেঙ্গি


Ans : (C)


26. ইউপিএসসি-র সভাপতি ও অন্যান্য সদস্য কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হন ?

Ⓐ প্রধানমন্ত্রী

Ⓑ রাষ্ট্রপতি 

Ⓒ রাজ্যপাল

Ⓓ স্বরাষ্ট্রমন্ত্রী 


Ans : (B)

➢ প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারক, এটর্নি জেনারেল, CAG, মুখ্য নির্বাচন কমিশনার,  বিভিন্ন  বাহিনীর প্রধান সবই তাঁর দ্বারা নিয়োগপ্রাপ্ত হয় 


27. লোকসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হতে হবে ?

Ⓐ 30 বছর

Ⓑ 27 বছর

Ⓒ 35 বছর

Ⓓ 25 বছর 


Ans : (D)


28. সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে GST প্রবর্তন করা হয় ?

Ⓐ 101 তম 

Ⓑ 102 তম

Ⓒ 103 তম

Ⓓ 99 তম


Ans : (A)

➢  2017 সালে এটি কার্যকর হয় 

➢  GST (Goods and Services Tax) চালু হয় - 1 জুলাই, 2017


29. বিশ্ব ক্যানসার দিবস কবে পালন করা হয় ?

Ⓐ 4 ফেব্রুয়ারি 

Ⓑ 27 জুন

Ⓒ 12 ফেব্রুয়ারি

Ⓓ 30 এপ্রিল


Ans : (A)