আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 66 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 66 (MCQ)

***********************




1.  আকবর কত সালে গুজরাট জয় করেন ?

Ⓐ 1574

Ⓑ 1578

Ⓒ 1572

Ⓓ 1498 


Ans : (C)


✦ তিনি গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরজা নির্মাণ করেন 

✦ 1576 সালে বাংলা জয় করেছিলেন, কিন্তু সেভাবে মুঘল আধিপত্য স্থায়ী হয় নি


2. পূর্ব ভারতে ভক্তিবাদের প্রবক্তা কে ছিলেন ?

Ⓐ চৈতন্যদেব

Ⓑ একনাথ

Ⓒ নামদেব

Ⓓ রামদাস


Ans : (A)


✦ রামদাস - শিবাজীর আধ্যাত্মিক গুরু

✦ নামদেবের বাণী গুরু গ্রন্থসাহেবে লিপিবদ্ধ আছে 


3. নিম্নের কোন শাসক গুলরুখী ছদ্মনামে ফার্সি কবিতা লেখেন ?

Ⓐ ইব্রাহিম লোদী

Ⓑ বহলুল লোদী

Ⓒ সিকন্দর লোদী

Ⓓ আলম শাহ


Ans : (C)


4. নিম্নের কে 'কীরতারজুনিয়াম' রচনাটি লেখেন ?

Ⓐ জয়দেব

Ⓑ দামোদর গুপ্ত

Ⓒ রাজশেখর

Ⓓ ভারবী


Ans : (D)


5. মেহরৌলি লৌহস্তম্ভ শিলালিপি থেকে কোন রাজার কথা জানতে পারি ?

Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

Ⓑ প্রথম চন্দ্রগুপ্ত

Ⓒ সমুদ্রগুপ্ত

Ⓓ কুমারগুপ্ত


Ans : (B)


✦ তিনি ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা 

✦ তিনি 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন 


6. নিম্নের কোন স্থানে সিন্ধু সভ্যতার শস্যাগারের সন্ধান পাওয়া যায় ?

Ⓐ ধোলাভিরা

Ⓑ রাখিগাড়হী

Ⓒ রোপার

Ⓓ সুরকোটাডা


Ans : (B)


✦ এটি সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান 

✦ এছাড়া এখানে টেরাকোটার ইঁটের সন্ধান পাওয়া যায়

✦ প্রথম ঘোড়ার হাড় পাওয়া যায় - সুরকোটাডা



7. কাঞ্চির কৈলাসনাথ মন্দির নিম্নের কে নির্মাণ করেন ?

Ⓐ প্রথম নরসিংহবর্মন

Ⓑ দ্বিতীয় নরসিংহবর্মন

Ⓒ অনন্ত বর্মন

Ⓓ প্রথম কৃষ্ণ


Ans : (B)


8. 'দি লাইফ ডিভাইন' বইটি কার লেখা ?

Ⓐ অরবিন্দ ঘোষ

Ⓑ লালা লাজপত রায়

Ⓒ বি জি তিলক

Ⓓ স্বামী দয়ানন্দ


Ans : (A)


9. পিটের ভারত আইন কোন সালে কার্যকর হয় ?

Ⓐ 1775

Ⓑ 1784

Ⓒ 1792

Ⓓ 1799


Ans : (B)


✦ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এই আইন পাশ করেন 

✦ গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয় 


10. নিম্নের কোনটি 1920 সালে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেন ?

Ⓐ মাদ্রাজ লেবার ইউনিয়ন

Ⓑ ইন্ডিয়ান ফ্রীডম অফ লেবার

Ⓒ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস

Ⓓ আমেদাবাদ টেক্সটাইল লেবার এসোসিয়েশন


Ans : (D)


✦ মাদ্রাজ লেবার ইউনিয়ন - সি আর নাইডু

✦ ইন্ডিয়ান ফ্রীডম অফ লেবার - এম এন রায়

✦ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস - ভি বি প্যাটেল


11. কলকাতায় মেট্রোরেল কবে চালু করা হয় ? 

Ⓐ 1982

Ⓑ 1987

Ⓒ 1984

Ⓓ 1986


Ans : (C)


✦ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটির উদ্বোধন করেন 



12. দুধওয়া জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

Ⓐ রাজস্থান

Ⓑ জম্মু-কাশ্মীর

Ⓒ অসম

Ⓓ উত্তরপ্রদেশ


Ans : (D)


13. গুজরাটের জামনগর নিম্নেরকন খনিজ পদার্থের জন্য বিখ্যাত ?

Ⓐ বক্সাইট

Ⓑ তামা

Ⓒ লোহা

Ⓓ অভ্র


Ans : (A)


✦ এছাড়া কচ্ছ, সুরাটেও পাওয়া যায় 


14. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Ⓐ নাগপুর

Ⓑ কলকাতা

Ⓒ উদয়পুর

Ⓓ ভুবনেশ্বর


Ans : (B)


✦ এটি 1851 সালে স্থাপিত হয় 


15. 2011 এর জনগণনা অনুযায়ী সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো -

Ⓐ গুজরাট

Ⓑ ওড়িশা

Ⓒ পশ্চিমবঙ্গ

Ⓓ বিহার


Ans : (D)


✦ এর ঘনত্ব 1106 জন প্রতি বর্গ কিমি 

✦ পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1028 জন প্রতি বর্গকিমি


16. নিম্নের কোনটি থেকে ডাটুরিন পাওয়া যায় ?

Ⓐ ধুতুরার পাতা

Ⓑ তামাক পাতা

Ⓒ নাক্স-ভমিকা গাছের বীজ

Ⓓ সিঙ্কনা গাছের ছাল


Ans : (A)


✦ তামাক পাতা - নিকোটিন

✦ নাক্স-ভমিকা গাছের বীজ - স্ট্রিকনিন

✦ সিঙ্কনা গাছের ছাল - কুইনাইন 


17. মানুষের করোটিয় স্নায়ু রয়েছে কত জোড়া ?

Ⓐ 31 জোড়া

Ⓑ 13 জোড়া

Ⓒ 9 জোড়া

Ⓓ 12 জোড়া


Ans : (D)


✦ সুষুন্না স্নায়ু - 31 জোড়া 


18. নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় ? 

Ⓐ চিকেনপক্স

Ⓑ রেবিস

Ⓒ মাম্পস

Ⓓ গনোরিয়া


Ans : (D)


✦ বাকি গুলি ভাইরাস ঘটিত রোগ


19. নিম্নের কোনটি কে ব্লু ভিট্রিয়ল বলা হয় ? 

Ⓐ কপার সালফেটের জলীয় দ্রবণ

Ⓑ ফেরাস সালফেটের জলীয় দ্রবণ

Ⓒ সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণ

Ⓓ থায়সালফেটের জলীয় দ্রবণ 


Ans : (A)


20. ব্রোঞ্জ তৈরি করতে গেলে কোনটি মুখ্যভাবে প্রয়োজন ?

Ⓐ টিন

Ⓑ লোহা

Ⓒ জিঙ্ক

Ⓓ তামা


Ans : (D)


✦ এটি প্রায় 75 - 90% 

✦ বাকিটা Sn থাকে 


21. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

Ⓐ কে এম মুন্সী

Ⓑ এন মাধব রাও

Ⓒ সৈয়দ মহম্মদ

Ⓓ বি আর আম্বেদকর


Ans : (D)


22. কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে ?

Ⓐ কানাডা

Ⓑ আমেরিকা

Ⓒ আয়ারল্যান্ড

Ⓓ অস্ট্রেলিয়া


Ans : (B)


23. বর্তমানে সংবিধানে মৌলিক কর্তব্য কতগুলি আছে ?

Ⓐ 10 টি

Ⓑ 12 টি

Ⓒ 11 টি

Ⓓ 14 টি


Ans : (C)


24. কথাকলি নৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?

Ⓐ অন্ধ্রপ্রদেশ

Ⓑ কেরল

Ⓒ তামিলনাড়ু

Ⓓ আসাম


Ans : (A)


✦ অন্ধ্রপ্রদেশ - কুচিপুড়ি

✦ তামিলনাড়ু - ভারতনাট্যম 

✦ আসাম - সাতরিয়া


25. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি ?

Ⓐ বীরচক্র

Ⓑ পদ্মবিভূষণ

Ⓒ ভ্যাস সম্মান

Ⓓ ভারতরত্ন *


Ans : (D)


26. ডুরান্ড লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ?

Ⓐ ভারত ও চীন

Ⓑ ভারত ও পাকিস্তান

Ⓒ পাকিস্তান ও আফগানিস্তান

Ⓓ ভারত ও আফগানিস্তান 


Ans : (C)


27. নিম্নের কোন শহর কে এশিয়ার রোম বলা হয় ?

Ⓐ দিল্লী

Ⓑ মুম্বাই

Ⓒ চেন্নাই

Ⓓ অমৃতসর


Ans : (A)


28. সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?

Ⓐ নাগপুর

Ⓑ মহীশুর

Ⓒ নিউ দিল্লী

Ⓓ লাখনৌ


Ans : (D)


29. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ? 

Ⓐ 21 শে জানুয়ারি

Ⓑ 28 শে ফেব্রুয়ারি

Ⓒ 25 জানুয়ারি *

Ⓓ 27 মে


Ans : (C)