দৈনিক কারেন্ট আফফায়ার্স 22/03/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 22/03/2025
*********************
◆ 1. মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট রাষ্ট্রপতি ভবনে Purple Fest 2025 -এর আয়োজন করলো
◆ 2. স্টার্টআপের জন্য Centre for Development of Telematics (C-DOT) সম্প্রতি ইনকিউবেশন প্রোগ্রাম 'Samarth' লঞ্চ করলো
◆ 3. রাজ্যের প্রথম সায়েন্টিফিক কোল মাইনিং ব্লক 'Saryngkham-A' -এর উদ্বোধন করলেন মেঘালয় মুখ্যমন্ত্রী Conrad K. Sangma
◆ 4. অমরাবতীতে 58 ফুট উঁচু Potti Sriramulu -এর মূর্তি স্থাপনের ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী N. Chandrababu Naidu
◆ 5. কোচি রিফাইনারিতে 3.2 MW ভাসমান সোলার পাওয়ার প্লান্ট -এর উদ্বোধন করলো BPCL
◆ 6. ভারতীয় ক্রিকেটার রিশব পান্থকে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Goibibo
◆ 7. NIIT University এর চ্যান্সেলর পদে নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্তকে নিযুক্ত করা হলো
◆ 8. UPSC এর জয়েন্ট-সেক্রেটারি হিসেবে অনুজ কুমার সিংকে নিযুক্ত করা হলো
◆ 9. World Happiness রিপোর্ট 2025 অনুযায়ী ভারত 118 তম স্থান অধিকার করলো
◆ 10. প্রতি বছর 22 শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়, এবছরের ফোকাস - 'Glacier Preservation'