আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 90

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 90


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. রমেশ সুরেশের থেকে 30% বেশি বিনিয়োগ করে । অরুণ যে 8000 টাকা বিনিয়োগ করে, তার থেকে সুরেশ 40% কম বিনিয়োগ করে । রমেশ এবং সুরেশের বিনিয়োগ করা মূলধনের পার্থক্য কত (₹) ? 
[A] 3200
[B] 1760
[C] 1440 
[D] 1200

2. 8 টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 65 । যদি পরবর্তী চারটি যুগ্ম সংখ্যাকে অন্তর্ভুক্ত করা হয়, তবে এখন সমস্ত সংখ্যার গড় কত ? 
[A] 68
[B] 69 
[C] 67
[D] 70

3. একটি বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত যার কর্ণ 16 cm ?
[A] 256 বর্গসেমি
[B] 64√2 বর্গসেমি
[C] 64 বর্গসেমি
[D] 128 বর্গসেমি 

4. 10 জন মহিলা একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে । একই কাজ 15 জন পুরুষ 5 দিনে করতে পারে । 10 জন মহিলা কাজ শুরু করে এবং 3 দিন পর, 5 জন পুরুষ 5 জন মহিলাকে রিপ্লেস করে । কত দিনে কাজটি সম্পূর্ণ হবে ?  
[A] 11 
[B] 10
[C] 8
[D] 12

5. একজন ব্যক্তি বার্ষিক 5% হারে সরল সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করে, যেখানে আরো একজন ব্যক্তি একই মূলধন একই সময়ের জন্য বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে । সরলসুদের পরিমান চক্রবৃদ্ধির তুলনায় 184 টাকা বেশি । মুলধনের পরিমান হলো :
[A] ₹8500
[B] ₹10,000 
[C] ₹8000
[D] ₹7500

6. রেনুর ব্যয় তার সঞ্চয়ের থেকে 120% বেশি । যদি তার আয় এবং ব্যয় 25% এবং 30% বৃদ্ধি পায় যথাক্রমে তবে তার সঞ্চয় কত বাড়বে ? 
[A] 16%
[B] 15%
[C] 14% 
[D] 12%

7. মান নির্ণয় : 
  [(102 – 16 ÷ 8) – 2] ÷ {3 + 6 × (5 + 4) ÷ 3 – 7] 
[A] 7 
[B] 9
[C] 8
[D] 6

8. চারটি পাখি A, B, C এবং D জঙ্গলের পরিধি বরাবর ওড়ে । তারা এক পাক 27 মিনিট, 30 মিনিট, 45 মিনিট এবং 60 মিনিটে ওড়ে যথাক্রমে । শুরুর স্থানে তারা কখন (ঘন্টা) আবার সাক্ষাৎ করবে ? 
[A] 8
[B] 10
[C] 12
[D] 9 

9. সরল করো : 
 [21 + (–18) × 2 – [–4+15{5 ÷ (4 – 7)} ÷ 4 (–5)]]/[(–14)×(2)+7]
[A] 7/20
[B] –5/12
[C] 7/12 
[D] 3 8/21

10. এক ব্যক্তি স্থির জলে 9 km/h নৌকা বাইতে পারে । 33 km অনুকূলে যেতে এবং 21 km প্রতিকূলে যেতে একই সময় লাগে । স্রোতের বেগ (km/h) নির্ণয় করো :
[A] 2 
[B] 2.2
[C] 1.6
[D] 2.5

11. দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 3564 এবং 81 যথাক্রমে । যদি সংখ্যাগুলি 324 এবং x হয় তবে x এর অঙ্কগুলির সমষ্টি কত ? 
[A] 18 
[B] 13
[C] 19
[D] 17

12. একজন বিক্রেতার কাছে 80 কেজি চাল আছে, যার মধ্যে একটি অংশ 15% লাভে এবং বাকিটা 5% ক্ষতিতে বিক্রি করে । মোটের উপর তার 12% লাভ হয় । 15% লাভে সে কতটা চাল বিক্রি করে ? 
[A] 56
[B] 40
[C] 68 
[D] 48

13. একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 25√2 π বর্গসেমি । যদি শঙ্কুর উচ্চতা, এটির ব্যাসার্ধের সাথে সমান হয় তবে শঙ্কুর আয়তন কত (ঘনসেমি) ? 
[A] 140
[B] 132.75
[C] 130.95 
[D] 124.85

14. এক ব্যক্তি 50,000 টাকা 3 বছরের জন্য 4% সরল সুদে ধার নেয় । সে সঙ্গে সঙ্গে এটি অন্য এক ব্যক্তিকে 6 1/4% হারে 3 বছরের জন্য ধার দেয় । লেনদেনে তার লাভ কত ?
[A] ₹1125 
[B] ₹1135
[C] ₹1122
[D] ₹1025

15. একটি ক্যাম্পে অংশগ্রহণকারী বালকের বয়সের গড় 16 বছর এবং বালিকাদের গড় বয়স 13 বছর । ক্যাম্পে অংশগ্রহণকারী বালক এবং বালিকার সংখ্যার অনুপাত 2 : 3, তবে সমগ্র অংশগ্রহণকারীদের গড় বয়স কত ? 
[A] 14.0
[B] 14.5
[C] 14.2 
[D] 15.1

16. ₹159250 টাকা A, B, C এবং D র মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A ও B এর ভাগের অনুপাত 3 : 1 এবং B ও C এর ভাগের অনুপাত 2 : 5 এবং C ও D এর ভাগের অনুপাত 2 : 3 । A এর ভাগ হলো (₹) :
[A] 21000
[B] 8750
[C] 10500
[D] 7000 

17. একটি স্পোর্টস স্টোর 19% ছাড় দেয় এবং হ্রাস প্রাপ্ত দামের উপর 2% আরো ছাড় দেয় সেই সমস্ত গ্রাহকদের উপর যারা অনলাইন ওয়ালেটে পেমেন্ট করে । যদি একজন গ্রাহক 18000 টাকার স্পোর্টস আইটেম কেনে এবং অনলাইন ওয়ালেটে পেমেন্ট করে । তবে গ্রাহক পেমেন্ট করেছে : 
[A] 12897.60
[B] 16738.95
[C] 14288.40 
[D] 15000

18. যদি একটি লেনদেনে বিক্রয়মূল্যের 1/5 অংশ ক্ষতি হয় তবে ক্ষতির হার নিম্নের কোনটির সমান :
[A] 16.91
[B] 16.67 
[C] 16.0
[D] 15.67

19. রাধা যে কৃতির অর্ধেক দক্ষ, 30 দিনে একটি কাজ সম্পন্ন করে যদি সে একা কাজ করে । যদি রাধা এবং কৃতি একসাথে কাজ করে তবে কতদিনে কাজটি সম্পন্ন হবে ?
[A] 20 দিন
[B] 10 দিন 
[C] 12 দিন
[D] 15 দিন

20. একটি নিৰ্দিষ্ট মূলধন সরল সুদের হারে 3 বছরে হয় 7485 টাকা এবং একই হারে 8 বছরে হয় 9960 টাকা । সরল সুদে, একই টাকা 7 বছরে আগের সুদের দ্বিগুন হারে কত টাকা (₹) হবে ? 
[A] 12930 
[B] 14735
[C] 9465
[D] 11145

21. একটি নৌকা 30 মিনিটে অনুকূলে 12 কিমি যায় এবং একই বেগে প্রতিকূলে এটি একই দূরত্ব 36 মিনিটে অতিক্রম করে । স্থির জলে নৌকার বেগ (km/h) কত ?
[A] 22 
[B] 24
[C] 23
[D] 20

22. একটি দ্রব্য 350 টাকায় একটি দ্রব্য কেনে এবং বিক্রি করে 500 টাকায় । লাভের হার কত ? 
[A] 42.67
[B] 46.56
[C] 42.86 
[D] 43 86

23. 40% এবং 20% এর ক্রমিক ডিসকাউন্ট সিরিজ কোন একক ডিসকাউন্টের সাথে সমান ? 
[A] 48%
[B] 60%
[C] 52% 
[D] 30%

24. 12 জন ব্যক্তি 20 m দৈর্ঘ্যের একটি গর্ত খুঁড়তে পারে 8 দিনে । 30 মিটার দৈর্ঘ্যের একই প্রস্থ ও গভীরতা বিশিষ্ট গর্ত খুঁড়তে কতজন ব্যক্তির প্রয়োজন হবে ? 
[A] 24 
[B] 16
[C] 18
[D] 20

25. একটি পরীক্ষায়, একজন স্টুডেন্টের পাশ করতে গেলে 35% নম্বরের প্রয়োজন হয় । যদি সুনিতা 145 নম্বর পায় এবং 23 নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ? 
[A] 520
[B] 168
[C] 480 
[D] 500


















Answers and Solutions ::