আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 89

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 89


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. বরুণ একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে কিছু কাপড় ধার্য্যমূল্য এর উপর 20% ছাড়ে কেনে । তারপর সে প্রকৃত ধার্য্যমূল্য থেকে 20% বাড়িয়ে দাম স্থির করে এবং 10% ছাড় দেয় । তার লাভের হার কত ?
[A] 25
[B] 20
[C] 30
[D] 35 

2. মান নির্ণয় :
85 ÷ 17 এর 4 - [65 ÷ 13 এর 2 – 14 × (19 – 25) ÷ 12 – 10] এর 2/3
[A] 11/12
[B] 3/2
[C] 7/6
[D] 19/12 

3. একটি সংখ্যার দুই-তিনের তিনের আটের একের-পাঁচ অংশ হলো 20 । ওই সংখ্যার 60% কত ?
[A] 120
[B] 156
[C] 365
[D] 240 

4. কোনো স্কুলে বালিকা ও বালক সংখ্যার অনুপাত 2 : 7 । যদি বালিকা ও বালক সংখ্যা যথাক্রমে 15% এবং 20% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে ?
[A] 23 : 84 
[B] 19 : 14
[C] 24 : 71
[D] 21 : 22

5. একজন বিক্রেতা ধার্য্যমূল্য এর উপর 10% ছাড় দেয় এবং তাও মোটের উপর তার 8% লাভ হয় । ক্রয়মূল্যের থেকে কত শতাংশ বাড়িয়ে সে ধার্য্যমূল্য স্থির করে ?
[A] 35%
[B] 25%
[C] 18%
[D] 20% 

6. রোহিত একটি কাজ 32 দিনে করতে পারে, যেখানে রাজ এটি 48 দিনে একা করতে পারে । তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 8 দিন আগে রোহিত কাজ ছেড়ে চলে যায় । কতদিন তারা একসাথে কাজ করলো ?
[A] 18
[B] 12
[C] 15
[D] 16 

7. A এবং B এর মাসিক গড় আয় 4500 টাকা, B ও C এর মাসিক গড় আয় 5600 টাকা এবং A ও C এর মাসিক গড় আয় 4800 টাকা । B এর মাসিক আয় কত ?
[A] ₹6900
[B] ₹4750
[C] ₹3700
[D] ₹5300 

8. এক ব্যক্তি তার আয়ের 12% সঞ্চয় করে । এক বছর তার আয় 25% বৃদ্ধি কিন্তু সে এখনও একই সঞ্চয় করে । তার খরচ কত বাড়লো ?
[A] 27.4%
[B] 28.4% 
[C] 25.4
[D] 33

9. দুজন বন্ধু A এবং B একটি ব্যবসায় 3 : 4 অনুপাতে বিনিয়োগ করে । 2 মাস আগে A তার ভাগ তুলে নেয় । এক বছরের শেষে, মোট লাভ হয় 2600 টাকা । A র লাভের ভাগ কত ?
[A] 750 টাকা
[B] 1000 টাকা 
[C] 800 টাকা
[D] 1110 টাকা

10. 25% এবং 10% এর ক্রমিক দুটি ছাড় কোন একক ছাড়ের সাথে সমান ?
[A] 28%
[B] 40.25%
[C] 32.5% 
[D] 46.5%

11. দুটি লম্ব বৃত্তাকার শঙ্কু C ও D র ব্যাসার্ধ 2 : 3 এবং তাদের উচ্চতার অনুপাত 3 : 2 । শঙ্কু D এবং C এর আয়তনের অনুপাত হলো :
[A] 4 : 3
[B] 2 : 3
[C] 3 : 4
[D] 3 : 2 

12. মান নির্ণয় :
[ 2/5 এর 7 1/2 ÷ 3/4 – 3/4 × 1 1/2 ÷ 2 1/4]/[5 1/2 ÷ 3 2/3 এর 3/8]
[A] 3/4
[B] 1/2
[C] 7/8 
[D] 5/3

13. 5 জনের একটি পরিবার চিনি কিনতে 10% খরচ করে । চিনির দাম 10% বৃদ্ধি পায় । খরচ যাতে না বাড়ে তারজন্য ব্যবহার কত কমাতে হবে ?
[A] 11%
[B] 9 1/11% 
[C] 10%
[D] 9%

14. কোনো নিৰ্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে এটির সাতগুন হয় । কত সময়ে এটি এর 2401 গুন হবে ?
[A] 9
[B] 12 
[C] 18
[D] 15

15. 9 cm ব্যাসের একটি অর্ধগোলাকৃতি বাটিতে সর্বোচ্চ কত লিটার দুধ থাকতে পারে ?
[A] 0.191 লিটার 
[B] 0.90 লিটার
[C] 0.0191 লিটার
[D] 1.90 লিটার

16. এক ব্যক্তি 2% বার্ষিক হারে চক্রবৃদ্ধিতে 3 বছরের জন্য একটি যোজনায় 9000 টাকা বিনিয়োগ করে । সে মোট কত টাকা পাবে ?
[A] ₹9650
[B] ₹10255.25
[C] ₹9525.50
[D] ₹9550.87 

17. 90 টি পেন 1575 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 30% ক্ষতি হয় । 708 টাকায় তাকে কতগুলো পেন বিক্রি করতে হবে যাতে তার 18% লাভ হয় ?
[A] 30
[B] 20
[C] 24 
[D] 25

18. নূন্যতম পূর্ণ বর্গ সংখ্যাটিকে খুঁজে বের করো যা 15, 24 এবং 36 দ্বারা সম্পূর্ন বিভাজ্য ?
[A] 3600 
[B] 1600
[C] 900
[D] 6400

19. পাইপ A এবং পাইপ B একটি ট্যাংককে 18 ঘন্টায় এবং 27 ঘন্টায় ভর্তি করতে পারে যথাক্রমে । যদি দুটি পাইপকে অল্টারনেট ঘন্টায়, একটা একটা করে খোলা হয় এবং পাইপ A কে প্রথম ঘন্টায় জন্য খোলা হয় তবে কত ঘন্টায় ট্যাংকটি সম্পূর্ন ভাবে ভর্তি হবে ?
[A] 21
[B] 20 1/2
[C] 20
[D] 21 1/2 

20. 2 বছরে কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর 80 টাকা সরল সুদ পাওয়া যায় এবং একই সময়ে জন্য একই হারে 85 টাকা চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় । সুদের হার কত ?
[A] 7.5%
[B] 8.5%
[C] 12.5% 
[D] 5.5%

21. 6 জন ব্যক্তির গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন 45 কেজি ওজনের এক ব্যক্তির জায়গায় নতুন একজন আসে । নতুন ব্যক্তির ওজন কত ?
[A] 54 kg 
[B] 55 kg
[C] 50 kg
[D] 48 kg

22. যদি 0.35 : x :: 5 : 6 হয় তবে x এর মান কত ?
[A] 0.48
[B] 0.42 
[C] 0.34
[D] 0.44

23. একটি মোটরগাড়ি 60 km/h বেগে চলতে শুরু করে, প্রতি 3 ঘন্টা অন্তর এটির বেগ 20 km/h বৃদ্ধি পায় । 470 km দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?
[A] 6 1/4
[B] 5 2/3
[C] 7
[D] 6 1/2 

24. যদি 9987693 × 6432 × 7685 কে 10 ভাগ করা হয় তবে ভাগফল কত পাওয়া যাবে ?
[A] 6
[B] 0 
[C] 1
[D] 9

25. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্বের দুই-তৃতীয়াংশ 70 km/h বেগে এবং বাকি দূরত্ব 50 km/h বেগে অতিক্রম করে । সমগ্র যাত্রাপথে তার 6 4/5 ঘন্টা সময় লাগে । 56 km/h বেগে সমগ্র দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে ?
[A] 7 ঘন্টা
[B] 8 1/3 ঘন্টা
[C] 7 1/2 ঘন্টা 
[D] 8 ঘন্টা  



[ আমাদের App এ নতুন রিজনিং সেকশন Add করা হয়েছে, অনুগ্রহ করে App টি update করে নিন ]








Answers and Solutions ::