আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 88
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 88
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. একটি গাড়ি নিৰ্দিষ্ট বেগে 6 ঘন্টায় একটি দূরত্ব অতিক্রম করে । যদি এটির বেগ 10 km/h বৃদ্ধি পায় তবে একই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করা যায় । গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল ?
[A] 300 km
[B] 200 km
[C] 250 km
[D] 350 km
[A] 300 km
[B] 200 km
[C] 250 km
[D] 350 km
2. 440 এর 35% এর সাথে কত যোগ করতে হবে যাতে যোগফলটি 550 এর 42% এর সাথে সমান হয় ?
[A] 70
[B] 75
[C] 77
[D] 65
3. যখন ট্রেনের গতিবেগ 25% হ্রাস পায়, তখন এটি একই দূরত্ব অতিক্রম করতে 42 মিনিট সময় বেশি নেয় । প্রকৃত বেগ নিয়ে একই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে (ঘন্টা) ?
[A] 2 1/10
[B] 1 1/20
[C] 1 4/5
[D] 2 1/5
4. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর 2 বছরে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ হয় 651 টাকা । একই মূলধনের উপর দ্বিগুন সময়ের জন্য, অর্ধেক সুদের হারে সরল সুদ হবে :
[A] ₹600
[B] ₹630
[C] ₹520
[D] ₹620
5. A এবং B একটি কাজ 6000 টাকার বিনিময়ে করে । A এটি 10 দিনে এবং B এটি 12 দিনে করতে পারে । C র সাহায্যে, তারা কাজটি 4 দিনে শেষ করে । কাজের জন্য C কত টাকা পাবে ?
[A] ₹2400
[B] ₹1500
[C] ₹1400
[D] ₹1600
6. একটি নিৰ্দিষ্ট পরিমান টাকা P, Q এবং R এর মধ্যে 13 : 17 : 25 অনুপাতে ভাগ করা হয় যথাক্রমে । যদি R, Q -র থেকে 6800 টাকা বেশি পায় তবে P ও Q র ভাগের মধ্যে অন্তর কত ?
[A] ₹3400
[B] ₹3200
[C] ₹3600
[D] ₹4400
7. এক ব্যক্তি বার্ষিক 15% চক্রবৃদ্ধিতে 15,000 টাকা ধার নেয় । প্রতি বছরের শেষে, সে 2500 টাকা রিপেমেন্ট করে । তিনটে এমন কিস্তি দেওয়ার পর তার কত টাকা ধার থাকবে ?
[A] ₹14,131.87
[B] ₹13,175.66
[C] ₹12,150
[D] ₹12,642.50
8. একটি জমি যখন ₹34,080 বিক্রি করা হয়, মালিকের 20% ক্ষতি হয় । 20% লাভ করতে হলে জমিটিকে কত দামে বিক্রি করতে হবে ?
[A] ₹50,120
[B] ₹51,120
[C] ₹41,120
[D] ₹51,020
[D] ₹51,020
9. দুটি সংখ্যার সর্বোচ্চ কমন ফ্যাক্টর এবং সর্বনিম্ন কমন মাল্টিপিল হলো 25 এবং 750 যথাক্রমে । যদি একটি সংখ্যা 75 হয় তবে অন্য সংখ্যাটি কত ?
[A] 250
[B] 75
[C] 50
[D] 25
10. পাঁচটি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 36 । যদি পরবর্তী পাঁচটি অযুগ্ম সংখ্যাকে ধরা হয় তবে সমস্ত সংখ্যার গড় কত হবে ?
[A] 39
[B] 41.25
[C] 40.5
[D] 37.75
11. 24 জন বালকের গড় ওজন, 28 জন বালিকার গড় ওজন অপেক্ষা 7 কেজি বেশি । যদি 24 জন বালকের মোট ওজন 1080 কেজি হয় তবে 28 জন বালিকার মোট ওজন কত ?
[A] 1074 kg
[B] 1064 kg
[C] 1054 kg
[D] 1046 kg
12. যদি 2 এর 8 ÷3 + 3 4/5 ÷ x – 4 7/9 = 6 8/9 হয় তবে x এর মান কত ?
[A] 2/3
[B] 3/5
[C] 5/9
[D] 6/7
[B] 3/5
[C] 5/9
[D] 6/7
13. একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 cm এবং এটির বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গসেমি । এটির আয়তন হলো :
[A] 396 ঘনসেমি
[B] 290 ঘনসেমি
[C] 366 ঘনসেমি
[D] 252 ঘনসেমি
14. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 700 টাকা । এটিকে বিক্রি করা হয় 35% ছাড়ে, তবে বিক্রয়মূল্য হয় এটির ক্রয়মূল্যের 5/3 গুন । এটির ক্রয়মূল্য কত (₹) ?
[A] 273
[B] 455
[C] 291
[D] 420
15. মান নির্ণয় :
3/5 ÷ 4 4/5 এর 5/16 + 2/3 ÷ 8/15 × 1 1/5 – 1/4 × 3/4 ÷ 1 1/4 এর 2/5
[A] 61/40
[B] 12/5
[C] 9/4
[D] 21/10
16. রবি বার্ষিক 6% হারে 1800 টাকা এবং বার্ষিক 7% হারে 2800 টাকা একই সময়ে জন্য সরল সুদে ধার নেয় এবং মোট 2736 টাকা সুদ হিসেবে পরিশোধ করে । তার বন্ধু শিব বার্ষিক 8% হারে 2500 টাকা একই সময়ে জন্য ধার করে । লোন পরিশোধ করতে শিব কে কত টাকা (₹) দিতে হয়েছিল ?
[A] 3900
[B] 4500
[C] 4300
[D] 4000
17. 32 জন শ্রমিক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে । যদি প্রতিটি শ্রমিক দিনে 8 ঘন্টা করে কাজ করে তবে একই কাজ 18 দিনে শেষ করতে কতজন শ্রমিককে প্রয়োজন হবে ?
[A] 30
[B] 24
[C] 26
[D] 28
18. তিনটি ক্রমিক ছাড় 8%, 12.5% এবং 20% কোন একক ছাড়ের সাথে সমান ?
[A] 40.5%
[B] 35.6%
[C] 35.4%
[D] 36.5%
19. 35 লিটারের একটি মিশ্রণে দুধ ও জল 3 : 2 অনুপাতে আছে । যদি এই মিশ্রণ থেকে 4 লিটার তুলে, 4 লিটার দুধ ঢালা হয় তবে নতুন মিশ্রনে দুধ ও জলের অনুপাত কত হবে ?
[A] 4 : 7
[B] 3 : 5
[C] 5 : 2
[D] 3 : 7
20. সীমার কাছে ন্যূনতম কত গুলি মার্বেল থাকতে হবে যাতে সে প্রতি সারিতে 6, 10, 12 এবং 15 টি করে মার্বেল সাজাতে পারবে এবং সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে ?
[A] 625
[B] 900
[C] 225
[D] 400
21. একটি স্টুডেন্ট 160 নম্বর পায় এবং আরো 50 নম্বর দরকার হয় নূন্যতম পাস নম্বর 35% পেতে হলে । সর্বোচ্চ নম্বরটি হিসেব করো :
[A] 600
[B] 750
[C] 800
[D] 500
22. ₹1,26,672 কে A ও B র মধ্যে 7 : 9 অনুপাতে ভাগ করা হয় । A এবং B এর ভাগের মধ্যে অন্তর হলো (₹) :
[A] 18,354
[B] 21,317
[C] 15,834
[D] 13,485
23. একটি আয়তকার শিটের পরিসীমা ও ক্ষেত্রফল হলো 40 m এবং 72 বর্গমি যথাক্রমে । কর্ণের দৈর্ঘ্য হবে :
[A] 14 m
[B] 12 m
[C] 16 m
[D] 10 m
24. A একটি দ্রব্য B কে 20% লাভে বিক্রি করে । B এটি C কে 12% ক্ষতিতে বিক্রি করে এবং C এটি D কে 25% লাভে বিক্রি করে । যদি B এর 72 টাকা ক্ষতি হয় তবে D কত টাকা দিয়ে এটি কেনে ?
[A] ₹660
[B] ₹396
[C] ₹594
[D] ₹528
25. এক ব্যক্তি কিছু ডিম কিনলো 60 টাকা প্রতি ডজন দরে এবং একই সংখ্যক আরো কিছু ডিম 50 টাকা প্রতি ডজন দরে কিনলো । যদি সে 70 টাকা প্রতি ডজন দরে সমস্ত ডিম বিক্রি করে 930 টাকা লাভ করে তবে সে মোট কতগুলো ডিম কিনেছিল ?
[A] 54 ডজন
[B] 48 ডজন
[C] 62 ডজন
[D] 70 ডজন
Answers and Solutions ::
























