আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 85

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 85


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. 6 টি ফ্লাটের প্রতিটির দাম 60 লাখ । একজন বিল্ডার এক-তৃতীয়াংশ ফ্লাট 15% লাভে এবং একের-ছয় অংশ ফ্লাট 6% ক্ষতিতে বিক্রি করে । যদি তার বাকি ফ্লাট গুলো বিক্রির পর নেট 10% ক্ষতি হয় তবে বাকি ফ্লাট গুলোতে তার কত ক্ষতি হলো ?
[A] 38%
[B] 18%
[C] 28% 
[D] 30%

2. একজন দোকানদারের কাছে কিছু আপেল আছে যার মধ্যে 15% পচে গেছে । বাকি ভালো আপেলের 90% সে বিক্রি করে এবং তার তার কাছে 34 ভালো আপেল পড়ে থাকে । শুরুতে তার কতগুলো আপেল ছিল ?
[A] 450
[B] 300
[C] 420
[D] 400 

3. মান নির্ণয় :
18 ÷ [92 ÷ 2 এর 8 + 3 1/4]
[A] 2 
[B] 9
[C] 4
[D] 1

4. কত শতাংশ সরল সুদের হারে 4500 টাকা 3 বছরে হয় 5310 টাকা ?
[A] 7%
[B] 8%
[C] 6.5%
[D] 6% 

5. মধু একটি ঘড়ি 12% লাভে বিক্রি করে । যদি সে 28.80 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 18.4% লাভ হতো । ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল (₹) ?
[A] 540
[B] 450 
[C] 500
[D] 480

6. একটি বদ্ধ চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের অনুপাত 4 : 5 । যদি এটির সমগ্রতলের ক্ষেত্রফল 187 ঘনসেমি তবে এটির উচ্চতা কত (cm) ?
[A] 10.7
[B] 9.4 
[C] 12.5
[D] 11.9

7. 8 জন পুরুষের একটি দল একটি শ্যুটিং প্রতিযোগিতায় প্রবেশ করে । বেস্ট মার্কসম্যান 82 পয়েন্ট স্কোর করে । যদি সে 90 পয়েন্ট স্কোর করতো তবে দলের গড় স্কোর 84 হতো । দল সব মিলিয়ে কত স্কোর করেছিল ?
[A] 646
[B] 564
[C] 546
[D] 664 

8. 16 cm × 12 cm × 10 cm পরিমাপের একটি বক্সে সর্বোচ্চ যে দৈর্ঘ্যের রড রাখা যাবে তার দৈর্ঘ্য কত (cm) ?
[A] 10√5 
[B] 20
[C] 12√5
[D] 10√3

9. একটি আয়তকার আঙিনা 1017 ফুট দীর্ঘ এবং 1002 চওড়া, এটিতে সমান মাপের বর্গাকার টালি দিয়ে ভরাট করতে হবে । এই কাজের জন্য সর্বোচ্চ কত মাপের বাহু যুক্ত টালির ব্যবহার করতে হবে ?
[A] 5 ফুট
[B] 16 ফুট
[C] 10 ফুট
[D] 3 ফুট 

10. একজন বিক্রেতা ক্রয়মূল্যের থেকে 23% বাড়িয়ে একটি দ্রব্যের ধার্য্যমূল্য স্থির করে । সে দুই-তৃতীয়াংশ দ্রব্য ধার্য্যমূল্য এ বিক্রি করে এবং বাকিটা ধার্য্যমূল্য এর উপর 25% ছাড়ে বিক্রি করে । তার মোট লাভের হার কত ?
[A] 12.15%
[B] 12.25%
[C] 12.50%
[D] 12.75% 

11. ক্রয়মূল্যের থেকে 44% বাড়িয়ে ধার্য্যমূল্য স্থির করে মনিশ একটি দ্রব্য বিক্রি করে । যদি সে 27.5% ছাড় দেয় তবে তার লাভ বা ক্ষতির হার কত ?
[A] 4.4% লাভ 
[B] 8% ক্ষতি
[C] 4.4% ক্ষতি
[D] 8% লাভ

12. 108 এবং 198 এর গসাগু হলো :
[A] 34
[B] 98
[C] 12
[D] 18 

13. 22 জন ব্যক্তি একটি কাজ 7 1/2 দিনে সম্পূর্ণ করতে পারে । একই কাজ 5 1/2 দিনে সম্পূর্ণ করতে হলে কতজন ব্যক্তির প্রয়োজন হবে ? 
[A] 28
[B] 25
[C] 32
[D] 30 

14. মান নির্ণয় :
9 এর {(4÷2) × [2 – (4 এর 6 ÷ 2)] + (6×1÷3)} – 5
[A] –99
[B] –167 
[C] –157
[D] –150

15. একটি ট্রেন 3 1/2 ঘন্টা ধরে গড়ে 40 km/h বেগে যায় এবং তারপর 60 km/h বেগে 2 1/2 ঘন্টা ধরে যায় । সমগ্র 6 ঘন্টায় ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করে ?
[A] 215 km
[B] 245 km
[C] 270 km
[D] 290 km 

16. দুটি ক্রমিক যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হলো 170 ।  দুটি সংখ্যার গড় হলো :
[A] 17
[B] 15
[C] 11
[D] 13 

17. তিনমাস পর্বে 6 মাসের জন্য বার্ষিক 20% হারে 8100 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো :
[A] ₹830.25 
[B] ₹800.75
[C] ₹780.60
[D] ₹950.50

18. যখন 6, 12, 18 এবং 28 এর সাথে x যোগ করা হয় তা সমানুপাতে থাকে । (5x+6) : (x–1) এর মান হলো :
[A] 7 : 2
[B] 6 : 1 
[C] 1 : 6
[D] 2 : 7

19. বিষ্ণু A স্থান থেকে 10 a.m এ স্থান B র জন্য রওনা দেয় এবং সুদীপ B স্থান থেকে 2 p.m এ স্থান A র জন্য রওনা দেয় । দুই স্থানের মধ্যে দূরত্ব 556 km । যদি বিষ্ণুর বেগ 42 km/h এবং সুদীপের বেগ 55 km/h হয় তবে কোন সময়ে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে ?
[A] 8 p.m
[B] 5 p.m
[C] 7 p.m
[D] 6 p.m 

20. রবি এবং সুমিতের বেতন অনুপাত 2 : 3 । যদি প্রত্যেকের বেতন 5000 টাকা বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত হয় 5 : 7 । সুমিতের বৃদ্ধি প্রাপ্ত বেতন কত ?
[A] ₹40,000
[B] ₹30,000
[C] ₹25,000
[D] ₹35,000 

21. যদি কোনো 7000 টাকা অর্ধবার্ষিক পর্বে 1.5 বছরের জন্য বার্ষিক 20% হারে বিনিয়োগ করা হয় তবে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] ₹3,337
[B] ₹2,137
[C] ₹2,017
[D] ₹2,317 

22. A হলো B এর 15% যেখানে B হলো C এর 12% । যদি C = 1200 হয় তবে A + B = ?
[A] 165.6 
[B] 216.8
[C] 128.6
[D] 174.8

23. 1850 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যা লাভ হয়, তা 1600 টাকায় দ্রব্যটি বিক্রি করে যা লাভ হয় তার দ্বিগুন । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] ₹1300
[B] ₹1350 
[C] ₹1250
[D] ₹1200

24. যদি 3p = 4q এবং 3q = 5r হয় তবে p : r কত ?
[A] 5 : 9
[B] 15 : 9
[C] 20 : 15
[D] 20 : 9 

25. A এবং B একত্রে একটি কাজের 1/5 অংশ সম্পন্ন করে 4 4/5 দিনে । A একা কাজটির 3/4 অংশ শেষ করে 30 দিনে । সমগ্র কাজটি B র করতে কত সময় লাগবে ?
[A] 50 দিন
[B] 48 দিন
[C] 40 দিন
[D] 60 দিন 






Answers and Solutions ::