আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 81
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 81
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. এক ব্যক্তি 5 মিনিটে 600 মিটার দূরত্ব হেঁটে যায় । তার বেগ (km/h) হলো :
[A] 5.6 km/h
[B] 7.2 km/h
[C] 3.8 km/h
[D] 4.6 km/h
2. একটি চোঙ এবং একটি শঙ্কুর ভূমি ব্যাসার্ধের অনুপাত 4 : 3 এবং তাদের উচ্চতার অনুপাত 1 : 2 । তাদের আয়তনের অনুপাত কত ?
[A] 3 : 8
[B] 4 : 5
[C] 8 : 3
[D] 5 : 4
3. একটি নির্বাচনে দুজন প্রার্থী আছে, 82% ভোটার তাদের ভোট দেয়, যার মধ্যে 4% ভোটকে অবৈধ ঘোষণা করা হয় । বিজেতা প্রার্থী 108240 ভোট পায় যা বৈধ ভোটের 55% । এই নির্বাচনে মোট কতজন ভোটার তাদের ভোটদান করেছিল ?
[A] 250000
[B] 205000
[C] 200500
[D] 200000
4. যদি T বোঝায় মূলধন, M বোঝায় বছরের সংখ্যা, P বোঝায় সুদের হার (চক্রবৃদ্ধিতে হিসেব করা হয়) তবে চক্রবৃদ্ধি সুদ হলো :
[A] T(1 + P/100)^M - T
[B] T(1 + P/100)^M
[C] M(1 + T/100)^P – T
[D] M(1 + M/100)^P
5. একটি গাড়ি 45 km/h বেগে 40 মিনিট দৌড়ায়, পরবর্তী 45 মিনিট দৌড়ায় 60 km/h বেগে এবং 1 1/2 ঘন্টা দৌড়ায় 50 km/h বেগে । সমগ্র যাত্রাপথে গাড়িটির গড় বেগ (km/h) হলো প্রায় :
[A] 52.8
[B] 52.3
[C] 51.9
[D] 51.4
6. একটি দ্রব্যের ধার্য্যমূল্য হলো ₹576 । ধার্য্যমূল্য এর উপর 20% ছাড় দিয়ে বিক্রি করা হয় । যদি এটির ক্রয়মূল্য ₹480 হয় তবে লাভ/ক্ষতির হার কত ?
[A] ক্ষতি, 2%
[B] লাভ, 4%
[C] লাভ, 2%
[D] ক্ষতি, 4%
7. মান নির্ণয় :
[17 + (8 – 5) × 5] + (25 – 48 ÷ 6 + 12 × 2)
[A] 73
[B] 37
[C] 27
[D] 122
8. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 এর সাথে যোগ করা হলে তা 15, 20 এবং 21 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে ?
[A] 420
[B] 415
[C] 425
[D] 210
9. একটি ঋণ দুটি সমান বার্ষিক কিস্তিতে মেটানো হয় । যদি বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদের হার 10% হয় এবং প্রত্যেক কিস্তির পরিমান 3872 টাকা হয় তবে ঋণের পরিমাণ কত (₹) ?
[A] 7500
[B] 6500
[C] 6720
[D] 7744
10. একটি বস্তুকে 18% ক্ষতিতে বিক্রি করা হয় । যদি বস্তুকে 2475 টাকা অধিক দামে বিক্রি করা হত তবে লাভ হয় 12% । বস্তুটির বিক্রয়মূল্য কত (₹) ?
[A] 6765
[B] 7275
[C] 8250
[D] 8000
11. যদি 2x + 7y : 4x – 3y :: 8 : 3 হয় তবে x : y এর মান কত ?
[A] 45 : 38
[B] 22 : 37
[C] 45 : 26
[D] 24 : 43
12. দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 21 cm এবং 25 cm । বৃত্তটির ক্ষেত্রফল কত যার পরিধি, প্রদত্ত বৃত্তদ্বয়ের পরিধির অন্তরফলের সাথে সমান ?
[A] 49.7
[B] 48.9
[C] 50.3
[D] 52.3
13. ক্ষুদ্রতম কোন সংখ্যাটির সাথে 18 যোগ করলে, তা 28, 36 এবং 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় ?
[A] 1242
[B] 280
[C] 1000
[D] 518
14. একটি দ্রব্যকে 425 টাকায় কেনা হয় এবং বিক্রি করা হয় 500 টাকায় । লাভের হার হলো :
[A] 18.6%
[B] 17.65%
[C] 16.56%
[D] 18%
15. 26 টি সংখ্যার গড় হলো 54.5 । প্রথম 15 টি সংখ্যার গড় 58.6 এবং শেষ 12 টি সংখ্যার গড় 52 হয় । যদি 15তম সংখ্যাটিকে বাদ দেওয়া হয় তবে বাকি সংখ্যাগুলির গড় হবে :
[A] 57.28
[B] 49.24
[C] 53.24
[D] 50.56
16. অর্ধবার্ষিক পর্বে 6% বার্ষিক সুদের হারে 8500 টাকার উপর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] ₹1066.82
[B] ₹9968.72
[C] ₹1050.25
[D] ₹1025.75
17. A, B এবং C মিলিতভাবে একটি কাজ 8 দিনে করতে পারে । যদি A, B র থেকে 50% বেশি দক্ষ হয় এবং B, C র 50% দক্ষ হয় B একা একই কাজ কতদিনে করতে পারবে ?
[A] 16 দিন
[B] 24 দিন
[C] 48 দিন
[D] 36 দিন
18. এক ব্যক্তি তার দ্রব্যের 5/6 অংশ 15% লাভে বিক্রি করে এবং বাকিটা ক্রয়মূল্যে বিক্রি করে । মোটের উপর তার দ্বারা অর্জিত লাভ কত ?
[A] 9 3/5%
[B] 12 1/2%
[C] 15 2/3%
[D] 7%
19. একজন দোকানদার 1800 টাকা অবধি কেনা কাটায় 15% ছাড় এবং 1800 টাকার অধিক কেনাকাটায় 17.5% ছাড় দেওয়ার ঘোষণা করে । আব্দুল ₹8 প্রতি পেনের দরে 225 টি পেন এবং ₹30 প্রতি ডজনের দরে 4 ডজন পেন্সিল কেনে । আব্দুল কত টাকা পেমেন্ট করেছিল ?
[A] ₹1580
[B] ₹1684
[C] ₹1540
[D] ₹1584
20. তিনটি সংখ্যার অনুপাত 3 : 2 : 5 এবং তাদের বর্গের যোগফল 8550 । সংখ্যাগুলির যোগফল কত ?
[A] 150
[B] 172
[C] 225
[D] 75
21. মান নির্ণয় :
{ 12/(9–6) + 8 – (16/4) – (3 – 5 – 4)
[A] 24
[B] 14
[C] 42
[D] 35
22. রাম, যে কৃশ এর অর্ধেক দক্ষ, 12 দিনে একা একটি কাজ করতে পারে । যদি রাম এবং কৃশ দুজনে একসাথে কাজ করে তবে কতদিনে কাজটি শেষ করতে পারবে ?
[A] 2 দিন
[B] 4 দিন
[C] 6 দিন
[D] 8 দিন
23. একটি স্কুলে, বালক এবং বালিকা মিলিয়ে স্টুডেন্ট আছে । স্কুলে বালক ও বালিকার অনুপাত 5 : 8 । তবে স্কুলে সর্বোচ্চ স্টুডেন্ট সংখ্যা নিম্নের কোনটি হতে পারে ?
[A] 2100
[B] 1800
[C] 2700
[D] 1690
24. প্রথম 7 টি অযুগ্ম মৌলিক সংখ্যার গড় হলো :
[A] 7.34
[B] 12.35
[C] 10.71
[D] 12.45
25. A, B এবং C হলো তিনটি সংখ্যা । A, B র থেকে 40% কম এবং B, C র থেকে 15% কম । যদি C, D র থেকে 50% বেশি হয় তবে A, D র থেকে কত কম ?
[A] 23.5%
[B] 10.75%
[C] 18.5%
[D] 24.25%
Answers and Solutions ::
























