আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 80

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 80


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. একজন ডেয়ারী মালিক 3 ধরনের দুধ - ফুল ক্রিম, টোড এবং ডবল টোড - এক লিটারের প্যাকেটে করে 528 লিটার দুধ বিক্রি করে । টোড দুধের প্যাকেটের বিক্রি, ফুল ক্রিমের প্যাকেটের থেকে 80% বেশি, এবং ডবল টোড এর দুধের বিক্রি, টোড দুধের বিক্রির তুলনায় 60% কম হয় । উনি প্রতিদিন ডবল টোড কতগুলি প্যাকেট বিক্রি করেন ?
[A] 100
[B] 112
[C] 108 
[D] 110

2. যদি কলা প্রতিটি 7 টাকা দামের পরিবর্তে প্রতিটি 10 টাকা দামে বিক্রি করা হয় তবে কিছু কলার বিক্রয়মূল্যের মধ্যে অন্তর হয় 990 টাকা । যদি সমস্ত কলার ক্রয়মূল্য 1980 টাকা হয় এবং অর্জিত লাভ 18% হয় তবে 10 টি কলার বিক্রয়মূল্য কত হবে ?
[A] 90.20
[B] 70.80 
[C] 99.00
[D] 60.00

3. কোনো একটি কাজ করতে A যা সময় নেয়, B একই কাজ করতে তার পাঁচ গুন সময় নেয় । একসাথে, কাজ করলে কাজটি 15 দিনে শেষ হয় । ওই কাজটি একা করতে A এর কত দিন লাগবে ?
[A] 20
[B] 12
[C] 18 
[D] 16

4. A, B এবং C হলো তিনটি সংখ্যা । A, B র থেকে 45% বেশি এবং C, A র থেকে 60% কম হয় । B, C র থেকে শতকরা কত বেশি ?
[A] 42%
[B] 72% 
[C] 70%
[D] 68%

5. ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যা 4 থেকে 9 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য ?
[A] 2540
[B] 2520 
[C] 1520
[D] 840

6. 18 m দীর্ঘ, 10 m লম্বা এবং 40 cm চওড়া বিশিষ্ট একটি পাঁচিলকে 30 cm, 15 cm এবং 10 cm মাপের ইট দিয়ে তৈরি করা হয় । এমন কতগুলি ইটের প্রয়োজন হবে (হাজারে) ?
[A] 16000
[B] 16 
[C] 14
[D] 14000

7. 10 থেকে 20 র মধ্যে 3 এর প্রথম 3 টি গুনিতকের গড় এবং 4 এর প্রথম 2 টি গুনিতকের গড়ের মধ্যে অন্তর কত ?
[A] 2
[B] 3
[C] 1 
[D] 4

8. মান নির্ণয় :
10 – [378 ÷ 6 এর 9 – (25 – 72 ÷ 3)]
[A] 4 
[B] 1
[C] 3
[D] 9

9. 75000 টাকার উপর নিৰ্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 6120 টাকা । যদি সুদটি তিনমাস পর্বে হিসেব করা হয় তবে 1,00,000 টাকা ওই সুদের হারে 1 বছরে কত টাকা হবে ?
[A] 1,04,060.40 
[B] 1,00,400.60
[C] 1,06,040.20
[D] 1,40,060.50

10. মান নির্ণয় করো :

[A] 48
[B] 58 
[C] 44
[D] 56

11. এক ব্যক্তি 1000 m দীর্ঘ একটি জলাশয় 6 মিনিটে অতিক্রম করতে পারে । তার বেগ (km/h) কত ?
[A] 8
[B] 16
[C] 10 
[D] 12

12. কোনো একটি নিৰ্দিষ্ট মূলধন নিৰ্দিষ্ট সুদের হারে 4 বছরে হয় 12,420 টাকা এবং 7 বছরে হয় 14,985 টাকা । মূলধনের পরিমান কত ?
[A] ₹9000 
[B] ₹8400
[C] ₹9500
[D] ₹8800

13. প্রথম চারটি অভাজ্য সংখ্যার লসাগু এবং প্রথম তিনটি ভাজ্য সংখ্যার গসাগুর মধ্যে অনুপাত কত ?
[A] 168 : 1
[B] 105 : 1 
[C] 6 : 1
[D] 26 : 1

14. যদি A : B = 8 : 9 এবং B : C = 12 : 55 হয় তবে A : B : C এর মান কত ?
[A] 32 : 36 : 165 
[B] 32 : 165 : 36
[C] 32 : 36 : 156
[D] 36 : 32 : 165

15. একটি দোকানদার কোনো একটি দ্রব্যের ধার্য্যমূল্য এমনভাবে স্থির করে যে, ক্রয়মূল্যের উপর 30% লাভ হয় । তারপর সে ধার্য্যমূল্য এর উপর 12% ছাড় দিয়ে বিক্রি করে দেয় । এখন তার দ্বারা অর্জিত লাভ হলো :
[A] 15.2%
[B] 14.2%
[C] 14.4% 
[D] 13.8%

16. একটি বস্তুকে 2900 টাকায় বিক্রি করে একজন দোকানদার 16% লাভ করে । যদি সে 3050 টাকায় বিক্রি করতো তবে তার কত লাভ হতো ?
[A] 20.5%
[B] 22% 
[C] 21%
[D] 20%

17. যদি 51, x, 72 এবং 96 সমানুপাতে থাকে তবে (2x+8) এবং (x+13) এর মধ্যসমানুপাতি কত হবে ?
[A] 112
[B] 117
[C] 96
[D] 108 

18. দোকানদার A, 500 টাকা ধার্য্যমূল্য এর উপর 8% এবং 12% এর ক্রমিক ছাড় দেয় । অন্য এক দোকানদার B, ওই একই ধার্য্যমূল্য এর উপর 20% এর একক ছাড় দেয় । তাদের বিক্রয়মূল্যের মধ্যে অন্তর কত ?
[A] ₹4.40
[B] ₹4.80 
[C] ₹3.20
[D] ₹5.20

19. একই দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল রেখায় একই দিকে 64.8 km/h এবং 50.4 km/h বেগে চলে । ট্রেন A, ট্রেন B কে 1 মিনিটে অতিক্রম করে । প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য কত (m) ?
[A] 150
[B] 125
[C] 100
[D] 120 

20. A এবং B একসাথে কোনো কাজ 24 দিনে করতে পারে । B এবং C একসাথে 30 দিনে কোনো একটি কাজ করতে পারে । যদি A এর দক্ষতা C এর দ্বিগুন হয় তবে B একা কাজটি করতে কতদিন নেবে ?
[A] 36
[B] 40 
[C] 30
[D] 48

21. একটি বৃত্তাকার ভূখণ্ডের পরিমাপ হলো 440 m । এর চারপাশে 5 m চওড়া রাস্তা আছে । পথের ক্ষেত্রফল প্রায় কত (বর্গমি) ?
[A] 2278.6 
[B] 1822.9
[C] 2121.4
[D] 1964.3

22. 7800 টাকাকে A, B এবং C র মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে B এর ভাগ, A এর ভাগের 1/3 হয় এবং C এর ভাগ, B এর থেকে 20% বেশি হয় । A এর ভাগ কত ?
[A] 4500 টাকা 
[B] 2500 টাকা
[C] 1500 টাকা
[D] 3000 টাকা

23. 23 জন ছাত্রের গড় ওজন পরিমাপ করা হয় 53 কেজি । একজন শিক্ষকের ওজনকে যুক্ত করলে, গড় ওজন 100 g বৃদ্ধি পায় । শিক্ষকের ওজন কত (kg) ?
[A] 55.8
[B] 56.4
[C] 55.4 
[D] 56.2

24. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর 5% সরল সুদের হারে 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর হয় 25 টাকা । মূলধনের পরিমান কত (₹) ?
[A] 12000
[B] 8000
[C] 7500
[D] 10000 

25. এক ব্যক্তি একটি পুরানো বস্তু 5400 টাকায় কেনে এবং 200 টাকা খরচ করে মেরামতির জন্য । তারপর সে এটিকে 6300 টাকায় বিক্রি করে । লাভের হার কত ?
[A] 12.5 
[B] 10
[C] 12
[D] 14




Answers and Solutions ::