আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 79

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 79


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-

1. 3/7 এবং 18/5 এর লসাগু হলো :
[A] 7
[B] 18 
[C] 10
[D] 6

2. A এর মাসিক বেতন, B এর মাসিক বেতন অপেক্ষা 20% বেশি । C র মাসিক বেতন B র মাসিক বেতন অপেক্ষা 25,000 টাকা বেশি । তাদের মোট মাসিক বেতন হলো 2,65,000 টাকা । C এর বেতন, A র বেতন অপেক্ষা কত শতাংশ বেশি ?
[A] 13 1/9%
[B] 19 1/5%
[C] 11 1/9% 
[D] 5 1/5%

3. যদি 782 কে 1/2 : 2/3 : 3/4 অনুপাতে ভাগ করা হয়, তবে প্রথম পার্ট হবে ?
[A] 204 
[B] 144
[C] 156
[D] 324

4. এক বিক্রেতা কিছু দ্রব্য 800 টাকা দিয়ে কেনে, যার মধ্যে 40% বিক্রি করে 10% ক্ষতিতে । 12% লাভ পেতে তাকে বাকি দ্রব্যগুলি কত লাভে বিক্রি করতে হবে ?
[A] 26 1/3%
[B] 12%
[C] 26 2/3% 
[D] 26 3/5%

5. একটি কাজের নিরিখে, A, B এবং C এর দক্ষতার অনুপাত 2 : 3 : 5 । একসাথে কাজ করলে, তারা একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে । প্রকৃত কাজের 80% B এবং C কতদিনে করতে পারবে ?
[A] 15 দিন 
[B] 18 দিন
[C] 20 দিন
[D] 12 দিন

6. একটি নিরেট চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার সমষ্টি হলো 17 cm । যদি নিরেট চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল 748 বর্গসেমি হয় তবে চোঙটির উচ্চতা হলো :
[A] 12 cm
[B] 15 cm
[C] 14 cm
[D] 10 cm 

7. 345 m দৈর্ঘ্যের একটি ট্রেন X 50 km/h বেগে 76 km/h বেগে চলা অন্য একটি ট্রেন Y কে বিপরীত দিকে 22 সেকেন্ডে অতিক্রম করে । ট্রেন Y 905 m দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করবে কত সময়ে ?
[A] 54 সেকেন্ড
[B] 56 সেকেন্ড
[C] 52 সেকেন্ড
[D] 63 সেকেন্ড 

8. কত মূলধনের উপর বার্ষিক x% সরল সুদে x বছরে সুদ হবে x টাকা ?
[A] ₹x/100
[B] ₹100x
[C] ₹100/x 
[D] ₹x

9. একটি দ্রব্য 5800 টাকায় বিক্রি করে যা লাভ হয়, 2200 টাকায় বিক্রি করে প্রাপ্ত ক্ষতির সাথে সমান । লাভের পরিমান (₹) হলো :
[A] 2100
[B] 1500
[C] 1200
[D] 1800 

10. A এর আয়, B র থেকে 80% বেশি এবং C এর আয়, A ও B এর মোট আয়ের 20% অপেক্ষা 25% বেশি । C এর আয়, A এর আয় অপেক্ষা কত শতাংশ কম ?
[A] 61.1% 
[B] 82.8%
[C] 62.6%
[D] 157.1%

11. 6 × (4 × 5²) ÷ 3 + 7 – 8 = ?
[A] 199 
[B] 299
[C] 189
[D] 200

12. এক বিক্রেতা 912 টাকায় একটি ফ্যান বিক্রি করে 14% লাভ করে এবং অন্য একটি ফ্যান 1012 টাকায় বিক্রি করে 8% ক্ষতি হয় । মোটের উপর লাভ বা ক্ষতির শতাংশ কত ?
[A] 1 5/19% লাভ 
[B] 1 4/9% ক্ষতি
[C] 1 2/5% ক্ষতি
[D] 1 3/11% লাভ

13. একক অঙ্কটি (unit digit) নির্ণয় করো :
(263)¹⁴⁹ + (263)¹⁵º + (263)¹⁵¹
[A] 1
[B] 9 
[C] 3
[D] 7

14. একটি ত্রিভুজাকার মাঠের তিনটে শীর্ষবিন্দুতে তিনটি ঘোড়া বাঁধা আছে, প্রতিটি দড়ি 7 m দীর্ঘ । ঘোড়াগুলি মোট কত পরিমান জায়গায় ঘাস খেতে পারবে ?
[A] 58 বর্গমি
[B] 46 বর্গমি
[C] 70 বর্গমি
[D] 77 বর্গমি 

15. তিনজন ব্যক্তি গোবিন্দ, রহিম এবং সুধীর একটি কাজ 8, 12 এবং 15 দিনে করতে পারে যথাক্রমে । তারা একসাথে কাজ করলে, কত সময়ে কাজটি সম্পূর্ণ করতে পারবে ?
[A] 40/11 দিন 
[B] 4 দিন
[C] 53/11 দিন
[D] 6 দিন

16. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের নিৰ্দিষ্ট হারে ধার দেওয়া কোনো টাকা 3 বছরে এটির থেকে 72.8% বেশি হয় । একই সুদের হারে, ছয়-মাস অন্তর সুদের পর্বে, 18,000 টাকার উপর 1 1/2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত (₹) হবে ?
[A] 6897
[B] 5598
[C] 7654
[D] 5958 

17. 210 টাকা ক্রয়মূল্যের কোনো দ্রব্যের উপর 16% ছাড় দেওয়ার পরও 16% লাভ করতে হলে, এটির ধার্য্যমূল্য কত হতে হবে ?
[A] ₹290 
[B] ₹210
[C] ₹270
[D] ₹250

18. একটি গাড়ি 4 ঘন্টায় একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি এটি 60 km/h বেগে যায় । একই দূরত্ব 1.5 ঘন্টায় অতিক্রম করতে এটির বেগ (km/h) কত হতে হবে ? 
[A] 150
[B] 165
[C] 180
[D] 160 

19. দুটি ধনাত্মক সংখ্যা A এবং B (A > B) এর অনুপাত হলো 11 : 8 । যদি A এর 7 গুণ ও B এর 4 গুণের মধ্যে পার্থক্য 225 হয় তবে 2A + 3B এর মান কত ?
[A] 330
[B] 220
[C] 230 
[D] 320

20. একটি গ্রুপের কিছু ব্যক্তির গড় ওজন 70 kg । যখন 60 kg ওজনের 15 জন ব্যক্তি গ্রুপ ছেড়ে চলে যায় বা 87.5 kg গড় ওজনের 15 জন ব্যক্তি গ্রুপে যোগদান করে তবে উভয় ক্ষেত্রেই, গ্রুপের ব্যক্তিদের গড় ওজন একই হয় । শুরুতে গ্রুপে কজন ছিল ?
[A] 35
[B] 45
[C] 55 
[D] 65

21. সরল সুদের হারে 12% সরল সুদে কোনো টাকা কত বছরে এটির দ্বিগুন হবে ?
[A] 6 বছর 2 মাস
[B] 8 বছর 1 মাস
[C] 6 বছর 4 মাস
[D] 8 বছর 4 মাস 

22. মান নির্ণয় করো :
[0.2 ÷ 1/2 এর 2/3 – 1 × 2 ÷ 2]/[0.2 × 2 ÷ 1/2 এর 2/3 – 2 এর 1/2 ÷ 1/4]

[A] 1/7 
[B] –1.3
[C] –2/19
[D] 1.3

23. বিয়ের সময় একজন স্বামী এবং স্ত্রীর গড় বয়স ছিল 25 বছর । 7 বছর পর, তাদের একটি 2 বছরের সন্তান আছে । বর্তমানে পরিবারের গড় বয়স কত ?
[A] 21 বছর
[B] 22 বছর 
[C] 29 বছর
[D] 25 বছর

24. 20%, 30% এবং 5% তিনটি ক্রমিক ছাড় দেওয়ার পর একটি দ্রব্য 452.20 টাকায় বিক্রি করা হয় । যদি ধার্য্যমূল্য এর 55% এর একটি একক ছাড় দেওয়া হয় তবে বিক্রয়মূল্য কত হবে ?
[A] 425.75
[B] 382.50 
[C] 384.75
[D] 467.50

25. 2310 জন ব্যক্তিকে তিনটে পার্টিতে এমনভাবে ভাগ করো যাতে প্রথম পার্টির অর্ধেক, দ্বিতীয় পার্টির এক-তৃতীয়াংশ এবং তৃতীয় পার্টির একের-ছয় অংশ সবগুলোই পরস্পর সমান হয়
[A] 420, 650, 1240
[B] 420, 600, 1290
[C] 420, 630, 1260 
[D] 420, 620, 1270







Answers and Solutions ::