আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 78

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 78


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. P এবং Q একত্রে একটি কাজ 21 দিনে সম্পন্ন করতে পারে । তারা একসাথে 12 দিন কাজ করে এবং Q চলে যায় । তারপর P বাকি কাজটি 15 দিনে শেষ করে । P পুরো কাজটি কতদিনে করতে পারতো ?
[A] 28 দিন
[B] 35 দিন 
[C] 19 দিন
[D] 24 দিন

2. 23 জন বালকের গড় উচ্চতা 1.2 m । যদি 3 জন ওই গ্রুপ ছেড়ে দেয়, তারপর গড় উচ্চতা 0.15 cm বৃদ্ধি পায় । ছেড়ে যাওয়া 3 ছেলের গড় উচ্চতা কত ?
[A] 0.5 m
[B] 0.2 m 
[C] 0.45 m
[D] 0.6 m

3. একজন দোকানদার 10% ছাড় দেয় চালের ক্রয়মূল্যের উপর । একজন গ্রাহক 720 টাকায় 5 কেজি চাল বেশি কিনতে পারে । প্রতি কেজি চালের বিক্রয়মূল্য কত ?
[A] ₹19
[B] ₹12
[C] ₹16 
[D] ₹18

4. একটি এক্সপ্রেস ট্রেন 120 km/h বেগে যায়, প্রতি 80 কিমিতে 4 মিনিটের জন্য থামে । শুরুর বিন্দু থেকে 720 কিমি দূরে গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে ?
[A] 5 h 45 min
[B] 7 h 15 min
[C] 6 h 32 min 
[D] 5 h 24 min

5. ₹6.50 প্রতি বর্গমি দরে একটি বৃত্তীয় পার্কের লেভেলিং খরচ হলো ₹36,036 । ₹18 প্রতি মিটার দরে এটির চারিদিকে বেড়া লাগাতে কত (₹) খরচ হবে ?
[A] 3960
[B] 4752 
[C] 4644
[D] 4716

6. মান নির্ণয় :


[A] 20
[B] 2
[C]16
[D] 18 

7. একটি দ্রব্য এটির ক্রয়মূল্যের 5/8 গুনে বিক্রি করা হয় । ক্ষতির শতাংশ হলো :
[A] 35
[B] 27.5
[C] 37.5 
[D] 32

8. 90 এর এক-তৃতীয়াংশ, 160 এর তিনের-আট অংশ অপেক্ষা কত শতাংশ কম ?
[A] 45%
[B] 50% 
[C] 60%
[D] 25%

9. তিনটি সংখ্যার যোগফল 172 । যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 3 : 5 ও দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 7 : 6 হয় তবে প্রথম সংখ্যাটি হলো :
[A] 42 
[B] 30
[C] 40
[D] 58

10. নূন্যতম পাঁচ অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যেটি 21, 35 এবং 56 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য ?
[A] 10000
[B] 10040
[C] 10920
[D] 10080 

11. A, B এবং C এককভাবে একটি কাজ 7 1/2 দিন, 15 দিন এবং 30 দিনে করতে পারে যথাক্রমে । A এবং B কাজ শুরু করে কিন্তু 3 দিন পর A কাজ ছেড়ে দেয় । তারপর C, B র সাথে যোগদান করে এবং কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত উভয়ই কাজ করে । কতদিনে সমগ্র কাজটি সম্পূর্ণ হবে ?
[A] 12 দিন
[B] 7 দিন 
[C] 8 দিন
[D] 6 দিন

12. দুটি সংখ্যার অনুপাত 8 : 5 । প্রথমটির থেকে যদি 17 বিয়োগ করা হয় এবং দ্বিতীয়টির সাথে 25 যোগ করা হয় তবে অনুপাত হয় 1 : 3 । দুটি সংখ্যার যোগফল কত ?
[A] 13
[B] 39
[C] 52 
[D] 65

13. যদি দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যার থেকে 20% এবং 30% কম হয় । তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ ?
[A] 87.5% 
[B] 90.5%
[C] 85.5%
[D] 101.5%

14. কোনো নিৰ্দিষ্ট মুখধন 12% সরল সুদের হারে 4 3/4 বছরের জন্য বিনিয়োগ করে যত টাকা পাওয়া যায় তা একই টাকার উপর একই হারে 11 বছরে প্রাপ্ত
সরল সুদের থেকে 2175 টাকা বেশি পাওয়া যায় । মূলধন (₹) হলো :
[A] 8400
[B] 8700 
[C] 8000
[D] 8500

15. মান নির্ণয় :
5/14 ÷ 5 3/7 এর 7/19 – (3/4 – 4/7)
[A] 0 
[B] 5
[C] 10
[D] 1

16. 23 টি লেবু ₹193.20 টাকায় কেনা হয় এবং ₹108 প্রতি ডজন দামে বিক্রি করা হয় । লাভের শতাংশ নির্ণয় করো :
[A] 5.9%
[B] 8.4%
[C] 7.1% 
[D] 4.5%

17. একজন সাইকেল আরোহী 17 km দূরত্ব যায় 2 ঘন্টায় । তার বেগ (km/h) হলো :
[A] 8
[B] 8.5 
[C] 7.5
[D] 6.5

18. 1800 টাকার উপর 3 বছর 4 মাসে 360 টাকা সরল সুদ পাওয়া যায় । বার্ষিক সুদের হার হলো :
[A] 8%
[B] 10%
[C] 6% 
[D] 12%

19. একটি দেওয়াল ঘড়ির ধার্য্যমূল্য 1200 টাকা এবং ছাড় দেওয়া হয় 10% । 945 টাকায় বিক্রয়মূল্য আনতে অতিরিক্ত কত ছাড় দিতে হবে ? 
[A] 10%
[B] 12.5% 
[C] 9.25%
[D] 15%

20. একটি সংস্থার সমস্ত কর্মচারীর গড় বেতন 9000 টাকা । 8 জন টেকনিশিয়ানের গড় বেতন 14,000 টাকা এবং বাকিদের গড় বেতন 5000 টাকা । সংস্থার মোট কর্মচারীর সংখ্যা কত ?
[A] 18 
[B] 15
[C] 20
[D] 23

21. এক ব্যক্তি 2200 টাকায় একটি টেবিল ও একটি চেয়ার কেনে । সে টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 5% ক্ষতিতে বিক্রি করে তারফলে মোটের উপর 4% লাভ হয় । টেবিলের ক্রয়মূল্য কত ?
[A] ₹1125
[B] ₹1050
[C] ₹1200
[D] ₹990 

22. কোনো নিৰ্দিষ্ট মূলধন 4 বছরে সরল সুদের হয় 9900 টাকা এবং একই সুদের হারে 7 বছরে হয় 11700 টাকা। একই মূলধন 9 2/3% সরল সুদের হারে 2 1/4 বছরে কত টাকা (₹) হবে ?
[A] 9541.50
[B] 9165.75
[C] 10,000
[D] 9131.25 

23. a এবং b দুটি সংখ্যার অনুপাত 5 : 8 । যদি a থেকে 5 বিয়োগ করা হয় এবং b র সাথে 3 যোগ করা হয় তবে অনুপাত হয় 8 : 15 । দুটি প্রকৃত সংখ্যার মধ্যে পার্থক্য কত ?
[A] 24
[B] 36
[C] 30
[D] 27 

24. দুটি সংখ্যার সমষ্টি 35 এবং এই সংখ্যাগুলির গসাগু ও লসাগু হলো 5 এবং 60 যথাক্রমে । সংখ্যাগুলির অন্যোন্যক সমষ্টি কত ?
[A] 3/25
[B] 4/15
[C] 7/60 
[D] 5/60

25. একটি চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাস 80 cm এবং উচ্চতা 5.6 m । ₹20/বর্গমি হারে ট্যাংকটির বক্রতল রঙ করতে কত খরচ (₹) হবে ?
[A] 281.60 
[B] 301.80
[C] 321.20
[D] 261.40





Answers and Solutions ::