আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 60 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 60 (MCQ)
*****************************
1. নিম্নের কোন স্থানটি সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান ?
Ⓐ চানহুদারো
Ⓑ বনওয়ালি
Ⓒ কোট বালা
Ⓓ দাইমাবাদ
Ans : (D)
2. ইন্ডিয়ান রিফর্মস এসোসিয়েশন - কে স্থাপন করেন ?
Ⓐ শিশির কুমার ঘোষ
Ⓑ কেশবচন্দ্র সেন
Ⓒ রাজা রামমোহন রায়
Ⓓ উমেশচন্দ্র ব্যানার্জী
Ans : (B)
■ 1870 সালে তিনি এটি তৈরি করেন
■ 1872 সালে চালু করেন নেটিভ ম্যারেজ এক্ট
3. 'নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর' উক্তিটি কার ?
Ⓐ সুরেন্দ্রনাথ ব্যানার্জি
Ⓑ অরবিন্দ ঘোষ
Ⓒ চার্চিল
Ⓓ মহাত্মা গান্ধী
Ans : (D)
■ সুরেন্দ্রনাথ ব্যানার্জি - আমি এই স্থিরীকৃত ঘটনা অস্থায়ী করে দেব
■ অরবিন্দ ঘোষ - জাতীয় কংগ্রেস আসলে অজাতীয় কংগ্রেস
■ চার্চিল - গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির
4. ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির ?
Ⓐ মৌর্য যুগ
Ⓑ গুপ্ত যুগ
Ⓒ পাল যুগ
Ⓓ দিল্লী সুলতানি
Ans : (B)
5. খামের রাজা দ্বিতীয় সূর্যবর্মন নিম্নের কোন স্থাপত্য শৈলী নির্মাণ করেছেন ?
Ⓐ অঙ্করভাট মন্দির
Ⓑ জগন্নাথ মন্দির
Ⓒ সূর্য মন্দির
Ⓓ মহাদেব মন্দির
Ans : (A)
6. নিম্নের কোন চোল শাসকের উপাধি ছিল ত্যাগ সমুদ্র ?
Ⓐ প্রথম প্রান্তক
Ⓑ দ্বিতীয় প্রান্তক
Ⓒ কুলোতুঙ্গ
Ⓓ বিক্রম চোল
Ans : (D)
■ প্রথম প্রান্তক এর উপাধি - মদিরাই কোন্ড
■ দ্বিতীয় প্রান্তক - সুন্দরচোল
■ কুলোতুঙ্গ - সঙ্গম তবর্ত
7. চান্দওয়ারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1194 খ্রিস্টাব্দে
Ⓑ 1193 খ্রিস্টাব্দে
Ⓒ 1192 খ্রিস্টাব্দে
Ⓓ 1190 খ্রিস্টাব্দে
Ans : (A)
■ এই যুদ্ধে ঘোরী কনৌজ এর অধিপতি জয়চন্দকে পরাজিত করেন
■ এর ফলে উত্তর ভারতে তুর্কী আধিপত্য প্রতিষ্ঠিত হয়
8. রাজিয়া নিম্নের কোন বংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন ?
Ⓐ লোদী বংশ
Ⓑ সৈয়দ বংশ
Ⓒ খিলজি বংশ
Ⓓ দাস বংশ
Ans : (D)
■ এছাড়া এই বংশের আরো কিছু উল্লেখযোগ্য শাসক হলেন কুতুবউদ্দিন আইবক, ইলতুতমিস, বলবন
9. কুতুবউদ্দিন মুবারক শাহের মৃত্যুর পর নিম্নের কে সিংহাসনে বসেন ?
Ⓐ খসরু খান
Ⓑ মুবারক খান
Ⓒ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓓ মহম্মদ বিন তুঘলক
Ans : (B)
■ খসরু খান নাসিরুদ্দিন খসরু শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন
■ দীপালপুরের শাসক গাজী মালিক খসরু খানকে হত্যা করেন
10. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা জানতে পেরে, নিম্নের কে নাইট উপাধি ত্যাগ করে নিজের রাগ এবং দুঃখ প্রকাশ করেছিলেন ?
Ⓐ দাদাভাই নৌরজি
Ⓑ বদরুদ্দীন তৈয়াবজি
Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓓ সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Ans : (C)
11. নিম্নের কোনটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ?
Ⓐ দেওমালি
Ⓑ স্যাডেল
Ⓒ কলসুবাই
Ⓓ ধবলগিরি
Ans : (B)
12. ভারতের বৃহত্তম পেনিনসুলার নদীটি হলো -
Ⓐ কৃষ্ণা
Ⓑ গোদাবরী
Ⓒ কাবেরী
Ⓓ মহানদী
Ans : (B)
13. চন্ডীগর আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ?
Ⓐ মনমোহন সিং আন্তর্জাতিক এয়ারপোর্ট
Ⓑ শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক এয়ারপোর্ট *
Ⓒ গুরু গোবিন্দ সিং আন্তর্জাতিক এয়ারপোর্ট
Ⓓ রাজগুরু আন্তর্জাতিক এয়ারপোর্ট
14. 2023 এর তথ্য অনুযায়ী, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি ?
Ⓐ 10 টি
Ⓑ 9 টি
Ⓒ 7 টি
Ⓓ 8 টি
Ans : (D)
15. মহারাষ্ট্রে পশ্চিমঘাট ______ নামে স্থানীয়ভাবে পরিচিত
Ⓐ সহাদ্রি
Ⓑ বিন্ধ্য
Ⓒ খাদর
Ⓓ গন্ডওয়ানা
Ans : (A)
16. পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত গ্রেট হিমালয়ান রেঞ্জের দৈর্ঘ্য হলো প্রায় -
Ⓐ 2800 km
Ⓑ 2500 km
Ⓒ 3000 km
Ⓓ 2100 km
Ans : (B)
17. ঘর্ষন কমানোর উপযুক্ত পদ্ধতি হল -
Ⓐ বল ও রোলার বেয়ারিং
Ⓑ পিচ্ছিলকরণ
Ⓒ তলকে মসৃনকরণ
Ⓓ উপরের সবগুলি পদ্ধতি
Ans : (D)
18. ফটোগ্রাফিক প্লেটের ওপর আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া ঘটে - এটি কোন ধরণের শক্তির রূপান্তর ?
Ⓐ আলোক থেকে রাসায়নিক শক্তি
Ⓑ আলোক থেকে তড়িৎশক্তি
Ⓒ তড়িৎ থেকে যান্ত্রিকশক্তি
Ⓓ তড়িৎ থেকে তাপশক্তি
Ans : (A)
■ আলোক থেকে তড়িৎশক্তি - আলোকতড়িৎ কোশে আলো পড়লে তড়িৎপ্রবাহ সৃষ্টি
■ তড়িৎ থেকে যান্ত্রিকশক্তি - ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখা
■ তড়িৎ থেকে তাপশক্তি - বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রি
19. তুলি জলে ডুবিয়ে আনলে তুলির আঁশগুলি একসঙ্গে লেগে যায় এটির কারণ হল -
Ⓐ প্লবতা
Ⓑ পৃষ্ঠটান
Ⓒ সান্দ্রতা
Ⓓ জলের চাপ
Ans : (B)
■ এটির একক ডাইন/সেমি বা নিউটন/মিটার
■ তরলের পৃষ্ঠটান উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়, জলবিন্দু বা বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের কারণে
20. বোরাক্স এর রাসায়নিক নাম কি ?
Ⓐ সোডিয়াম বাইকার্বনেট
Ⓑ সোডিয়াম টেট্রাবোরেট
Ⓒ ম্যাগনেশিয়াম সালফেট
Ⓓ সোডিয়াম কার্বনেট
Ans : (B)
■ সোডিয়াম বাইকার্বনেট - বেকিং সোডা
■ ম্যাগনেশিয়াম সালফেট - এপসম লবণ
■ সোডিয়াম কার্বনেট - ওয়াশিং সোডা
21. নিম্নলিখিতদের মধ্যে কাকে কোশবিদ্যার জনক বলা হয় ?
Ⓐ অ্যারিস্টটল
Ⓑ চরক
Ⓒ রবার্ট হুক
Ⓓ ক্যারোলাস লিনিয়াস
Ans : (C)
■ অ্যারিস্টটল - জীববিদ্যার জনক
■ চরক - আয়ুর্বেদের জনক
■ ক্যারোলাস লিনিয়াস - ট্যাক্সনমির জনক
22. কোশের প্রোটিন তৈরির কারখানা বলা হয় -
Ⓐ গলগি বডি
Ⓑ রাইবোজোম
Ⓒ নিউক্লিয়াস
Ⓓ অ্যামাইনো এসিড
Ans : (B)
23. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয় কোন সালে ?
Ⓐ 1935
Ⓑ 1937
Ⓒ 1947
Ⓓ 1949
Ans : (D)
24. মহারাষ্ট্র এবং গুজরাটের রাজ্যের জন্য বিশেষ প্রভিশনের উল্লেখ রয়েছে সংবিধানের কোন ধারা ?
Ⓐ আর্টিকেল - 371
Ⓑ আর্টিকেল - 386
Ⓒ আর্টিকেল - 377
Ⓓ আর্টিকেল - 380
Ans : (A)
25. নিম্নে উল্লেখিত সংবিধানের কোন বৈশিষ্ট্যটি ব্রিটেনের সংবিধান থেকে ধার নেওয়া হয় নি ?
Ⓐ মৌলিক অধিকার
Ⓑ লেজিসলেটিভ কার্যপ্রণালী
Ⓒ বাইক্যামারালিসম
Ⓓ রুল অফ ল
Ans : (A)
26. এক মেগাবাইট সমান আমরা বলতে পারি 1024 টি _____
Ⓐ গিগাবাইট
Ⓑ কিলোবাইট
Ⓒ টেরাবাইট
Ⓓ বাইট
Ans : (B)
27. নিম্নের কোনটি শেক্সপিয়ারের লিখিত নাটক নয় ?
Ⓐ Antony and Cleopatra
Ⓑ The Comedy of Errors
Ⓒ The Candlestand
Ⓓ Othello
Ans : (C)
28. মহারাষ্ট্রে মহিলার নিম্নের কোন নৃত্যটি প্রদর্শন করে ?
Ⓐ ঘুমার নৃত্য
Ⓑ বিহু নৃত্য
Ⓒ লাভনী নৃত্য
Ⓓ ভাঙরা নৃত্য
Ans : (C)
29. প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সত্য ?
Ⓐ একটি লোন স্কীম
Ⓑ বিনামূল্যে ওষুধের জন্য একটি স্কীম
Ⓒ একটি ইন্সুরেন্স স্কীম
Ⓓ একটি নিয়োগ স্কীম
Ans : (A)
30. 'The Immortals of Meluha' বইটি কার লেখা ?
Ⓐ সুশীল কুমার
Ⓑ দেবদ্যুৎ পট্টনায়েক
Ⓒ আমিশ ত্রিপাঠি
Ⓓ চেতন ভগৎ
Ans : (C)