আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 59 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 59 (MCQ)
*****************************
1. নিম্নের কোন সম্রাট যুদ্ধক্ষেত্রে রুমি পদ্ধতি অনুসরণ করেন ?
Ⓐ বাবর
Ⓑ আকবর
Ⓒ পৃথ্বীরাজ চৌহান
Ⓓ শেরশাহ
Ans : (A)
■ তিনি উজবেগি ও তুর্কিদের কাছ থেকে তুঘলুমা যুদ্ধরীতি আয়ত্ত করেন
■ তিনি পানিপথের প্রথম যুদ্ধে (1526) প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন
■ তার আত্মজীবনী তুজুক-ই-বাবরী, এটি তুর্কি ভাষায় লেখা
2. নিম্নলিখিতদের মধ্যে কে আসামের ভক্তি আন্দোলনের নেতা ছিলেন ?
Ⓐ শংকর দেব
Ⓑ চৈতন্যদেব
Ⓒ ত্যাগরাজা
Ⓓ একনাথ
Ans : (A)
■ চৈতন্যদেব - পূর্বভারতে ভক্তিবাদের প্রবক্তা
■ ত্যাগরাজা - তেলেগু সন্ত ও কর্ণাটকী সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব
■ একনাথ - তিনি প্রথম জ্ঞানেশ্বরী বা মারাঠা সীতা রচনা করেন
3. নিম্নের কে প্রথম সেচের জন্য খাল নির্মাণ করেন ?
Ⓐ মহম্মদ বিন তুঘলক
Ⓑ আবু বকর শাহ
Ⓒ নাসিরউদ্দিন মামুদ শাহ
Ⓓ গিয়াসউদ্দিন তুঘলক
Ans : (D)
■ তিনি পুলিশ ও বিচার ব্যবস্থার নানারকম সংস্কার করেন
■ অনাবৃষ্টির সময় তকভি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেন
4. দেশভাগ হল একমাত্র সমাধানের পথ - উক্তিটি কার ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ দাদাভাই নৌরজি
Ⓓ মহম্মদ আলি জিন্না
Ans : (D)
5. নিম্নের কোন আইনবলে গভর্নর জেনারেলের সদস্য সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয় ?
Ⓐ সনদ আইন, 1793
Ⓑ সনদ আইন, 1813
Ⓒ পিটের ভারত আইন, 1784
Ⓓ রেগুলেটিং এক্ট, 1773
Ans : (C)
■ রেগুলেটিং এক্টের দুর্বলতা দূর করার জন্য এই আইন পাস করান ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট
■ এছাড়া এই আইন বলে 6 জন কমিশনার নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়, প্রথম সভাপতি হন হেনরি ডান্ডাস
6. দ্য গোল্ডেন থ্রেসওল্ড - বইটি কে লিখেছেন ?
Ⓐ এম কে গান্ধী
Ⓑ সরোজিনী নাইডু
Ⓒ এনি বেসন্ত
Ⓓ জ্যোতিবা ফুলে
Ans : (B)
7. কলকাতা জার্নাল নামক পত্রিকাটি কে শুরু করেন ?
Ⓐ জে এস বাকিংহাম
Ⓑ রাজা রামমোহন রায়
Ⓒহেনরি ডিরোজিও
Ⓓ আর উইলিয়ামস
Ans : (A)
■ রাজা রামমোহন রায় - মিরাত উল আকবর, সংবাদ কৌমুদি
■ হেনরি ডিরোজিও - ইন্ডিয়া গেজেট
■ আর উইলিয়ামস - ইন্ডিয়ান হেরাল্ড
8. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ⓐ ধর্মপাল
Ⓑ মহিপাল
Ⓒ গোপাল
Ⓓ রামপাল
Ans : (C)
■ তারপরে সিংহাসনে বসেন ধর্মপাল যিনি সাম্রাজ্যের বিস্তার ঘটান
9. কতসালে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে পাটলিপুত্র অধিকার করে ?
Ⓐ 322 BC
Ⓑ 265 BC
Ⓒ 75 BC
Ⓓ 188 BC
Ans : (A)
■ নন্দদের পরাজিত করে মাত্র 25 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন
■ চাণক্য তাকে এই ব্যাপারে সাহায্য করেন
10. কাদম্বরী উপন্যাসটি নিম্নলিখিতদের কে রচনা করেছেন ?
Ⓐ খেমেন্দ্র
Ⓑ কলহন
Ⓒ ভাবভূতি
Ⓓ বানভট্ট
Ans : (D)
■ এটি একটি রোমান্টিক উপন্যাস
■ এটি সম্পূর্ণ করেন বানভট্ট এর পুত্র ভূষণভট্ট
11. 2011 এর সেনসাস অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্যটি হল -
Ⓐ উত্তরপ্ৰদেশ
Ⓑ বিহার
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ ওড়িশা
Ans : (B)
12. আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কতগুলি রাজ্য দ্বারা পরিবেষ্টিত ?
Ⓐ 4 টি
Ⓑ 5 টি
Ⓒ 6 টি
Ⓓ 9 টি
Ans : (B)
13. কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান কার্যালয় ?
Ⓐ উত্তর 24 পরগনা
Ⓑ পুরুলিয়া
Ⓒ দক্ষিণ 24 পরগনা
Ⓓ নদিয়া
Ans : (D)
14. তিরুপতি সৌরশক্তি উৎপাদন কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ কেরল
Ⓒ গুজরাট
Ⓓ তামিলনাড়ু
Ans : (A)
15. মধ্যপ্রদেশের বালাঘাট স্থানটি নিম্নের কোন আকরিক আহরণের জন্য বিখ্যাত ?
Ⓐ ইউরেনিয়াম
Ⓑ বক্সাইট
Ⓒ লোহা
Ⓓ অভ্ৰ
Ans : (B)
16. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ আসাম
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ ওড়িশা
Ⓓ মেঘালয়
Ans : (D)
17. সিউডোপিয়া সাহায্যে নিম্নের কোন প্রাণী গমন সম্পন্ন করে ?
Ⓐ প্যারামিসিয়াম
Ⓑ ইউগ্লিনা
Ⓒ অ্যামিবা
Ⓓ মাছ
Ans : (C)
■ প্যারামিসিয়াম - সিলিয়ার সাহায্যে গমন করে
■ ইউগ্লিনা - ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে
■ মাছ - পাখনা ও মায়োটোম পেশী
18. সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষপ্রান্তে থাকলে তাকে কি বলা হয় ?
Ⓐ টেলোসেন্ট্রিক
Ⓑ অ্যাক্রসেন্ট্রিক
Ⓒ মেটাসেন্ট্রিক
Ⓓ সাব-মেটাসেন্ট্রিক
Ans : (A)
■ অ্যাক্রসেন্ট্রিক - সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষপ্রান্তের নিকটে থাকলে
■ মেটাসেন্ট্রিক - সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকলে
■ সাব-মেটাসেন্ট্রিক - সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাখখানের নিকটে থাকলে
19. জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কোনটিকে বলা হয় ?
Ⓐ ইনসুলিন
Ⓑ অ্যাড্রিনালিন
Ⓒ টেস্টোস্টেরন
Ⓓ থাইরক্সিন
Ans : (B)
■ রাগ, ভয় , আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়
■ অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত, এই কারণে একে সুপ্রারেনাল গ্রন্থি বলে
20. বায়োগ্যাসের মধ্যে 75% পরিমানে কোন গ্যাস থাকে ?
Ⓐ মিথেন
Ⓑ ইথেন
Ⓒ হাইড্রোজেন
Ⓓ কার্বন-ডাই-অক্সাইড
Ans : (A)
■ এটি হল মিথেন, কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড এর মিশ্রণ
■ এটি খুব ভালো জ্বালানিরূপে ক্রিয়া করে
21. নিম্নের কঠিন পদার্থ গুলির মধ্যে কোনটির দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক সর্বোচ্চ ?
Ⓐ পিতল
Ⓑ জার্মান সিলভার
Ⓒ তামা
Ⓓ অ্যালুমিনিয়াম
Ans : (D)
22. ঘুমের ঔষধ বারবিটিউরেটস তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
Ⓐ নাইট্রিক এসিড
Ⓑ ইউরিয়া
Ⓒ অ্যামোনিয়া
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড
Ans : (B)
■ এছাড়া কৃষিক্ষেত্রে নাইট্রোজেনঘটিত জৈব সার হিসেবে ব্যবহৃত হয়
■ রেয়ন, সেলোফেন, প্লাস্টিক তৈরিতে, এমনকি কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন তৈরিতে ব্যবহৃত হয়
23. ল্যারি পেজ, সার্জি ব্রিন - এনারা নিম্নলিখিত কোন পোর্টালের নির্মাতা ?
Ⓐ গুগল
Ⓑ ফেসবুক
Ⓒ ইয়াহু
Ⓓ টুইটার
Ans : (A)
24. কিন্নরি নটি আঞ্চলিক নৃত্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ অরুণাচল প্রদেশ
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ হিমাচলপ্রদেশ
Ans : (D)
25. নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত ,?
Ⓐ নিউইয়র্ক, ইউএস
Ⓑ প্যারিস, ফ্রান্স
Ⓒ সাংহাই, চীন
Ⓓ ওয়াশিংটন ডিসি, ইউএস
Ans : (C)
26. নিম্নের কোন দেশের রাজধানী ব্রিজ টাউনে অবস্থিত ?
Ⓐ আর্জেন্টিনা
Ⓑ বেলারুশ
Ⓒ বেলিজ
Ⓓ বার্বাডোজ
Ans : (D)
27. ফলো-অন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ⓐ ফুটবল
Ⓑ লন টেনিস
Ⓒ ক্রিকেট *
Ⓓ বিলিয়ার্ডস
Ans : (C)
28. আর্কিওলজিক্যাল মিউজিয়াম নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ নতুন দিল্লী
Ⓑ কলকাতা
Ⓒ হায়দ্রাবাদ
Ⓓ চেন্নাই
Ans : (A)
29. জ্ঞানপ্রকাশ নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন ?
Ⓐ বাঁশি
Ⓑ সরোদ
Ⓒ বীণা
Ⓓ হারমোনিয়াম
Ans : (D)
[ আমাদের App এ নতুন রিজনিং সেকশন Add করা হয়েছে, অনুগ্রহ করে App টি update করে নিন ]