আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 58 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 58 (MCQ)
*****************************
1. 1921 সালে দয়ারাম সাহানি কোন সিন্ধুসভ্যতার স্থান আবিষ্কার করেন ?
Ⓐ হরপ্পা
Ⓑ লোথাল
Ⓒ মহেঞ্জোদারো
Ⓓ চানহুদারো
Ans : (A)
● লোথাল - আর রাও (1953)
● মহেঞ্জোদারো - রাখালদাস বন্দ্যোপাধ্যায় (1922)
● চানহুদারো - এন জি মজুমদার (1931)
2. ভারত ভ্রমন সংক্রান্ত গ্রন্থ সফরনামা কে লিখেছেন ?
Ⓐ ইবন বতুতা
Ⓑ হিউয়েন সাং
Ⓒ বানভট্ট
Ⓓ সুশ্রুত
Ans : (A)
● হিউয়েন সাং - এর লেখা হল সি-ইউ-কি
● বানভট্ট - হর্ষচরিত
● সুশ্রুত - সুশ্রুত সংহিতা
3. আকবরের নবরত্ন সভার আবুল ফজল নিম্নের কোন বিষয়ে পারদর্শী ছিলেন ?
Ⓐ সাহিত্য
Ⓑ হাস্যকৌতুক
Ⓒ সঙ্গীত
Ⓓ নীতি গল্পকার
Ans : (A)
● হাস্যকৌতুক - বীরবল
● সঙ্গীত - তানসেন
● নীতি গল্পকার - মুল্লা দো-পিয়াজা
4. 1866 সালে ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ কালীপ্রসন্ন সিংহ
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ আব্দুল লতিফ
Ⓓ কেশবচন্দ্র সেন
Ans : (D)
● কালীপ্রসন্ন সিংহ - বিদ্যোৎসাহিনী সভা
● দেবেন্দ্রনাথ ঠাকুর - তত্ত্ববোধিনী সভা
● আব্দুল লতিফ - মহামেডান অ্যাসোসিয়েশন
5. কংগ্রেস অধিবেশন ছিল তিনদিনের তামাশা - উক্তিটি কে করেছেন ?
Ⓐ অশ্বিনী কুমার দত্ত
Ⓑ স্যার সৈয়দ আহমেদ খান
Ⓒ মহম্মদ আলী জিন্না
Ⓓ ড. অনিল শীল
Ans : (A)
● কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন যুদ্ধ - স্যার সৈয়দ আহমেদ খান
● কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর - মহম্মদ আলী জিন্না
● কংগ্রেস সম্মেলন হল বাৎসরিক তামাশা - ড. অনিল শীল
6. ব্রিটিশ ব্যক্তিত্ব উইলিয়াম ওয়েডারবার্ন কোন সালের কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেন ?
Ⓐ 1889
Ⓑ 1885
Ⓒ 1887
Ⓓ 1888
Ans : (A)
● এটি বোম্বাইতে অনুষ্ঠিত হয়
● 1885 - উমেশচন্দ্র ব্যানার্জী
● 1887 - বদরুদ্দীন তৈয়বজি
● 1888 - জর্জ ইয়ুল (প্রথম ইংরেজ সভাপতি)
7. পাইক বিদ্রোহ ভারতের কোন রাজ্যে প্রথম শুরু হয় ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ ওড়িশা
Ⓓ বাংলা
Ans : (C)
● উত্তরপ্রদেশ - আওয়াধ বিদ্রোহ
● মহারাষ্ট্র - ভিল বিদ্রোহ
● বাংলা - শেরপুর বিদ্রোহ, ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ
8. ওয়ারেন হেস্টিংস কতসালে কলকাতা মাদ্রাসা স্থাপন করেন ?
Ⓐ 1785
Ⓑ 1781
Ⓒ 1789
Ⓓ 1785
Ans : (B)
9. নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে প্রণীত হয় ?
Ⓐ 1880
Ⓑ 1865
Ⓒ 1861
Ⓓ 1876
Ans : (D)
● ভাইসরয় নর্থব্রুকের আমলে এটি প্রণীত হয়
● 1861 - ভারতীয় কাউন্সিল আইন
10. নিম্নলিখিত কোন ভাইসরয়ের আমলে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
Ⓐ রবার্ট ক্লাইভ
Ⓑ লর্ড ক্যানিং
Ⓒ লর্ড ওয়েলেসলি
Ⓓ লর্ড ময়রা
Ans : (A)
● এটি 1757 সালের 23 শে জুন সংঘটিত হয়
● এছাড়া তার আমলে মীরজাফরকে বাংলার নবাব হিসেবে নিযুক্ত করা হয়, বিদর এর যুদ্ধও তার আমলে ঘটে
11. কাকিনাড়া বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ গুজরাট
Ⓓ মহারাষ্ট্র
Ans : (B)
12. খুরপাটাল হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ওড়িশা
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ মণিপুর
Ⓓ তামিলনাড়ু
Ans : (B)
13. বিকানীর খালটি কোন রাজ্যের একটি জনপ্রিয় খাল ?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ হরিয়ানা
Ⓓ পাঞ্জাব
Ans : (D)
14. মধ্যপ্রদেশের সাঁচি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ মুসী
Ⓑ কৃষ্ণা
Ⓒ কাবেরী
Ⓓ বেতওয়া
Ans : (D)
15. ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ লাদাখ
Ⓑ অসম
Ⓒ ত্রিপুরা
Ⓓ ছত্তিশগড়
Ans : (D)
16. ছানগু লেক ভারতের কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ?
Ⓐ সিকিম
Ⓑ ঝাড়খন্ড
Ⓒ ত্রিপুরা
Ⓓ মেঘালয়
Ans : (A)
17. আলোর কোন ধর্মের কারণে রামধনু সৃষ্টি হতে দেখা যায় ?
Ⓐ বিচ্ছুরণ
Ⓑ প্রতিফলন
Ⓒ প্রতিসরণ
Ⓓ ব্যাতিচার
Ans : (D)
● এই একই কারণে সাবানের ফেনায় রঙের ব্যবহার করা যায়
● নক্ষত্রের ঝিকিমিকি - আলোর প্রতিসরণ
● মরীচিকা - আলোর প্রতিফলন (অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন)
18. সালোকসংশ্লেষে কোন প্রকৃতির শক্তির রূপান্তর দেখা যায় ?
Ⓐ আলোক থেকে রাসায়নিক শক্তি
Ⓑ আলোক থেকে তড়িৎশক্তি
Ⓒ তড়িৎ থেকে শব্দশক্তি
Ⓓ রাসায়নিক থেকে তড়িৎশক্তি
Ans : (A)
● আলোক থেকে তড়িৎশক্তি - সৌরচুল্লি
● তড়িৎ থেকে শব্দশক্তি - টেলিফোন রিসিভার
● রাসায়নিক থেকে তড়িৎশক্তি - ব্যাটারি
19. সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছায় কোন পদ্ধতির মাধ্যমে ?
Ⓐ পরিচলন
Ⓑ পরিবহন
Ⓒ বিকিরণ
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (C)
20. বেগের পরিমান নির্ণায়ক যন্ত্রটি হল -
Ⓐ ভেলাটোমিটার
Ⓑ ভিস্কোমিটার
Ⓒ ভোল্টমিটার
Ⓓ ভার্নিয়ার স্কেল
Ans : (A)
● ভিস্কোমিটার - সান্দ্রতা পরিমাপ করা যায়
● ভোল্টমিটার - বৈদ্যুতিক বিভব পরিমাপ করা যায়
● ভার্নিয়ার স্কেল - দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র
21. গ্যামাক্সিন এর রাসায়নিক নাম কি ?
Ⓐ ক্যালসিয়াম সালফেট
Ⓑ ক্যালসিয়াম হাইপোক্লোরাইট
Ⓒ ডয়টেরিয়াম অক্সাইড
Ⓓ বেঞ্জিন হেক্সাক্লোরাইড ইথেন
Ans : (D)
● ক্যালসিয়াম সালফেট - জিপসাম
● ক্যালসিয়াম হাইপোক্লোরাইট - ব্লিচিং পাউডার
● ডয়টেরিয়াম অক্সাইড - ভারী জল
22. কুইনাইন নিম্নের কোনটির উপশমে ব্যবহৃত হয় ?
Ⓐ উচ্চ রক্তচাপ
Ⓑ হাঁপানি
Ⓒ ব্যাথা নিবারণ
Ⓓ ম্যালেরিয়া
Ans : (D)
● উচ্চ রক্তচাপ - রেসারপিন
● হাঁপানি - ডাটুরিন
● ব্যাথা নিবারণ - মরফিন, ক্যাফিন
23. সংবিধানের কোন ধারায় ভারতীয় সুপ্রিমকোর্টের গঠনতন্ত্র সম্পর্কে উল্লেখ রয়েছে ?
Ⓐ ধারা - 153
Ⓑ ধারা - 152
Ⓒ ধারা - 124
Ⓓ ধারা - 118
Ans : (C)
● ধারা - 152 - রাজ্যের সংজ্ঞা
● ধারা - 153 - রাজ্যের রাজ্যপাল
● ধারা - 118 - পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি
24. রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত সংস্কারের উপর মহাবীর ত্যাগী কমিটি কোন সালে গঠিত হয় ?
Ⓐ1953
Ⓑ 1959
Ⓒ 1956
Ⓓ 1961
Ans : (B)
● 1953 - জন মাথাই কমিটি গঠিত হয়
● 1956 - নিকোলাস কালদোর কমিটি
● 1961 - আইন কমিশন গঠিত হয়
25. আয়ুষ্মান ভারত প্রকল্প কোন সাল থেকে চালু হয় ?
Ⓐ 2019
Ⓑ 2018
Ⓒ 2017
Ⓓ 2016
Ans : (B)
26. গনিতে অসামান্য অবদানের জন্য নিম্নের কোন পুরস্কারটি দেওয়া হয় ?
Ⓐ অস্কার পুরস্কার
Ⓑ পুলিতজার পুরস্কার
Ⓒ ফিল্ডস মেডেল
Ⓓ নোবেল প্রাইজ
Ans : (C)
27. নিম্নের কোন বাঙালি কবি/সাহিত্যিক রসুল আলি ছদ্মনামে পরিচিত ছিলেন ?
Ⓐ অবনীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ অজয় বসু
Ⓒ অখিল নিয়োগী
Ⓓ অনিল সেনগুপ্ত
Ans : (A)
● অজয় বসু - এর ছদ্মনাম হলো সব্যসাচী
● অখিল নিয়োগী - স্বপনবুড়ো
● অনিল সেনগুপ্ত - অগ্নিমিত্র
28. 'My Truth' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ লাল বাহাদুর শাস্ত্রী
Ⓑ ইন্দিরা গান্ধী
Ⓒ জওহরলাল নেহেরু
Ⓓ রাজীব গান্ধী
Ans : (B)
29. ভিমসেন যোশী ভারতীয় সংগীতের কোন ঘরানার জন্য বিখ্যাত ?
Ⓐ রামপুর
Ⓑ গোয়ালিয়র
Ⓒ কিরাণা
Ⓓ বেনারস
Ans : (C)
30. হিক্কত লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ⓐ সিকিম
Ⓑ হরিয়ানা
Ⓒ গুজরাট
Ⓓ জম্মু-কাশ্মীর
Ans : (D)