আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 57 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 57 (MCQ)

*****************************


1. বোম্বের প্রধান সংবাদপত্র বোম্বে হেরাল্ড এর সম্পাদক কে ছিলেন ?
Ⓐ জেমস অগাস্টাস হিকি
Ⓑ হুগ বয়েড
Ⓒ জন ক্লার্ক মার্সম্যান
Ⓓ উইলিয়াম আশবার্নার 

Ans : (D)

◆ 1789 সাল থেকে এটি প্রকাশিত হয়
◆ জেমস অগাস্টাস হিকি - বেঙ্গল গেজেট
◆ হুগ বয়েড - মাদ্রাজ কুরিয়্যার
◆ জন ক্লার্ক মার্সম্যান - দিগ দর্শন

2. 'পঞ্চশীল ডকট্রিন' এর লেখক কে ছিলেন ?
Ⓐ ড: রাজেন্দ্র প্রসাদ
Ⓑ চক্রবর্তী রাজাগোপালাচারী
Ⓒ মৌলানা আবুল কালাম আজাদ
Ⓓ জওহরলাল নেহেরু 

Ans : (D)

◆ তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী (1947 - 1964 পর্যন্ত)
◆ 1928 সালে INC এর জেনারেল সচিব পদে নিযুক্ত হন
◆ তার বিখ্যাত লেখা 'দা ডিস্কভারি অফ ইন্ডিয়া', 'এন অটোবায়োগ্রাফি'

3. নিম্নের কাকে ইন্ডিয়ান গ্লাডস্টোন পদবীতে ভূষিত করা হয়েছে ?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ জি কে গোখেল
Ⓒ লালা লাজপত রাই
Ⓓ দাদাভাই নৌরজি 

Ans : (D)

◆ 1906 সালের কংগ্রেস অধিবেশন থেকে তিনি প্রথম স্বরাজ দাবি করেন
◆ তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়
◆ তার বিখ্যাত গ্রন্থ 'Poverty and un-British rule in India'

4. প্রথম গোল টেবিল বৈঠক কত তারিখে সম্পন্ন হয়েছিল ?
Ⓐ 10 ই অক্টোবর, 1930
Ⓑ 11 ই ডিসেম্বর, 1930
Ⓒ 12 ই নভেম্বর, 1930 
Ⓓ 9 ই সেপ্টেম্বর, 1930

Ans : (C)

5. কত সালে প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ।অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন ?
Ⓐ 1837 
Ⓑ 1857
Ⓒ 1737
Ⓓ 1808

Ans : (A)

◆ ব্রামহি লিপি (পালি ও প্রাকৃত) তে তার ধর্ম উপদেশগুলি রচিত হয়েছিল
◆ উত্তর-পশ্চিম ভারতে অশোকের শিলালিপি খরষ্ঠী ভাষায় রচিত হয়েছিল

6. নিম্নের কোন শাসক গজ-ই-সিকন্দরী নামক 32 সংখ্যার জমি পরিমাপ ব্যবস্থার প্রচলন করেন ?
Ⓐ ইব্রাহিম লোদী
Ⓑ সিকান্দার লোদী 
Ⓒ বাবর
Ⓓ আকবর

Ans : (B)

◆ তার কার্যকাল - 1489 - 1517
◆ তিনি গুলরুখী ছদ্মনামে ফার্সি কবিতা লেখেন
◆ আগ্রা নগরী পত্তন করে এবং প্রাসাদ, মক্তব ও মাদ্রাসা দ্বারা শোভিত করেন

7. দিল্লীতে হজরত গম্বুজ কে নির্মাণ করেন ?
Ⓐ কুতুবউদ্দিন আইবক
Ⓑ সিকান্দার লোদী
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ আলাউদ্দিন খলজী 

Ans : (D)

◆ এছাড়া তিনি দিল্লীতে আলাই দরজা, জামাত খানা মসজিদ নির্মাণ করেছিলেন
◆ কুতুবউদ্দিন আইবক দিল্লীতে কোয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন

8. নিম্নের কার আমলে মুক্ত মহলে জ্ঞানীদের সমাবেশ ঘটত ?
Ⓐ দ্বিতীয় হরিহর
Ⓑ দ্বিতীয় দেবেরায়
Ⓒ প্রথম দেবরায় 
Ⓓ প্রথম বুক্কা

Ans : (C)

9. থিম্মা ভূপাল কোন বংশের সম্রাট ছিলেন ?
Ⓐ তুলুভ বংশ
Ⓑ সালুভ বংশ 
Ⓒ মৌর্য বংশ
Ⓓ চেদী বংশ

Ans : (B)

◆ সালুভ নরসিংহ দেব রায় ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা
◆ নরসিংহদেবের মৃত্যুর পর থিম্মা ভূপাল সিংহাসনে বসেন

10. নিম্নের কে 'রাম রহিম এক হে' উক্তিটি করেছেন ?
Ⓐ একনাথ
Ⓑ চৈতন্যদেব
Ⓒ নামদেব
Ⓓ কবীর 

Ans : (D)

◆ তার ছোটো ছোটো কবিতাগুলোকে দোঁহা নামে পরিচিত
◆ তিনি ছিলেন সুলতান সিকন্দর লোদীর সমসাময়িক

11. নামরূপ তাপবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ ঝাড়খন্ড
Ⓒ আসাম 
Ⓓ মধ্যপ্রদেশ

Ans : (C)

12. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কোনটি কে বলা হয় ?
Ⓐ আহমেদাবাদ
Ⓑ মাদুরাই
Ⓒ ব্যাঙ্গালোর
Ⓓ কোয়েম্বাটুর 

Ans : (D)

13. ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত হয় -
Ⓐ সিলিকেট, চুন এবং জৈব পদার্থ বাদ দিলে 
Ⓑ জৈব পদার্থের ক্ষয়প্রাপ্ত অবস্থার ফলে
Ⓒ লাভা থেকে বিচ্ছিন্ন হয়ে
Ⓓ উপরের স্তর উঠে যাবার জন্য

Ans : (A)

14. কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত ?
Ⓐ অজয় নদী
Ⓑ ময়ূরাক্ষী নদী
Ⓒ হলদি নদী 
Ⓓ সুবর্ণরেখা নদী

Ans : (C)

15. নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ দার্জিলিং
Ⓑ পুরুলিয়া
Ⓒ আলিপুরদুয়ার
Ⓓ কালিমপঙ 

Ans : (D)

16. পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের দীর্ঘতম সীমানা রয়েছে ?
Ⓐ ভুটান
Ⓑ নেপাল
Ⓒ মায়ানমার
Ⓓ বাংলাদেশ 

Ans : (D)

17. যে সব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদের কে বলা হয় -
Ⓐ আইসোটোন
Ⓑ আইসোবার
Ⓒ আইসোটোপ
Ⓓ আইসোডায়াফার 

Ans : (D)

◆ আইসোটোন - বিভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট কিন্তু সম নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু
◆ আইসোবার - ভিন্ন পারমানবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা
◆ আইসোটোপ - একই পারমানবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ভরসংখ্যা

18. বিস্বাদ মাখনে নিম্নের কোন এসিড উপস্থিত ?
Ⓐ ফরমিক এসিড
Ⓑ এসিটিক এসিড
Ⓒ টারটারিক এসিড
Ⓓ বিউটারিক এসিড 

Ans : (D)

◆ ফরমিক এসিড - লাল পিঁপড়ে
◆ এসিটিক এসিড - ভিনিগার
◆ টারটারিক এসিড - আঙ্গুর

19. কস্টিক সোডার রাসায়নিক সঙ্কেতটি হল -
Ⓐ NaOH 
Ⓑ KOH
Ⓒ Mg(OH)2
Ⓓ Ca(OH)2

Ans : (A)

◆ KOH - কস্টিক পটাশ
◆ Mg(OH)2 - মিল্ক অফ ম্যাগনেশিয়া
◆ Ca(OH)2 - স্ল্যাকড লাইম

20. কেরোসিনে সঞ্চিত রাখা মৌলটি হল -
Ⓐ ফ্লুওরিন
Ⓑ সোডিয়াম 
Ⓒ হিলিয়াম
Ⓓ সিলভার

Ans : (B)

◆ ফ্লুওরিন - সবথেকে বেশি জারক পদার্থ, সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল
◆ হিলিয়াম - সবথেকে বেশি আয়নীয় বিভব যুক্ত মৌল
◆ সিলভার - তাপ ও তড়িৎ এর উত্তম পরিবাহী

21. নিম্নের কোনটিকে প্রোটিন ব্যতীত খাদ্যের উৎস বলা হয় ?
Ⓐ অ্যামাইনো এসিড
Ⓑ প্রোটিন
Ⓒ ফ্যাট
Ⓓ কার্বোহাইড্রেট 

Ans : (D)

◆ এটিকে তাৎক্ষণিক ও দ্রুত শক্তির উৎস
◆ একজন পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে প্রতিদিন 450-600 gm কার্বোহাইড্রেট এর প্রয়োজন
◆ কার্বোহাইড্রেট যৌগগুলি প্রোটিনের সঙ্গে মিলে গ্লাইকো-প্রোটিন তৈরি করে

22. একটি সংবহন চক্র সম্পন্ন করতে RBC এর মোট কত সময় লাগে ?
Ⓐ 50 সেকেন্ড
Ⓑ 40 সেকেন্ড
Ⓒ 75 সেকেন্ড
Ⓓ 20 সেকেন্ড 

Ans : (D)

◆ RBC র সংখ্যা পুরুষদেহে 5-6 মিলিয়ন/কিউবিক মিলিমিটার, স্ত্রীদেহে 4-5 মিলিয়ন/কিউবিক মিলিমিটার
◆ RBC এর জীবনচক্র - 120 দিন

23. সারকারিয়া মিশন কত সালে গঠিত হয় ?
Ⓐ 1980
Ⓑ 1981
Ⓒ 1985
Ⓓ 1983 

Ans : (D)

◆ এই কমিশন কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির সম্পর্ক ও ক্ষমতার ভারসাম্যের দিকটি খতিয়ে দেখে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছিল

24. ভারতীয় সংবিধানের 101 তম সংশোধনী নিম্নের কোন সিস্টেমের সূচনা করে ?
Ⓐ ওয়ান নেশন, ওয়ান ইনকাম
Ⓑ ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স 
Ⓒ ওয়ান ম্যান, ওয়ান ট্যাক্স
Ⓓ ওয়ান ম্যান, ওয়ান রেট

Ans : (B)

25. মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের গ্রামের মহিলারা নিম্নের কোন নৃত্য প্রদর্শনের জন্য বিখ্যাত ?
Ⓐ পদায়নী
Ⓑ মাটকি ড্যান্স 
Ⓒ থিরায়ত্তম
Ⓓ ডান্ডিয়া রাস

Ans : (B)

26. নিম্নের মধ্যে কোনটি একটি পাবলিক সেক্টর কোম্পানি নয় ?
Ⓐ SAIL
Ⓑ NSE 
Ⓒ ONGC
Ⓓ BHEL

Ans : (B)

27. বজরং পুনিয়া 2020 এর টোকিও অলিম্পিকে কোন পদক জিতেছেন ?
Ⓐ সোনা
Ⓑ সিলভার
Ⓒ ব্রোঞ্জ 
Ⓓ কোনো পদক জেতেনি

Ans : (C)

28. কোন হিন্দুমাসে গৌতম বুদ্ধের স্মরণে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় ?
Ⓐ চৈত্র
Ⓑ বৈশাখ 
Ⓒ ফাল্গুন
Ⓓ মাঘ

Ans : (B)

29. হিমাংশু বিশ্বাস নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ⓐ জল তরঙ্গ 
Ⓑ বেহালা
Ⓒ তবলা
Ⓓ পিয়ানো

Ans : (A)