আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 54 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 54 (MCQ)
*****************************
1. আব্দুর রাজ্জাক নিম্নের কার আমলে ভারতে আসেন ?
Ⓐ শাহজাহান
Ⓑ দ্বিতীয় দেবরায়
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ans : (B)
● শাহজাহান - এর আমলে বার্নিয়ে, তেভানিয়ে
● জাহাঙ্গীর - হকিন্স, টমাস রো
● দ্বিতীয় চন্দ্রগুপ্ত - ফা-হিয়েন
2. মিলিন্দপানাহোর হল একটি ______
Ⓐ জৈন গ্রন্থ
Ⓑ বৌদ্ধ গ্রন্থ
Ⓒ শিখ গ্রন্থ
Ⓓ কোনটিই নয়
Ans : (B)
● এই গ্রন্থ থেকে ইন্দ্রগ্রীক শাসকদের অন্যতম মিনান্দার সম্পর্কে জানা যায়
● ঐতিহাসিক বিচারে মিলিন্দপনহোরের বিবরণ খুবই গুরুত্বপূর্ণ
3. পন্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ সমুদ্রগুপ্ত
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ কনিষ্ক
Ans : (C)
● গুপ্তযুগের উল্লেখযোগ্য কবি, নাট্যকার, দার্শনিক ও পন্ডিতের মধ্যে কালিদাস ছিলেন সর্বশ্রেষ্ঠ
● তার রচিত মহাকাব্যগুলি হল রঘুবংশম, কুমারসম্ভব ও মেঘদূতম
4. ভারতে গান্ধার শিল্প কোন শাসনকালে বিকাশ ঘটেছিল ?
Ⓐ মৌর্য
Ⓑ গুপ্ত
Ⓒ কুষাণ
Ⓓ চোল
Ans : (C)
5. বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?
Ⓐ রাজা রায়
Ⓑ কৃষ্ণদেব রায়
Ⓒ কৃষ্ণপ্রসাদ শাস্ত্রী
Ⓓ নিজাম শাহ
Ans : (B)
● তাঁর রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যের সবদিক থেকে গৌরব ও সমৃদ্ধির চরম শিখরে আরোহণ করেছিল
● তিনি নিজে একজন তেলেগু ও সংস্কৃত ভাষার পন্ডিত ব্যক্তি ছিলেন
● তার রচিত গ্রন্থ 'আমুক্তমাল্যদা' রচনা করেন
6. সরোজিনী নাইডু কাকে হিন্দু-মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসাবে বর্ণনা করেছিলেন ?
Ⓐ আব্দুর গফ্ফর খান
Ⓑ মহম্মদ আলি জিন্না
Ⓒ শৌকত আলী
Ⓓ মৌলানা আজাদ
Ans : (B)
● 1918 সালে সরোজিনী নাইডু জিন্নার বিভিন্ন লেখা ও বক্তৃতা সংকলনের সম্পাদন করেছিলেন যার নাম An Ambassador of unity
7. কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন ?
Ⓐ 1910 সালে
Ⓑ 1915 সালে
Ⓒ 1919 সালে
Ⓓ 1921 সালে
Ans : (B)
● 1914 সালের 18 ই জুলাই গান্ধীজি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন
● 1915 সালের 9 ই জানুয়ারি তিনি মুম্বাই তে এসে পৌঁছান, এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়
8. জমিদারী সভা কে স্থাপন করেন ?
Ⓐ আত্মারাম পাণ্ডুরঙ্গ
Ⓑ রাজা রামমোহন রায়
Ⓒ দয়ানন্দ সরস্বতী
Ⓓ দ্বারকানাথ ঠাকুর
Ans : (D)
● আত্মারাম পাণ্ডুরঙ্গ - প্রার্থনা সমাজ
● রাজা রামমোহন রায় - ব্রাহ্মসমাজ
● দয়ানন্দ সরস্বতী - আর্যসমাজ
9. 'স্বরাজ আমার জন্মগত অধিকার' উক্তিটি কার ?
Ⓐ অরবিন্দ ঘোষ
Ⓑ লালা লাজপত রায়
Ⓒ সুভাষচন্দ্র বসু
Ⓓ বালগঙ্গাধর তিলক
Ans : (D)
10. 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোমরুল লীগ গঠন করেছিলেন ?
Ⓐ পুণে
Ⓑ বেলগাঁও
Ⓒ বিরার
Ⓓ সাতারা
Ans : (A)
● 1920 সালে সারা ভারত হোমরুল লীগের সভাপতি নির্বাচিত হন মহাত্মা গান্ধী
● অবশেষে আর এক বছর পরেই হোমরুল লীগ কংগ্রেসের সঙ্গে মিশে যায়
11. মথুরা, ডিগবয় এবং পানিপথ তৈল শোধনকেন্দ্র নিম্নের কোন সংস্থা স্থাপন করেছে ?
Ⓐ ক্রুড ডিস্টিলেশন ইউনিট অফ মাদ্রাস রিফাইনারি লিমিটেড
Ⓑ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
Ⓒ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
Ⓓ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
Ans : (D)
12. সালাল প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ ঝিলাম
Ⓑ রবি
Ⓒ সুতলেজ
Ⓓ চেনাব
Ans : (D)
13. ভারতের প্রধান তামার আমানত নিচের কোন স্থানে রয়েছে ?
Ⓐ বিহারের হাজারীবাগ ও সিংভূম
Ⓑ রাজস্থানের ক্ষেত্ৰী ও দারিবো
Ⓒ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর
Ⓓ হিমাচল প্রদশের শিবালিক রেঞ্জ
Ans : (A)
14. দক্ষিণ ভারতে নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিপথটি হল -
Ⓐ পালঘাট গ্যাপ
Ⓑ ভোরঘাট পাস
Ⓒ থলঘাট পাস
Ⓓ বোলান পাস
Ans : (A)
15. জাপানের সাহায্যে তৈরি পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ গঙ্গা
Ⓑ কাবেরী
Ⓒ গোদাবরী
Ⓓ নর্মদা
Ans : (C)
16. আয়নোস্ফিয়ার স্তরটি কোন দুই স্তরের মধ্যে অভারল্যাপ করে ?
Ⓐ ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার
Ⓑ মেসোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার
Ⓒ আয়নোস্ফিয়ার ও হোমোস্ফিয়ার
Ⓓ এক্সস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার
Ans : (D)
17. ট্রাইসেপস পেশি আমাদের নিম্নের কোন এক্টিভিটিতে সাহায্য করে ?
Ⓐ ফ্লেক্সন
Ⓑ এক্সটেনসন
Ⓒ অ্যাবডাকশন
Ⓓ অ্যাডাকশন
Ans : (B)
● এর সাহায্যে আমরা ভাঁজ করা অঙ্গকে দূরে নিয়ে যেতে পারি
● ফ্লেক্সন - বাইসেপস পেশি
● অ্যাবডাকশন - ডেলটয়েড পেশি
● অ্যাডাকশন - ল্যাটিসিমাস ডরসি সাহায্য করে
18. নিম্নের কোনটি মানুষের বৃহত্তম স্নায়ু ?
Ⓐ অলফ্যাক্টরী
Ⓑ ট্রকলিয়ার
Ⓒ ভেগাস
Ⓓ অডিটোরি
Ans : (C)
● ট্রকলিয়ার - সবচেয়ে ছোটো স্নায়ু
19. নিম্নের কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ ?
Ⓐ বেগুনি
Ⓑ নীল
Ⓒ কমলা
Ⓓ লাল
Ans : (D)
● বেগুনি - 3800 - 4460 অ্যাঙস্ট্রম
● নীল - 4460 - 4640
● কমলা - 5920 - 6200
● লাল - 6200 - 7800
20. ডেভির নিরাপত্তা বাতিতে নিম্নের কোনটির সুপরিবাহিতাকে কাজে লাগানো হয়েছে ?
Ⓐ জিঙ্ক
Ⓑ রুপা
Ⓒ তামা
Ⓓ পিতল
Ans : (C)
● এই বাতির সাহায্যে কয়লাখনির মধ্যে আলো জ্বালানো যায়
21. নিম্নের কোনটির অপর নাম ফায়ার আইস ?
Ⓐ নাইট্রাস-অক্সাইড
Ⓑ কঠিন CO2
Ⓒ হাইড্রেটেড কার্বন
Ⓓ মিথেন হাইড্রেট
Ans : (D)
● এটির সঙ্কেত 4CH4. 23H2O
● নিৰ্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে
● শক্তির উৎস হিসেবে এটিকে ব্যবহার করা যেতে পারে
22. ওজোন স্তরের ধ্বংসের ক্ষতিকারক প্রভাব নিম্নের কোনটি ?
Ⓐ পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি
Ⓑ চামড়ার ক্যানসার
Ⓒ উদ্ভিদের ক্ষতি হবে
Ⓓ উপরের সবগুলি
Ans : (D)
● এছাড়া সান বার্ন, চোখে ছানি পড়া রোগের প্রকোপ বাড়বে
● জলে থাকা জীব (যেমন - অ্যালগি, অ্যারকি, ব্যাকটেরিয়া) কমে যাবে
23. সংবিধানের কত নম্বর ধারায় ভারতের কনটিজেন্সি তহবিলের উল্লেখ আছে ?
Ⓐ ধারা - 270
Ⓑ ধারা - 185
Ⓒ ধারা - 230
Ⓓ ধারা - 267
Ans : (D)
● এই তহবিল থেকে আকস্মিক ও আপতকালীন ব্যয় হয়
● এখান থেকে অর্থ ব্যয়ের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন
24. ইন্দো-চীন যুদ্ধের কারণে নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় ?
Ⓐ তৃতীয়
Ⓑ দ্বিতীয়
Ⓒ চতুর্থ
Ⓓ প্রথম
Ans : (A)
● এই পরিকল্পনার সময়কাল ছিল - 1961-66
● বৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করা হয় 4.5% এবং পূরণ হয় 4.27%
● 1962 র ইন্দো-চীন যুদ্ধ, 1965 এর ইন্দো-পাক যুদ্ধ, নিদারুণ খরার কারণে এটি ব্যর্থ হয়
25. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দূতর কোথায় অবস্থিত ?
Ⓐ ভিয়েনা
Ⓑ বেজিং
Ⓒ লন্ডন
Ⓓ ব্রাসেলস
Ans : (C)
26. নিম্নের কোন দেশের সংসদের নাম মজিলিশ ?
Ⓐ লুক্সেমবার্গ
Ⓑ ভিয়েতনাম
Ⓒ মাদাগাস্কার
Ⓓ মালয়েশিয়া
Ans : (D)
27. ওস্তাদ বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ⓐ সেতার
Ⓑ বাঁশি
Ⓒ সানাই
Ⓓ মোহন বীণা
Ans : (A)
28. লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কি নামে পরিচিত ?
Ⓐ অভয়ঘাট
Ⓑ বীরভূমি
Ⓒ কর্মভূমি
Ⓓ বিজয়ঘাট
Ans : (D)
● অভয়ঘাট - মোরারাজি দেশাই
● বীরভূমি - রাজীব গান্ধী
● কর্মভূমি - ড. শঙ্করদয়াল শর্মা
29. নিম্নলিখিত কোন উত্তর-পূর্ব রাজ্যের রাজধানী আইজলে অবস্থিত ?
Ⓐ নাগাল্যান্ড
Ⓑ মণিপুর
Ⓒ ত্রিপুরা
Ⓓ মিজোরাম
Ans : (D)
30. ফেসবুকের প্রতিষ্ঠাতা নিম্নের কে ?
Ⓐ জ্যাক ডোরসি
Ⓑ সাবির ভাটিয়া
Ⓒ ল্যারি পেজ
Ⓓ মার্ক জুকারবার্গ
Ans : (D)
● জ্যাক ডোরসি - টুইটার
● সাবির ভাটিয়া - হটমেল
● ল্যারি পেজ - গুগল