আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 52 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 52 (MCQ)
*****************************
1. ভারতের প্রথম এবং বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ⓐ রবার্ট ক্লাইভ
Ⓑ লর্ড ক্যানিং
Ⓒ ওয়ারেন হেস্টিংস
Ⓓ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ans : (D)
★ তাকে বলা হত ভারতে পাশ্চাত্য শিক্ষার জনক
★ 1831 সালে তিনি রঞ্জিত সিং এর সঙ্গে মিত্রতা সন্ধি স্থাপন করেন
তিনি কুর্গ (1834) এবং মধ্যকাছার (1831) অধিগ্রহণ করেন
★ তার আমলেই চার্টার এক্ট (1833) পাস হয়
2. শিক্ষাক্ষেত্রে কোন সালে হান্টার কমিশন গঠন করা হয় ?
Ⓐ 1882
Ⓑ 1885
Ⓒ 1886
Ⓓ 1871
Ans : (A)
★ লর্ড রিপনের আমলে এটি গঠন করা হয়
★ এই সালেই ভারতে স্থানীয় স্বায়ত্ব শাসনের জন্য প্রথম সংকল্প নেওয়া হয়
★ লর্ড রিপনকে ফাদার অফ লোকাল সেল্ফ গভর্নমেন্ট বলা হয়
3. কত সালে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করা হয় ?
Ⓐ 1911
Ⓑ 1909
Ⓒ 1913
Ⓓ 1910
Ans : (A)
★ লর্ড হার্ডিঞ্জ II এর আমলে এটি গঠিত হয়
★ 1911 সালেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত করা হয়
★ 1912 সাল থেকে দিল্লী ভারতের রাজধানী হয়েছিল
4. কুমার পাল চরিত - কার লেখা ?
Ⓐ জয়নিক
Ⓑ হেমচন্দ
Ⓒ বিলহন
Ⓓ নারায়ণ পন্ডিত
Ans : (B)
★ জয়নিক - পৃথ্বীরাজ বিজয়
★ বিলহন - বিক্রমাঙ্কদেব চরিত
★ নারায়ণ পন্ডিত - হিতোপদেশ
5. আকবর কত সালে দীন-ই-ইলাহী নামক একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন ?
Ⓐ 1582
Ⓑ 1576
Ⓒ 1675
Ⓓ 1589
Ans : (A)
★ 1572 সালে ইবাদতখানা নির্মাণ করেন
★ রাজপুত বিবাহ নীতির ফলে তিনি তীর্থকর ও জিজিয়া করের বিলোপ সাধন করেন
6. নিম্নের কোন মোঘল সম্রাট নিজেকে দিল্লির বাদশা বলে ঘোষণা করেন ?
Ⓐ আকবর
Ⓑ ঔরঙ্গজেব
Ⓒ বাবর
Ⓓ শাহজাহান
Ans : (C)
★ তার সময়কাল - 1526 - 1530
★ খানুয়ার যুদ্ধে (1527) বাবর রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেন
★ 1526 সালের পানিপথের যুদ্ধে তিনি ইব্রাহিম লোদীকে পরাজিত করেন
7. নিম্নের কে শিবাজীর আধ্যাত্মিক গুরু ছিলেন ?
Ⓐ নামদেব
Ⓑ একনাথ
Ⓒ দাদুদয়াল
Ⓓ রামদাস
Ans : (D)
★ সারা ভারতই তিনি আশ্রম প্রতিষ্ঠা করেন
★ তিনি 'দাসবোধ' রচনা করেন
8. নিম্নের কোন শাসক ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগর পত্তন করেন ?
Ⓐ প্রথম মামুদ শাহ
Ⓑ ইব্রাহিম আদিল শাহ
Ⓒ তাজউদ্দীন ফিরোজ শাহ
Ⓓ ইব্রাহিম আদিল শাহ
Ans : (C)
★ তার কার্যকাল - 1397 - 1422
★ তিনি প্রথম দেবরায়কে পরাজিত করেন
★ চৌল ও দাভোল বন্দর দুটির উন্নতি ঘটান, এর ফলে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায়
9. নিম্নের কোন সম্রাট বিদ্যানগরের নাম বদলে রাখেন বিজয়নগর ?
Ⓐ প্রথম হরিহর
Ⓑ প্রথম দেবরায়
Ⓒ দ্বিতীয় দেবরায়
Ⓓ প্রথম বুক্কা
Ans : (D)
★ তিনি বৌদ্ধ ও জৈনধর্মের পৃষ্ঠপোষক ছিলেন
★ তিনি তেলেগু কবি নাচন সোমাকে পৃষ্ঠপোষকতা করতেন
★ তাঁর কার্যকাল - 1356 - 77
10. নিম্নের কে নৃপতি তিলক, জগৎভূষণ নামে পরিচিত ?
Ⓐ নসরত শাহ
Ⓑ আহম্মদ শাহ
Ⓒ জয়িন উল আবেদিন
Ⓓ আলাউদ্দিন হুসেন শাহ
Ans : (D)
★ তিনি বাংলায় হুসেন শাহী বংশের পত্তন করেন
★ বাংলার হিন্দু জনগোষ্ঠী তাকে নৃপতি তিলক, জগৎভূষণ আখ্যায় ভূষিত করেন
★ তিনি বাংলার আকবর নামে পরিচিত ছিলেন
11. অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ ওড়িশা
Ⓒ কেরল
Ⓓ অন্ধ্রপ্রদেশ
Ans : (C)
12. মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ পেরিয়ার
Ⓑ রবি
Ⓒ নর্মদা
Ⓓ গোমতী
Ans : (C)
13. ভারতের বৃহত্তম নদী দ্বীপ টি হল -
Ⓐ দিবর দ্বীপ
Ⓑ দিউ দ্বীপ
Ⓒ মাজুলি দ্বীপ
Ⓓ লাক্ষাদ্বীপ
Ans : (C)
14. ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্রটি হল -
Ⓐ তালচের
Ⓑ রামপুর
Ⓒ য়েলেন্দু
Ⓓ ঝরিয়া
Ans : (D)
15. ভারতের পূর্ব উপকূলের একটি প্রধানতম বন্দরটি হল -
Ⓐ কাণ্ডলা
Ⓑ বিশাখাপত্তনম
Ⓒ কারিকল
Ⓓ পুদুচেরী
Ans : (B)
16. সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ বীরভূম
Ⓑ বর্ধমান
Ⓒ মুর্শিদাবাদ
Ⓓ উত্তর 24 পরগনা
Ans : (C)
17. নিম্নের কোন রোগটি থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে সৃষ্টি হয় ?
Ⓐ ডোয়ারফিজম
Ⓑ জায়গান্টিজম
Ⓒ ডায়াবেটিস ইনসিপিডাস
Ⓓ সিম্পল গয়টার
Ans : (D)
★ ডোয়ারফিজম - বৃদ্ধি হরমোনের কম ক্ষরণ
★ জায়গান্টিজম - বৃদ্ধি হরমোনের অতিরিক্ত ক্ষরণ (শিশুদের ক্ষেত্রে)
★ ডায়াবেটিস ইনসিপিডাস - ADH হরমোনের কম ক্ষরণে ঘটে
18. চিকেনপক্স একটি ______ ঘটিত রোগ
Ⓐ ভাইরাস
Ⓑ ব্যাকটেরিয়া
Ⓒ প্রোটোজোয়া
Ⓓ ছত্রাক
Ans : (A)
★ ব্যাকটেরিয়া ঘটিত রোগ - টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, হুপিং কাশি, কলেরা, টিটেনাস
★ কিছু ভাইরাস ঘটিত রোগ - স্মল পক্স, রেবিস, মাম্পস, কমন গোল্ড, মিসেলস
★ প্রোটোজোয়া ঘটিত রোগ - কালাজ্বর, স্লিপিং সিকনেস, ম্যালেরিয়া
★ ছত্রাক ঘটিত রোগ - এথলেটস ফুট, স্ক্যাবিস, রিংওয়ার্ম
19. কোন বর্ণের আলোতে সালোকসংশ্লেষ সবথেকে বেশি হয় ?
Ⓐ বেগুনি
Ⓑ নীল
Ⓒ সবুজ
Ⓓ লাল
Ans : (D)
★ বেগুনি বর্ণের আলোতে সালোকসংশ্লেষ সবথেকে কম হয়
★ ক্লোরোফিলের কেন্দ্রে Mg পরমাণু থাকে ক্লোরোফিল বেগুনি, নীল ও লাল আলোকে গ্রহণ করে
20. পারমানবিক শক্তি উৎপাদনে প্রধানত ইউরেনিয়ামের যে আইসোটোপটি ব্যবহৃত হয় তা হল -
Ⓐ U-146
Ⓑ U-235
Ⓒ U-242
Ⓓ U-192
Ans : (B)
★ বিক্রিয়াটি হল =>
(92)U^(235) + (0)n^(1) => (56)Ba^(141) + (36)Kr^(92) + 30n^1 + Q
21. নিম্নের কোনটি ডলোমাইটের সঙ্কেত ?
Ⓐ MgCO3
Ⓑ MgCO3. CaCO3
Ⓒ MgSO4. 7H2O
Ⓓ CaCO3
Ans : (B)
★ MgCO3 - ম্যাগনেসাইট
★ MgSO4. 7H2O - এপসোমাইট
★ CaCO3 - লাইমস্টোন
22. আধুনিক পর্যায় সারণীতে কতগুলি মৌল আছে ?
Ⓐ 124 টি
Ⓑ 118 টি
Ⓒ 102 টি
Ⓓ 106 টি
Ans : (B)
★ মৌলসমূহের পারমানবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণীতে সাজানো হয়েছে
★ এই 118 টি মৌলের মধ্যে 18 টি অধাতু, 94 টি ধাতু এবং 6 টি অপধাতু রয়েছে
23. সংবিধানের কোন ধারায় পার্লামেন্ট গঠনের উল্লেখ আছে ?
Ⓐ ধারা - 79
Ⓑ ধারা - 76
Ⓒ ধারা - 75
Ⓓ ধারা - 74
Ans : (A)
★ ভারতে পার্লামেন্ট হল সর্বোচ্চ আইন প্রনয়নকারী সংস্থা, একে গণতন্ত্রের পীঠস্থান বলা হয়
★ এটির তিনটি প্রধান উপাদান - লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি
24. রাজস্ব বিল (প্রথম শ্রেণী) সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে ?
Ⓐ 110 অনুচ্ছেদ
Ⓑ 117 (1) অনুচ্ছেদ
Ⓒ 368 অনুচ্ছেদ
Ⓓ 117 (3) অনুচ্ছেদ
Ans : (B)
★ 110 অনুচ্ছেদ - অর্থ বিল
★ 368 অনুচ্ছেদ - সংবিধান সংশোধনী বিল
★ 117 (3) অনুচ্ছেদ - রাজস্ব বিল (দ্বিতীয় শ্রেণী)
25. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1995
Ⓑ 1998
Ⓒ 2003
Ⓓ 2000
Ans : (A)
★ এর সদর দপ্তর - জেনেভাতে
★ 164 এর বেশি দেশ এর সদস্য
★ WTO হল 1947 এ গঠিত GATT (জেনারেল এগ্রিমেন্ট অন টারিফ এন্ড ট্রেড) এর উত্তরসূরী
26. Chu Faat লোকনৃত্যটি ভারতের কোন উত্তর-পূর্ব রাজ্যে দেখা যায় ?
Ⓐ নাগাল্যান্ড
Ⓑ অরুণাচল প্রদেশ
Ⓒ সিকিম
Ⓓ আসাম
Ans : (C)
27. কাবাডি খেলায় কতজন খেলোয়াড় একটি দলের হয়ে অংশগ্রহণ করে ?
Ⓐ 7 জন
Ⓑ 8 জন
Ⓒ 9 জন
Ⓓ 10 জন
Ans : (A)
28. ভারতের কোন রাজ্যে প্রথম জুট মিল স্থাপন করা হয় ?
Ⓐ ওড়িশা
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ আসাম
Ⓓ বিহার
Ans : (B)
29. নিম্নের কোন ব্যক্তিত্ব কথক নৃত্যের সাথে যুক্ত ?
Ⓐ অমলা আককিনেনি
Ⓑ উদয় শঙ্কর
Ⓒ শোভনা নারায়ন
Ⓓ কেলুচরণ মহাপাত্র
Ans : (C)