আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 51 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 51 (MCQ)

*****************************


1. ঘর্ঘরার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1526
Ⓑ 1527
Ⓒ 1534
Ⓓ 1529 

Ans : (D)

■ এটি গোগরার যুদ্ধ নামেও পরিচিত
■ বাবর ও সুলতান মামুদ লোদীর আফগান বাহিনীর মধ্যে এই যুদ্ধ ঘটে

2. নিম্নের কার আমলে 1679 সালে জিজিয়া কর ও তীর্থকর পুনরায় চালু হয় ?
Ⓐ হুমায়ুন
Ⓑ আকবর
Ⓒ শেরশাহ
Ⓓ ঔরঙ্গজেব 

Ans : (D)

■ তার আমলে দশেরা উৎসব বন্ধ হয়
রাজসভায় নৃত্য গীত বন্ধ করা হয়, চিত্রাঙ্কন নিষিদ্ধ হয়
■ তাকে তার সমসাময়িকরা রাজকীয় পোশাকে আবৃত একজন দরবেশ বলে অভিহিত করেছেন

3. মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ কোন সালে সংঘটিত হয় ?
Ⓐ 1917 
Ⓑ 1915
Ⓒ 1919
Ⓓ 1930

Ans : (A)

■ এটি ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন
■ এটি বিহারে অবস্থিত

4. মোপলা বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয় ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ কেরল 
Ⓒ বাংলা
Ⓓ মহারাষ্ট্র

Ans : (B)

■ 1921 সালে এটি সংঘটিত হয়
■ নেতৃত্ব দেন - ভারিয়ানকুন্নাথ কুঞ্জহাম্মেদ হাজী, আলী মুসলিয়র

5. নিম্নের কোন সম্রাট সিজদা এবং পাইবস নিয়ম প্রবর্তন করেন ?
Ⓐ আলাউদ্দিন খলজি
Ⓑ গিয়াসউদ্দিন বলবন 
Ⓒ ইলতুতমিস
Ⓓ কুতুবউদ্দিন আইবক

Ans : (B)

■ সিজদা হল নতজানু হয়ে প্রণাম এবং পাইবস হল সিংহাসনের পদচুম্বন করার নিয়ম
■ তিনি সুলতানা রাজিয়ার সময়ে চল্লিশচক্র বন্ধ করে দেন
■ তার বাল্যনাম ছিল বাহাউদ্দিন
কার্যকাল - 1266 - 1287 খ্রিস্টাব্দ

6. নিম্নের কোন মোঘল শাসক সুল-ই-কুল নীতির প্রবর্তন করেছিলেন ?
Ⓐ আকবর 
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ হুমায়ুন

Ans : (A)

■ এছাড়া তিনি দীন-ই-ইলাহির প্রবর্তন করেন
■ সুল-ই-কুল কথার অর্থ সকলের জন্য শান্তি, সকল ধর্মের প্রতি সহিষ্ণুতার জন্য, সুসম্পর্কের ও সৌভাতৃত্বের উদ্দেশ্যে এই নীতি প্রবর্তন করেন
■ তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, কার্যকাল 1542 - 1605 খ্রিস্টাব্দ

7. কোন মুঘল সম্রাটের জন্য বিখ্যাত ময়ূর সিংহাসন তৈরি করা হয়েছিল ?
Ⓐ বাবর
Ⓑ শাহজাহান 
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ আকবর

Ans : (B)

■ 1739 সালে নাদির শাহ ভারত আক্রমন করে এটি লুঠ করেন
■ সিংহাসনে কোহিনুর হীরে থাকার জন্য এটি এত বিখ্যাত

8. ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ⓐ উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ ওয়ারেন হেস্টিংস
Ⓒ মার্গারেট থ্যাচার
Ⓓ ক্লিমেন্ট এটলি 

Ans : (D)

9. একা বিদ্রোহ নিম্নের কোথায় সংঘটিত হয় ?
Ⓐ বাংলা
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ গুজরাট
Ⓓ আওয়াধ 

Ans : (D)

■ বাংলা - নীল বিদ্রোহ, তেভাগা বিদ্রোহ
■ মহারাষ্ট্র - দক্ষিণাত্যের দাঙ্গা, রামোসি বিদ্রোহ
■ গুজরাট - বারদৌলি, খেদা বিদ্রোহ

10. সেরিঙ্গপট্টনমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
Ⓐ 1769
Ⓑ 1784
Ⓒ 1792 
Ⓓ 1804

Ans : (C)

■ টিপু সুলতানের দ্বারা স্বাক্ষরিত হয়, এর ফলে তিনি তার রাজ্যত্বের অর্ধেক কোম্পানীকে দিয়েছেন এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে একটি বড় অংশের অর্থ দিতে বাধ্য হন
■ 1769 - মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়
■ 1784 - ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়


11. নিম্নের কোন বন্দরের নাম দীনদয়াল বন্দর নামকরণ করা হয়েছে ?
Ⓐ তুতিকোরিন
Ⓑ মুর্মুগাঁও
Ⓒ কান্ডলা 
Ⓓ কোচিন

Ans : (C)

12. উত্তর-দক্ষিণ করিডরের জাতীয় সড়কের নাম কি ?
Ⓐ NH 32
Ⓑ NH 22
Ⓒ NH 24
Ⓓ NH 44 

Ans : (D)

13. মহালধিরাম পার্বত্য অঞ্চল থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ জলঢাকা
Ⓑ মহানন্দা 
Ⓒ তিস্তা
Ⓓ সংকোশ

Ans : (B)

14. বীরভূমের সিউড়ি শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ রূপনারায়ন
Ⓑ ময়ূরাক্ষী 
Ⓒ হুগলী
Ⓓ দামোদর

Ans : (B)

15. সেনচাল অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ আলিপুরদুয়ার
Ⓑ জলপাইগুড়ি
Ⓒ কালিমপঙ
Ⓓ দার্জিলিং 

Ans : (D)

16. সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি রাজ্যের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ পূর্ব মেদিনীপুর
Ⓑ বাঁকুড়া
Ⓒ পুরুলিয়া 
Ⓓ মুর্শিদাবাদ

Ans : (C)

17. ______ হল তাৎক্ষণিক ও দ্রুত শক্তির উৎস এবং এরা নিউক্লিক অ্যাসিডও তৈরি করে
Ⓐ প্রোটিন
Ⓑ ফ্যাট
Ⓒ অ্যামাইনো এসিড
Ⓓ কার্বোহাইড্রেট 

Ans : (D)

■ একজন পূর্ণাঙ্গ মানুষের প্রতিদিন 450-600 gm কার্বোহাইড্রেট এর প্রয়োজন হয়
■ কার্বোহাইড্রেট যৌগগুলি প্রোটিনের সঙ্গে মিলে গ্লাইকো প্রোটিন তৈরি করে

18. রাতকানা রোগ হয় নিম্নের কোন ভিটামিনের অভাবে ?
Ⓐ ভিটামিন - A 
Ⓑ ভিটামিন - D
Ⓒ ভিটামিন - E
Ⓓ ভিটামিন - B7

Ans : (A)

■ ভিটামিন - D - এর অভাবে রিকেট ও অস্টিওম্যালেশিয়া রোগ হয়
■ ভিটামিন - E - এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়
■ ভিটামিন - B7 - এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়

19. মাছেদের সব দাঁত সমান তাই এদেরকে বলা হয় -
Ⓐ হোমোডন্ট 
Ⓑ হেটেরোডন্ট
Ⓒ ডাইফিওডন্ট
Ⓓ পলিফিওডন্ট

Ans : (A)

■ হেটেরোডন্ট - বিভিন্ন প্রকারের দাঁত, যেমন - মানুষ
■ ডাইফিওডন্ট - জীবনকালে দুবার দাঁতের আবির্ভাব ঘটে, যেমন - মানুষ
■ পলিফিওডন্ট - জীবনকালে বহুবার দাঁতের আবির্ভাব ঘটে, যেমন - হাতি

20. থাইরয়েড গ্রন্থির কার্যকলাপ অধ্যায়ন করতে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ?
Ⓐ কোবাল্ট - 60
Ⓑ সোডিয়াম - 24
Ⓒ ফসফরাস - 32
Ⓓ আয়োডিন - 131 

Ans : (D)

■ কোবাল্ট - 60 - ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়
■ সোডিয়াম - 24 - রক্ত জমাট বাঁধার উপস্থিতি সনাক্তকরণ
■ ফসফরাস - 32 - লিউকোমিয়া চিকিৎসায়, পলিসাইথেমিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়

21. নিম্নের কোনটি জিপসাম লবণের সঙ্কেত ? 
Ⓐ Na2SO4, 10H2O
Ⓑ CuSO4, 5H2O
Ⓒ MgSO4, 7H2O 
Ⓓ Na2CO3, 10H2O

Ans : (C)

■ Na2SO4, 10H2O - কাপরকাচার সোডা
■ CuSO4, 5H2O - ব্লু ভিট্রিয়ল
■ Na2CO3, 10H2O - কাপরকাচা সোডা

22. সবথেকে বেশি আয়নীয় বিভব যুক্ত মৌলটি হল -
Ⓐ হিলিয়াম 
Ⓑ গোল্ড
Ⓒ ফ্লুওরিন
Ⓓ সিজিয়াম

Ans : (A)

■ গোল্ড - সবথেকে নমনীয়/নরম/ঘাতসহ মৌল
■ ফ্লুওরিন - সবথেকে প্রতিক্রিয়াশীল অধাতব মৌল
■ সিজিয়াম - সবথেকে প্রতিক্রিয়াশীল ধাতব মৌল

23. স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন ?
Ⓐ লোকসভার স্পিকার
Ⓑ রাজয়সভার চেয়ারম্যান
Ⓒ রাজ্যপাল 
Ⓓ উপরাষ্ট্রপতি

Ans : (C)

■ যে সমস্ত ক্ষমতা রাজ্যমন্ত্রীসভার পরামর্শ ছাড়া প্রয়োগ করতে পারেন সেগুলোই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা
যেমন রাজ্য বিধানসভা প্রণীত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে রিপোর্ট প্রদান প্রভৃতি

24. সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের গঠন সম্পর্কে উল্লেখিত আছে ?
Ⓐ 251 নং ধারা 
Ⓑ 261 নং ধারা
Ⓒ 271 নং ধারা
Ⓓ 281 নং ধারা

Ans : (A)

■ এই ধারা অনুযায়ী প্রতিটি হাইকোর্ট একজন প্রধান বিচারপতি ও অন্যান্য কয়েকজন বিচারপতি নিয়ে গঠিত হয়
■ প্রধান বিচারপতির পদ শূন্য হলে বা অনুপস্থিত বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি নিজের কাজ করতে অক্ষম হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট হাইকোর্টের বিচারপতিদের মধ্যে থেকে যে কোন একজনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারেন

25. নিম্নলিখিত কোন কারণটি মুদ্রাস্ফীতির প্রধান কারণ ?
Ⓐ অর্থ সরবরাহ বৃদ্ধি পাওয়া 
Ⓑ অর্থ সরবরাহ হ্রাস পাওয়া
Ⓒ সরকারী অর্থ বৃদ্ধি পাওয়া
Ⓓ দ্রব্যের সরবরাহ হ্রাস পাওয়া

Ans : (A)

■ অর্থের যোগান বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হয়। অর্থের যোগান যে পরিমান বাড়ে পণ্য ও পরিষেবার চাহিদা সেই অনুপাতে না বাড়লে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়

26. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ হেগ
Ⓑ ব্রাসেলস
Ⓒ বেজিং 
Ⓓ ম্যানিলা

Ans : (C)

27. কথাকলি, পদ্মায়নী নৃত্যগুলি কোন রাজ্যের বিখ্যাত আঞ্চলিক নৃত্য ?
Ⓐ কেরল 
Ⓑ কর্ণাটক
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ গুজরায়

Ans : (A)

28. অর্ডার অফ রাইজিং সান - কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ?
Ⓐ জার্মানি
Ⓑ ব্রিটেন
Ⓒ রাশিয়া
Ⓓ জাপান 

Ans : (D)

29. প্যারালাল বার শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ক্রিকেট
Ⓑ ফুটবল
Ⓒ কুস্তি
Ⓓ জিমন্যাস্টিক 

Ans : (D)