আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 50 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 50 (MCQ)

*****************************


1. 1857 সালের মহাবিদ্রোহের সময় ফৈজাবাদ থেকে নিম্নের কে নেতৃত্ব প্রদান করেন ?
Ⓐ মৌলভী আহমাদুল্লাহ 
Ⓑ বেগম হজরত মহল
Ⓒ কুনওয়ার সিং
Ⓓ খান বাহাদুর

Ans : (A)

● বেগম হজরত মহল - লাখনৌ থেকে নেতৃত্ব দেন
● কুনওয়ার সিং - বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন
● খান বাহাদুর - বেরেলি থেকে নেতৃত্ব দেন

2. 31 অক্টোবর, 1929 এর বিখ্যাত আড়ুইন ঘোষণা অনুযায়ী নিম্নের কোনটি সত্য ?
Ⓐ ভারতে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ
Ⓑ ভারতের বাকি অংশের সাথে প্রিন্সলি স্টেটের সংযুক্তি
Ⓒ প্রিন্সলি স্টেটের স্বাধীনতা
Ⓓ ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস 

Ans : (D)

● তখন ভাইসরয় ছিলেন - লর্ড আড়ুইন
● কার্যকাল - 1926 - 1931

3. বিখ্যাত চিকিৎসক জীবক কে কার দরবারে নিযুক্ত করা হয়েছিল ?
Ⓐ কৃষ্ণদেব রায়
Ⓑ অশোক
Ⓒ বিম্বিসার *
Ⓓ সমুদ্রগুপ্ত

Ans : (C)

● তিনি ছিলেন মগধ রাজ্যের অধিপতি রাজা বিম্বিসার ও বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক
● জীবক ছিলেন বুদ্ধের সমসাময়িক এবং প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্রের আরেক নক্ষত্র আত্রেয়-এর সেরা শিষ্য
● তার লেখা বই - কাশ্যপ-সংহিতা

4. ভারতের সেই বিখ্যাত চিত্রশিল্পী যাকে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কাইজার-ই-হিন্দ গোল্ড মেডেলে সম্মানিত করেন ?
Ⓐ যামিনী রায়
Ⓑ অবনীন্দ্রনাথ ঠাকুর
Ⓒ নন্দলাল বসু
Ⓓ রাজা রবি ভার্মা 

Ans : (D)

5. সুরকোটডার প্রত্নতাত্ত্বিক স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ গুজরাট 
Ⓑ হরিয়ানা
Ⓒ কর্ণাটক
Ⓓ রাজস্থান

Ans : (A)

● এখানে ঘোড়ার অস্থির সন্ধান পাওয়া গেছে 

6. 1756 সালে আলীবর্দী খাঁ এর মৃত্যুর পর বাংলার নবাব কে হন ?
Ⓐ মুর্শিদকুলি খান
Ⓑ সুজন খান
Ⓒ মির জাফর
Ⓓ সিরাজ-উদ-দৌলা 

Ans : (D)

● নবাব সিরাজউদ্দৌলা বা মির্জা মুহম্মদ সিরাজ-উদ-দৌলা ছিলেন বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব
● তিনি ১৭৫৬ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন
● তাঁর রাজত্বের সমাপ্তির পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়
● 23 শে জুন, 1757 সালের পলাশীর যুদ্ধে তিনি ব্রিটিশদের কাছে পরাজিত হন

7. ভারতের কোন গভর্নর-জেনারেল 1772 সালে প্রতি জেলায় দুটি করে কোর্ট - একটি সিভিল এবং অন্যটি ক্রিমিনাল কোর্ট চালু করেন ?
Ⓐ রিচার্ড ওয়েলেসলি
Ⓑ লর্ড ডালহৌসি
Ⓒ ওয়ারেন হেস্টিংস 
Ⓓ রবার্ট ক্লাইভ

Ans : (C)

● ভারতের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত ব্রিটিশ গভর্নর-জেনারেল, যিনি 1772 থেকে 1785 সাল পর্যন্ত ভারতীয় বিষয়ে আধিপত্য বিস্তার করেছিলেন
● তিনি 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন

8. নিম্নের কোন সম্রাটের পুত্র ছিলেন অশোক ?
Ⓐ বিম্বিসার
Ⓑ বিন্দুসার 
Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓓ অজাতশত্রু

Ans : (B)

● বিন্দুসার বা সিংহসেন দ্বিতীয় মৌর্য্য সম্রাট ছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্য্যের পর ২৯৮ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন লাভ করেন। ● তিনি যিনি গ্রিকদের নিকট আমিত্রোখাতেস বা আল্লিত্রোখাদেস নামে পরিচিত ছিলেন, যা সংস্কৃত শব্দ অমিত্রঘাত বা শত্রু বিনাশকারী থেকে উদ্ভূত হয়েছে

9. গৌতমবুদ্ধের মহানিভিস্ক্রমণ নিম্নের কোন ঘটনাকে নির্দেশ করে ?
Ⓐ দিব্যজ্ঞান লাভ
Ⓑ সংসারত্যাগ 
Ⓒ সারনাথে উপদেশ
Ⓓ দেহত্যাগ

Ans : (B)

● দিব্যজ্ঞান লাভ - মহাবোধি
● সারনাথে উপদেশ - ধর্মচক্র প্রবর্তন
● দেহত্যাগ - মহাপরিনির্বান

10. পাটলিপুত্র স্থানান্তরিত হওয়ার আগে অবধি কিছু বছরের জন্য মগধের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ রাজগৃহ 
Ⓑ তক্ষশীলা
Ⓒ সারনাথ
Ⓓ উজ্জয়িনী

Ans : (A)

● অবস্থান - বর্তমান বিহারের পাটনা ও গয়া
● প্রথম রাজবংশ - হর্যঙ্ক
● প্রথম রাজা - বিম্বিসার

11.  ডেড সী এর সীমানায় কোন দুই দেশ অবস্থিত ?
Ⓐ ইজরায়েল এবং টিউনিশিয়া
Ⓑ জর্ডন এবং তুর্কি
Ⓒ ইজরায়েল এবং জর্ডন 
Ⓓ সিরিয়া এবং জর্ডন

Ans : (C)

12. নিম্নের কোন খনিজ মৌল 'সমাহিত সূর্যালোক (Buried Sunshine)' নামে পরিচিত ?
Ⓐ কয়লা 
Ⓑ অভ্ৰ
Ⓒ লোহা
Ⓓ বক্সাইট

Ans : (A)

13. তুষার চিতাদের আবাসস্থল, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
Ⓐ লাক্ষাদ্বীপ
Ⓑ অরুণাচল প্রদেশ
Ⓒ লাদাখ 
Ⓓ হিমাচল প্রদেশ

Ans : (C)

14. জাদুগুড়া (Jaduguda) নিম্নের কোনটির কারণে বিখ্যাত ?
Ⓐ চন্দনকাঠের অরণ্য
Ⓑএকশৃঙ্গ গন্ডার
Ⓒ ইউরেনিয়াম খনি 
Ⓓ হস্তশিল্প

Ans : (C)

15. ইউরোপা (Europa) কোন গ্রহের একটি প্রাকৃতিক উপগ্রহ ?
Ⓐ ইউরেনাস
Ⓑ মঙ্গল
Ⓒ শনি
Ⓓ বৃহস্পতি 

Ans : (D)

16. ভারতের কোন রাজ্য 'রুটির ঝুড়ি (bread-basket)' নামে পরিচিত ?
Ⓐ পাঞ্জাব 
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ উত্তর প্রদেশ
Ⓓ আসাম

Ans : (A)

17. নিম্নের কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় ?
Ⓐ হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ⓑ কার্বনিক অ্যাসিড
Ⓒ সালফিউরিক অ্যাসিড 
Ⓓ নাইট্রিক অ্যাসিড

Ans : (C)

● হাইড্রোক্লোরিক অ্যাসিড - মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড
● সালফিউরিক অ্যাসিড - অয়েল অব ভিট্রিয়ল
● নাইট্রিক অ্যাসিড - অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল

18. রাংঝাল প্রস্তুত করতে কোন কোন উপাদান প্রয়োজন হয় ?
Ⓐ আয়রন ও নিকেল
Ⓑ লোহা ও নিকেল
Ⓒ আয়রন ও ম্যাঙ্গানিজ
Ⓓ সীসা ও টিন 

Ans : (D)

● আয়রন ও নিকেল - নিকেল স্টিল
● লোহা ও নিকেল - ইনভার
● আয়রন ও ম্যাঙ্গানিজ - ম্যাঙ্গানিজ স্টিল

19. কাপড় কাচার সোডার রাসায়নিক সঙ্কেত কি ?
Ⓐ Na2CO3. 10H2O 
Ⓑ Na2CO2
Ⓒ Na2CO3.H2O
Ⓓ NaCO2.H2O

Ans : (A)

● এটি ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা স্ফটিক নামেও পরিচিত
● এটি কাঁচ, সাবান ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়
● এটি জলের স্থায়ী খরতা দূরীকরণের কাজেও ব্যবহৃত হয়

20. মলিশ টেস্টের সাহায্যে নিম্নের কোনটি নির্ধারণ করা যায় ?
Ⓐ পেপটাইড বন্ড
Ⓑ নাইট্রেট
Ⓒ কার্বোহাইড্রেট 
Ⓓ সুগার ও অ্যালডিহাইডসমূহ

Ans : (C)

● পেপটাইড বন্ড - বাইউরেট টেস্টের মাধ্যমে
● নাইট্রেট - ব্রাউন-রিং টেস্টের মাধ্যমে
● সুগার ও অ্যালডিহাইডসমূহ - ফেলিং এর পরীক্ষা

21. মানবদেহের সবথেকে বড় পেশীটি হল -
Ⓐ গ্লুটিয়াস ম্যাক্সিমাস 
Ⓑ স্ট্যাপেডিয়াস
Ⓒ ফিমার
Ⓓ স্টেপিস

Ans : (A)

● স্ট্যাপেডিয়াস - সবথেকে ছোটো পেশী
● ফিমার - সবথেকে বড় ও শক্তিশালী হাড়
● স্টেপিস - সবথেকে ছোটো হাড়

22. নিম্নের কোন শিল্পে বক্সাইটকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ?
Ⓐ এলুমিনিয়াম শিল্প 
Ⓑ পাট শিল্প
Ⓒ স্টিল শিল্প
Ⓓ সিমেন্ট শিল্প

Ans : (A)

● বক্সাইট ক্রান্তীয় অঞ্চলের চারপাশের মাটির শিলা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড Al(OH)3 দ্বারা গঠিত হয়
● এতে রয়েছে 15% -25% অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের বাণিজ্যিক নিষ্কাশনের জন্য ব্যবহৃত একমাত্র আকরিক

23. সংবিধানের কোন ধারায় বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকারের উল্লেখ রয়েছে ?
Ⓐ আর্টিকেল - 35A
Ⓑ আর্টিকেল - 15
Ⓒ আর্টিকেল - 16
Ⓓ আর্টিকেল - 19 

Ans : (D)

● আর্টিকেল - 35A - জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের বাড়তি সুবিধা প্রদান, বর্তমানে এটি বিলোপ করা হয়েছে
● আর্টিকেল - 15 - ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে ভেদাভেদ প্রতিকার
● আর্টিকেল - 16 - নিযুক্তির ক্ষেত্রে সমানাধিকার

24. স্টেট লেজিসলেচারের আপার-হাউস (উচ্চ কক্ষ) কি নামে পরিচিত ?
Ⓐ লোকসভা
Ⓑ বিধানসভা
Ⓒ রাজ্যসভা
Ⓓ বিধান পরিষদ

Ans : (C)

25. বিশ্ব বিখ্যাত ডান্সার Gulabo Sapera, কোন নৃত্যের সাথে যুক্ত ?
Ⓐ ঘুমার
Ⓑ চাকারি
Ⓒ কালবেলিয়া 
Ⓓ ভাবাই

Ans : (C)

26. নিম্নের কোন রাজ্যে প্রতিবছর হাম্পি উৎসব পালিত হয় ?
Ⓐ কর্ণাটক 
Ⓑ কেরল
Ⓒ তামিলনাড়ু
Ⓓ অন্ধ্রপ্রদেশ

Ans : (A)

27. কনজিউমার প্রটেকশন এক্ট, 2019 পাস হয় 2019 সালে এবং এটি কার্যকর হয় -
Ⓐ 2019
Ⓑ 2021
Ⓒ 2020 
Ⓓ 2022

Ans : (C)

28. আগা খান গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ গল্ফ
Ⓑ হকি *
Ⓒ বাস্কেটবল
Ⓓ টেনিস

Ans : (B)

29. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রকৃত বৃদ্ধি কত হয়েছিল ?
Ⓐ 8%
Ⓑ 3%
Ⓒ 12%
Ⓓ 6% 

Ans : (D)

● এটির সময়কাল - 1985 - 1990
● মূল উদ্দেশ্য - খাদ্যশস্য উৎপাদনের দ্রুত বৃদ্ধি, আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা