আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 49 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 49 (MCQ)
*****************************
1. আগ্রা শহরটি নিম্নের কোন শাসক প্রতিষ্ঠা করেন ?
Ⓐ নিজাম উল মূলক
Ⓑ সিকান্দার লোদী
Ⓒ উদয়ভদ্র
Ⓓ গিয়াসউদ্দিন তুঘলক
Ans : (B)
★ নিজাম উল মূলক - হায়দ্রাবাদ
★ উদয়ভদ্র - পাটলিপুত্র
★ গিয়াসউদ্দিন তুঘলক - তুঘলকাবাদ
2. ফো-কুয়ো-কিং - বইটি কার লেখা ?
Ⓐ ফা হিয়েন
Ⓑ হিউয়েন সাং
Ⓒ ইবন বতুতা
Ⓓ আব্দুল হামিদ লাহোরি
Ans : (A)
★ হিউয়েন সাং - সি-ইউ-কি
★ ইবন বতুতা - কিতাব-উর-রেহেলা
★ আব্দুল হামিদ লাহোরি - পাদশাহনামা
3. মেগাস্থিনিস কার রাজসভা অলংকৃত করেছিলেন ?
Ⓐ বিম্বিসার
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ অশোক
Ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য
Ans : (D)
★ তিনি ছিলেন গ্রিক রাষ্ট্রদূত
★ তার লেখা বিখ্যাত বই - ইন্ডিকা, যা থেকে আমরা মৌর্য শাসনব্যবস্থা, সামরিক বাহিনী, রাজধানী পাটলিপুত্র সম্পর্কে জানতে পারি
4. নিম্নের কাকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দিয়েছিলেন অরবিন্দ ঘোষ ?
Ⓐ দীনবন্ধু মিত্র
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ কেশবচন্দ্র সেন
Ⓓ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ans : (D)
★ সন্ন্যাসী বিদ্রোহের প্রভাবে লেখেন আনন্দমঠ (1882)
★ বন্দেমাতরম এর উৎস - আনন্দমঠ
প্রথম উপন্যাস - দুর্গেশনন্দিনী (1865)
5. নিম্নের কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় ?
Ⓐ রেগুলেটিং এক্ট, 1773
Ⓑ পিটের ভারত আইন, 1784
Ⓒ সনদ আইন, 1793
Ⓓ সনদ আইন, 1813
Ans : (A)
★ এটি স্থাপিত হয় - 1774
★ ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের উদ্যোগে এই আইন পাশ হয়
★ এই আইনের মাধ্যমে দ্বৈত শাসনের অবসান ঘটে
6. নিম্নের কোন স্থানকে সিন্ধু যুগের ম্যানচেস্টার বলা হয় ?
Ⓐ ধোলাভিরা
Ⓑ লোথাল
Ⓒ চানহুদারো
Ⓓ হরপ্পা
Ans : (B)
★ সবরমতী নদীর তীরে অবস্থিত
★ বর্তমান অবস্থান - গুজরাট
★ একমাত্র কৃত্রিম বন্দর এখানে আবিষ্কৃত হয়েছে
7. নিম্নের কোন মুঘল সম্রাট মোতি মসজিদ নির্মাণ করেন ?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ ঔরঙ্গজেব
Ans : (D)
★ এটি দিল্লীতে অবস্থিত
★ এছাড়া তিনি পিঞ্জর গার্ডেন নির্মাণ করেন, এটি হরিয়ানায় অবস্থিত
★ তিনি জিজিয়া কর ও তীর্থকর পুনরায় চালু করেন
8. দা ডিসকভারি অফ ইন্ডিয়া - গ্রন্থের লেখক কে ?
Ⓐ মৌলানা আবুল কালাম আজাদ
Ⓑ জওহরলাল নেহেরু
Ⓒ রাজেন্দ্র প্রসাদ
Ⓓ মহাত্মা গান্ধী
Ans : (B)
★ 1947 - 1964 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন
★ তিনি পঞ্চশীল নীতির প্রবক্তা ছিলেন
★ তাঁর আরো কিছু বই - এ ব্রাঞ্চ অফ ওল্ড লেটারস, দি ইউনিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া এন্ড দা ওয়ার্ল্ড
★ তাঁর আত্মজীবনী - অ্যান অটোবায়োগ্রাফি
9. পূর্বভারতে ভক্তিবাদের প্রবক্তা কে ছিলেন ?
Ⓐ নামদেব
Ⓑ একনাথ
Ⓒ তুকারাম
Ⓓ চৈতন্যদেব
Ans : (D)
★ তাঁর ধর্ম - গৌড়ীয় বৈষ্ণব ধর্ম
★ তিনি ছিলেন কৃষ্ণের নামগান বা কীর্তনের স্রষ্টা
★ সময়কাল - 1486 - 1534
10. নিম্নের কে 'আমুক্তমাল্যদা' রচনা করেন ?
Ⓐ সদাশিব রায়
Ⓑ বল্লাল সেন
Ⓒ কৃষ্ণদেব রায়
Ⓓ অচ্যুৎ দেব রায়
Ans : (C)
★ এটি তেলেগু ভাষায় লেখা
★ এছাড়া সংস্কৃতে জামবটী কল্যানাম, উষাপরিনায়াম লিখেছেন
★ তিনি ছিলেন তুলুভ বংশের শাসক
11. বাকিংহাম ক্যানাল নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে ?
Ⓐ তামিলনাড়ু এবং কর্ণাটক
Ⓑ কেরল এবং অন্ধ্রপ্রদেশ
Ⓒ তামিলনাড়ু এবং কেরল
Ⓓ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু
Ans : (D)
12. নিম্নের কোন জোড়টি একটি সঠিক জোড় ?
Ⓐ তুলবুল প্রজেক্ট - হিমাচল প্রদেশ
Ⓑ শ্রীসাইলাম প্রজেক্ট - তামিলনাড়ু
Ⓒ পাপানাসাম প্রজেক্ট - কর্ণাটক
Ⓓ উকাই প্রজেক্ট - গুজরাট
Ans : (D)
13. গারো এবং খাসি সম্প্রদায়ের মানুষজন মূলত কোথায় বসবাস করে ?
Ⓐ কেরল
Ⓑ তামিলনাড়ু
Ⓒ মেঘালয়
Ⓓ মিজোরাম
Ans : (C)
14. রামগুন্ডাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ত্রিপুরা
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ তেলেঙ্গানা
Ⓓ ঝাড়খন্ড
Ans : (C)
15. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
Ⓐ NH 44
Ⓑ NH 17
Ⓒ NH 5
Ⓓ NH 47
Ans : (A)
16. মিনবক্কম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ⓐ হায়দ্রাবাদ
Ⓑ দিল্লী
Ⓒ কলকাতা
Ⓓ চেন্নাই
Ans : (D)
17. দুধ, চিজ, মাংসে নিম্নের কোন মিনারেল পাওয়া যায় ?
Ⓐ কোবাল্ট
Ⓑ কপার
Ⓒ ফ্লুওরিন
Ⓓ ম্যাঙ্গানিজ
Ans : (A)
কপার - শুকনো ফল, মাংস, সবজি, সামুদ্রিক খাবার
ফ্লুওরিন - পানীয় জল, চা, সামুদ্রিক খাবার
ম্যাঙ্গানিজ - শুকনো ফল, সিরিয়াল, শাকসবজি
18. নার্ভাস কলার উৎস কি ?
Ⓐ এক্টডার্ম
Ⓑ মেসোডার্ম
Ⓒ এপিডার্ম
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (A)
এপিথেলিয়াল কলার উৎস - এক্টডার্ম, মেসোডার্ম
কানেক্টিভ কলা - মেসোডার্ম
মাসকিউলার কলা - মেসোডার্ম
নার্ভাস কলা - এক্টডার্ম
19. ক্লোরোফিলের কেন্দ্রীয় মৌলটি হল -
Ⓐ লোহা
Ⓑ ক্যালশিয়াম
Ⓒ ম্যাগনেশিয়াম
Ⓓ কপার
Ans : (C)
হিমোগ্লোবিনের কেন্দ্রীয় মৌলটি হল লোহা
20. নিম্নের কোনটি সবথেকে ভারী ধাতু ?
Ⓐ ফ্রান্সিয়াম
Ⓑ অসমিয়াম
Ⓒ লিথিয়াম
Ⓓ রেডিয়াম
Ans : (B)
ফ্রান্সিয়াম - এটি একটি তেজস্ক্রিয় তরল ধাতু
লিথিয়াম - সবচেয়ে হালকা ধাতু এবং ইহা তীব্র বিজারক দ্রব্য
রেডিয়াম - এটি তৈরি হয় পিচব্লেন্ড থেকে, এটি প্রথম আবিষ্কার করে মাদাম কুড়ি
21. হেবার পদ্ধতিতে নিম্নের কোনটি উৎপাদিত হয় ?
Ⓐ স্টিল
Ⓑ নাইট্রিক এসিড
Ⓒ অ্যামোনিয়া
Ⓓ সোডিয়াম
Ans : (C)
স্টিল - সিমেন্স পদ্ধতিতে উৎপাদিত হয়
নাইট্রিক এসিড - অসওয়ার্ল্ড পদ্ধতিতে
সোডিয়াম - কাস্টনার পদ্ধতির মাধ্যমে
22. বায়ুমন্ডলীয় চাপের একটানা লিপিবদ্ধ করণ কে কি বলে ?
Ⓐ বোলোমিটার
Ⓑ ক্রেস্কোগ্রাফ
Ⓒ ব্যারোগ্রাফ
Ⓓ ব্যারোমিটার
Ans : (C)
বোলোমিটার - তাপ বিকিরণ পরিমাপ করতে
ক্রেস্কোগ্রাফ - উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র
ব্যারোমিটার - বায়ুর চাপ মাপক যন্ত্র
23. বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংস্থার (IRDA) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ বেঙ্গালুরু
Ⓑ চেন্নাই
Ⓒ মুম্বাই
Ⓓ হায়দ্রাবাদ
Ans : (D)
IRDA আইন 1999 এর দ্বারা এটি গঠিত হয়
2016 সালে বীমা ক্ষেত্রে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের হার (FDI) 49% থেকে বাড়িয়ে 100% করা হয়েছে
24. নিম্নের কোনটি একটি কেন্দ্রীয় কর ?
Ⓐ এক্সসাইজ ডিউটি
Ⓑ পারচেজ ট্যাক্স
Ⓒ লাক্সারি ট্যাক্স
Ⓓ বিনোদন কর
Ans : (A)
এছাড়া বাকি কেন্দ্রীয় করগুলি হল - সার্ভিস ট্যাক্স, কেন্দ্রীয় সেলস ট্যাক্স, কেন্দ্রীয় সারচার্জ এবং গুডস ও সার্ভিসের উপর সেজ, কাস্টমসের অতিরিক্ত ডিউটি রাজ্য কর - পারচেজ ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, বিনোদন কর, এন্ট্রি ট্যাক্স, লটারি
25. কত নং ধারাকে বি আর আম্বেদকর Soul of the Constitution and very heart of it' বলে উল্লেখ করেছেন ?
Ⓐ ধারা - 30
Ⓑ ধারা - 26
Ⓒ ধারা - 32
Ⓓ ধারা - 35
Ans : (C)
এটি হল সেই অধিকার যার মাধ্যমে মৌলিক অধিকার উলঙ্ঘন হলে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া যায়
এই ধারায় মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চয়িত করা হয়েছে
26. সিন্ধিয়া গোল্ড কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ লন টেনিস
Ⓑ হকি
Ⓒ ক্রিকেট
Ⓓ ভার উত্তোলন
Ans : (B)
27. ছত্রপতি শিবাজী টার্মিনাস কত সালে ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে ?
Ⓐ 2004
Ⓑ 1986
Ⓒ 1995
Ⓓ 2002
Ans : (A)
28. বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয় ?
Ⓐ 25 শে জুলাই
Ⓑ 26 শে অক্টোবর
Ⓒ 29 শে আগস্ট
Ⓓ 27 শে সেপ্টেম্বর
Ans : (D)
29. মালয়েশিয়ার রাজধানী কোথায় অবস্থিত ?
Ⓐ মাসেরু
Ⓑ কোয়ালালামপুর
Ⓒ হারারে
Ⓓ লুসাকা
Ans : (B)