আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 48 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 48 (MCQ)

*****************************



1. হাসান-উন-নিজামি নিম্নের কার সভাসদ ছিলেন ? 
Ⓐ সমুদ্রগুপ্ত
Ⓑ আলাউদ্দিন খলজি
Ⓒ আকবর
Ⓓ কুতুবউদ্দিন আইবক 

Ans : (D)

◆ সমুদ্রগুপ্ত এর সভাসদ - হরিষেন 
◆ আলাউদ্দিন খলজি এর সভাসদ - আমির খসরু, মির হাসান দেহলভি
◆ আকবর - বীরবল, আবুল ফজল, ফৈজি, রাজা টোডরমল প্রমুখ 


2. নিম্নের কোন কংগ্রেসি অধিবেশনে 'জনগণমন' গানটি প্রথম গাওয়া হয় ? 
Ⓐ সুরাট অধিবেশন
Ⓑ কলকাতা অধিবেশন 
Ⓒ মাদ্রাজ অধিবেশন
Ⓓ আহমেদাবাদ অধিবেশন 

Ans : (B)

◆ 1911 সালের কলকাতা অধিবেশনে এটি প্রথম গাওয়া হয় 
◆ সেই সময় সভাপতি ছিলেন বিষণ নারায়ন ধর 


3. ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ⓐ কে এম পানিক্কর
Ⓑ ভিকাজি রুস্তমজি কামা
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ মতিলাল নেহেরু 

Ans : (D)

◆ 1919 সাল থেকে এলাহাবাদে এটি প্রকাশ পায় 
◆ কে এম পানিক্কর - হিন্দুস্তান টাইমস
ভিকাজি রুস্তমজি কামা - বন্দেমাতরম (বিদেশে)
◆ মহাত্মা গান্ধী - হরিজন পত্রিকা

4. নিম্নের কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত ? 
Ⓐ ভারণাকুলার প্রেস এক্ট
Ⓑ মরলে-মিন্টো শাসন সংস্কার  
Ⓒ ভারত শাসন আইন
Ⓓ ভারতের স্বাধীনতা আইন 

Ans : (B)

◆ এটি 1909 সালে পাস হয় 
◆ এই সময় ভারতসচিব ছিলেন লর্ড মরলে এবং ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো 
◆ ভারত শাসন আইন, 1935 ছিল বর্তমান সংবিধান রচনার ভিত্তি 
◆ ভারতের স্বাধীনতা আইন, 1947 এর মাধ্যমে ভারত স্বাধীন হয় 

5. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তে হান্টার কমিশন কত সালে গঠন করা হয় ? 
Ⓐ 1927
Ⓑ 1942
Ⓒ1919 
Ⓓ 1920 

Ans : (C)

◆ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড - 13 ই এপ্রিল, 2019
◆ 1927 - সাইমন কমিশন
◆ 1942 - ক্রিপস মিশন 


6. নিম্নের কে আড়াই-দিন-কা ঝোপড়া নির্মাণ করেন ? 
Ⓐ প্রথম রাজেন্দ্র চোল
Ⓑ হায়দ্রাবাদের নিজামরা
Ⓒ কুতুবউদ্দিন আইবক 
Ⓓ সিকন্দর শাহ 

Ans : (C)

◆ প্রথম রাজেন্দ্র চোল - গঙ্গোইকোন্ড চোলপুরমের বৃহদেশ্বরের মন্দির
◆ হায়দ্রাবাদের নিজামরা - সালাজং মিউজিয়াম
◆ সিকন্দর শাহ - আদিনা মসজিদ 



7. গান্ধী-আড়ুইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ? 
Ⓐ 1931 
Ⓑ 1934
Ⓒ 1929
Ⓓ 1935

Ans : (A)

8. 250 খ্রিষ্টপূর্বে কততম বৌদ্ধ সংগীতি বা সম্মেলন আয়োজিত হয় ? 
Ⓐ প্রথম 
Ⓑ তৃতীয় 
Ⓒ দ্বিতীয় 
Ⓓ চতুর্থ 

Ans : (B)

◆ এটি পাটলিপুত্রে অনুষ্ঠিত হয় 
◆ পৃষ্ঠপোষক - অশোক (মৌর্য বংশ) 
◆ সভাপতি - মোগ্গলিপুত্ত তিস্য 
◆ তাৎপর্য - অভিধম্মপিটক সংকলন 

9. নিম্নের কার আমল থেকে চিত্রকলায় উজ্জ্বল রঙ ও আলোর ব্যবহার শুরু হয় ? 
Ⓐ হুমায়ুন
Ⓑ আকবর
Ⓒ শাহজাহান
Ⓓ জাহাঙ্গির 

Ans : (D)

◆ সম্রাট নিজে প্রতিকৃতি অঙ্কনে দক্ষ ছিলেন 
◆ পঞ্চম শিখগুরু অর্জুনকে তিনি হত্যা করেন 
◆ হকিন্স তার রাজসভায় আসেন 

10. মঙ্গলকাব্য - কার লেখা ? 
Ⓐ বাণভট্ট
Ⓑ জয়দেব
Ⓒ বিজয়গুপ্ত 
Ⓓ নাগসেন 

Ans : (C)

◆ বাণভট্ট - কাদম্বরী
◆ জয়দেব - গীতগোবিন্দ
◆ নাগসেন -মিলিন্দপঞহো

11. 82°30' পূর্ব দ্রাঘিমারেখা যে রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটি হল - 
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ কর্ণাটক
Ⓒ উত্তরপ্রদেশ  
Ⓓ গুজরাট 

Ans : (C)

12. প্রবল ধূলিঝড় সহযোগে নিম্নের কোন বায়ু উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে প্রবাহিত হয় ? 
Ⓐ লু
Ⓑ ফন
Ⓒ কালবৈশাখী
Ⓓ আঁধি 

Ans : (D)

13. নিম্নের কোন হ্রদটি বায়ুর কাজের ফলে সৃষ্টি হয়েছে ? 
Ⓐ উলার হ্রদ
Ⓑ সম্বর হ্রদ 
Ⓒ নৈনিতাল
Ⓓ গোবিন্দ সাগর

Ans : (B)

14. ছত্তিশগড় এর রায়পুর জেলায় সিহাওয়ার উচ্চভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ? 
Ⓐ মহানদী 
Ⓑ গোদাবরী
Ⓒ কৃষ্ণা
Ⓓ কাবেরী 

Ans : (A)

এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে 
উপনদী - শিবনাথ, ব্রামহনী, তেলেন, ইব, মান্দ, হাসদো

15. রাজরাপ্পা জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ ছত্তিশগড় 
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ গুজরাট
Ⓓ ঝাড়খন্ড 

Ans : (D)

16. গুজরাটের বদোদরা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ? 
Ⓐ চম্বল
Ⓑ সবরমতী
Ⓒ নর্মদা
Ⓓ মাহি 

Ans : (D)

17. অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ প্রস্তুত করতে কোন কোন এসিডের প্রয়োজন হয় ? 
Ⓐ কার্বনিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড
Ⓑ নাইট্রিক এসিড ও ফরমিক এসিড
Ⓒ কার্বনিক এসিড ও এসেটিক এসিড
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড এবং নাইট্রিক এসিড 

Ans : (D)

◆ 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক এসিড ও 1 আয়তন গাঢ় নাইট্রিক এসিডের মিশ্রণে এটি তৈরি হয় 
◆ স্বর্ণকারেরা এই এসিড-মিশ্রণটি ব্যবহার করে

18. নিম্নের কোনটি একটি নিকটোজেন মৌল গোষ্ঠীর অন্তর্গত ? 
Ⓐ ব্রোমিন
Ⓑ সালফার
Ⓒ বেরিলিয়াম
Ⓓ নাইট্রোজেন 

Ans : (D)

◆ ব্রোমিন - হ্যালোজেন মৌল
◆ সালফার - চ্যালকোজেন মৌল
◆ বেরিলিয়াম - ক্ষারীয় মৃত্তিকা ধাতু 

19. মাছ ধরার ছিপ - কোন শ্রেণির লিভারের মধ্যে পড়ে ? 
Ⓐ তৃতীয় 
Ⓑ দ্বিতীয়
Ⓒ প্রথম
Ⓓ আনত তল  

Ans : (A)

◆ এছাড়া এর মধ্যে পড়ে - মানুষের হাত, হাতা, চিমটা, ক্রেন, মুখের চোয়াল, সাইকেলের পাদানি, বাক্সের ঢাকনা, পাউরুটি কাটার ছুরি

20. নিম্নের কোন ক্ষেত্রে তাপ পরিবহনের জন্য মাধ্যমের কোনো প্রয়োজন হয় না ? 
Ⓐ প্রতিফলন
Ⓑ পরিবহন
Ⓒ পরিচলন
Ⓓ বিকিরণ 

Ans : (D)

◆ শূন্য স্থানে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় 
◆ পরিবহন - পদার্থের অনুর সঞ্চালন না ঘটিয়ে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপের সঞ্চালন 
◆ পরিচলন - পদার্থের অনুর সঞ্চালনের মাধ্যমে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপের সঞ্চালন হয় 

21. গতিশীল বস্তুর একটি নিৰ্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে কি বলে ? 
Ⓐ বেগ
Ⓑ দ্রুতি
Ⓒ দূরত্ব
Ⓓ সরণ 

Ans : (D)

◆ CGS এ একক সেমি এবং SI তে মিটার 
◆★এটি একটি ভেক্টর রাশি কারণ এর মান ও দিক উভয়ই আছে 

22. স্থির তড়িৎ এর সূত্রটি কে আবিষ্কার করেন ? 
Ⓐ ওয়েবার
Ⓑ নিউল্যান্ড
Ⓒ টলেমি
Ⓓ কুলম্ব 

Ans : (D)

◆ ওয়েবার - চুম্বকের আনবিক তত্ত্ব
◆ নিউল্যান্ড - পর্যায় সারণীর অস্টক সূত্র
◆ টলেমি - আলোর প্রতিসরণের প্রথম সূত্র

23. কত তারিখে গনপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর ও গ্রহণ করা হয় ?
Ⓐ 15 ই আগস্ট, 1947
Ⓑ 22 শে জুলাই, 1947 
Ⓒ 16 ই আগস্ট, 1948
Ⓓ 23 শে সেপ্টেম্বর, 1947

Ans : (B)

◆ এটির নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা
◆ 1946 সালে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করা হয় 

24. 'ভ্রান্তিবিলাস' রচনাটি নিম্নের কার লেখা ? 
Ⓐ লীলা মজুমদার
Ⓑ দীনবন্ধু মিত্র
Ⓒ মাইকেল মধুসূদন দত্ত
Ⓓ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

Ans : (D)

25. ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং নিম্নের কোথায় অবস্থিত ? 
Ⓐ চেন্নাই
Ⓑ গাজিয়াবাদ 
Ⓒ নিউ দিল্লি
Ⓓ পানাজি 

Ans : (B)

26. 'Ignited Minds' নামক বইটি কে লেখেন ? 
Ⓐ এ পি জে আব্দুল কালাম 
Ⓑ বালাসাহেব ঠাকরে
Ⓒ খুশওয়ান্ত সিং
Ⓓ নয়নতারা সহগল 

Ans : (A)

27. আর্যভট্ট কবে লঞ্চ করা হয় ? 
Ⓐ 6 ই ডিসেম্বর, 1957
Ⓑ 20 ই জুন, 1975
Ⓒ 2 রা অক্টোবর, 1980
Ⓓ 19 শে এপ্রিল, 1975 

Ans : (D)

28. উলান বাতার যে দেশের রাজধানী তা হল - 
Ⓐ তাইওয়ান
Ⓑ কিরগিস্তান
Ⓒ তাজিকিস্তান
Ⓓ মঙ্গোলিয়া 

Ans : (D)

29. ভারতের প্রথম নিউট্রন রিয়াক্টর 'কামিনী' কোথায় অবস্থিত ? 
Ⓐ নারোরা
Ⓑ কালপক্কম 
Ⓒ কোটা
Ⓓ ট্রম্বে

Ans : (B)