আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 47 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 47 (MCQ)

*****************************


1. নিম্নের কে হিন্দুস্তানের তোতাপাখি নামে পরিচিত ?
Ⓐ জয়নাল আবেদিন
Ⓑ আমির খসরু 
Ⓒ আবুল মনসুর খাঁ
Ⓓ হুসেন শাহ

Ans : (B)

★ জয়নাল আবেদিন - কাশ্মীরের আকবর
★ আবুল মনসুর খাঁ - সফদরজঙ্গ
★ হুসেন শাহ - বাংলাদেশের আকবর

2. নিম্নের কার আমলে দাম নামক রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল ?
Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓑ অশোক
Ⓒ আলাউদ্দিন খলজি
Ⓓ শেরশাহ 

Ans : (D)

★ এটি 1815 সাল পর্যন্ত প্রচলিত ছিল
★ শেরশাহের কার্যকাল 1540 - 1545
★ তার রাজত্বে বিশেষ পৃষ্ঠপোষকতায় মালিক মহম্মদ জয়সীর লেখা বিখ্যাত রচনা 'পদ্মাবতীর' প্রকাশিত হয়েছিল

3. আকবর কত খ্রিস্টাব্দে ফতেপুর সিকরিতে ইবাদতখান নির্মাণ করেন ?
Ⓐ 1579
Ⓑ 1575 
Ⓒ 1580
Ⓓ 1573

Ans : (B)

★ এখানে ধর্ম ও দর্শনের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার ব্যবস্থা করেন
★ আকবরের রাজত্বকাল - 1556 - 1605 খ্রিস্টাব্দ
★ তার আমলে পানিপথের যুদ্ধ হয় 1556 সালে
তার আমলে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ ঘটে

4. রামকৃষ্ণ মিশনের স্থাপনা কে করেন ?
Ⓐ স্বামী দয়ানন্দ সরস্বতী
Ⓑ স্বামী বিবেকানন্দ 
Ⓒ পুলিন বিহারী দাস
Ⓓ প্রমথনাথ মিত্র

Ans : (B)

★ 1897 সালে এটি প্রতিষ্ঠা করা হয়
★ স্বামী দয়ানন্দ সরস্বতী - আর্য সমাজ
★ পুলিন বিহারী দাস - ঢাকা অনুশীলন সমিতি
★ প্রমথনাথ মিত্র - অনুশীলন সমিতি

5. তুঘলকাবাদ দুর্গের স্থাপনা করেন নিম্নের কে ?
Ⓐ আলাউদ্দিন খলজী
Ⓑ কুতুবউদ্দিন আইবক
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ গিয়াসউদ্দিন তুঘলক 

Ans : (D)

★ এটি দিল্লীতে স্থাপন করা হয়
★ আলাউদ্দিন খলজী - হজরত গম্বুজ, আলাই দরজা, জামাত খানা মসজিদ
★ কুতুবউদ্দিন আইবক - কোয়াত উল ইসলাম মসজিদ, আড়াই দিন কা ঝোপড়া
★ মহম্মদ বিন তুঘলক - গিয়াসউদ্দিন তুঘলকের সমাধি

6. মোপলাহ বিদ্রোহ কোন সালে শুরু হয় ?
Ⓐ 1921 
Ⓑ 1925
Ⓒ 1929
Ⓓ 1924

Ans : (A)

★ এই বছরই প্রিন্স অব ওয়েলস এর আগমন ঘটে
★ এই সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিদ্যালয় স্থাপন করেন

7. সর্বভারতীয় যুব কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ⓐ 1920
Ⓑ 1924
Ⓒ 1928 
Ⓓ 1931

Ans : (C)

★ এই বছরই নেহেরু রিপোর্ট পেশ হয়

8. লর্ড ওয়েলেসলি কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ?
Ⓐ 1800 সালে 
Ⓑ 1885 সালে
Ⓒ 1836 সালে
Ⓓ 1757 সালে

Ans : (A)

★ এই কলেজ স্থাপিত হয়েছিল সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের জন্য
★ কিন্তু 1802 সালে এই কলেজ বন্ধ হয়ে যায়

9. স্যার সৈয়দ আহমেদ খান নিম্নের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ?
Ⓐ আলিগড় আন্দোলন 
Ⓑ দেওবান্দ আন্দোলন
Ⓒ ফৈরাজী আন্দোলন
Ⓓ আহরার আন্দোলন

Ans : (A)
★ 1875 সালে উত্তর প্রদেশের আলিগড়ে এই আন্দোলন শুরু হয়

10. মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ সুরদাস
Ⓑ মীরাবাঈ
Ⓒ তুলসীদাস
Ⓓ জ্ঞানদেব 

Ans : (D)

★ তাঁর সময়কাল 1275 - 1296 খ্রীস্টাব্দ
★ তিনি ভগবদ গীতার উপর মতামত লেখেন যারা জানেশ্বরী নামে খ্যাত

11. ধবলগিরি পর্বতশৃঙ্গটি নিম্নের কোন দেশে অবস্থিত ?
Ⓐ চীন
Ⓑ ভারত
Ⓒ ভুটান
Ⓓ নেপাল 

Ans : (D)

12. ভারতের বৃহত্তম জেলাটি হল -
Ⓐ কচ্ছ, গুজরাট 
Ⓑ মাহে, পুদুচেরী
Ⓒ থানে, মহারাষ্ট্র
Ⓓ উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ

Ans : (A)

★ ক্ষুদ্রতম জেলা - মাহে, পুদুচেরী
★ সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা - থানে, মহারাষ্ট্র

13. উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ সূর্বর্ণরেখা
Ⓑ দামোদর
Ⓒ যমুনা
Ⓓ গঙ্গা 

Ans : (D)

14. চুখা প্রকল্পটি নিম্নের কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ তাপ্তি নদী
Ⓑ কয়না নদী
Ⓒ ভবানী নদী
Ⓓ ওয়াংচু নদী 

Ans : (D)

15. দাচিগ্রাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ কর্ণাটক
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ জম্মু-কাশ্মীর 

Ans : (D)

16. সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓑ মুম্বাই, মহারাষ্ট্র
Ⓒ কোচি, কেরল 
Ⓓ ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ

Ans : (C)

17. নিম্নের কোন স্নায়ু ঘ্রাণ অনুভূতি বহন করে ? 
Ⓐ অপটিক স্নায়ু
Ⓑ অডিটরি স্নায়ু
Ⓒ অলফ্যাক্টরী স্নায়ু 
Ⓓ ট্রকলিয়ার স্নায়ু

Ans : (C)

★ অপটিক স্নায়ু - এটি রেটিনার সাথে যুক্ত স্নায়ু
★ অডিটরি স্নায়ু - কর্ণ থেকে শব্দ-অনুভূতি মস্তিষ্কে বহন করে
★ ট্রকলিয়ার স্নায়ু - অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে

18. নিম্নের কোন ভিটামিনটি স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন ?
Ⓐ ভিটামিন C
Ⓑ ভিটামিন B কমপ্লেক্স
Ⓒ ভিটামিন A 
Ⓓ উপরের সবগুলি

Ans : (C)

★ জলে দ্রবণীয় ভিটামিন - ভিটামিন C এবং ভিটামিন B কমপ্লেক্স
★ স্নেহপদার্থ এ দ্রবণীয় ভিটামিন - ভিটামিন A, D, E এবং K

19. নিম্নের কোন বিজ্ঞানী নিরাপত্তা বাতি আবিষ্কার করেন ?
Ⓐ হামফ্রে ডেভি 
Ⓑ টমাস আলফা এডিসন
Ⓒ জেমস ওয়াট
Ⓓ মারকনি

Ans : (A)

★ টমাস আলফা এডিসন - বৈদ্যুতিক বাতি
★ জেমস ওয়াট - স্টিম ইঞ্জিন
★ মারকনি - বেতার যন্ত্র (রেডিও)

20. নিম্নের কোনটি একটি বরধাতু বা নোবেল মেটাল ?
Ⓐ ক্লোরিন
Ⓑ ব্রোমিন
Ⓒ রেডিয়াম
Ⓓ সোনা 

Ans : (D)

★ বরধাতু - সোনা, প্লাটিনাম, রুপা
★ হ্যালোজেন মৌল - ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন

21. নিম্নের মৌলের একটি আকরিক হল সিডেরাইট ?
Ⓐ এলুমিনিয়াম
Ⓑ সোডিয়াম
Ⓒ ক্যালসিয়াম
Ⓓ লোহা 

Ans : (D)

★ এলুমিনিয়াম - এর আকরিক হল - বক্সাইট, ক্রায়োলাইট, ফেল্ডস্পার
★ সোডিয়াম - এর আকরিক হল - চিলি সল্টপিটার, সাধারণ লবণ, বোরাক্স
★ ক্যালসিয়াম - ক্যালসাইট, জিপসাম, ফ্লুয়স্পার
★ লোহার আরো কিছু আকরিক - হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটস

22. উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধের কি পরিবর্তন হয় ?
Ⓐ বৃদ্ধি পায় 
Ⓑ হ্রাস পায়
Ⓒ প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়
Ⓓ অপরিবর্তিত থাকে

Ans : (A)

★ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে এবং কমলে কমে
★ তবে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম তড়িৎবিশ্লেষ্য পদার্থের উষ্ণতা বাড়ালে রোধ কমে

23. বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই অনুমোদন প্রয়োজন -
Ⓐ রাজ্যপালের 
Ⓑ প্রধানমন্ত্রীর
Ⓒ মুখ্যমন্ত্রীর
Ⓓ বিধানসভা অধ্যক্ষ

Ans : (A)

24. সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধন সম্পর্কে উল্লেখ আছে ?
Ⓐ আর্টিকেল - 368 
Ⓑ আর্টিকেল - 244
Ⓒ আর্টিকেল - 51A
Ⓓ আর্টিকেল - 243P

Ans : (A)

★ আর্টিকেল - 244 - তফসিলি জাতি ও জনজাতি এলাকা সম্পর্কিত বিষয়
★ আর্টিকেল - 51A - মৌলিক কর্তব্য
★ আর্টিকেল - 243P - পৌরশাসন সম্পর্কে উল্লেখ আছে

25. 'Seven Summers' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ মার্গারেট এটউড
Ⓑ মার্ক টুলি
Ⓒ মেরি শেলি
Ⓓ মূলক রাজ আনন্দ 

Ans : (D)

26. রোভার্স কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত
Ⓐ ফুটবল 
Ⓑ গল্ফ
Ⓒ ব্যাডমিন্টন
Ⓓ বাস্কেটবল

Ans : (A)

27. অজয় ঠাকুর নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ হকি
Ⓑ কাবাডি 
Ⓒ অ্যাথলেটিক্স
Ⓓ ক্রিকেট

Ans : (B)

28. ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম পাতাল রেল চালু হয় কোন সালে ?
Ⓐ 1980
Ⓑ 1986
Ⓒ 1984 
Ⓓ 1986

Ans : (C)

★ 1972 খ্রিস্টাব্দে 29 ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন
★ ভারতের দ্বিতীয় মেট্রো পরিষেবা দিল্লি মেট্রো চালু হয় 2002 সালে

29. কত তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ?
Ⓐ 12 ই ফেব্রুয়ারি
Ⓑ 8 ই মার্চ
Ⓒ 28 শে ফেব্রুয়ারি 
Ⓓ 21 শে জানুয়ারি

Ans : (C)

30. কততম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুর নিকটে নিজের চন্দ্রযান সফলভাবে অবতরণ করালো ?
Ⓐ দ্বিতীয়
Ⓑ প্রথম 
Ⓒ তৃতীয়
Ⓓ চতুর্থ

Ans : (B)