আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 46 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 46 (MCQ)
*****************************
1. সকলউত্তরপথনাথ উপাধি নিয়ে নিম্নের কোন সম্রাট সিংহাসনে বসেন ?
Ⓐ অজাতশত্রু
Ⓑ কনিষ্ক
Ⓒ প্রথম নরসিংহ বর্মন
Ⓓ হর্ষবর্ধন
Ans : (D)
■ অজাতশত্রু উপাধি - কুনিক
■ কনিষ্ক এর উপাধি - দ্বিতীয় অশোক
■ প্রথম নরসিংহ বর্মন এর উপাধি - বাতাপিকোন্ড
2. তাঞ্জরের চোল বংশ নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ নৃপ কামা
Ⓑ সিমুক
Ⓒ বিজয়ালয় চোল
Ⓓ প্রথম সিংহবর্মন
Ans : (C)
■ নৃপ কামা - হোয়সালা বংশের প্রতিষ্ঠাতা
■ সিমুক - সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা
■ প্রথম সিংহবর্মন - কাঞ্চির পল্লীব বংশের প্রতিষ্ঠাতা
3. গদর পার্টি কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1913
Ⓑ 1910
Ⓒ 1915
Ⓓ 1917
Ans : (A)
■ সান ফ্রান্সিসকো তে এটি স্থাপিত করা হয়
■ প্রতিষ্ঠাতা ছিলেন - লালা হরদয়াল
4. ডেইমাকস কোন দেশ থেকে ভারতে এসেছিলেন ?
Ⓐ আরব
Ⓑ গ্রিস
Ⓒ ইতালি
Ⓓ ইংল্যান্ড
Ans : (B)
■ বিন্দুসারের রাজত্বকালে তিনি ভারতে আসেন
■ মেগাস্থিনিস আসেন- গ্রিস থেকে
ফা-হিয়েন, হিউয়েনবসাঙ আসেন - চীন থেকে
■ আলবিরুনি আসেন - আরব থেকে
■ ইবন বতুতা আসেন - মরক্কো থেকে
5. ভিতারি শিলালিপি থেকে নিম্নের কার সম্পর্কে জানা যায় ?
Ⓐ ধর্মপাল
Ⓑ কনিষ্ক
Ⓒ স্কন্দগুপ্ত
Ⓓ শশাঙ্ক
Ans : (C)
■ ধর্মপাল - খালিমপুর তাম্রলিপি
■ কনিষ্ক - সম্পত লিপি
■ শশাঙ্ক - গঞ্জাম লিপি
6. নিম্মের কোন বেদে প্রথম বর্ণাশ্রম প্রথার উল্লেখ পাওয়া যায় ?
Ⓐ ঋগবেদ
Ⓑ অথর্ব বেদ
Ⓒ যজুর বেদ
Ⓓ সাম বেদ
Ans : (A)
■ এই বেদের দশম মন্ডলে পুরুষসূক্তে এই প্রথার উল্লেখ পাওয়া যায়
■ এটি 12 টি মন্ডল নিয়ে গঠিত
7. আকালি আন্দোলন কোন রাজ্যে ঘটে ?
Ⓐ কেরল
Ⓑ পাঞ্জাব
Ⓒ গুজরাট
Ⓓ ওড়িশা
Ans : (B)
■ 1920-25 সাল পর্যন্ত এই আন্দোলন ঘটে
■ নেতৃত্ব দেয় - শিখ সম্প্রদায়
8. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের সময় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তি সম্পন্ন হয় ?
Ⓐ কলকাতা অধিবেশন
Ⓑ সুরাট অধিবেশন
Ⓒ কানপুর অধিবেশন
Ⓓ লখনউ অধিবেশন
Ans : (D)
■ এটি 1916 সালে সংঘটিত হয়
■ এই সময় সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার
9. দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজির ভারতে প্রত্যাবর্তনের সময় নিম্নের কোন গভর্নর-জেনারেল ক্ষমতায় ছিলেন ?
Ⓐ লর্ড চেমসফোর্ড
Ⓑ লর্ড রিডিং
Ⓒ লর্ড আরউইন
Ⓓ লর্ড ওয়াভেল
Ans : (A)
■ তার কার্যকাল ছিল 1916 - 1921
■ তার আমলেই চম্পারন সত্যাগ্রহ আন্দোলনের সূচনা (1917) হয়
■ রাওলাট আইন এবং জালিয়ানওয়ালা হত্যাকান্ড ঘটে (1919)
■ অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলন শুরু হয় তার আমলেই
10. বোম্বেতে 1867 সালে নিম্নের কোন সংস্থা প্রতিষ্ঠা হয় ?
Ⓐ থিওসফিক্যাল সোসাইটি
Ⓑ প্রাৰ্থনা সমাজ
Ⓒ ইয়ং বেঙ্গল মুভমেন্ট
Ⓓ রামকৃষ্ণ মিশন
Ans : (B)
11. গোবিন্দবল্লভ পন্ত সাগর জলাধার নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ কাবেরী
Ⓑ রিহান্দ
Ⓒ কৃষ্ণা
Ⓓ গোদাবরী
Ans : (B)
12. সরিষ্কা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ গুজরাট
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ ছত্তিশগড়
Ⓓ রাজস্থান
Ans : (D)
13. লোনার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ মণিপুর
Ⓓ ওড়িশা
Ans : (B)
14. ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কটক, ওড়িশা
Ⓑ মুম্বাই, মহারাষ্ট্র
Ⓒ ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ
Ⓓ মহীশুর, কর্ণাটক
Ans : (D)
15. নাসিক শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ নর্মদা
Ⓑ পেরিয়ার
Ⓒ তুঙ্গভদ্রা
Ⓓ গোদাবরী
Ans : (D)
16. নাথপা ঝাকরি জলবিদ্যুৎ উৎপাদন অঞ্চলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ হিমাচল প্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ পাঞ্জাব
Ans : (B)
17. নিম্নের কোনটি একটি সরল ফল ?
Ⓐ আতা
Ⓑ কলা
Ⓒ কাঁঠাল
Ⓓ স্ট্রবেরি
Ans : (B)
■ সরল ফল - পেয়ারা
■ গুচ্ছিত ফল - স্ট্রবেরি, আতা
■ যৌগিক ফল - কাঁঠাল, আনারস
18. বলয় পরীক্ষা দ্বারা যে অ্যাসিডকে শনাক্ত করা হয় ?
Ⓐ হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ⓑ নাইট্রিক অ্যাসিড
Ⓒ কার্বনিক অ্যাসিড
Ⓓ সালফিউরিক অ্যাসিড
Ans : (B)
■ এটির বিজারণ ক্ষমতা নেই
■ বজ্রপাতের ফলেও এই অ্যাসিড উৎপন্ন হয়
■ এই অ্যাসিডের আর এক নাম অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল
19. নিম্নের কোনটি জার্মান সিলভারের উপাদান ?
Ⓐ কপার
Ⓑ জিঙ্ক
Ⓒ নিকেল
Ⓓ উপরের সবগুলি
Ans : (D)
■ কপার (50-80%), জিঙ্ক (10-35%) এবং নিকেল (5-35%) পরিমানে থাকে
■ বাসনপত্র, ফুলদানি, চারুশিল্পে, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়
20. নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা ভরবেগের ধারণা পাই ?
Ⓐ প্রথম গতিসূত্র
Ⓑ দ্বিতীয় গতিসূত্র
Ⓒ তৃতীয় গতিসূত্র
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (B)
■ দ্বিতীয় সূত্র অনুযায়ী, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে
■ এছাড়া এই সূত্র থেকে বলের পরিমাপ, বলের এককের ধারণা পাওয়া যায়
21. ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে উজ্জ্বল আলো সৃষ্টি হয় - এটি কোন শক্তির রূপান্তর ?
Ⓐ রাসায়নিক থেকে আলোকশক্তি
Ⓑ রাসায়নিক থেকে শব্দশক্তি
Ⓒ রাসায়নিক থেকে যান্ত্রিক শক্তি
Ⓓ রাসায়নিক থেকে তড়িৎশক্তি
Ans : (A)
■ রাসায়নিক থেকে শব্দশক্তি - পটকা, বোমা বিস্ফোরণে এই রূপান্তর ঘটে
■ রাসায়নিক থেকে যান্ত্রিক শক্তি - কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়
■ রাসায়নিক থেকে তড়িৎশক্তি - ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তর ঘটে
22. নিম্নের কোনটি তড়িদাধানের বড়ো একক ?
Ⓐ কুলম্ব
Ⓑ ফ্যারাডে
Ⓒ ভোল্ট
Ⓓ ওহম
Ans : (B)
■ কুলম্ব - তড়িদাধানের সাধারণ একক
■ ভোল্ট - তড়িৎবিভব এবং বিভবপ্রভেদের একক
■ ওহম - রোধের একক
23. রাজ্যের রাজ্যপালকে নিম্নের কে শপথবাক্য পাঠ করান ?
Ⓐ রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ প্রধানমন্ত্রী
Ⓓ অ্যাটর্নি জেনারেল
Ans : (A)
■ কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগ পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে
■ রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে পরাম
র্শ করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে
24. স্ট্যাচুটারি বডি হিসেবে ন্যাশনাল কমিশন ফর ওমেন কবে স্থাপিত হয় ?
Ⓐ 1992
Ⓑ 1999
Ⓒ 1995
Ⓓ 1989
Ans : (A)
25. ভারতীয় সংবিধানের কততম ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের উল্লেখ রয়েছে ?
Ⓐ আর্টিকেল 33 - 34
Ⓑ আর্টিকেল 37 - 38
Ⓒ আর্টিকেল 23 - 24
Ⓓ আর্টিকেল 27 - 28
Ans : (C)
26. 2015 সালে নিম্নের কোনটি দ্বারা প্লানিং কমিশনকে প্রতিস্থাপিত করা হয় ?
Ⓐ নীতি আয়োগ
Ⓑ মনেটারি পলিসি কমিটি
Ⓒ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া
Ⓓ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল
Ans : (A)
■ পুরো কথা - ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ
■ চেয়ারপারসন - নরেন্দ্র মোদী
■ সিইও - B.V.R. Subrahmanyam
27. পশ্চিম ওড়িশার জনগন নিম্নের কোন ফসল উৎসব পালন করে ?
Ⓐ ওনাম (Onam)
Ⓑ গুডি পারবা (Gudi Padwa)
Ⓒ ওয়াঙ্গালা (Wangala)
Ⓓ নুয়াখাই (Nuakhai)
Ans : (D)
28. নিম্নে উল্লেখিত ভারতের কোন প্রতিবেশী দেশ কমনওয়েলথ গেমসের অংশ নয় ?
Ⓐ চীন
Ⓑ বাংলাদেশ
Ⓒ পাকিস্তান
Ⓓ শ্রীলঙ্কা
Ans : (A)
29. গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, এক্ট কবে থেকে শুরু হয় -
Ⓐ 1 লা জুলাই, 2017
Ⓑ 1 লা এপ্রিল, 2018
Ⓒ 1 লা জুলাই, 2016
Ⓓ 1 লা এপ্রিল, 2016
Ans : (A)