দৈনিক কারেন্ট আফফায়ার্স 04/02/2025

 

দৈনিক কারেন্ট আফফায়ার্স 04/02/2025


*********************

◆ 1. মধ্যপ্রদেশে ভারতের সাদা বাঘ প্রজনন কেন্দ্র গড়ে তোলার মান্যতা দিলো সেন্ট্রাল জু অথরিটি

◆ 2. প্রাক্তন জার্মান রাষ্ট্রপতি এবং IMF চিফ Horst Koehler 81 বছর বয়সে প্রয়াত হলেন

◆ 3. University of Sussex এর পক্ষ থেকে Noel Tata কে সম্মানীয় ডক্টরেট -এ সম্মানিত করা হলো

◆ 4. জাপানের H-3 Rocket সফলভাবে Michibiki No. 6 স্যাটেলাইট লঞ্চ করলো

◆ 5. International Big Cat Alliance (IBCA) কে সম্প্রতি ট্রিটি ভিত্তিক ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন হিসেবে অফিসিয়ালি স্থাপন করা হলো

◆ 6. Barmer জেলায় এমপ্লয়মেন্ট এফসিয়েন্সির জন্য 'My NREGA App' লঞ্চ করা হলো

◆ 7. রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড ড্রাফট করার জন্য প্যানেল তৈরি করলো গুজরাট সরকার, এই প্যানেলের প্রধান দায়িত্বে রয়েছেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপ্রতি Ranjana Desai

◆ 8. ডি গুকেশকে হারিয়ে টাটা স্টিল মাস্টার্স চেস খেতাব জিতলো R Praggnanandhaa

◆ 9. এগ্রিটেক এক্সেলেন্সের জন্য AI-চালিত সেন্টার অফ এক্সেলেন্স AgriHub লঞ্চ করলো MeitY এবং IIT ইন্দোর 

◆ 10. Whatsapp এর মাধ্যমে পরিষেবা প্রদান করতে অন্ধ্রপ্রদেশ সরকার 'Mana Mitra' নামক গভারন্যান্স ইনিশিয়েটিভ লঞ্চ করলো