আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 73

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 73


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. কিছু সংখ্যার গড় হলো 37 । যদি 3/5 সংখ্যার প্রতিটি 7 বাড়ানো হয় এবং বাকি থাকা প্রত্যেকটি 9 কমানো হয় তবে সংখ্যাগুলির গড় কত ?
[A] 35.8
[B] 38.5
[C] 37.6 
[D] 36.7

2. 713 টাকা তিনটে অংশ A, B এবং C তে 1/2 : 2/3 : 3/4 অনুপাতে ভাগ করা হলো, তবে C কোনটির সমান ?/
[A] 209 টাকা
[B] 297 টাকা
[C] 270 টাকা
[D] 279 টাকা 

3. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 18000 টাকা এবং ডিসকাউন্ট দেওয়া হয় 12% । 14414.40 টাকায় বিক্রয়মূল্য আনতে হলে অতিরিক্ত কত ছাড় দিতে হবে ?
[A] 11%
[B] 8%
[C] 9% 
[D] 10%

4. একজন ব্যবসায়ী ক্রয়মূল্যের 40% বাড়িয়ে ধার্য্যমূল্য স্থির করে । সে দুটি ক্রমিক ছাড় দেয় একটি 25% এবং অন্যটি কোনো এক বিশেষ গ্রাহককে 16% । যার ফলে তার ক্ষতি হয় 590 টাকা । উক্ত গ্রাহককে সে কত টাকায় দ্রব্যটিকে বিক্রি করে ?
[A] ₹4240
[B] ₹4320
[C] ₹4410 
[D] ₹4400

5. A এবং B একটি কাজ যথাক্রমে 36 দিন এবং 48 দিনে করতে পারে । তারা একসাথে 12 দিন কাজ করে । বাকি কাজ C একা 10 দিনে করতে পারে । প্রকৃত কাজের 62.5% করতে A এবং C র একত্রে কত দিন সময় লাগবে ?
[A] 9 দিন 
[B] 12 1/2 দিন
[C] 14 2/5 দিন
[D] 10 দিন

6. কোনো মূলধন 5 বছরে সরল সুদে হয় 750 টাকা এবং 6 বছরে হয় 800 টাকা । মুলধনটি হলো :
[A] ₹500 
[B] ₹680
[C] ₹550
[D] ₹650

7. বার্ষিক 12% হারে তিনমাস অন্তর সুদের পর্বে 9 মাসে 15,600 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] ₹1446.54 
[B] ₹1972.40
[C] ₹1925.75
[D] ₹1969.25

8. যদি P : Q = 2 : 3 হয় তবে (2P + Q) : (5P – 3Q) এর মান কত ?
[A] 4 : 3
[B] 2 : 5
[C] 7 : 1 
[D] 3 : 8

9. একই সরল সুদের হারে কোনো নিৰ্দিষ্ট মূলধন 5 বছরে হয় 13860 টাকা এবং 8 বছরে হয় 16776 টাকা । 20,000 টাকার উপর একই সুদের হারে 3 2/5 বছরে সরল সুদ কত হবে (₹) ?
[A] 7344 
[B] 7434
[C] 6374
[D] 6473

10. যদি কোনো পূর্ণসংখ্যা k, 3, 5 এবং 10 দ্বারা বিভাজ্য হয় তবে এই সকল সংখ্যা দ্বারা বিভাজ্য পরবর্তী বৃহত্তর পূর্ণসংখ্যাটি কত হবে ?
[A] k + 2
[B] k + 20
[C] k + 10
[D] 2k 

11. তিনটি দ্রব্য প্রতিটি 500 টাকায় কেনা হয় । তাদের মধ্যে একটি 12% লাভে বিক্রি করা হয় । যদি বাকি দুটি দ্রব্য বিক্রি করা হয় এবং মোটের উপর 20% ক্ষতি ঘটে তবে বাকি দুটো দ্রব্য বিক্রি করে তার লাভ বা ক্ষতির হার কত ?
[A] 15% লাভ
[B] 25% ক্ষতি
[C] 40% ক্ষতি
[D] 36% ক্ষতি 

12. একজন দোকানদার একটি ওভেন 15000 টাকায় কেনে এবং 19200 টাকায় বিক্রি করে । সে সারাতে খরচ করে 350 টাকা এবং পরিবহনে খরচ হয় 650 টাকা । তার লাভ বা ক্ষতি কত ?
[A] 20% লাভ 
[B] 21% ক্ষতি
[C] 20% ক্ষতি
[D] 21% লাভ

13. A এবং B একত্রে 4655 টাকা আছে । যদি A র টাকার 4/15 অংশ, B র টাকার 2/5 এর সাথে সমান হয় তবে B এর টাকা কত ?
[A] ₹9310
[B] ₹1680
[C] ₹2311
[D] ₹1862 

14. সীমা এবং গিতা একই সময়ে স্থান A থেকে স্থান B র দিকে যাত্রা শুরু করে, যেটি A থেকে 90 km দূরে অবস্থিত । সীমা, গিতার থেকে 3 km প্রতি ঘন্টা কম বেগে যায় । গিতা B তে পৌঁছায় এবং ফিরতে শুরু করে, স্থান B থেকে 15 km দূরে সীমার সাথে তার সাক্ষাৎ হয় । গীতার বেগ কত (km/h) ?
[A] 12
[B] 10.5 
[C] 7.5
[D] 9

15. মান নির্ণয় :
78 ÷ 13 এর 5 – [48 ÷ 72 × 3 – 15 ÷ 8 × (23 – 29) – 17 ] এর 4
[A] 5 1/4
[B] 4 1/5
[C] 15 1/4
[D] 16 1/5 

16. মান নির্ণয় :
42 1/5 ÷ [36 + 2/3 এর 15 – (24 ÷ 8 + 4/5)]
[A] 1 
[B] 10
[C] 15
[D] 5

17. A, B এবং C এর গড় ওজন 60 কেজি । যদি A এবং B এর গড় ওজন 45 কেজি হয় তবে C এর ওজন কত ?
[A] 80 kg
[B] 70 kg
[C] 60 kg
[D] 90 kg 

18. A একটি কাজ দৈনিক 6 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পন্ন করে এবং B এটি দৈনিক 5 ঘন্টা করে খেটে 10 দিনে সম্পন্ন করে । তারা একসাথে প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে, কতদিনে কাজটি সম্পন্ন হবে ?
[A] 6 4/7
[B] 5 4/7
[C] 3 4/7 
[D] 2 4/7

19. একটি জলাশয়ের দৈর্ঘ্য 15 m, প্রস্থ 10 m এবং গভীরতা 3 m । 2.5 m গভীরতা পর্যন্ত জল ভর্তি করা হলো । জলাশয়ে কতটা (কিলো লিটার) জল আছে ?
[A] 370.5
[B] 375 
[C] 450
[D] 475

20. রাধার সঞ্চয় তার খরচের 40% এর সমান । যদি তার সঞ্চয় 25% বৃদ্ধি পায় এবং খরচ 40% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় কত হ্রাস/বৃদ্ধি পাবে ?
[A] 15% বৃদ্ধি
[B] 12.5% বৃদ্ধি
[C] 15% হ্রাস
[D] 12.5% হ্রাস 

21. একটি ট্রেনের বেগ 80 km/h । 10.20 a.m থেকে 1.50 p.m পর্যন্ত এটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো -
[A] 250 km
[B] 260 km
[C] 280 km 
[D] 240 km

22. বর্গক্ষেত্রের একটি কর্ণ 2.6 m দীর্ঘ হলে এটির ক্ষেত্রফল কত ?
[A] 1.25 বর্গমি
[B] 3.38 বর্গমি 
[C] 2.42 বর্গমি
[D] 3.50 বর্গমি

23. ₹299.20 দামে একটি দ্রব্য বিক্রি করে, একজন বিক্রেতার 12% ক্ষতি হয় । যদি সে এটি ₹350.20 দামে বিক্রি করে তবে তার :
[A] 1.5% লাভ
[B] 3% ক্ষতি
[C] 1.5% ক্ষতি
[D] 3% লাভ 

24. সীতা 900 র মধ্যে 756 স্কোর করে এবং তার ভাই অভি 500 র মধ্যে 350 স্কোর করে । অভির আরো কত বেশি স্কোর করতে হবে যাতে সীতার সাথে তার স্কোর শতাংশ একই হয় ?
[A] 65
[B] 80
[C] 70 
[D] 60

25. ধরি, x হলো সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে 6564, 7416 এবং 8907 কে ভাগ করা হলে, প্রত্যেকক্ষেত্রে একই ভাগশেষ থাকে । x এর অঙ্কগুলির সমষ্টি কত ?
[A] 9
[B] 5
[C] 10
[D] 6 





Answers and Solutions ::