আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 72

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 72


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর 12% বার্ষিক হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 1590 টাকা । দ্বিগুন সময়ে এবং অর্ধবার্ষিক হারে ওই মূলধনের উপর সরল সুদ কত হবে ?
[A] ₹1400
[B] ₹1800
[C] ₹1500 
[D] ₹1600

2. ঊর্ধক্রমে সাজানো 5 টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় যদি 11 হয় তবে শেষ 3 টি সংখ্যার গড় কত ?
[A] 11
[B] 12
[C] 13 
[D] 9

3. মান নির্ণয় :
2 ÷ 1/5 এর (4 + 4 ÷ 2) + [1/2 ÷ 25/4 – 4]
[A] – 119/75
[B] – 161/75
[C] – 169/75 
[D] – 419/75

4. 110 m দীর্ঘ এবং 70 m চওড়া একটি আয়তকার পার্ক আছে । দুটি ক্রস পথ, প্রতিটি 6 m চওড়া, বাহুর সামন্তরাল করে তৈরি করা হলো । এই পথ তৈরি করতে প্রতি বর্গমিটার খরচ হয় ₹175 । এই পথ তৈরি করতে মোট কত খরচ হবে ?
[A] 178250
[B] 197200
[C] 182700 
[D] 187520

5. প্রকৃত বিক্রয়মূল্যের 18/25 অংশে একটি দ্রব্য বিক্রি করে, 19% ক্ষতি হয় । প্রকৃত বিক্রয়মূল্যে বিক্রি করলে লাভের হার কত হবে ?
[A] 12.5% 
[B] 15%
[C] 12%
[D] 15.5%

6. এক ব্যক্তি গ্রাম থেকে হাসপাতালে যায় 30 km/h এবং ফিরে আসে 2 km/h বেগে । যদি সমগ্র যাত্রাপথে 4 ঘন্টা 36 মিনিট সময় লাগলে, গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব কত হবে ? wrong otions
[A] 17 1/4 km 
[B] 15 1/4 km
[C] 15 3/4 km
[D] 17 3/4 km

7. A, B, C এবং D এর মধ্যে কোনো টাকা 5 : 2 : 4 : 3 অনুপাতে ভাগ করা হলো । যদি A, D র থেকে 1000 টাকা বেশি পায় তবে C এর ভাগ কত ?
[A] 1000
[B] 2500
[C] 2000 
[D] 500

8. A এর 39% এবং B এর 42% এর গড়, A এবং B এর অন্তরের তিনের-পাঁচ অংশ । B, A এর শতকরায় নির্ণয় করো ।
[A] 25%
[B] 75%
[C] 50% 
[D] 150%

9. 900 টাকার উপর 5% বার্ষিক সরল সুদের হারে 810 টাকা সুদ পাওয়া যায়, সময়টি নির্ণয় করো -
[A] 18 বছর 
[B] 10 বছর
[C] 16 বছর
[D] 15 বছর

10. 175 টাকা ধার্য্যমূল্য এর একটি পেন দুটি ক্রমিক ছাড়ে 129.15 টাকায় বিক্রি করা হয় । যদি প্রথম ছাড়টি 10% হয় তবে দ্বিতীয় ছাড়টি কত ?
[A] 15%
[B] 10%
[C] 12%
[D] 18% 

11. A একটি কাজ 25 দিনে সম্পূর্ণ করে এবং B এটি সম্পূর্ণ করে 30 দিনে । যদি তারা একসাথে 5 দিনে করতে পারে, তবে কত ভগ্নাংশ কাজ পড়ে থাকবে ?
[A] 17/20
[B] 30/19
[C] 21/30
[D] 19/30 

12. 7281 টাকায় একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হয় । 10% লাভ করতে হলে তাকে কত টাকায় এটি বিক্রি করতে পারবে ?
[A] 7799
[B] 7299
[C] 8090
[D] 8899 

13. বছরের শুরুতে একটি শহরের জনসংখ্যা ছিল 850000 । প্রথম বছর, প্রতি হাজারে 12 জন হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, এবং পরের বছর, 1% হারে জনসংখ্যা হ্রাস পায় । 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
[A] 852025
[B] 851598 
[C] 817546
[D] 852348

14. বিয়ের সময় স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 20 বছর । 6 বছর পর, তাদের একটি 2 বছরের সন্তান আছে । পরিবারের বর্তমান গড় কত ?
[A] 18 বছর 
[B] 15 বছর
[C] 16 বছর
[D] 20 বছর

15. 1014 এর সাথে নূন্যতম কত সংখ্যা যোগ করতে হবে যাতে প্রাপ্ত সংখ্যাটি 3, 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য হয় এবং কোনো ভাগশেষ থাকে না :
[A] 54
[B] 6 
[C] 10
[D] 8

16. সুরজ একটি কাজ করতে ততটাই সময় নেয়, যতটা মনোজ এবং রাজেশ একসাথে সেই কাজটা করতে সময় নেয় । যদি রাজেশ একা কাজটি 28 দিনে করতে পারে এবং সুরজ ও মনোজ একসাথে কাজটি 14 দিনে করতে পারে তবে মনোজ একা কাজটি কতদিনে করতে পারবে ?
[A] 42
[B] 56 
[C] 45
[D] 60

17. একটি বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 4 : 3 : 2 । যদি দৈর্ঘ্য 50% বৃদ্ধি পায় এবং উচ্চতা 40% হ্রাস পায় তবে বক্সের নতুন আয়তন ও আগের আয়তনের মধ্যে অনুপাত কত ?
[A] 9 : 10 
[B] 11 : 8
[C] 3 : 2
[D] 1 : 3

18. একটি সংখ্যার তিনের-আটের অর্ধেকের দুই-তৃতীয়াংশ 40 হয় । ওই সংখ্যার 80% কত ?
[A] 256 
[B] 325
[C] 428
[D] 128

19. 300 কিমি দূরবর্তী দুটি স্টেশন থেকে দুটি ট্রেন একই সময়ে যাত্রা শুরু করে এবং একে অপরের বিপরীত দিকে যাওয়ার সময় একটি স্টেশন থেকে 180 km দূরে একে অপরকে অতিক্রম করে । তাদের বেগের অনুপাত কত ? 
[A] 4 : 3
[B] 2 : 3
[C] 3 : 2 
[D] 3 : 4

20. 2495 এর সাথে নূন্যতম কোন সংখ্যা যোগ করতে হবে যাতে যোগফলটি 6, 4 এবং 3 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় ?
[A] 5
[B] 3
[C] 0
[D] 1 

21. রাজেশ একটি সাইকেল 1400 টাকায় কেনে এবং 40% ক্ষতিতে বিক্রি করে । সাইকেলটির বিক্রয়মূল্য কত ?
[A] 1220
[B] 840 
[C] 1344
[D] 1200

22. যদি P : Q = 2 : 3 এবং Q : R = 3 : 4 হয় তবে P + Q : Q + R এর অনুপাত কত ?
[A] 7 : 5
[B] 5 : 7 
[C] 9 : 7
[D] 7 : 9

23. একটি বইয়ের ক্রয়মূল্য 250 টাকা । যদি বইটির উপর 10%, 15% এবং 20% এর ক্রমিক ছাড় দেওয়া হয় তবে বইটির উপর মোট ছাড় কত ?
[A] 38.8% 
[B] 29%
[C] 32.5%
[D] 35%

24. ₹18527 টাকা A, B এবং C এর মধ্যে ভাগ করা এমনভাবে যাতে A ও B এর অনুপাত 4 : 7 এবং B ও C এর অনুপাত হয় 5 : 6 । A এর ভাগ কত (₹) ?
[A] 8022
[B] 6685
[C] 3820 
[D] 2865

25. মান নির্ণয় :
(17 – 9) + (57 – 10 ÷ 5 এর 2) ÷ 4
[A] 22 
[B] 12
[C] 6
[D] 23






Answers and Solutions ::