আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 68

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 68


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. যদি একটি চোঙের ভূমি ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায় এবং এটির উচ্চতা 33 1/3% হ্রাস পায় তবে আয়তনের শতকরা পরিবর্তন কত হবে ?
[A] 0.4% হ্রাস
[B] 2% বৃদ্ধি
[C] 4% হ্রাস 
[D] 2% হ্রাস

2. 45 km/h বেগে চলমান একটি ট্রেন একটি বাড়িকে অতিক্রম করে 12 সেকেন্ডে । ট্রেনের দৈর্ঘ্য কত ?
[A] 150 m 
[B] 10 m
[C] 230 m
[D] 180 m

3. মাসিক চক্রবৃদ্ধি সুদে, 7500 টাকার উপর বার্ষিক 24% হারে 3 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 459 
[B] 439
[C] 303
[D] 465

4. যদি (a+b–c) : (b+c–a) : (a+c–b) = 4 : 5 : 9 হয় তবে a–b : c–b : c–a = ?
[A] 4 : 1 : 5
[B] 5 : 1 : 4
[C] 1 : 4 : 5
[D] 4 : 5 : 1 

5. একটি মিশ্রণে আলকোহল ও জলের অনুপাত 3 : 4 । 8 লিটার জল মেশালে, আলকোহল ও জলের অনুপাত হয় 5 : 8 । মিশ্রণের প্রকৃত পরিমান কত ?
[A] 70 
[B] 63
[C] 35
[D] 84

6. X, Y এর দ্বিগুন সময় নেয় এবং Z এর তিনগুন সময় নেয় একটি কাজ সম্পন্ন করতে । তারা একসাথে কাজ করলে, এটি 2 দিনে সম্পন্ন হয় । Y একা কাজটি কতদিনে সম্পন্ন করবে ?
[A] 14 দিন
[B] 10 দিন
[C] 12 দিন
[D] 6 দিন 

7. একটি ইস্ত্রী 210 টাকায় কেনা হয় । এটির MRP নির্ণয় করো যদি এটির উপর 5% ছাড় দেওয়ার পরও 90% লাভ হয় ?
[A] ₹385.50
[B] ₹524
[C] ₹630
[D] ₹420 

8. অমিত 5 টি বিষয়ে গড়ে 72 নম্বর পায় । এগুলির মধ্যে যদি 3 টি বিষয়ের গড় 70 হয় তবে বাকি বিষয় গুলির গড় কত ?
[A] 25
[B] 75 
[C] 50
[D] 71

9. চারটি সংখ্যার অনুপাত 2 : 3 : 5 : 7 এবং তাদের গসাগু হলো 6 । বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বর্গের সমষ্টি কত ?
[A] 486
[B] 324
[C] 54
[D] 1908 

10. যদি P, Q এর 220% হয় তবে P + Q এর কত শতাংশ Q হবে ?
[A] 37%
[B] 48.15%
[C] 31.25% 
[D] 25%

11. মান নির্ণয় :
(2/5 এর 7 1/2 ÷ 2 1/4) + (5 1/2 ÷ 3 2/3 এর 6) – 1 1/3 × 5/8
[A] 3/2
[B] 1/4
[C] 2/3
[D] 3/4 

12. একটি দ্রব্য ক্রয়মূল্য এর 11/8 গুনে বিক্রি করা হয় । লাভের হার কত ?
[A] 36.5%
[B] 35%
[C] 37.5% 
[D] 36%

13. একটি লেনদেনে, লাভের হার হলো ক্রয়মূল্যের 48% । যদি ক্রয়মূল্য 20% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয়মূল্য একই থাকে তবে লাভের শতাংশ কত হ্রাস পাবে ?
[A] 14.67%
[B] 24.67% 
[C] 34.67%
[D] 24.0%

14. ক্রয়মূল্যের উপর 12% ছাড় দিয়ে একজন বিক্রেতা 18% লাভ করে । যদি ক্রয়মূল্য ₹16,500 হয় তবে বিক্রয়মূল্য কত ?
[A] ₹17,354.60
[B] ₹16,155.50
[C] ₹17,550
[D] ₹17,133.60 

15. 243 m দীর্ঘ একটি ট্রেন 60 km/h বেগে 42 সেকেন্ডে একটি টানেলকে অতিক্রম করে । টানেলের দৈর্ঘ্য হলো :
[A] 457 
[B] 467
[C] 477
[D] 447

16. একটি নিৰ্দিষ্ট মুলধনকে 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য রাখা হয় । এটি 964 টাকা বেশি সুদ দেবে যদি বার্ষিকের পরিবর্তে অর্ধবার্ষিক পর্বে হিসেব করা হয় । মূলধনের পরিমান কত ?
[A] ₹40,000 
[B] ₹80,000
[C] ₹60,000
[D] ₹70,000

17. পাঁচ অঙ্কের নূন্যতম সংখ্যাটি নির্ণয় করো যেটি 18, 21 এবং 24 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়
[A] 10080 
[B] 10286
[C] 11310
[D] 10060

18. একটি বৃত্তাকার বাগানের পরিসীমা হলো 506 m । ₹14/m^2 রেটে বাগানটি লেভেল করতে কত খরচ হবে ?
[A] 251831
[B] 312581
[C] 285131 
[D] 218531

19. যদি A এর 10% = B হয় তবে B% এর 20 কোনটির সমান ?
[A] 2% এর A 
[B] 5% এর A
[C] 3% এর A
[D] 4% এর A

20. মান নির্ণয় :
[ 3/7 ÷ 3/7 × 3/7]/[3/7 ÷ 3/7 এর 3/7] – 9/49
[A] 40/49
[B] 0 
[C] 1
[D] 9/49

21. 5000 টাকার উপর 2 বছরে বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে অন্তর কত ?
[A] ₹64
[B] ₹84
[C] ₹48
[D] ₹32 

22. যদি x : 2y = 4 : 9 এবং 2 : x = 3 : 4 হয় তবে y এর মান কত ?
[A] 4
[B] 3 
[C] 5
[D] 6

23. A, B এবং C একটি কাজ 5 দিন, 6 দিন এবং 8 দিনে সম্পন্ন করতে পারে যথাক্রমে । যদি তারা একসাথে কাজ করে এবং কাজের জন্য ₹2950 পায় তবে B কত টাকা পায় ?
[A] ₹1200
[B] ₹1000 
[C] ₹1150
[D] ₹1050

24. একজন বিক্রেতা দুটি দ্রব্য A এবং B 600 টাকায় কেনে । সে A কে 20% লাভে এবং B কে 10% ক্ষতিতে বিক্রি করে । যদি সে মোটের উপর 8% লাভ করে তবে A দ্রব্যটির ক্রয়মূল্য কত (₹) ?
[A] 350
[B] 360 
[C] 375
[D] 380

25. 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যদি নতুন এক ব্যক্তি তাদের মধ্যে 50 কেজি ওজনের একজনকে রিপ্লেস করে । নতুন ব্যক্তির ওজন কত ?
[A] 52 kg
[B] 58 kg
[C] 70 kg 
[D] 72 kg 





Answers and Solutions ::