আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 67

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 67


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. একটি জুতো কোম্পানি 25% ছাড় দেয় এবং তারপর আরো 42% ছাড় দেয় । 2800 টাকা জোড়া জুতোর অন্তিম দাম কত ? 
[A] 1220 
[B] 1228
[C] 1218 
[D] 1210

2. একজন দোকানদার 600 টি লেবু এবং 400 টি কলা কেনে । সে দেখে যে 30% লেবু এবং 18% কলা পচে গেছে । কত শতাংশ ফল এখনও ভালো আছে ?
[A] 64.8
[B] 70.8
[C] 78.8
[D] 74.8 

3. একটি সংখ্যা যেটি 1 এর থেকে বড়, যখন 4, 5 এবং 6 দ্বারা ভাগ করা হয় তখন প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ পাওয়া যায় । 500 র থেকে ছোটো সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি প্রদত্ত শর্তকে সিদ্ধ করে ।
[A] 483 
[B] 493
[C] 486
[D] 484

4. মান নির্ণয় : 
 [52 – 4 এর (17 – 12) + 4×7] ÷ [30÷15 × 5]
[A] 6 
[B] 8
[C] 10
[D] 12

5. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 । যদি প্রথম সংখ্যার 60% হয় 144 তবে দ্বিতীয় সংখ্যার 30% কত হবে ? 
[A] 69
[B] 120
[C] 96 
[D] 92

6. 10 টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় হলো 46 । ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটির গড় কত ? 
[A] 54
[B] 46 
[C] 50
[D] 38

7. তিনটি সংখ্যার গড় 180 । যদি তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 1/3 এর থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যার থেকে 5 কম তবে তৃতীয় সংখ্যাটি কত ? 
[A] 103
[B] 115
[C] 113 
[D] 118

8. একজন ব্যক্তি একটি নৌকা স্রোতের দিকে 9 km/h বেগে এবং স্রোতের বিপরীতে 7 km/h বাইতে পারে । স্রোতের বেগ কত ? 
[A] 1 km/h 
[B] 1.5 km/h
[C] 2 km/h
[D] 3/4 km/h

9. কোনো মূলধন সরল সুদের হারে 3 বছর পর হয় 37,200 টাকা এবং 5 বছর পর হয় 42,000 টাকা । একই মূলধনের উপর 6% বার্ষিক সুদের হারে 8 বছরে কত সরল সুদ হবে ? 
[A] 14,000
[B] 14,750
[C] 14,260
[D] 14,400 

10. একজন বিক্রেতা তার স্টকের 1/4 অংশ 25% লাভে বিক্রি করে এবং বাকি স্টক সে 19% লাভে বিক্রি করে । তার মোট লাভের হার কত ? 
[A] 22.5%
[B] 20.5% 
[C] 18.7%
[D] 12.9%

11. দুটি সংখ্যা, একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 28% বেশি । দুটি সংখ্যার অনুপাত কত ? 
[A] 2 : 7
[B] 27 : 32 
[C] 5 : 6
[D] 5 : 9

12. যদি X ও Y একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে, Y ও Z এটি 12 দিনে এবং Z ও X এটি 15 দিনে সম্পূর্ণ করতে পারে তবে X একা কাজটি কতদিনে সম্পন্ন করবে ? 
[A] 24 দিন 
[B] 20 দিন
[C] 28 দিন
[D] 30 দিন

13. দুটি সংখ্যার যোগফল 342 এবং তাদের গসাগু 19 । এমন কত জোড়া সংখ্যা হতে পারে ? 
[A] 3 
[B] 2
[C] 6
[D] 4 

14. যদি P একটি কাজের 1/3 অংশ করতে পারে 6 দিনে এবং Q একই কাজের 1/4 অংশ সম্পন্ন করে 9 দিনে তবে P এবং Q একসাথে কাজ করলে Q কত টাকা পাবে যদি তাদেরকে আগে থেকে 210 টাকা মজুরি দেওয়া হয়ে থাকে ? 
[A] 70 টাকা 
[B] 95 টাকা
[C] 105 টাকা
[D] 140 টাকা

15. যখন একটি দ্রব্যকে 242.50 টাকায় বিক্রি করা হয় তখন ক্ষতি হয় 3% । যদি দ্রব্যটির উপর 13% লাভে বিক্রি করতে হয় তবে বিক্রয়মূল্য কত হবে ? 
[A] ₹275.80
[B] ₹270.40
[C] ₹300.60
[D] ₹282.50 

16. 12,100 টাকা কে দুটো অংশে ভাগ করো যাতে এগুলিকে বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছর এবং 4 বছরের জন্য বিনিয়োগ করা যায় যথাক্রমে এবং প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয় । দুটি অংশের অন্তরের 75% কত ? 
[A] 225 
[B] 200
[C] 300
[D] 400

17. একটি ধাতব স্ল্যাপের পরিমাপ 16 cm × 12 cm × 9 cm, এটিকে গলিয়ে একটি ঘনক তৈরি করা হলো । ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত (বর্গসেমি) ? 
[A] 865
[B] 864 
[C] 880
[D] 860

18. সরল সুদের হারে কোনো নিৰ্দিষ্ট মূলধন 3 বছরে হয় ₹17,925 এবং 7 বছরে হয় ₹21,825 । আগের সুদের হারের দ্বিগুন হারে, ₹18500 এর উপর 4 2/5 বছরে সরল সুদ কত হবে (₹) ? 
[A] 7625
[B] 8245
[C] 10,582 
[D] 9876

19. এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে যায় 4 km/h বেগে এবং ফিরে আসে 2 km/h বেগে । যেতে আসতে তার যদি 6 ঘন্টা সময় লাগে তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত ? 
[A] 8 km 
[B] 8.5 km
[C] 6 km
[D] 4 km

20. একজন বিক্রেতা 12 টা 20 টাকা দামে ক্যান্ডি কেনে এবং 6 টা 12 টাকা দামে বিক্রি করে । তার লাভ বা ক্ষতির হার কত ? 
[A] 25% ক্ষতি
[B] 15% লাভ
[C] 20% লাভ 
[D] 30% ক্ষতি

21. মান নির্ণয় : 
 5 ÷ [6 এর 2 + (3 × 7 ÷ (5 এর 3))]
[A] 17/25
[B] 67/5
[C] 25/67 
[D] 67/15

22. যদি a/b = 7/5 হয় তবে (5a + 4b)/(5a – 4b) = ?
[A] 11/3 
[B] 7/8
[C] 5/7
[D] 3/11

23. x টাকা A, B এবং C এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে A এবং B এর ভাগের অনুপাত 3 : 5 এবং B এবং C এর মধ্যে অনুপাত 4 : 7 হয় । B এবং C এর ভাগের মধ্যে অন্তর যদি 1455 টাকা হয় তবে x এর মান কত ?
[A] ₹5335
[B] ₹6944
[C] ₹6499 
[D] ₹3395

24. 6 cm উচ্চতা এবং 16 cm ভূমি ব্যাস বিশিষ্ট একটি চোঙ এর টুকরো থেকে একটি নিরেট শঙ্কু আকৃতির টুকরো থেকে কেটে তৈরি করা হলো । শঙ্কুটির উচ্চতা এবং ভূমি ব্যাস চোঙের সাথে একই । বাকি থাকা নিরেট অংশের মোট ক্ষেত্রফল কত ? 
[A] 440 π বর্গসেমি
[B] 210 π বর্গসেমি
[C] 220 π বর্গসেমি
[D] 240 π বর্গসেমি 
 
25. একজন বিক্রেতা ধার্য্যমূল্য এর উপর 25% ছাড় দেয় । অন্য একজন বিক্রেতা একই ধার্য্যমূল্য এর উপর 5%, 12% এবং 10% এর ক্রমিক তিনটে ছাড় দেয় । দুজন বিক্রেতার মধ্যে ছাড়ের পার্থক্য কত ? 
[A] 1.12%
[B] 2.00%
[C] 1.00%
[D] 0.24% 






Answers & Solutions ::