আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 43 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 43 (MCQ)
*****************************
1. কত সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?
Ⓐ 1930
Ⓑ 1931
Ⓒ 1932
Ⓓ 1935
Ans : (C)
★ উক্ত সালে গান্ধীজি এবং ভিমরাও আম্বেদকরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়
★ বি আর আম্বেদকর তিনটি গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন
2. নিম্নের কোন সম্রাট তাঞ্জরে দুর্গামন্দির প্রতিষ্ঠা করেন ?
Ⓐ বিজয়ালয়
Ⓑ প্রথম রাজরাজ
Ⓒ প্রথম রাজেন্দ্র
Ⓓ কুলোতুঙ্গ
Ans : (A)
★ তাঁর কার্যকাল ছিল 850 - 871 খ্রিস্টাব্দ
★ তিনি ছিলেন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
★ রাজধানী - তাঞ্জর
3. নিম্নের কার আমলে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ?
Ⓐ দ্বিতীয় আকবর শাহ
Ⓑ দ্বিতীয় শাহ আলম
Ⓒ দ্বিতীয় বাহাদুর শাহ
Ⓓ মহম্মদ শাহ
Ans : (B)
★ 1764 সালে এই যুদ্ধ ঘটে
এলাহাবাদের সন্ধিও তার আমলে স্বাক্ষরিত হয়
★ 1765 সালে তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী দেন ব্রিটিশদের
4. তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল ?
Ⓐ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ
Ⓑ মির নিসার আলি
Ⓒ মির্জা মহম্মদ
Ⓓ গোবিন্দ ধুন্দুপন্থ
Ans : (C)
★ তিতুমীর এর আসল নাম - মির নিসার আলি
★ সিরাজ উদ-দৌলা - মির্জা মহম্মদ
★ নানা সাহেব - গোবিন্দ ধুন্দুপন্থ
5. নিম্নের কোন সম্রাট অবন্তীর প্রদ্যত বংশ ধ্বংস করে সমগ্র পশ্চিম ভারত মগধের অন্তর্ভুক্ত করেন ?
Ⓐ কালাশোক
Ⓑ উদয়িন
Ⓒ শিশুনাগ
Ⓓ মহাপদ্মনন্দ
Ans : (C)
★ এটি ছিল তাঁর সবচেয়ে বড় কীর্তি
★ তাঁর কার্যকাল - 413 - 345 খ্রিষ্টপূর্ব
★ তিনি অস্থায়ীভাবে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন
6. কত সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন ?
Ⓐ 1935
Ⓑ 1945
Ⓒ 1942
Ⓓ 1939
Ans : (D)
★ 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি হন
★ 1939 সালে ত্রিপুরি অধিবেশনে সভাপতি পদে নিযুক্ত হন
★ তিনি মহাত্মা গান্ধী কে রাষ্ট্রপিতা বা জাতীয় পিতা আখ্যা দেন
7. অমৃত বাজার পত্রিকাটির প্রতিষ্ঠাতা / সম্পাদক কে ছিলেন ?
Ⓐ শিশির কুমার ঘোষ
Ⓑ গিরিশ চন্দ্র ঘোষ
Ⓒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓓ বিপিনচন্দ্র পাল
Ans : (A)
★ এছাড়া তাঁর সঙ্গে ছিলেন মতিলাল ঘোষ
★ গিরিশ চন্দ্র ঘোষ - হিন্দু প্যাট্রিয়ট
★ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - বঙ্গদর্শন
★ বিপিনচন্দ্র পাল - পরিদর্শক
8. নিকোলো কন্টি কার আমলে ভারতে এসেছিলেন ?
Ⓐ মহম্মদ বিন তুঘলক
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ প্রথম দেবরায়
Ans : (D)
★ মহম্মদ বিন তুঘলক আমলে এসেছিলেন - ইবন বতুতা
★ জাহাঙ্গীর - পেলমার্ট
★ শাহজাহান - তাভার্নিয়ে
9. চান্দেরীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1528
Ⓑ 1527
Ⓒ 1556
Ⓓ 1526
Ans : (A)
★ বাবর এই যুদ্ধে মেদিনী রাই কে পরাজিত করে
★ কুষানদের পরে একমাত্র তিনি যে কাবুল ও কান্দাহার কে ভাররতের সাথে যুক্তি করেন
10. নিম্নের কোন শাসক হাসান গাঙ্গু নামে পরিচিত ছিলেন ?
Ⓐ ইব্রাহিম আদিল শাহ
Ⓑ আলাউদ্দিন হোসেন বাহমন শাহ
Ⓒ প্রথম আহম্মদ শাহ
Ⓓ প্রথম মামুদ শাহ
Ans : (B)
★ তাঁর কার্যকাল - 1347 - 1358
★ গুলবর্গায় তিনি রাজধানী স্থাপন করেন
★ আলাউদ্দিন হোসেন বাহমনি শাহ এই উপাধি তিনি নেন
★ 1347 সালে বাহমনি রাজ্যের সিংহাসনে বসেন
11. ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্যটি হল -
Ⓐ বিহার
Ⓑ হরিয়ানা
Ⓒ তামিলনাড়ু
Ⓓ কর্ণাটক
Ans : (D)
12. যে রাজ্যের সড়কের দৈর্ঘ্য সবচেয়ে বেশি তা হল -
Ⓐ তামিলনাড়ু
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ কর্ণাটক
Ⓓ মহারাষ্ট্র
Ans : (D)
13. সিকিম ভুটানের বিদাঙ হ্রদ থেকে পশ্চিমবঙ্গের কোন উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ মহনন্দা
Ⓑরায়ডাক
Ⓒ জলঢাকা
Ⓓ আত্রেয়ী
Ans : (C)
14. হাওয়াই দ্বীপপুঞ্জ নিম্নের কোন মহাসাগরে অবস্থিত ?
Ⓐ ভারত মহাসাগর
Ⓑ প্রশান্ত মহাসাগর
Ⓒ আটলান্টিক মহাসাগর
Ⓓ আর্কটিক মহাসাগর
Ans : (B)
15. 2011 এর সেনসাস অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ স্বাক্ষরতার হার দেখা যায় ?
Ⓐ দমন এবং দিউ
Ⓑ লাক্ষাদ্বীপ
Ⓒ পুদুচেরী
Ⓓ চন্ডীগড়
Ans : (B)
16. নিম্নের কোন স্থান থেকে ভারতে ট্রপিক্যাল সাইক্লোন উৎপত্তি লাভ করে ?
Ⓐ আরব সাগর এবং প্রশান্ত মহাসাগর
Ⓑ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর
Ⓒ প্রশান্ত মহাসাগর
Ⓓ আর্কটিক মহাসাগর
Ans : (B)
17. একটি বহুযৌগিক শর্করার উদাহরণ হল -
Ⓐ শ্বেতসার
Ⓑ ল্যাকটোজ
Ⓒ মলটোজ
Ⓓ সুক্রোজ
Ans : (A)
★ এছাড়া আরো একটি বহুযৌগিক শর্করা হল - গ্লাইকোজেন
★ দ্বিশর্করা - ল্যাকটোজ, মলটোজ, সুক্রোজ
18. কোশান্তর ব্যাপন ও অভিস্রবনে সাহায্য করে নিম্নের কোন অঙ্গানু ?
Ⓐ কোশপর্দা
Ⓑ সাইটোপ্লাজম
Ⓒ ক্লোরোপ্লাস্ট
Ⓓ গলগি বডি
Ans : (A)
★ এছাড়া আরো কাজ হল - কোষমধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা, কয়েক প্রকার কোষ-অঙ্গানু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করা, সজীব কোশের বহিঃ ও অন্তমাধ্যমের একটি অভিস্রবনীয় প্রতিবন্ধকরূপে কাজ করা
19. চলন্ত গাড়ির চাকার গতি হল -
Ⓐ রৈখিক গতি
Ⓑ ঘূর্ণন গতি
Ⓒ মিশ্র গতি
Ⓓ সরল রৈখিক দোলগতি
Ans : (C)
★ যদি কোনো বস্তুর গতি চলন ও ঘূর্ণন গতির সংমিশ্রণে সম্পন্ন হয় তাকে ওই বস্তুর মিশ্রগতি বলে
★ এক্ষেত্রে চলন গতি এবং ঘূর্ণন গতি উভয়ই আছে
20. পানীয় জলে WHO স্বীকৃত আর্সেনিকের সীমা হল -
Ⓐ 0.02 mg/L
Ⓑ 0.10 mg/L
Ⓒ 0.05 mg/L
Ⓓ 0.005 mg/L
Ans : (C)
★ USPH এর স্বীকৃত সীমা - 0.05 mg/L
★ ISI স্বীকৃত সীমা - 0.02 mg/L
21. নিম্নের কোনটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ ?
Ⓐ আলোক তরঙ্গ
Ⓑ জলে উৎপন্ন তরঙ্গ
Ⓒ বিকীর্ণ তাপ তরঙ্গ
Ⓓ শব্দ তরঙ্গ
Ans : (D)
★ বাকি সব তির্যক তরঙ্গ
★ কোনো তরঙ্গের গতিপথে মাধ্যমের কনাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে সমান্তরাল হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে
★ কোনো তরঙ্গের গতিপথে মাধ্যমের কনাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে হলে তাকে তির্যক তরঙ্গ বলে
22. নিম্নের তরঙ্গগুলির মধ্যে কোনটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় ?
Ⓐ ক্যাথোড রশ্মি
Ⓑ আল্ট্রা-ভায়োলেট রশ্মি
Ⓒ ইনফ্রারেড রশ্মি
Ⓓ গামা রশ্মি
Ans : (A)
23. মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিয়োগ প্রাপ্ত হন ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ উপরাষ্ট্রপতি
Ⓒ লোকসভা অধ্যক্ষ
Ⓓ প্রধানমন্ত্রী
Ans : (A)
★ ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধান-স্বীকৃত কর্তৃপক্ষ
★ ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন
24. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কোন সালে স্থাপিত হয় ?
Ⓐ 1949
Ⓑ 1960
Ⓒ 1952
Ⓓ 1947
Ans : (C)
25. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নের কোন মডেল কে অনুসরণ করা হয়েছে ?
Ⓐ হ্যারোড-ডোমার
Ⓑ ইন্টিগ্রেশন
Ⓒ মহলানবিশ
Ⓓ ক্যাপিটাল
Ans : (A)
★ 1951 - 1956 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু করা হয় এবং প্রধানত প্রাথমিক খাতের উন্নয়নে মনোনিবেশ করা হয়
★ এই পাঁচ বছরের পরিকল্পনার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু এবং গুলজারীলাল নন্দা ছিলেন সহ-সভাপতি
26. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নিম্নের কোনটির একটি ফ্লাগশিপ স্কীম ?
Ⓐ মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
Ⓑ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এন্ড ফার্মারস ওয়েলফেয়ার
Ⓒ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্ত্রাপ্রিনিউরশিপ
Ⓓ মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস
Ans : (C)
27. গুরু পঙ্কজ চরণ দাস কোন ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যের সাথে যুক্ত আছেন ?
Ⓐ মণিপুরী
Ⓑ ওডিসি
Ⓒ মোহিনীঅট্টম
Ⓓ কথক
Ans : (B)
28. 'Chukker' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ⓐ দাবা
Ⓑ খোখো
Ⓒ পোলো
Ⓓ ভলিবল
Ans : (C)
29. নিম্নের কোন ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি আসামে ?
Ⓐ সাত্ৰীয়া
Ⓑ কথক
Ⓒ কুচিপুরী
Ⓓ ওডিসি
Ans : (A)