আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 42 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 42 (MCQ)

*****************************


1. চম্পারণ সত্যাগ্রহ কোন সালে সংঘটিত হয় ?
Ⓐ 1918
Ⓑ 1919
Ⓒ 1915
Ⓓ 1917 

Ans : (D)

■ খেদা ও আহমেদাবাদ সত্যাগ্রহ - 1918
■ 1919 সালে মন্তেগু চেমসফোর্ড সংস্কার বলবৎ হয়
■ রাওলাট আইন 1919 সালে কার্যকর হয়

2. কোন যুদ্ধের পরেই বাংলাতে ইংরেজদের সার্বভৌমত্ব স্থাপিত হয় ?
Ⓐ পলাশীর যুদ্ধ
Ⓑ বক্সারের যুদ্ধ 
Ⓒ বুড়িবালামের যুদ্ধ
Ⓓ দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ

Ans : (B)

■ 1764 সালে এটি সংঘটিত হয়
■ এই যুদ্ধের সময় মীর জাফর বাংলার গভর্নর ছিলেন
■ এই যুদ্ধে সুজা-উদ-দৌলা, শাহ আলম এবং মীরকাশিম ব্রিটিশদের কাছে পরাজিত হন

3. বিজোলিয়া আন্দোলন কোথায় সংঘটিত হয় ?
Ⓐ বাংলা
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ রাজস্থান 
Ⓓ গুজরাট

Ans : (C)

■ বাংলায় নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন ঘটে
■ মহারাষ্ট্র - রামোসি বিদ্রোহ
■ গুজরাট - খেদা সত্যাগ্রহ

4. মহাবিদ্রোহের সময় রানী লক্ষীবাঈ এর কেন্দ্র ছিল -
Ⓐ কানপুর
Ⓑ দিল্লী
Ⓒ ঝাঁসি 
Ⓓ লাখনৌ

Ans : (C)

■ কানপুর - এই কেন্দ্র থেকে নেতৃত্ব দেন নানাসাহেব, তাঁতিয়া টোপি, আজিমুল্লাহ
■ দিল্লী - এই কেন্দ্র থেকে নেতৃত্ব দেন বাহাদুর শাহ, বখত খান
■ লাখনৌ - এই কেন্দ্র থেকে নেতৃত্ব দেন বেগম হজরত মহল

5. নিম্নের কে Liberator of Press নামে পরিচিত ছিলেন ?
Ⓐ লর্ড অকল্যান্ড
Ⓑ লর্ড এলেনবোরো
Ⓒ লর্ড হার্ডিঞ্জ
Ⓓ স্যার চার্লস মেটকাফ 

Ans : (D)

■ তিনি ভারণাকুলার প্রেস এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন
■ তার আমলেই Press Law পাশ করেন
■ তার কার্যকাল - 1835 - 36

6. নিম্মের কোন মারাঠা শাসক তোরনা দুর্গটি অধিকার করে ?
Ⓐ রাজারাম
Ⓑ তারাবাঈ
Ⓒ শম্ভুজী
Ⓓ শিবাজী 

Ans : (D)

■ এটি বিজাপুরে অবস্থিত ছিল
■ এরপর তিনি রায়গড়, চকন, সিংহগড়, বড়মতি, ইন্দ্রপুর, পুরদর ও কোদর প্রভৃতি স্থানের দুর্গগুলি জয় করেন

7. কোন আন্দোলনের সময় চৌরিচৌরা ঘটনাটি ঘটে ?
Ⓐ আইন অমান্য আন্দোলন
Ⓑ অসহযোগ আন্দোলন 
Ⓒ চম্পারণ সত্যাগ্রহ
Ⓓ ভারত ছাড়ো আন্দোলন

Ans : (B)

■ অসহযোগ আন্দোলনের সময়কাল 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি হিসাবে ধরা হয়
■ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল এবং 1922 সালের চৌরি চৌরা ঘটনার কারণে তা প্রত্যাহার করা হয়েছিল।

8. সমুগড়ের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1658 
Ⓑ 1676
Ⓒ 1670
Ⓓ 1680

Ans : (A)

■ ঔরঙ্গজেব ও দারসিকো এর মধ্যে 1658 সালে এই যুদ্ধ সংঘটিত হয়

9. দেওয়ান-ই-আম কার আমলে তৈরি হয় ?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান 
Ⓓ ঔরঙ্গজেব

Ans : (C)

■ এটি দিল্লীতে অবস্থিত
■ এছাড়া তার আমলে লাল কেল্লা, জামা মসজিদ, দিওয়ান-ই-খাস, নিসাত বাগ, মোতি মসজিদ তৈরি হয়

10. মৌর্যদের পরে নিম্নের কোন বংশ সিল্ক রুট (Silk Route) নিয়ন্ত্রণ করতো ?
Ⓐ চেরা
Ⓑ সাতবাহন
Ⓒ শুঙ্গ
Ⓓ কুষান 

Ans : (D)

11. ক্ষেত্রফলের দিক দিয়ে, ভারতের বৃহত্তম রাজ্যটি হল -
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ রাজস্থান 

Ans : (D)

12. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা আছে -
Ⓐ গার্ডেনরীচ ওয়ার্কশপ, কলকাতা
Ⓑ হিন্দুস্তান শিপ ইয়ার্ড, বিশাখাপত্তনম
Ⓒ ম্যাজাগন ডক, মুম্বাই
Ⓓ কোচিন শিপ ইয়ার্ড, কোচী 

Ans : (D)

13. পয়েন্ট কালিমের ম্যানগ্রোভ অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু 
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ ওড়িশা

Ans : (A)

14. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় -
Ⓐ অক্সফোর্ড অ্যাটলাস
Ⓑ স্যাটেলাইট ইমেজারী 
Ⓒ জি আই এস
Ⓓ ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র

Ans : (B)

15. ট্রাক ফার্মিং হল -
Ⓐ ফুলের বাণিজ্যিক চাষ
Ⓑ ঔষধি উদ্ভিদ, ফল, শাকসবজি, ঘাস ও শোভাবর্ধনকারী গাছের বাণিজ্যিক চাষ
Ⓒ আঙুর চাষের সঙ্গে সম্পর্কযুক্ত
Ⓓ দূরবর্তী বাজারে বিক্রয়ের জন্য কোন বিশেষ শাকসবজি বৃহৎ মাত্রায় চাষের পদ্ধতি 

Ans : (D)

■ ফুলের বাণিজ্যিক চাষ - ফ্লোরিকালচার
■ ঔষধি উদ্ভিদ, ফল, শাকসবজি, ঘাস ও শোভাবর্ধনকারী গাছের বাণিজ্যিক চাষ - হর্টিকালচার
■ আঙুর চাষের সঙ্গে সম্পর্কযুক্ত - ভিটিকালচার

16. ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর বানানা কোথায় অবস্থিত ?
Ⓐ আনন্দ, গুজরাট
Ⓑ তিরুচিরাপল্লি, তামিলনাড়ু 
Ⓒ পুনে, মহারাষ্ট্র
Ⓓ কার্নাল, হরিয়ানা

Ans : (B)

17. ক্যালসিয়াম কার্বাইডের উপর বিন্দু বিন্দু জল যোগ করলে কোন গ্যাস তৈরি হয় ?
Ⓐ মিথেন
Ⓑ ইথেন
Ⓒ বিউটেন
Ⓓ অ্যাসিটিলিন 

Ans : (D)

■ বিক্রিয়াটি হল -
CaC2 + 2H2O => Ca(OH)2 + C2H2

18. আমাদের শরীরে থোরাসিক স্নায়ু কত জোড়া ?
Ⓐ 11 জোড়া
Ⓑ 5 জোড়া
Ⓒ 1 জোড়া
Ⓓ 12 জোড়া 

Ans : (D)

■ সারভাইকাল স্নায়ু - 7 জোড়া
■ লাম্বার স্নায়ু - 5 জোড়া
■ স্যাকরাল স্নায়ু -5 জোড়া
■ ককসিজিয়াল স্নায়ু - 1 জোড়া

19. কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন কি অনুপাতে আছে ?
Ⓐ 1 : 2 : 1 
Ⓑ 2 : 1 : 2
Ⓒ 1 : 1 : 2
Ⓓ 3 : 2 : 1

Ans : (A)

■ এটি হল মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে চিনি ও স্টার্চ এর প্রধান উৎস
■ উদাহরণ - গ্লুকোজ (মোনোস্যাকারাইড), ফ্রুকটোজ (মোনোস্যাকারাইড), সুক্রোজ (অলিগোস্যাকারাইড)

20. পেশীটান, অখিদে নিম্নের কোনটির অভাবে ঘটে ?
Ⓐ ম্যাগনেশিয়াম
Ⓑ আয়রন
Ⓒ আয়োডিন
Ⓓ সোডিয়াম 

Ans : (D)

■ ম্যাগনেশিয়াম - এটির অভাবে স্নায়ুতন্ত্র ও বিপাকের নানা সমস্যা
■ আয়রন - এটির অভাবে অ্যানিমিয়া, দুর্বলতা, দুর্বল অনাক্রম্যতা
■ আয়োডিনের অভাবে গয়টার, ক্রেটিনিজম রোগ হয়

21. আধুনিক পর্যায় সারণী - কার সৃষ্টি ?
Ⓐ মোজলে 
Ⓑ লোথার মেয়র
Ⓒ মেন্ডেলিভ
Ⓓ ডোবেনিয়র

Ans : (A)

■ মোজলের সূত্র অনুসারে - মৌল সমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়

22. নিম্নের কোন উৎসেচক অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
Ⓐ ট্রিপসিন 
Ⓑ পেপসিন
Ⓒ টায়ালিন
Ⓓ ইরেপসিন

Ans : (A)

■ পেপসিন - গ্যাস্ট্রিক রস থেকে ক্ষরিত হয়
■ টায়ালিন - লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয়
■ ইরেপসিন - অন্ত্ররস থেকে ক্ষরিত হয়

23. কোনো রকম খেতাব নিষিদ্ধকরণ এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন ধারায় ?
Ⓐ আর্টিকেল - 17
Ⓑ আর্টিকেল - 18 

Ⓒ আর্টিকেল - 21
Ⓓ আর্টিকেল - 21A

Ans : (B)

■ আর্টিকেল - 17 - অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার
■ আর্টিকেল - 21 - জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার
■ আর্টিকেল - 21A - শিক্ষার অধিকার

24. 2-14 দিন মেয়াদী টাকা ধার দেওয়া বা নেওয়া হলে, তাকে বলে -
Ⓐ মেয়াদী টাকা
Ⓑ নোটিশ মানি 
Ⓒ দেয়া টাকা
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (B)

■ মেয়াদী টাকা - 15 দিন - 1 বছরের জন্য টাকা ধার দেওয়া বা নেওয়া
■ দেয়া টাকা - 1 দিনের জন্য ধার দেওয়া বা নেওয়া

25. ভারতীয় সংবিধানের কোন পার্টে পঞ্চায়েত সম্পর্কে উল্লেখ আছে ?
Ⓐ পার্ট VIII
Ⓑ পার্ট IX 
Ⓒ পার্ট X
Ⓓ পার্ট XI

Ans : (B)

26. 'Kharchi Puja' নিম্নের কোন রাজ্যে প্রধানত পালিত হয় ?
Ⓐ বিহার
Ⓑ রাজস্থান
Ⓒ তামিলনাড়ু
Ⓓ ত্রিপুরা 

Ans : (D)

27. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয় ?
Ⓐ 1 লা মে, 1932
Ⓑ 1 লা জানুয়ারি, 1945
Ⓒ 1 লা এপ্রিল, 1935 
Ⓓ 1 লা জুন, 1935

Ans : (C)

28. নিম্নের কোনটি পাবলিক গুডস এন্ড সার্ভিসেস - এর একটি উদাহরণ ?
Ⓐ সড়ক 
Ⓑ বস্ত্র
Ⓒ কসমেটিক প্রোডাক্ট
Ⓓ বিস্কুটের প্যাকেট

Ans : (A)

29. একটা দলের হয়ে কতজন খেলোয়াড় কাবাডি খেলায় অংশগ্রহণ করে ?
Ⓐ 6
Ⓑ 7 
Ⓒ 5
Ⓓ 8

Ans : (B)