আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 41 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 41 (MCQ)

*****************************


1. নিম্নের কে প্রথম চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী ছিলেন ?
Ⓐ বিক্রমাদিত্য
Ⓑ সমুদ্রগুপ্ত 
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ ঘটতকচ

Ans : (B)

◆ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - শ্রীগুপ্ত
◆ শেষ রাজা - বিষ্ণুগুপ্ত
◆ দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিকক্রমাদিত্য
◆ সমুদ্রগুপ্তের সময়কাল - 335 AD - 380 AD

2. বৈদিক সভ্যতায় মোট কতগুলি নদীর উল্লেখ পাওয়া যায় ?
Ⓐ 31 টি 
Ⓑ 28 টি
Ⓒ 25 টি
Ⓓ 22 টি

Ans : (A)

◆ ঋগবেদে উল্লেখ আছে 25 টি নদী
◆ সবথেকে গুরুত্বপূর্ণ নদীটি হল সরস্বতী

3. বেগম হজরত মহল নিম্নের কোন আন্দোলন/বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন ?
Ⓐ মোপলা বিদ্রোহ, 1921
Ⓑ পাইকা বিদ্রোহ, 1817
Ⓒ গন্ড বিদ্রোহ, 1941
Ⓓ সিপাহী বিদ্রোহ, 1857 

Ans : (D)

◆ বেগম হজরত মহল ছিলেন আওধের বেগম এবং ওয়াজেদ আলি শাহর স্ত্রী
◆ ওয়াজেদ আলি শাহ কলকাতায় নির্বাসিত হওয়ার পর তিনি আওধের রাষ্ট্রীয় দায়িত্ব নেন
◆ সিপাহী বিদ্রোহের সময় তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন

4. নিম্নের কোন সংস্থা ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে সংযুক্ত হয় ?
Ⓐ ইয়ং বেঙ্গল গোষ্ঠী
Ⓑ বোম্বে প্রেসিডেন্সি এসোসিয়েশন
Ⓒ ইস্ট ইন্ডিয়া এসোসিয়েশন
Ⓓ ইন্ডিয়ান এসোসিয়েশন 

Ans : (D) 

◆ কংগ্রেস প্রতিষ্ঠা - 1885
◆ জনক - এ ও হিউম

5. বাংলার কোন সুলতান মক্কা এবং মদিনাতে মাদ্রাসা নির্মাণ করেন ?
Ⓐ শামসুদ্দিন ইলিয়াস শাহ
Ⓑ সিকান্দার শাহ
Ⓒ গিয়াসউদ্দিন আজম শাহ 
Ⓓ রুকুমুদ্দিন বরবক শাহ

Ans : (C)

6. 35 বছর বয়সে কোন নদীর তীরে তপস্যার মাধ্যমে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেন ?
Ⓐ নিরঞ্জনা (ফালগু) 
Ⓑ সরস্বতী
Ⓒ গঙ্গা
Ⓓ ঋজুপালিকা

Ans : (A)

◆ যে স্থান থেকে তিনি শিক্ষা লাভ করেন তা বোধ গয়া (বিহার রাজ্যে) নামে পরিচিত
◆ যে বৃক্ষের নিচে শিক্ষালাভ করেন তা বোধিবৃক্ষ নামে পরিচিত

7. জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর কে ছিলেন ?
Ⓐ রিষভদেব
Ⓑ নেমিনাথ
Ⓒ পার্শ্বনাথ 
Ⓓ মহাবীর স্বামী

Ans : (C)

◆ প্রথম - রিষভদেব
◆ 24 তম - মহাবীর

8. সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নের কোন আন্দোলনের নেতা ছিলেন ?
Ⓐ ভুদান আন্দোলন
Ⓑ রাওলাট সত্যাগ্রহ
Ⓒ বরদৌলি সত্যাগ্রহ 
Ⓓ স্বদেশী আন্দোলন

Ans : (C)

◆ সুরাটের বরদৌলি গ্রামের মহিলারা তাকে সর্দার উপাধি দেয়
◆ 12 ই জুন, 1928 সালে এটি শুরু হয়
প্রধানত এটি ছিল কৃষি আন্দোলন

9. স্বদেশী আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
Ⓐ বি জি তিলক
Ⓑ গোপাল কৃষ্ণ গোখলে 
Ⓒ ফিরোজ মেহতা
Ⓓ অরবিন্দ ঘোষ

Ans : (B)

◆ 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়
◆ 1905 সালের বেনারস অধিবেশনের সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে
মহাম্মদ আলী জিন্নাহ এবং মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন তিনি

10. শের খান চৌসাতে কত সালে হুমায়ুনকে পরাজিত করেন ?
Ⓐ 1539 
Ⓑ 1537
Ⓒ 1541
Ⓓ 1545

Ans : (A)

11. 'দিয়াগো গার্সিয়া' একটি দ্বীপপুঞ্জ যেটি _______ মহাসাগরে অবস্থিত ?
Ⓐ আটলান্টিক
Ⓑ প্রশান্ত
Ⓒ ভারত 
Ⓓ সুমেরু

Ans : (C)

12. নিম্নের কোনটি গঙ্গা নদীর ডান দিকের উপনদী ?
Ⓐ যমুনা 
Ⓑ গন্ডক
Ⓒ কালি
Ⓓ তিস্তা

Ans : (A)

13. 'মালাইমান্দালাম' (Malaimandalam) বলতে কোন উপকূলকে বোঝায় ?
Ⓐ করমন্ডল উপকূল
Ⓑ মালাবার উপকূল 
Ⓒ কঙ্কন উপকূল
Ⓓ গাঙ্গেয় উপকূল

Ans : (B)

14. 'জেলেপ লা' গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ভুটান
Ⓑ নেপাল
Ⓒ অরুণাচল প্রদেশ
Ⓓ সিকিম 

Ans : (D)

15. নিম্নের কোনটি একটি ফ্রি ট্রেড জোন ?
Ⓐ মুম্বাই
Ⓑ হলদিয়া
Ⓒ কান্ডলা 
Ⓓ মার্মাগাঁও

Ans : (C)

16. পশ্চিমবঙ্গের কয়লাখনি গুলির প্রধান প্রকৃতি হল - 
Ⓐ অ্যানথ্রাসাইট প্রকৃতির
Ⓑ বিটুমিনাস প্রকৃতির 
Ⓒ লিগনাইট প্রকৃতির
Ⓓ পিট প্রকৃতির

Ans : (B)

17. পেন্ডুলামের পর্যায়গত সময় নির্ভর করে কোনটির উপর -
Ⓐ এটির ওজন
Ⓑ এটির আকৃতি
Ⓒ এটির আয়তন
Ⓓ এটির দৈর্ঘ্য 

Ans : (D)

◆ আমরা জানি সময় T = 2π √(l/g) যেখানে l = পেন্ডুলামের দৈর্ঘ্য এবং g হল অভিকর্ষজ ত্বরণ
◆ তাই সময় সবসময় দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতি

18. একজন ব্যক্তির ওজন সর্বোচ্চ হয় -
Ⓐ পাহাড়ে
Ⓑ নিরক্ষীয় অঞ্চলে
Ⓒ মেরুতে 
Ⓓ মহাকাশে

Ans : (C)

◆ ওজন নির্ভর করে ভর এবং অভিকর্ষজ ত্বরনের উপর, W = mg
◆ কেন্দ্রে g = 0 হয় তাই ওজন শূন্য কিন্তু মেরুতে g এর মান সর্বোচ্চ, এটি আবার পৃথিবীর ব্যাসার্ধের সাথে সম্পর্কিত তাই মেরুতে ওজন সর্বোচ্চ হয়

19. নিম্নের কোন পর্যায়ের মাধ্যমে সবাত শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন হয় ?
Ⓐ গ্লাইকোলাইসিস
Ⓑ ক্রেবস চক্র
Ⓒ প্রান্তীয় শ্বসন
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

◆ গ্লাইকোলাইসিস - গ্লুকোজ অনুর পাইরুভিক এসিডে পরিণত হওয়া
◆ ক্রেবস চক্র - পাইরুভিক এসিডের পরবর্তী জারণে CO2, জল এবং শক্তি উৎপন্ন হওয়া
◆ প্রান্তীয় শ্বসন - গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে উৎপন্ন বিজারিত হাইড্রোজেন গ্রাহকগুলি মুক্ত আনবিক অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে জারিত হয়ে জল ও শক্তির সম্পূর্ণ মুক্তি পাওয়া

20. লিঙ্গুয়াল ফ্রেনুলাম আমাদের শরীরের কোথায় অবস্থিত ?
Ⓐ মুখে *
Ⓑ হাতে
Ⓒ পা
Ⓓ বৃহদন্ত্রে

Ans : (A)

◆ মুখের জিহ্বাটি মুখের নিচের অংশের সাথে যে ভাঁজ দিয়ে আটকানো থাকে তাকে লিঙ্গুয়াল ফ্রেনুলাম বলে
◆ জিহ্বার অগ্রভাগে মিষ্টি, পশ্চাদভাগে তিক্ত, দুপাশে যথাক্রমে অম্ল ও লবনাক্ত স্বাদগ্রাহী স্থান থাকে

21. এটি মস্তিস্ক গহ্বরে এবং সুসুন্নাকাণ্ডের গহ্বরে থাকে, এছাড়া সাব-অ্যারাকনয়েড স্থানেও অবস্থান করে । এটি হল -
Ⓐ মস্তিস্ক মেরুরস 
Ⓑ সাইনোভিয়াল তরল
Ⓒ লসিকা
Ⓓ রক্ত

Ans : (A)

◆ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা CSF বা মস্তিস্ক মেরুরসের কাজ হল মস্তিস্ক এবং সুসুন্নাকাণ্ডে পুষ্টি প্রদান করা এবং O2 সরবরাহ করা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থকে অপসারণ করা

22. ইথানোয়িক এসিডের রাসায়নিক নাম কি ?
Ⓐ CH2COOH
Ⓑ CH2OH
Ⓒ CH3COOH 
Ⓓ CH3OH

Ans : (C)

23. ঝাড়খণ্ডে নিম্নের কোন নৃত্যটি দেখা যায় না ?
Ⓐ অগ্নি
Ⓑ ফাগুয়া
Ⓒ মারদানা ঝুমার
Ⓓ লাভনী 

Ans : (D)

24. কত গুলি মৌলিক কর্তব্যের কথা সংবিধানের Part IV A এর আর্টিকেল 51A তে উল্লেখ আছে ?
Ⓐ 12 টি
Ⓑ 11 টি 
Ⓒ 10 টি
Ⓓ 13 টি

Ans : (B)

25. 1960 এর শেষের দিকে ভারতে সবুজ বিপ্লব কোথায় শুরু হয় ?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ পাঞ্জাব 
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ অন্ধ্রপ্রদেশ

Ans : (B)

26. 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
Ⓐ উত্তর কোরিয়া
Ⓑ রাশিয়া
Ⓒ জাপান 
Ⓓ ফ্রান্স

Ans : (C)

27. 'LBW' শব্দটি কোন খেলায় ব্যবহৃত হতে দেখা যায় ?
Ⓐ ক্রিকেট 
Ⓑ ভলিবল
Ⓒ ফুটবল
Ⓓ ব্যাডমিন্টন

Ans : (A)

28. মকর সংক্রান্তি উত্তরায়ন এর শুরুকে নির্দেশ করে এবং এটি পালিত হয় -
Ⓐ 20 ই জানুয়ারি
Ⓑ 16 ই মার্চ
Ⓒ 14 ই জানুয়ারি 
Ⓓ 15 ই ফেব্রুয়ারি

Ans : (C)

29. নিম্নের কোন সংস্থা আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে পরিচালিত করে ?
Ⓐ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন
Ⓑ ইউনেস্কো
Ⓒ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া
Ⓓ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 

Ans : (D)

◆ সদর দপ্তর - সুইজারল্যান্ডের জেনেভা ◆ প্রতিষ্ঠা - 1995 সালে