আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 39 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 39 (MCQ)

*****************************


1. বাংলায় সাঁওতাল 'হুল' বিদ্রোহ কবে হয়েছিল ?
Ⓐ 1885
Ⓑ 1757
Ⓒ 1761
Ⓓ 1855 

Ans : (C)

■ এর সূচনা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়
■ বিদ্রোহের নেতা ছিলেন - সিধু, কানু, চাঁদ ও ভৈরব
■ এই বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃত্ব এবং জমিদার উভয়ের বিরুদ্ধে

2. কোন গুপ্ত সম্রাট 'শকারি' উপাধি লাভ করেছিলেন ?
Ⓐ স্কন্দগুপ্ত
Ⓑ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
Ⓓ সমুদ্রগুপ্ত

Ans : (C)

■ তাঁর শাসনকালে গুপ্ত সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত হয় এবং প্রাচীন ভারতের কলা, ভাস্কর্য ও স্থাপত্য শিল্প এক অনন্য উচ্চতায় পৌঁছয় (375 খ্রিষ্টাব্দ - 415 খ্রিষ্টাব্দ
■ বরাহমিহির, ধন্বন্তরি, বেতাল ভট্ট, বররুচ, অমর সিং প্রমুখ পণ্ডিতরা তার রাজসভায় নবরত্ন ছিলেন কালিদাস ছিলেন এই সভার উজ্জ্বলতম রত্ন

3. হুমায়ুন নামা - কে রচনা করেন ?
Ⓐ আবুল ফজল
Ⓑ কাফি খাঁ
Ⓒ গুলবদন বেগম 
Ⓓ হামিদাবানু বেগম

Ans : (C)

■ ফার্সি ভাষায় এটি লেখা হয়েছে
■ গুলবদন বেগম ছিলেন সম্রাট বাবরের কন্যা তথা হুমায়ুনের বোন

4. ভারতের স্বাধীনতা সংগ্রামে নিম্নের কোন ব্যক্তি চরম গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না ?
Ⓐ গোপাল কৃষ্ণ গোখলে 
Ⓑ ঋষি অরবিন্দ
Ⓒ বিপিন চন্দ্র পাল
Ⓓ বাল গঙ্গাধর তিলক

Ans : (A)

■ তিনি ছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা
■ 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে এই সংস্থা গঠিত হয়েছিল

■ তিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু

5. সম্রাট আকবর কোন স্থানের বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা করেছিলেন ?
Ⓐ বিহার
Ⓑ বাংলা
Ⓒ দক্ষিণাত্য
Ⓓ গুজরাট 

Ans : (D)

■ উত্তরপ্রদেশ রাজ্যের ফতেপুর সিকরিতে অবস্থিত
■ 1601 খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট আকবর এটি তৈরি করেন


6. উমাপতি ধর -এর লেখা 'দেওপারা লিপি' নিম্নের কোন সম্রাটের কথা জানা যায় ?
Ⓐ রামপাল
Ⓑ দ্বিতীয় মহীপাল
Ⓒ সামন্ত সেন
Ⓓ বিজয় সেন 

Ans : (D)

■ তিনি ছিলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা
■ তাঁর আমলে দুটি রাজধানী ছিল একটি পূর্ববঙ্গের বিক্রমপুর এবং অন্যটি পশ্চিমবঙ্গের বিজয়পুর
■ তাঁর সময়কার বিখ্যাত কবি শ্রীহর্ষ 'বিজয় প্রশস্তি' রচনা করেন
■ ব্যারাকপুর তাম্রলিপিতে তাঁকে মহারাজাধিরাজ নামে অভিহিত করা হয়েছে

7. নিম্নের কোন সম্রাট পাটলিপুত্র কে মগধের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ অশোক
Ⓑ বিম্বিসার
Ⓒ উদয়িন 
Ⓓ মহাপদ্ম নন্দ

Ans : (C)

■ তিনি ছিলেন হর্শঙ্ক বংশের সম্রাট
■ 460 BCE - 440 BCE পর্যন্ত রাজত্ব করেন
■ তিনি অজাতশত্রুর পুত্র ছিলেন

8. রেগুলেটিং এক্ট 1773 এর মাধ্যমে ব্রিটিশ ভারতে কে দ্বৈত সরকার ব্যবস্থার অবসান ঘটায় ?
Ⓐ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ ওয়ারেন হেস্টিংস 
Ⓒ লর্ড ডালহৌসি
Ⓓ লর্ড ওয়েলেসলি

Ans : (B)

■ তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর
■ তাঁর কার্যকাল ছিল 1774 - 1785
উইলিয়াম জোন্সের সাথে তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল স্থাপন করেন

9. কুকা আন্দোলন টি কোন অঞ্চলে শুরু হয় ?
Ⓐ দক্ষিণ ভারত
Ⓑ বাংলা
Ⓒ উত্তর প্রদেশ
Ⓓ পাঞ্জাব

Ans : (D)

■ 1849 সালে এটি শুরু হয়
■ শিখদের নগজাগরণ ছিল এই আন্দোলনের প্রধান কারণ

10. 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল ?
Ⓐ এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল ?
Ⓑ কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য
Ⓒ সদস্যদের মধ্যে মতান্তর ছিল
Ⓓ কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না 

Ans : (D)

■ কমিশন গঠন - 1927
■ কমিশন ছিল সরকার ও বিরোধীদলীয় আটজন সংসদ সদস্য নিয়ে গঠিত একটি সংসদীয় কমিশন
■ সভাপতি স্যার জন সাইমনের নামানুসারে এ কমিশন সাইমন কমিশন নামেও পরিচিত

11. বিন্ধ্য এবং সাতপুরা রেঞ্জের মধ্যে নিম্নের কোন নদী প্রবাহিত হয় ?
Ⓐ নর্মদা 
Ⓑ তাপ্তি
Ⓒ গন্ডক
Ⓓ গোদাবরী

Ans : (A)

12. 2011 এর জনগণনা অনুযায়ী, ভারতে স্বাক্ষরতার হার কত ?
Ⓐ 64.83%
Ⓑ 82.14%
Ⓒ 65.46%
Ⓓ 74.04% 

Ans : (D)

13. কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কেরল
Ⓑ তামিলনাড়ু
Ⓒ কর্ণাটক 
Ⓓ অন্ধ্রপ্রদেশ

Ans : (C)

14. ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ⓐ ক্যাংটো
Ⓑ গিমার
Ⓒ আনাইমুদি
Ⓓ পরেশনাথ 

Ans : (D)

15. নিম্নের কোন গিরিপথ হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি এবং লাহাউল ভ্যালিকে সংযুক্ত করেছে ?
Ⓐ বানিহাল পাস
Ⓑ রোটাং পাস 
Ⓒ লিপুলেখ পাস
Ⓓ যোজিলা পাস

Ans : (B)

16. ওয়াইল্ডলাইফ প্রটেকশন এক্ট কোন সালে পাশ হয় ?
Ⓐ 1970
Ⓑ 1972 
Ⓒ 1980
Ⓓ 1986

Ans : (B)

17. কৃষ্ণ বাহু বা ব্ল্যাক আর্ম রোগ কি কারণে ঘটে ?
Ⓐ ছত্রাক
Ⓑ নিমাটোড
Ⓒ ব্যাকটেরিয়া 
Ⓓ ভাইরাস

Ans : (C)

■ তুলায় এই রোগ দেখা যায়, বীজে এই রোগ হয়
■ ধ্বসা রোগও ব্যাকটেরিয়ার কারণে ঘটে

18. ফার্ন, মস - কোন প্রকৃতির উদ্ভিদ ?
Ⓐ লিথোফাইট 
Ⓑ জেরোফাইট
Ⓒ মেসোফাইট
Ⓓ হাইড্রোফাইট

Ans : (A)

■ জেরোফাইট - শুস্ক মরু বা বরফে ঢাকা অঞ্চলে জন্মায়, যেমন - ক্যাকটাস
■ মেসোফাইট - ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ যেমন - মেইজ, জলপাই
■ হাইড্রোফাইট - জলজ উদ্ভিদ, যেমন - শাপলা, পদ্ম, কচুরীপানা

19. ক্ষমতার SI পদ্ধতিতে একক কি ?
Ⓐ নিউটন
Ⓑ পাস্কাল
Ⓒ জুল
Ⓓ ওয়াট 

Ans : (D)

■ নিউটন - বল, ওজন বা ভারের একক
■ পাস্কাল - চাপের একক
■ জুল - শক্তি, কার্যের একক

20. চিকনগুনিয়া রোগটি নিম্নের কার কারণে ঘটে ?
Ⓐ কিউলেক্স মশা
Ⓑ ম্যানসোনিয়া মশা
Ⓒ এডিস মশা 
Ⓓ অ্যানোফিলিস মশা

Ans : (C)

21. সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় ?
Ⓐ ভরবেগ
Ⓑ দ্রুতি
Ⓒ মন্দন
Ⓓ ত্বরণ 

Ans : (D)

■ ত্বরণ = বেগের বৃদ্ধি/সময়
■ CGS পদ্ধতিতে একক সেমি/সেকেন্ড² এবং SI পদ্ধতিতে একক মিটার/সেকেন্ড²
■ সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে

22. পঞ্চায়েতি রাজ ভারতে কোন সালে শুরু হয় ?
Ⓐ 1956
Ⓑ 1951
Ⓒ 1959 
Ⓓ 1961

Ans : (C)

■ রাজস্থানের নাগপুর জেলায় 1959 সালে পঞ্চায়েতি রাজ শুরু হয়

23. ভারতে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (GMDP) এর রূপকার ছিলেন ?
Ⓐ হরগোবিন্দ খোরানা
Ⓑ বিক্রম সরাভাই
Ⓒ এ পি জে আব্দুল কালাম 
Ⓓ হোমি জি ভাবা

Ans : (C)

24. শ্রী মনি প্রসাদ কোন ধরনের সঙ্গীত জগতের সাথে যুক্ত ?
Ⓐ ফিউশন মিউজিক
Ⓑ লোকসঙ্গীত
Ⓒ কার্নাটিক ভোকাল মিউজিক
Ⓓ হিন্দুস্তানী ভোকাল মিউজিক 

Ans : (D)

25. কোন সালে পণ প্রথা নিষিদ্ধ আইন (Dowry Prohibition Act) ভারতে পাস হয় ?
Ⓐ 1973
Ⓑ 1982
Ⓒ 1961 
Ⓓ 1954

Ans : (C)

26. ডিমান্ডের সূত্র অনুযায়ী, কোনো পণ্যের জন্য গ্রাহকদের ডিমান্ড সর্বদা -
Ⓐ পণ্যের সরবরাহের সাথে সরল সম্পর্ক
Ⓑ পণ্যের দামের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক 
Ⓒ পণ্যের দামের সাথে সরল সম্পর্ক
Ⓓ পণ্যের সরবরাহের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক

Ans : (B)

27. একটি শব্দের বাম দিকে কার্সর কে নিয়ে যেতে MS-Word 365 এ কোন শর্ট-কাট ব্যবহার করা হয় ?
Ⓐ Ctrl + PageUp
Ⓑ Ctrl + Left arrow key 
Ⓒ Shift + Left arrow key
Ⓓ Shift + PageUp

Ans : (B)

28. জবলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ গঙ্গা
Ⓑ গোদাবরী
Ⓒ চম্বল
Ⓓ নর্মদা 

Ans : (D)

29. মোহিনীয়াট্টম নৃত্যটি ভারতের কোন রাজ্যের একটি প্রসিদ্ধ নৃত্য ?
Ⓐ কেরল 
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ ওড়িশা

Ans : (A)

30. নিম্নের কোন দেশ খো খো বিশ্বকাপ 2025 হোস্ট করেছিল ?
Ⓐ ইজিপ্ট
Ⓑ চীন
Ⓒ ফ্রান্স
Ⓓ ভারত 

Ans : (D)