আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 37 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 37 (MCQ)
*****************************
1. 'কলিঙ্গ লিপি' থেকে নিম্নের কোন রাজার কথা জানতে পারি ?
Ⓐ অশোক
Ⓑ প্রথম রাজেন্দ্র চোল
Ⓒ খারবেল
Ⓓ প্রথম ভোজ
Ans : (A)
■ তাঞ্জর লিপি থেকে - প্রথম রাজেন্দ্র চোল
■ হাতিগুম্ফা লিপি থেকে - খারবেল
■ গোয়ালিয়র প্রশস্তি থেকে - প্রথম ভোজ
2. দিল্লির সুলতান বংশের শেষ শাসক কে ছিলেন ?
Ⓐ আলাউদ্দিন আলম শাহ
Ⓑ ইব্রাহিম লোদী
Ⓒ বহলুল লোদী
Ⓓ সিকান্দার লোদী
Ans : (B)
■ বহলুল লোদী ছিলেন লোদী বংশের প্রতিষ্ঠাতা
■ 1504 সালে সিকান্দার লোদী আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন
■ 1526 এর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদী বাবরের কাছে হেরে যান এবং মারা যান
3. তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1764
Ⓑ 1556
Ⓒ 1768
Ⓓ 1761
Ans : (D)
■ এই যুদ্ধে আহমেদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন
■ প্রথম পানিপথের যুদ্ধ - 1526 - বাবর, ইব্রাহিম লোদীকে পরাজিত করেন
■ দ্বিতীয় পানিপথের যুদ্ধ - 1556 - বৈরাম খানের নেতৃত্বে আকবর হিমুকে পরাজিত করেন
4. 'ইবাদত খানা' কি ?
Ⓐ একটি নতুন ধর্ম
Ⓑ একটি গ্রন্থ
Ⓒ একটি মসজিদ
Ⓓ ধর্মীয় আলাপ-আলোচনার হলঘর
Ans : (D)
■ 1575 সালে মুঘল সম্রাট আকবর এটি স্থাপন করেন
■ বিভিন ধর্মের লোকেদের সমাগম, আলাপ-আলোচনা, ধর্মীয় বিশ্লেষণ এর জন্য এটি গঠিত হয়
5. 'সন্ধ্যা' পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ বি বি উপাধ্যায়
Ⓑ বি জি তিলক
Ⓒ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
Ⓓ মহম্মদ আলী
Ans : (A)
■ কেশরী, মহারাষ্ট্র পত্রিকার প্রতিষ্ঠাতা - বি জি তিলক
■ সোমপ্রকাশ পত্রিকা- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
■ কমরেড জার্নাল/পত্রিকা - মহম্মদ আলী
6. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে স্থাপিত হয় ?
Ⓐ 1918
Ⓑ 1920
Ⓒ 1921
Ⓓ 1924
Ans : (B)
7. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ বি জি তিলক
Ⓑ এন এম লখন্ডি
Ⓒ এম কে গান্ধী
Ⓓ বি আর আম্বেদকর
Ana : (C)
■ ভারতে অস্পৃশ্যতা দূরীকরণের উদ্দেশ্যে মহাত্মা গান্ধী 1932 সালে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন
8. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসুকে সভাপতির পদ থেকে ইস্তফা দিতে হয় ?
Ⓐ রামগড় অধিবেশন
Ⓑ হরিপুরা অধিবেশন
Ⓒ লাখনৌ অধিবেশন
Ⓓ ত্রিপুরি অধিবেশন
Ans : (D)
■ 1939 সালের ত্রিপুরি অধিবেশনে তিনি সভাপতি পদে নির্বাচিত হলেও গান্ধীজি পট্টভি সিতারামাইয়াকে সমর্থন করলে তাকে পদত্যাগ করতে হয়
■ রাজেন্দ্র প্রসাদ কে তার জায়গায় নিযুক্ত করা হয়
9. নিম্নের কে প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ দাদাভাই নৌরজি
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ সরোজিনী নাইডু
Ans : (B)
■ 1892 এর নির্বাচনে তিনি ব্রিটিশ হাউস অফ কমনসে নির্বাচিত হন
■ মাত্র 3 ভোটে তিনি ফ্রেডরিক থমাস পেন্টন কে পরাজিত করেন
10. 'দি ইন্ডিয়ান স্ট্রাগল' বইটি নিম্নের কার আত্মজীবনী ?
Ⓐ মৌলানা আবুল কালাম আজাদ
Ⓑ চিত্তরঞ্জন দাস
Ⓒ জওহরলাল নেহেরু
Ⓓ সুভাষচন্দ্র বসু
Ans : (D)
11. নিম্নের কোন রাজ্যে প্রধান ফসল হিসেবে আখ উৎপাদিত হয় ?
Ⓐ বিহার
Ⓑ রাজস্থান
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ পাঞ্জাব
Ans : (C)
12. ম্যাঙ্গানিজ আকরিকের বৃহত্তম উৎপাদন এবং সর্বাধিক পরিমানে সংরক্ষিত আছে কোন রাজ্যে ?
Ⓐ বিহার
Ⓑ ওড়িশা
Ⓒ কর্ণাটক
Ⓓ রাজস্থান
Ans : (B)
13. থেইন প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ চেনাব
Ⓑ রবি
Ⓒ শোন
Ⓓ সুতলেজ
Ans : (B)
14. ভারতের দক্ষিণতম বিন্দু নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কন্যাকুমারী
Ⓑ ইন্দিরা পয়েন্ট
Ⓒ ধনুষকটি
Ⓓ নিউ মুর আইল্যান্ড
Ans : (B)
15. পাট প্রধানত উৎপাদিত হয় কোন রাজ্যে ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒকেরল
Ⓓ হিমাচল প্রদেশ
Ans : (B)
16. ভারতের ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরি করে ?
Ⓐ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
Ⓑ সার্ভে অফ ইন্ডিয়া
Ⓒ ডিফেন্স মিনিস্ট্রি
Ⓓ জিওগ্রাফিক্যাল সার্ভে ইন্ডিয়া
Ans : (B)
17. ওয়াটার গ্যাস নিম্নের কোন দুটি গ্যাসের মিশ্রনে তৈরি হয় ?
Ⓐ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন
Ⓑ কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন
Ⓒ কার্বন ডাই-অক্সাইড এবং হাইড্রোজেন
Ⓓ কার্বন-ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন
Ans : (A)
■ প্রোডিউসার গ্যাস - কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন
18. ডুরালুমিনে নিম্নের কোন উপাদানটি 95% পরিমানে থাকে ?
Ⓐ তামা
Ⓑ ম্যাগনেশিয়াম
Ⓒ ম্যাঙানিজ
Ⓓ এলুমিনিয়াম
Ans : (D)
■ এতে এলুমিনিয়াম থাকে 95%, তামা থাকে 4%, ম্যাগনেশিয়াম 0.5% এবং ম্যাঙ্গানিজ 0.5%
19. মিনামাটা রোগের জন্য দায়ী হল - ?
Ⓐ ইউরেনিয়াম
Ⓑ পারদ
Ⓒ ক্যাডমিয়াম
Ⓓ আর্সেনিক
Ans : (B)
■ ক্যাডমিয়াম থেকে - ইটাই ইটাই রোগ হয়
■ আর্সেনিক - ব্ল্যাক ফুট ডিজিজ
■ সীসা - ডিসলেক্সিয়া
20. DNA সিকুয়েন্সিং এর কৌশল কে আবিষ্কার করেন ?
Ⓐ এইচ জি খোরানা
Ⓑ ওয়াটসন এন্ড ক্রিক
Ⓒ ফ্রেডরিক সাঙ্গার
Ⓓ ই এম সাউথার্ন
Ans : (C)
■ জেনেটিক কোড আবিষ্কার - এইচ জি খোরানা
■ DNA দ্বিতন্ত্রী মডেল - ওয়াটসন ও ক্রিক
■ সাউথার্ন ব্লটিং টেকনিক - ই এম সাউথার্ন
21. সেরিব্রাল ম্যালেরিয়া নিম্নের কোনটির কারণে ঘটে ?
Ⓐ প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
Ⓑ প্লাসমোডিয়াম ম্যালেরি
Ⓒ প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (C)
22. নিম্নের কোনটি হল একটি অ্যান্টিভিটামিন ?
Ⓐ বিটা ক্যারোটিন
Ⓑ মিথাইল কোবালামিন
Ⓒ পাইরিথিয়ামিন
Ⓓ ফলিক এসিড
Ans : (C)
■ পাইরিথিয়ামিন - ফলিক এসিডের অ্যান্টিভিটামিন
■ বিটা ক্যারোটিন - ভিটামিন - A এর প্রো-ভিটামিন
■ মিথাইল কোবালামিন - B13 এর সিউডোভিটামিন
23. ভারতীয় সংবিধান রাজ্য বিধানসভাকে নিম্নের কোনটি পাস করার অনুমতি দেয় ?
Ⓐ কেন্দ্রীয় বাজেট
Ⓑ সাংবিধানিক সংশোধন
Ⓒ রাজ্য বাজেট
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (C)
24. সবচেয়ে বেশি দিন ধরে নিম্নের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছিল ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ হিমাচল প্রদেশ
Ⓒ কেরল
Ⓓ কর্ণাটক
Ans : (A)
■ সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি আইন জারি হয়েছে উত্তরপ্রদেশে ( 10 বার )
■ সবচেয়ে বেশি দিন ধরে (2000 দিনের বেশি) রাষ্ট্রপতি শাসনে ছিল পাঞ্জাব
25. কৃষিক্ষেত্র থেকে প্রাপ্ত আয়কর নিম্নের কে সংগ্রহ করতে পারে ?
Ⓐ শুধুমাত্র কেন্দ্রীয় সরকার
Ⓑ শুধুমাত্র রাজ্য সরকার
Ⓒ স্থানীয় স্বায়ত্ত সরকার
Ⓓ কেন্দ্র এবং রাজ্য উভয়ই
Ans : (B)
26. সায়েন্স এবং টেকনোলজি ক্ষেত্রে নিম্নের কোন পুরস্কার দেওয়া হয় ?
Ⓐ অর্জুন পুরস্কার
Ⓑ ভারতরত্ন
Ⓒ পদ্মভূষণ
Ⓓ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার
Ans : (D)
27. পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ?
Ⓐ ময়ূর
Ⓑ রাজহাঁস
Ⓒ সবুজ গলা যুক্ত পায়রা
Ⓓ সাদা গলা যুক্ত মাছরাঙা
Ans : (D)
28. 'বুলস আই' এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ কুস্তি
Ⓑ রাইফেল শ্যুটিং
Ⓒ রাগবি
Ⓓ পোলো
Ans : (B)
29. ISBN এর পুরো কথা কি ?
Ⓐ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিজনেস নাম্বার
Ⓑ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার
Ⓒ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বন্ড নাম্বার
Ⓓ ইন্টারন্যাশনাল সার্ভিস বুক নাম্বার
Ans : (B)
30. বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস কবে পালিত হয় ?
Ⓐ 8 ই অক্টোবর
Ⓑ 15 ই সেপ্টেম্বর
Ⓒ 7 ই নভেম্বর
Ⓓ 10 ই অক্টোবর
Ans : (A)