দৈনিক কারেন্ট আফফায়ার্স 27/12/2024 - 31/12/2024
দৈনিক কারেন্ট আফফায়ার্স 27/12/2024 - 31/12/2024
*********************
31/12/2024
◆ 1. Haryana Steelers তাদের প্রথম প্রো কাবাড্ডি লীগ 2024 খেতাব জিতলো
◆ 2. সিনিয়র ন্যাশনাল মেন'স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতলো কেরল
◆ 3. MMSC FMSCI Indian National Motorcycle Drag রেসিং চ্যাম্পিয়নশিপে Hemanth Muddappa তিনটি জাতীয় খেতাব জিতলো
◆ 4. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) কে পুনরায় 'Great Place to Work' হিসেবে সার্টিফাই করা হলো
◆ 5. আগামী 5 - 9 ই ফেব্রুয়ারি প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) হোস্ট করতে চলেছে ভারত
◆ 6. সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) -এর officiating ডিরেক্টর জেনারেল পদে ভিতুল কুমারকে নিযুক্ত করা হলো
◆ 7. DBS Bank India এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে রজত বর্মাকে নিযুক্ত করা হলো
◆ 8. স্পেস ডকিং এর জন্য PSLV-C60 রকেটের মাধ্যমে ঐতিহাসিক SpaDeX মিশন লঞ্চ করলো ISRO
◆ 9. বিশ্বের দ্রুততম ট্রেন প্রোটোটাইপ CR450 -এর উন্মোচন করলো চীন, এটির বেগ 450 km/h
◆ 10. 2025 অর্থবর্ষে ভারতের GDP গ্রোথ 6.6% নির্ধারণ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)
30/12/2024
◆ 1. কনিষ্ঠতম মহিলা হিসেবে সাতটি পর্বতশীর্ষ জয় করে ইতিহাস গড়লেন 17 বছর বয়সী Kaamya Karthikeyan
◆ 2. নিউইয়র্কে অনুষ্ঠিত ওমেন'স ওয়ার্ল্ড রাপিড চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন Koneru Humpy
◆ 3. King Cup International Badminton Open -এ ভারতের লক্ষ্য সেন তৃতীয় স্থান অধিকার করলো
◆ 4. দ্রুততম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে 200 টি উইকেট সংগ্রহ করলো জস্প্রীত বুমরাহ
◆ 5. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি Jimmy Carter 100 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 6. নেপালের Sauraha সম্প্রতি 18 তম Elephant and Tourism Festival হোস্ট করলো
◆ 7. Kagyed Chaam ড্যান্স উৎসব সম্প্রতি সিকিমে অনুষ্ঠিত হলো
◆ 8. 2025 অর্থবর্ষে ভারতের GDP গ্রোথ 6.5 – 6.8% হতে চলেছে বলে নির্ধারণ করলো Deloitte
◆ 9. লাদাখের Pangক্সong Tso তে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির উন্মোচন করলো ইন্ডিয়ান আর্মি
◆ 10. Karkinos Healthcare কে 375 কোটি অর্থের বিনিময়ে কিনে নিলো রিলায়েন্স
29/12/2024
◆ 1. Admiral's Cup 2024 Sailing Regatta এর 13 তম সংস্করণ জিতলো টিম রাশিয়া
◆ 2. 2 দিনের জন্য কুয়েত সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
◆ 3. মানসরোবর যাত্রা এবং নাথুলা বর্ডার ট্রেড শুরু করার জন্য ভারত এবং চীন ছয়টি পয়েন্ট প্যাক্ট স্বাক্ষর করলো
◆ 4. MSMEs দের সোলার ইনষ্টলেশন প্রদান করতে ফেডারেল ব্যাংক এবং Ecofy জোটবদ্ধ হলো
◆ 5. 2026 অর্থবর্ষে ভারতের GDP গ্রোথ 6.6% হতে চলেছে বলে নির্ধারণ করলো Ind-Ra
◆ 6. অসামান্য অবদানের জন্য ড: রবি পিল্লাইকে বাহারিনের 'Medal of Efficiency' সম্মানে সম্মানিত করা হলো
◆ 7. ভারতীয় শিক্ষাবিদ অরুন কাপুরকে ভুটানের রয়্যাল সম্মানে সম্মানিত করা হলো
◆ 8. আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে Kristrun Mjoll কে নিযুক্ত করা হলো
◆ 9. 60 VTOL এয়ারক্রাফট -এর জন্য BluJ এরোস্পেস এবং Blade India চুক্তি স্বাক্ষর করলো
◆ 10. গুগল সম্প্রতি 2 টি AI মডেল 'Gemini-Exp-1206' এবং 'Gemini 2.0 Flash' -এর উন্মোচন করলো
28/12/2024
◆ 1. কোয়ান্টাম টেকনোলজিতে ভারতের প্রথম আন্ডারগ্রাজুয়েট (UG) মাইনর প্রোগ্রাম লঞ্চ করা হলো
◆ 2. মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানীয় মেম্বারশিপ গ্রহণ করলেন লেজেন্ডারি ক্রিকেটার সচিন টেন্ডুলকার
◆ 3. National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) -এর নতুন চেয়ারপার্সন পদে Dr. Sandip Shah কে নিযুক্ত করা হলো
◆ 4. বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া চিফ অজয় সিং সম্প্রতি এশিয়ান বডি বোর্ডে যোগদান করলো
◆ 5. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং সম্প্রতি 'Viksit Panchayat Karmayogi' ইনিশিয়েটিভ লঞ্চ করলো
◆ 6. J&K ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অমিতাভ চ্যাটার্জীকে নিযুক্ত করা হলো
◆ 7. প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং সম্প্রতি 92 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 8. মিজোরামের রাজ্যপাল পদে Dr. Vijay Kumar Singh কে নিযুক্ত করা হলো
◆ 9. পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য 'No Detention Policy' তুলে নিলো কেন্দ্রীয় সরকার
◆ 10. Juvenile ডায়াবেটিস কেয়ারকে বাড়াতে UNICEF এবং পশ্চিমবঙ্গ জোটবদ্ধ হলো
27/12/2024
★ 1. 45 তম PRAGATI মিটিংয়ের সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 2. উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাখনৌতে 'Atal Yuva Maha Kumbh' -এর উদ্বোধন করলেন
★ 3. 250 বছর পর Bald Eagle কে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করলো US
★ 4. দ্বিপাক্ষিক নৌ-অনুশীলন SLINEX 24 (Sri Lanka-India Exercise 2024) বিশাখাপত্তনমে সম্পন্ন হলো
★ 5. 17 জন ব্যতিক্রমী শিশুকে PM রাষ্ট্রীয় বাল পুরষ্কার 2024 সম্মানে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
★ 6. ভারতীয় সীমানার নিকটে ব্রহ্মপুত্র নদীর উপর $137-বিলিয়ন মেগা ড্যামের মান্যতা দিলো চীন
★ 7. ফিনান্সিয়াল সেক্টরে ইথিকাল AI ফ্রেমওয়ার্ক -এর জন্য আটজন সদস্যের কমিটি গঠন করলো RBI
★ 8. AP State Energy Conservation আওয়ার্ড 2024 -এ রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) গোল্ড আওয়ার্ড জিতলো
★ 9. দুটি UK বিশ্ববিদ্যালয় GIFT সিটি গুজরাটে তাদের ক্যাম্পাস স্থাপন করতে চলেছে
★ 10. Nvidia সম্প্রতি the Jetson Orin Nano সুপার জেনারেটিভ AI সুপারকম্পিউটারের উন্মোচন করলো