দৈনিক কারেন্ট আফফায়ার্স 23/01/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 23/01/2025
*********************
◆ 1. প্রতি বছর 23 শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে পরাক্রম দিবস পালিত হয়
◆ 2. সম্প্রতি অরুণাচল প্রদেশে Pangsau Pass আন্তর্জাতিক উৎসব 2025 পালিত হলো
◆ 3. FIDE চেস ওয়ার্ল্ড কাপ 2025 হোস্ট করতে চলেছে ভারত
◆ 4. লোকলাইজড early warning সিস্টেমের মাধ্যমে বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি বাড়াতে চলেছে কেরল সরকার
◆ 5. Indian National Centre for Ocean Information Services (INCOIS) কে Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar-2025 -এ সম্মানিত করা হলো
◆ 6. ভারতের প্রথম রাজ্য হিসেবে Property Card বিতরণ করলো মিজোরাম
◆ 7. ভারতের প্রথম eVTOL এয়ার ট্যাক্সি 'Shunya' -এর উন্মোচন করলো স্টার্টআপ সংস্থা Sarla Aviation
◆ 8. মুম্বাইতে CSIR মেগা ইনোভেশন কমপ্লেক্স -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং
◆ 9. বাজাজ ফাইন্যান্স এবং ভারতী এয়ারটেল ডিজিটাল ফাইন্যান্স প্লাটফর্মের উন্মোচন করলো
◆ 10. রিলায়েন্স পাওয়ারের সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিরাজ পারাখ কে নিযুক্ত করা হলো