আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 59

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 59


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. যদি m : n = 1 : 2 এবং p : q = 3 : 4 হয় তবে (2m + 4p) : (n + 3q) এর মান কত ?
[A] 1: 1
[B] 1: 3
[C] 2 : 1
[D] 2 : 3

2. এক ব্যক্তি ধার্যমূল্যের 3/4 দামে একটি জিনিস কেনে এবং ধার্য্যমূল্য অপেক্ষা 50% বেশি দামে এটি বিক্রি করে । মোট লেনদেনে লাভের হার কত ?
[A] 20%
[B] 40%
[C] 75%
[D] 100% 

3. একটি বহুভূজের অন্ত:কোণ এবং বহিঃকোণের মধ্যে অন্তর 144°, তবে বহুভূজটির বাহুর সংখ্যা কত ?
[A] 12
[B] 16
[C] 18
[D] 20 

4. 50 জন ব্যক্তি একটি কাজ 40 দিনে করতে পারে । তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 5 ব্যক্তির ব্যাচ প্রতি 10 দিন অন্তর অন্তর চলে যায় । কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে ?
[A] 45 দিন
[B] 50 দিন 
[C] 55 দিন
[D] 60 দিন

5. একটি বোতলে স্পিরিট এবং জলের অনুপাত 1 : 4 এবং আরো একটি একই রকম বোতলে স্পিরিট এবং জল 4 : 1 অনুপাতে আছে। কোন অনুপাতে দুটি বোতলকে মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে স্পিরিট ও জল 1 : 3 অনুপাতে থাকে ?
[A] 5 : 1
[B] 6 : 1
[C] 10 : 1
[D] 11 : 1 

6. y টি দ্রব্যের ক্রয়মূল্য, z টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান । যদি y : z = 5 : 4 তবে লাভের হার কত ?
[A] 20%
[B] 25% 
[C] 30%
[D] 40%

7. কোনো টাকা সরল সুদে 8 বছরের এটির 3 গুণ হয়, 20 বছরে হয় n গুণ । n এর মান কত ?
[A] 5
[B] 6 
[C] 7.5
[D] 9

8. যদি x জন ব্যক্তির (x + 1) দিনের কাজের পরিমাণ, (x + 5) জন ব্যক্তির (x – 2) দিনের কাজের পরিমাণের সাথে সমান হলে, x এর মান কত ?
[A] 5 
[B] 6
[C] 7
[D] 8

9. দুটি ট্রেন A এবং B দিল্লী থেকে হায়দ্রাবাদের দিকে রওনা দেয় 7:00 am এবং 7:50 am সময়ে একই দিনে এবং তারা 80 km/h এবং 100 km/h বেগে যথাক্রমে যাত্রা করে । দিল্লী থেকে কত কিলোমিটার পর দুটো ট্রেন একসাথে হবে ?
[A] 200/3 কিমি
[B] 100 কিমি
[C] 400/3 কিমি
[D] 1000/3 কিমি

10. 9400 টাকাকে P, Q এবং R এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে তাদের ভাগ থেকে 93 টাকা, 24 টাকা এবং 55 টাকা কমালে তাদের কাছে থাকা টাকার অনুপাত 3 : 4 : 5 হয় । P এর কাছে থাকা টাকা কত ?
[A] 2307 টাকা 
[B] 2376 টাকা
[C] 2508 টাকা
[D] 2896 টাকা

11. p সংখ্যক ব্যক্তি q দিনে একটি কাজ শেষ করতে পারে । যদি 50% বেশি লোক থাকতো তবে 12 দিন আগে কাজটি শেষ হয়ে যেতো । q এর মান কত ?
[A] 48
[B] 40
[C] 36 
[D] অনির্ণেয়

12. এক ব্যক্তি 900 মিটার দীর্ঘ একটি রাস্তা 6 মিনিটে অতিক্রম করতে পারে । ব্যক্তির বেগ কিমি/ঘন্টায় কত ?
[A] 10
[B] 9 
[C] 5
[D] 8

13. যদি 3 টি ছাগল বা 5 টি ভেড়া একটি মাঠে 54 দিন ধরে ঘাস খেতে পারে তবে 6 টি ছাগল এবং 8 টি ভেড়া একই মাঠ কতদিনে ঘাস খেয়ে শেষ করবে ?
[A] 15 
[B] 12
[C] 10
[D] 8

14. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 3800 টাকা, যাকে y% ছাড় দিয়ে বিক্রি করা হয় 3496 টাকায় । y এর মান কত ?
[A] 7.5%
[B] 8.5%
[C] 8% 
[D] 7%

15. একজন অসৎ ব্যবসায়ী ঘোষণা করে যে সে তার সমস্ত দ্রব্য 22% ক্ষতিতে বিক্রি করবে কিন্তু সে 35% কম ওজন ব্যবহার করবে । তার লাভ বা ক্ষতির হার কত ?
[A] 20% ক্ষতি
[B] 13% লাভ
[C] 13% ক্ষতি
[D] 20% লাভ 

16. 15, 24, 35 এবং 54 এর লসাগু নির্ণয় করো -
[A] 5670
[B] 7560 
[C] 7650
[D] 6570

17. যদি নৌকার বেগ 17 km/h এবং স্রোতের বেগ 5 km/h হয় তবে 110 km অনুকূলে যেতে কত সময় লাগবে ?
[A] 4.5 ঘন্টা
[B] 6 ঘন্টা
[C] 5.5 ঘন্টা
[D] 5 ঘন্টা 

18. একটি সংখ্যাকে প্রথমে 10% বাড়ানো হয় এবং তারপর আবার 20% বাড়ানো হয় । প্রাপ্ত সংখ্যাটিকে 12% কমানো হয় তবে সংখ্যাটির নেট বৃদ্ধি বা হ্রাস শতাংশ কত ?
[A] 16.16% বৃদ্ধি 
[B] 14.14% হ্রাস
[C] 11.11% হ্রাস
[D] 12.12% বৃদ্ধি

19. দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4 : 3 এবং তাদের উচ্চতার অনুপাত 6 : 5 হলে, তাদের ভূমির অনুপাত কত ?
[A] 5 : 6
[B] 10 : 9 
[C] 6 : 5
[D] 9 : 10

20. বৃহত্তম চার অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা 17 এবং 36 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য -
[A] 7956
[B] 9180
[C] 9792 
[D] 8568


Answers & Solutions ::