আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 58

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 58


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. কোনো টাকার উপর 5 বছরে প্রাপ্ত সরল সুদ মূলধনের 2/5 অংশ হয় । বার্ষিক সুদের হার কত ?
[A] 12%
[B] 10%
[C] 8% 
[D] 90%

2. 3 টি নোটবুক এবং 6 টি পেনের দাম 3000 টাকা । একই টাকায় কেউ একজন একটি নোটবুক এবং 12 টি পেন কিনতে পারে । রাজু 15 টি পেন কিনতে চায় তাকে কত টাকা দিতে হবে ?
[A] 3000 টাকা 
[B] 3500 টাকা
[C] 2000 টাকা
[D] 2500 টাকা

3. পাঁচটি সংখ্যার গড় হল 32 । যদি একটি সংখ্যাকে বাদ দেওয়া হয় তবে গড় হয় 28 । বাদ দেওয়া সংখ্যাটি কত ? 
[A] 48 
[B] 52
[C] 47
[D] 49

4. যদি 72 জন বাঁধাইকারী 720 টি বই বাঁধতে পারে 22 দিনে, তবে 660 টি 12 দিনে বাঁধাই করতে কতজনকে প্রয়োজন ?
[A] 121 
[B] 120
[C] 123
[D] 124

5. 8400 টাকা কে P, Q এবং R এর মধ্যে 2/3 : 3 : 1/3 অনুপাতে ভাগ করা হয় যথাক্রমে । R এর ভাগ কত ? 
[A] 700 টাকা 
[B] 1400 টাকা
[C] 900 টাকা
[D] 18000 টাকা

6. একটি সংখ্যার 25% এর 20% সমান হয় 250 এর সাথে । ওই সংখ্যার 35% কত ?
[A] 1750 
[B] 1650
[C] 1560
[D] 1570

7. সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট সংখ্যা নির্ণয় করো যাদের মধ্যে সমানভাবে 1003 টি চকলেট এবং 2703 লজেন্স ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে একই সংখ্যক পায় ?
[A] 17 
[B] 29
[C] 19
[D] 33

8. একটি টেবিলের বিক্রয়মূল্য 6875 টাকা । যদি লাভের হার 25% হলে, টেবিলটি ক্রয়মূল্য কত ? 
[A] 5500 টাকা 
[B] 5000 টাকা
[C] 6400 টাকা
[D] 5200 টাকা

9. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ক্রয়মূল্য অপেক্ষা 60% বেশি । যদি 20% ছাড় দেওয়া হয়, তবে লাভের হার কত হবে ? 
[A] 33%
[B] 34%
[C] 28% 
[D] 30%

10. 70 cm ভূমি ব্যাসার্ধ এবং 14 cm উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলের কত ?
[A] 5930 বর্গমি
[B] 6420 বর্গমি
[C] 6350 বর্গমি
[D] 6160 বর্গমি 

11. বার্ষিক 80% হারে 9000 টাকা অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধি হারে ধার দেওয়া হয় । 12 মাস পর চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 9000 টাকা
[B] 8760 টাকা
[C] 8700 টাকা
[D] 8640 টাকা 

12. মান নির্ণয় করো : (0.1)^2 + (0.01)^2
[A] 0.0101 
[B] 0.111
[C] 0.005
[D] 1.101

13. 6 টি পেনের ক্রয়মূল্য যদি 5 টি পেনের বিক্রয়মূল্যের সাথে সমান হয়, তবে লাভ/ক্ষতির হার নির্ণয় করো -
[A] 20% ক্ষতি
[B] 20% লাভ 
[C] 10% লাভ
[D] 10% ক্ষতি

14. একজন ব্যবসায়ী ক্রয়মূল্যের 50% উপরে তার দ্রব্যের ধার্য্যমূল্য স্থির করে এবং 20% ছাড় দেয় । ছাড় দেওয়ার পর তার লাভের হার কত ? 
[A] 12%
[B] 10%
[C] 20% 
[D] 18%

15. দুটি সংখ্যার গুনফল 720 এবং তাদের সর্বোচ্চ কমন ফ্যাক্টর 4 । এদের নূন্যতম কমন মাল্টিপল নির্ণয় করো ?
[A] 180 
[B] 240
[C] 480
[D] 120

16. একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয় । এটির আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে ? 
[A] 225.5%
[B] 237.5% 
[C] 235.5%
[D] 150%

17. যদি X এর 45%, Y এর 15% এর সাথে সমান হয় তবে X : Y এর মান কত ?
[A] 3 : 1
[B] 1 : 4
[C] 3 : 2
[D] 1 : 3 

18. 32 এর আগে সমস্ত মৌলিক সংখ্যার গড় কত হবে ? 
[A] 14.54 
[B] 15.60
[C] 13.26
[D] 17.82

19. স্বপ্নিল 16 দিনে একটি সোফা তৈরি করতে পারে । রেবতীর সাথে একসাথে কাজ করলে কাজটি 128/17 দিনে শেষ হয় । যদি রেবতী একা কাজ করে তবে সে কাজটি কত দিনে শেষ করতো ? 
[A] 128/9 দিন 
[B] 128/16 দিন
[C] 128/17 দিন
[D] 6 দিন

20. 384 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি ইলেকট্রিক পোলকে 12 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে । দ্বিতীয় ট্রেনটির বেগ কত ?
[A] 39 m/s
[B] 45 m/s
[C] 25 m/s
[D] 32 m/s 

Answers & Solutions ::