আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 53

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 53


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. কোনো মূলধনের উপর 5 বছরে সরল সুদ মূলধনের 25 শতাংশের সাথে সমান হয় । কত বছর সুদ মূলধনের সাথে সমান হবে ?
[A] 16 বছর
[B] 18 বছর
[C] 20 বছর 
[D] 25 বছর

2. 9 টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হলো 51 । এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
[A] 53
[B] 47 
[C] 67
[D] 49

3. একটি দ্রব্যকে 2352 টাকায় বিক্রি করে এক ব্যক্তির লাভ হয় 752 টাকা । লাভের হার কত ?
[A] 41%
[B] 47% 
[C] 33%
[D] 35%

4. একটি ঘনক আকৃতির ঘরে সর্বোচ্চ দৈর্ঘ্যের যে রডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হলো 50√3 cm । ঘনকটির আয়তন কত ?
[A] 300000 ঘনসেমি
[B] 125000 ঘনসেমি 
[C] 175000 ঘনসেমি
[D] 250000 ঘনসেমি

5. ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত যেটি 12 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য ?
[A] 4900
[B] 2500
[C] 900 
[D] 3600

6. C এবং D একত্রে একটি কাজ 40 দিনে করতে পারে । C, D এর থেকে 40% বেশি দক্ষ । C একা একই কাজ কত দিনে করতে পারবে ?
[A] 470/7 দিন
[B] 480/11 দিন
[C] 480/7 দিন 
[D] 460/9 দিন

7. যদি v এর 63% = 238 এর 36% হয় তবে v এর মান কত ?
[A] 116
[B] 146
[C] 136 
[D] 126

8. মান নির্নয় :
512/8 × (2401/49 – 88/11) + 2197/169
[A] 2647
[B] 2547
[C] 2637 
[D] 2537

9. একটি টেপ রেকর্ডারের ক্রয়মূল্য হলো 3500 টাকা । উৎপাদক এটির ধার্যমূল্য ক্রয়মূল্য অপেক্ষা 30% বাড়িয়ে স্থির করে এবং এমন ভাবে ছাড় দেয় যাতে 5% লাভ হয় । ছাড়ের শতাংশ নির্ণয় করো -
[A] 17.5%
[B] 19.23% 
[C] 15.14%
[D] 21.15%

10. একটি দ্রব্যের ধার্য্যমূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে অনুপাত 3 : 2 তবে ছাড়ের শতাংশ কত ?
[A] 100%
[B] 33.33% 
[C] 50%
[D] 75%

11. রাজ রাহুলের থেকে 20% কম দক্ষ । যদি রাহুল একটি কম্পিউটার 20 দিনে তৈরি করতে পারে তবে রাজ একই কম্পিউটার কতদিনে তৈরি করতে পারবে ?
[A] 27 দিন
[B] 35 দিন
[C] 30 দিন
[D] 25 দিন 

12. কোনো মুলধনের উপর 2 বছরে বার্ষিক 50% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হয় 7200 টাকা । মুলধনটি কত ?
[A] 28800 টাকা 
[B] 28500 টাকা
[C] 25700 টাকা
[D] 24900 টাকা

13. 24 টাকা প্রতি কেজি দামের 32 কেজি চিনিকে 31 টাকা প্রতি কেজি দামের 24 কেজি চিনির সাথে মেশানো হয় । মিশ্রণের দাম কত ?
[A] 26 টাকা/কেজি
[B] 31 টাকা/কেজি
[C] 29 টাকা/কেজি
[D] 27 টাকা/কেজি 

14. এক ব্যক্তি 7 km দৈর্ঘ্যের চারটি সমান দূরত্ব 8 km/hr, 16 km/hr, 24 km/hr এবং 32 km/hr বেগে অতিক্রম করে যথাক্রমে । তার গড় বেগ কত ?
[A] 374/25 km/hr
[B] 396/25 km/hr
[C] 352/25 km/hr
[D] 384/25 km/hr 

15. অঙ্কিত একটি চেয়ার 25% ক্ষতিতে বিক্রি করে । যদি সে আরো 900 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 5% লাভ হতো । 40% লাভ পেতে হলে চেয়ারটির বিক্রয়মূল্য কত হবে ?
[A] 4500 টাকা
[B] 4800 টাকা
[C] 4000 টাকা
[D] 4200 টাকা 

16. দুটি রাশির যোগফল যদি তাদের অন্তরের ছয়গুন হয় তবে দুটি রাশির অনুপাত কত ?
[A] 7 : 5
[B] 3 : 7
[C] 4 : 9
[D] 5 : 2

17. মান নির্ণয়:
(133/7 + 91/13 – 216/36) + (209/11 – 96/16 + 45/5) ?
[A] 32
[B] 72
[C] 52
[D] 42 

18. দুটি সংখ্যার গুনফল হলো 4107 । যদি এদের গসাগু হয় 37 তবে বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] 94
[B] 74
[C] 111 
[D] 80

19. চারটি সংখ্যার মধ্যে অনুপাত 7 : 8 : 9 : 10 । এদের যোগফল হলো 68 । প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল কত ?
[A] 68
[B] 38
[C] 34 
[D] 36

20. যদি পেঁপের দাম 40% বৃদ্ধি পায় তবে পেঁপের ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে পেঁপের উপর খরচ 10% হ্রাস পায় ?
[A] 32.7%
[B] 35.7% 
[C] 36.7%
[D] 38.7%



যারা App টি এখনো Update করেন নি তারা অবশ্যই Update করে নিন, নতুন ভার্সনে জিকে সেকশন যুক্ত করা হয়েছে


Answers and Solutions ::