আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 52
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 52
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. কোনো একটি সংখ্যার 32% কে 476 -এর সাথে যোগ করলে যোগফল হিসেবে সেই সংখ্যাটিকেই পাওয়া যায় । সংখ্যাটির মান কত ?
[A] 500
[B] 700
[C] 800
[D] 750
2. বার্ষিক 10% হারে ধার দেওয়া কোনো মূলধনের উপর অর্ধবার্ষিক পর্বে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো 305 টাকা । মুলধনটি কত ?
[A] 122000 টাকা
[B] 12000 টাকা
[C] 12500 টাকা
[D] 14700 টাকা
3. 17 জন স্টুডেন্টের গড় ওজন 53 কেজি । গ্রুপে নতুন একটি স্টুডেন্ট অন্তর্ভুক্ত হলে গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায় । নতুন স্টুডেন্টের ওজন কত ?
[A] 90 কেজি
[B] 92 কেজি
[C] 93 কেজি
[D] 89 কেজি
4. তিনটি সংখ্যার মধ্যে অনুপাত হলো 5 : 6 : 7 । যদি সংখ্যাগুলির যোগফল 540 হয় তবে এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি ?
[A] 540
[B] 180
[C] 210
[D] 150
5. যদি একজন ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে ধার্যমূল্য স্থির করে এবং 30% ছাড় দেয় তবে তার লাভের শতাংশ কত ?
[A] 15%
[B] 5%
[C] 10%
[D] 8%
6. A একা একটি কাজ 20/3 দিনে করতে পারে । A এবং B একত্রে একটি কাজ 5 দিনে শেষ করতে পারে । তবে B একা কাজটি কতদিনে করতে পারবে ?
[A] 15 দিন
[B] 18 দিন
[C] 22 দিন
[D] 20 দিন
7. যদি D : E = 3 : 2 এবং D – E = 9 হকে, তবে D + E এর মান কত ?
[A]44
[B] 40
[C] 47
[D] 45
8. 14 টি পাম্প দৈনিক 8 ঘন্টা কাজ করে 18 দিনেএকটি বড় জলের চৌবাচ্চাকে খালি করতে পারে । এমন কতগুলি পাম্প -এর প্রয়োজন হবে যারা দিনে 12 ঘন্টা করে কাজ করে 4 দিনে একই জলাধারকে খালি করতে পারবে ?
[A] 24
[B] 42
[C] 38
[D] 35
9. 6 টি ম্যাচের পর একটি খেলোয়াড়ের গড় রান 37 । পরের ম্যাচে তাকে কত করতে হবে যাতে তার গড় হয় 40 ?
[A] 58
[B] 69
[C] 54
[D] 55
10. বার্ষিক 15% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ধার দেয় এবং 6 বছর পর প্রাপ্ত সুদ মূলধন অপেক্ষা 800 টাকা কম হয় । কত টাকা ধার দেওয়া হয়েছিল ?
[A] 7200 টাকা
[B] 4800 টাকা
[C] 6000 টাকা
[D] 8000 টাকা
11. মান নির্নয় :
48 – 12 ÷ 6 × 3 + 26
[A] 68
[B] 60
[C] 64
[D] 52
12. যদি একটি অর্ধগোলকের ব্যাস 63 cm তবে অর্ধগোলকটির আয়তন কত ?
[A] 61324.5 ঘনসেমি
[B] 65488.5 ঘনসেমি
[C] 72654.5 ঘনসেমি
[D] 69246.5 ঘনসেমি
13. মান নির্নয় :
4200 ÷ 5 – 210 × 7 + 21 × 5
[A] –635
[B] –525
[C] –1281
[D] –645
14. একটি চেয়ারকে 1500 টাকায় কেনা হয় এবং 25% ক্ষতিতে বিক্রি করে দেওয়া হয় । চেয়ারটির বিক্রয়মূল্য কত ?
[A] 1225 টাকা
[B] 1250 টাকা
[C] 1175 টাকা
[D] 1125 টাকা
15. একটি ভগ্নাংশের লবকে 88% বাড়ানো হয় এবং হরকে 55% বাড়ানো হয় । ভগ্নাংশটি হয় 1504/775 । প্রকৃত ভগ্নাংশটি কত ?
[A] 8/5
[B] 2/7
[C] 7/2
[D] 5/8
16. একজন দোকানদার ধার্যমূল্যের উপর 18% ছাড় দেয়, এরফলে বিক্রয়মূল্য হয় 574 টাকা । তবে দ্রব্যটির ধার্যমূল্য কত ?
[A] ₹850
[B] ₹780
[C] ₹840
[D] ₹700
17. ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটি 13, 15, 4, 21 এবং 2 এর গুনিতক ?
[A] 2378
[B] 3340
[C] 1580
[D] 5460
18. আমান 5 km/hr বেগে হাঁটে এবং 28 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায় । যদি সে 8 km/hr বেগে হাঁটে তবে নির্ধারিত সময়ের 35 মিনিট আগে সে পৌঁছে যায় । বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত ?
[A] 14 km
[B] 12 km
[C] 10 km
[D] 16 km
19. P, Q কে একটি ল্যাপটপ বিক্রি করে 50% লাভে এবং Q, R কে এটি 60% লাভে বিক্রি করে । P ও R এর ক্রয়মূল্যের অনুপাত কত ?
[A] 12 : 13
[B] 12 : 17
[C] 5 : 12
[D] 13 : 5
20. মান নির্নয় :
256 ÷ 16 – 34 + 124 ÷ (6 + 12 ÷ 3 – 6)
[A] 13
[B] 17
[C] 11
[D] 19
নতুন জিকে প্রাকটিস সেট, মকটেস্ট পেতে আজই পুরানো App টিকে Update করে নিন
Answers & Solutions ::



















