আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 51
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 51
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. একটি মিশ্রণে জল ও ওয়াইনের অনুপাত 7 : 19 । যদি এটিতে জল অপেক্ষা ওয়াইন 12 লিটার বেশি থাকে তবে মিশ্রণে ওয়াইনের পরিমান কত হবে ?
[A] 16 লিটার
[B] 7 লিটার
[C] 12 লিটার
[D] 19 লিটার
[A] 16 লিটার
[B] 7 লিটার
[C] 12 লিটার
[D] 19 লিটার
2. যদি D একটি কাজের 10% কাজ সম্পন্ন করে 3 দিনে তবে সমগ্র কাজটি D কতদিনে সম্পন্ন করতে পারবে ?
[A] 42 দিন
[B] 31 দিন
[C] 30 দিন
[D] 36 দিন
3. 25% ছাড় দেওয়ার পর একটি দ্রব্য 5550 টাকাতে বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্যমূল্য কত ?
[A] 7500 টাকা
[B] 7200 টাকা
[C] 7000 টাকা
[D] 7400 টাকা
4. 60 জন স্টুডেন্টের একটি গ্রুপে, 50% ইতিহাস বিষয় পছন্দ করে এবং বাকিরা ভূগোল পছন্দ করে । যদি ইতিহাসে গড় নম্বর 85 এবং ভূগোলে গড় নম্বর 75 হয় তবে সমগ্র গ্রুপের গড় স্কোর কত ?
[A] 77
[B] 64
[C] 89
[D] 80
5. P1, P2 এবং P3 হলো তিনজন স্টুডেন্ট । P1, P2 অপেক্ষা 62.5% কম নম্বর পায় এবং P3 অপেক্ষা 70% বেশি নম্বর পায় । যদি P2 8160 নম্বর পায় তবে P3 কত নম্বর পায় ?
[A] 1780
[B] 1700
[C] 1800
[D] 1880
6. যদি X = 50 এবং Y = 25, তবে X, Y অপেক্ষা কত শতাংশ বেশি ?
[A] 90%
[B] 105%
[C] 100%
[D] 110%
7. মান নির্নয় :
415 ÷ 5 – 44 × 2 ÷ 8 + 53
[A] 138
[B] 132
[C] 128
[D] 125
8. 600 টাকা মূলধন দুজন ব্যক্তির মধ্যে একজনকে বার্ষিক 5% হারে এবং অন্যজনকে 13% হারে ধার দেওয়া হয় । যদি একবছর পর সরল সুদ হয় 62 টাকা তবে ধার দেওয়া টাকার পরিমাণ হলো -
[A] ₹250 এবং ₹350
[B] ₹100 এবং ₹500
[C] ₹150 এবং ₹450
[D] ₹200 এবং ₹400
9. মান নির্নয় :
8400 ÷ 2 – 2100 + 15 × 8
[A] 2120
[B] 2220
[C] 2280
[D] 2060
10. তিনজন বন্ধু একটি পাজেল 4 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে । যদি তারা আরো দুজন বন্ধুকে সাহায্যের জন্য ডাকে, তবে একই পাজেল সম্পূর্ণ করতে কত সময় লাগবে ?
[A] 132 মিনিট
[B] 120 মিনিট
[C] 130 মিনিট
[D] 144 মিনিট
11. W, X এবং Y এর গড় উচ্চতা হলো 185 cm । W ও X এর গড় উচ্চতা হলো 153 cm এবং X ও Y এর গড় উচ্চতা হলো 152 cm তবে X এর উচ্চতা কত ?
[A] 57 cm
[B] 61 cm
[C] 60 cm
[D] 55 cm
12. যদি একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 6/7 বেগে যায় তবে এটি স্টেশনে 20 মিনিট দেরিতে পৌঁছায় । ওই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির প্রকৃত সময় কত লাগে ?
[A] 100 মিনিট
[B] 140 মিনিট
[C] 144 মিনিট
[D] 120 মিনিট
13. দুটি সংখ্যার অনুপাত 7 : 8 । যদি প্রতিটি সংখ্যা 4 বাড়ানো হয় তবে অনুপাত হয় 9 : 10 তবে সংখ্যাদ্বয়ের মধ্যে অন্তর কত ?
[A] 8
[B] 2 *
[C] 4
[D] 10
14. সৌরভ একটি আংটি ধার্যমূল্য থেকে 26% কম দামে কেনে এবং ধার্যমূল্য অপেক্ষা 10% বেশি দামে বিক্রি করে । তার অর্জিত লাভ কত শতাংশ ?
[A] 48.6%
[B] 45.2%
[C] 46.7%
[D] 49.9%
15. বার্ষিক 9% হারে 20000 টাকা চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয় । 2 বছর পর মোট কত টাকা হবে ?
[A] 23789 টাকা
[B] 23762 টাকা
[C] 24840 টাকা
[D]25500 টাকা
16. মান নির্নয় :
98/56 এর (63/7 + 35/5) ÷ 7/49
[A] 98
[B] 196
[C] 49
[D] 63
17. একটি দ্রব্যের ক্রয়মূল্য, এটির ধার্যমূল্যের 60% । ধার্যমূল্যের উপর 4% ছাড় দেওয়া হলে, লাভের শতাংশ কত হবে ?
[A] 50%
[B] 40%
[C] 30%
[D] 60%
18. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1470 বর্গসেমি । যদি এটির ভূমির দৈর্ঘ্য উচ্চতার (3/5) অংশ হয় তবে ত্রিভুজটির উচ্চতা কত হবে ?
[A] 69 cm
[B] 70 cm
[C] 72 cm
[D] 63 cm
19. নূন্যতম সংখ্যাটিকে নির্নয় করো যাকে 15, 80, 20 এবং 75 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 14 ভাগশেষ পাওয়া যায় ?
[A] 1455
[B] 1245
[C] 1214
[D] 1244
20. একটি দ্রব্যের ক্রয়মূল্য 440 টাকা । যদি লাভের হার 18% হয় টবর লাভের পরিমান কত ?
[A] 82.5 টাকা
[B] 78.2 টাকা
[C] 75.6 টাকা
[D] 79.2 টাকা
যারা এখুনও App টি আপডেট করেন নি তারা অবশ্যই আপডেট করে নিন নতুন জিকে সেকশনগুলি পাওয়ার জন্য



















