আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 50

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 50


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 22 cm এবং দৈর্ঘ্য 1 cm হলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
[A] 20 বর্গসেমি
[B] 10 বর্গসেমি 
[C] 11 বর্গসেমি
[D] 5 বর্গসেমি

2. 88/3 এর 63/56 ÷ 102/33 এর 11/34 এর মান কত ?
[A] 11
[B] 33 
[C] 44
[D] 3

3. দুটি সংখ্যার অনুপাত হলো 5 : 6 । যদি তাদের গুনফল 1920 হয়, তাহলে উভয় সংখ্যার সমষ্টি কত হবে ?
[A] 99
[B] 84
[C] 88 
[D] 77

4. একটি মোবাইল ফোনের দাম 15% বৃদ্ধি করার ফলে নতুন দাম হলো 11500 টাকা । ফোনটির আসল দাম কত ছিল ?
[A] 11300 টাকা
[B] 10700 টাকা
[C] 12000 টাকা
[D] 10000 টাকা 

5. B একা একটি কাজের অর্ধেক অংশ 150 দিনে সম্পন্ন করতে পারে । B সেই কাজের কত শতাংশ 30 দিনে সম্পন্ন করতে পারবে ?
[A] 15 শতাংশ
[B] 11 শতাংশ
[C] 10 শতাংশ 
[D] 12.5 শতাংশ

6. রমেশ J স্থান থেকে যাত্রা শুরু করে 28 ঘন্টায় K স্থানে পৌঁছায় । সে 10 km/hr গতিতে 2/5 অংশ দূরত্ব এবং 20 km/hr গতিতে বাকি দূরত্ব অতিক্রম করে । J এবং K -এর মধ্যে দূরত্ব কত ?
[A] 400 km 
[B] 480 km
[C] 320 km
[D] 600 km

7. একটি টেবিলের বিক্রয়মূল্য 7686 টাকা এবং লাভ 22 শতাংশ হলে, টেবিলের ক্রয়মূল্য কত ?
[A] 6400 টাকা
[B] 6000 টাকা
[C] 6500 টাকা
[D] 6300 টাকা 

8. A এর মান কত হলে, 2545A সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে ?
[A] 5
[B] 4
[C] 2
[D] 6 

9. 25% এবং 10% ক্রমিক দুটি ছাড়ের সমতুল্য একটি একক ছাড় নির্ণয় করো -
[A] 31.9%
[B] 35.5%
[C] 32.5% 
[D] 38.4%

10. মান নির্ণয় করো :
24 – [8 – {6 – (10 – (8+5))}]
[A] 15
[B] 10
[C] 20
[D] 25 

11. নিচের কোন বিবৃতিটি/বিবৃতিগুলি সঠিক ?
I. 24 টি সংখ্যার গড় হল 22 । যদি প্রথম 9 টি সংখ্যার গড় 18 হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় হবে 24.4
II. 149, 223, 520, 287 এবং 251 এর গড় হলো 286
[A] I এবং II উভয়ই 
[B] I বা II কোনোটিই নয়
[C] শুধুমাত্র I
[D] শুধুমাত্র II

12. একজন ব্যক্তি 30 শতাংশ লাভে পেন্সিল বিক্রি করেন । যদি তিনি এর বিক্রয়মূল্য 200 টাকা কমিয়ে দেন তাহলে তার 10 শতাংশ ক্ষতি হয় । পেন্সিলের প্রাথমিক বিক্রয়মূল্য কত ছিল ? 
[A] 550 টাকা
[B] 600 টাকা
[C] 700 টাকা
[D] 650 টাকা 

13. 480 এর 95 শতাংশের সাথে কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 810 এর 70 শতাংশের সমান হবে ?
[A] 113
[B] 108
[C] 117
[D] 111 

14. A, 10 দিনে একটি কাজের 4/5 অংশ সম্পন্ন করতে পারে । B, A এর 5 গুণ দক্ষ । B একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে ?
[A] 1.5 দিন
[B] 2 দিন
[C] 2.5 দিন 
[D] 3 দিন

15. 48 টি সংখ্যার গড় 78 এবং আমরা যদি প্রতিটি সংখ্যা থেকে সংখ্যা 'X' বিয়োগ করি, তাহলে গড় 57 হয় । 'X' এর মান কত ?
[A] 26
[B] 22
[C] 21 
[D] 24

16. যদি a : b = 7 : 4 হয়, তাহলে (6a + b) : (6a – b) এর মান কত ?
[A] 25 : 19
[B] 17 : 13
[C] 33 : 28
[D] 23 : 19  

17. 144 × 2 + 130 × 5 – 10 × 2 -এর মান কত ?
[A] 1015
[B] 918 
[C] 1206
[D] 814

18. বার্ষিক 40 শতাংশ হারে ধার দেওয়া একটি নিৰ্দিষ্ট পরিমান অর্থরাশির 1 বছরের চক্রবৃদ্ধি সুদ (অর্ধবার্ষিক দেয়) এবং 1 বছরের সরল সুদের পার্থক্য 360 টাকা হলে, অর্থরাশিটির পরিমান কত ?
[A] 9500 টাকা
[B] 10000 টাকা
[C] 9000 টাকা 
[D] 12200 টাকা

19. 50000 মূলধনকে 8 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয় । যদি বার্ষিক সুদের হার 12 শতাংশ হয়, তাহলে 8 বছর পর এটি কত সবৃদ্ধিমূল দেবে ?
[A] 98000 টাকা 
[B] 85000 টাকা
[C] 95000 টাকা
[D] 90000 টাকা

20. একটি পণ্যের মুদ্রিত মূল্য হল 9900 টাকা । যদি 25 শতাংশ ছাড় দেওয়া হয়, তাহলে পণ্যটির বিক্রয়মূল্য কত হবে ?
[A] 7825 টাকা
[B] 7555 টাকা
[C] 7425 টাকা 
[D] 7215 টাকা


Answers and Solutions will be provided soon

App টিতে নতুন জিকে সেকশন যুক্ত করা হয়েছে, যারা Update করেন নি তারা অবশ্যই App রি আপডেট করে নিন  

Answers & Solutions ::