আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 49
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 49
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. যদি 50% এবং 10% -এর ক্রমিক দুটি ছাড় দেওয়া হয় তবে ধার্য্যমূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে অনুপাত কত হবে ?
[A] 9/20
[B] 11/20
[C] 20/11
[D] 20/9
2. 45% ছাড় দেওয়ার পর একটি সাইকেলকে 5060 টাকায় বিক্রি করা হয় । সাইকেলের ধার্য্যমূল্য কত ?
[A] 8000 টাকা
[B] 9200 টাকা
[C] 9600 টাকা
[D] 8500 টাকা
3. মান নির্নয় :
1615 ÷ 17 + 22 × 18 ÷ 9
[A] 149
[B] 147
[C] 139
[D] 141
4. রমেশ স্কুটি করে 45 km/hr বেগে অফিসে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায় । যদি সে 30 km/hr বেগে যায় তবে সে 10 মিনিট দেরিতে পৌঁছায় । স্বাভাবিক সময়ে পৌঁছাতে স্কুটির বেগ কত হবে ?
[A] 20 km/hr
[B] 30 km/hr
[C] 45 km/hr
[D] 36 km/hr
5. 0.5 এর কত শতাংশ হলো 0.025 ?
[A] 8%
[B] 7%
[C] 5%
[D] 10%
6. d, e, f এবং g -এর গড় হলো 40 । যদি d এবং e -এর গড় হলো 14, তবে
f এবং g -এর গড় কত হবে ?
[A] 66
[B] 67
[C] 69
[D] 72
7. নিম্নের কোনটি 24 দ্বারা বিভাজ্য নয় ?
[A] 4032
[B] 4128
[C] 4080
[D] 4148
8. পিতলে মধ্যে তামা ও জিঙ্কের অনুপাত 17 : 13 । 240 কেজি পিতলে কত পরিমান তামা আছে ?
[A] 136 কেজি
[B] 102 কেজি
[C] 163 কেজি
[D] 119 কেজি
9. তিনটি সংখ্যা x, y এবং z এর যোগফল হলো 100 । x ও y এর গড় হলো 40 এবং y ও z এর গড় হলো 50 । y এর মান কত ?
[A] 90
[B] 75
[C] 80
[D] 60
10. A একটি কাজ 27/2 দিনে করতে পারে এবং B একই কাজ A এর অর্ধেক সময়ে করতে পারে । একসাথে কাজ করলে একদিনে কত অংশ কাজ করতে পারবে ?
[A] 2/9
[B] 2/7
[C] 3/5
[D] 2/5
11. সারা বার্ষিক 10% সুদের হারে $5000 টাকা বিনিয়োগ করে । 3 বছর পর মোট কত টাকা হবে নির্নয় করো -
[A] $6300
[B] $6800
[C] $6200
[D] $6500
12. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিসীমা 110 cm এবং যার বাহুগুলির অনুপাত 2 : 4 : 5 -
[A] 25√231 বর্গসেমি
[B] 24√231 বর্গসেমি
[C] 25√222 বর্গসেমি
[D] 24√222 বর্গসেমি
13. 1200 টাকায় একটি জামা বিক্রি করে, এক ব্যক্তির 25% ক্ষতি হয় । তাকে কত দামে বিক্রি করতে হবে যাতে তার 35% লাভ হয় ?
[A] 2200 টাকা
[B] 2340 টাকা
[C] 2160 টাকা
[D] 2240 টাকা
14. মান নির্নয় :
428 + 108 ÷ 4 – 32 × 3 ?
[A] 359
[B] 351
[C] 345
[D] 342
15. একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 35% বৃদ্ধি পায় । 2 বছর পর যদি শহরের জনসংখ্যা 91125 হয় তবে বর্তমানে শহরের জনসংখ্যা কত ?
[A] 57000
[B] 50000
[C] 55000
[D] 51000
16. নিম্নের কোন সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য নয় ?
[A] 3816
[B] 3400
[C] 3636
[D] 3708
17. যদি 8 টি আপেল এবং 9 টি আমের ক্রয়মূল্য 10 টি আপেল এবং 6 টি আমের ক্রয়মূল্যের সাথে সমান হয় তবে একটি আম এবং আপেলের দামের অনুপাত কত ?
[A] 2 : 3
[B] 3 : 2
[C] 1: 2
[D] 2: 5
18. সুনীল এবং প্রদীপ একটি কাজ 5 দিন এবং 15 দিনে করতে পারে যথাক্রমে । তারা একসাথে একদিন কাজ করে এবং তারপর সুনীল চলে যায় । বাকি কাজ প্রদীপ কত দিনে শেষ করবে ?
[A] 12 দিন
[B] 11 দিন
[C] 9 দিন
[D] 7 দিন
19. যদি মধুর দাম 15% বৃদ্ধি পায় তবে এটির ব্যবহার একজন বাড়ির গিন্নি কত শতাংশ কমাবে যাতে খরচ না বৃদ্ধি পায় ?
[A] 15%
[B] 13%
[C] 9%
[D] 11%
20. একটি দ্রব্যকে 25% ক্ষতিতে 5000 টাকায় বিক্রি করা হয় । তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 6666.66
[B] 6000
[C] 6500
[D] 7500
Answers and Solutions will be provided soon
নতুন জিকে সেকশনটি পাওয়ার জন্য আপনার App টিকে অবশ্যই আপডেট করে নিন