আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 48
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 48
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. মান নির্ণয় :
5 1/4 + 6 1/2 + 7 3/4 – 8 1/2
[A] 11
[B] 8
[C] 9
[D] 10
5 1/4 + 6 1/2 + 7 3/4 – 8 1/2
[A] 11
[B] 8
[C] 9
[D] 10
2. পঙ্কজ একটি ঘড়ি 800 টাকা দিয়ে কেনে । সে এটিকে 20% ছাড়ে বিক্রি করে এবং 20% লাভ করে । ঘড়িটির ধার্য্যমূল্য কত ?
[A] 1000 টাকা
[B] 840 টাকা
[C] 1200 টাকা
[D] 900 টাকা
3. যদি একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 1/3 cm হয় । তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো -
[A] √3/4 বর্গসেমি
[B] 1/(12√3) বর্গসেমি
[C] 4/3 বর্গসেমি
[D] 4/√3 বর্গসেমি
4. কোনো একটি মূলধনের উপর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 6681.6 টাকা । যদি সুদের হার বার্ষিক 32 শতাংশ হয় তবে মূলধন কত ?
[A] 8400 টাকা
[B] 8800 টাকা
[C] 8700 টাকা
[D] 9000 টাকা
5. 5 জন ব্যক্তির গড় আয় 550 টাকা এবং অন্য 15 জন ব্যক্তির গড় আয় 450 টাকা । সমগ্র গ্রুপের গড় আয় কত ?
[A] ₹675
[B] ₹525
[C] ₹475
[D] ₹325
6. L -এর আয় M -এর আয়ের 125% এবং L -এর ব্যয় M -এর ব্যয়ের 120% হয় । যদি L -এর আয় M -এর খরচের 180% হত তবে তবে L -এর সঞ্চয় এবং M -এর সঞ্চয়ের অনুপাত কত ?
[A] 17 : 23
[B] 12 : 5
[C] 15 : 11
[D] 5 : 9
7. যদি দুটি সংখ্যার গুনফল 108 এবং তাদের মধ্যে গসাগু হয় 3। তবে সংখ্যাগুলির মধ্যে লসাগু কত ?
[A] 42
[B] 25
[C] 32
[D] 36
8. 3 টি সংখ্যার গড় হলো 23 । প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার গড় অপেক্ষা 5 কম । তৃতীয় সংখ্যাটি বাকি দুটি সংখ্যার গড় অপেক্ষা 13 বেশি । প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত ?
[A] 21
[B] 17
[C] 18
[D] 12
9. দুটি ট্রেন একই দিকে 73 km/hr এবং 123 km/hr বেগে গতিশীল । দ্রুতগামী ট্রেনটি মন্থর ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 27 সেকেন্ডে অতিক্রম করে । দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত ?
[A] 430 মিটার
[B] 485 মিটার
[C] 320 মিটার
[D] 375 মিটার
10. 21 এবং 189 এর মধ্যসমানুপাতি নির্নয় করো -
[A] 66
[B] 68
[C] 62
[D] 63
11. একটি ভোজ্য তেলের দাম 45% বৃদ্ধি পায় । বাজেট ধরে রাখার জন্য, রেখা তেলের ব্যবহার 20% কমিয়ে দেয় । তেলের উপরে খরচ বৃদ্ধি নির্নয় করো -
[A] 16%
[B] 17%
[C] 15%
[D] 18%
12. মান নির্ণয় :
755 – [250 + {33 – (100 – 70)}]
[A] 510
[B] 506
[C] 502
[D] 500
13. প্রতিটি টেবিল 504 টাকা দামে বিকাশ দুটি টেবিল বিক্রি করে । সে প্রথম টেবিলের উপর 40% লাভ করে এবং দ্বিতীয় টেবিলের উপর 40% ক্ষতি করে । টেবিলগুলির মোট ক্রয়মূল্য কত ?
[A] 1200 টাকা
[B] 1400 টাকা
[C] 1000 টাকা
[D] 1500 টাকা
14. C, D এর তিনগুন দক্ষ ব্যক্তি এবং একত্রে তারা কাজটি 31 দিনে শেষ করতে পারে । D একা একই কাজ কতদিনে করতে পারবে ?
[A] 144 দিন
[B] 130 দিন
[C] 124 দিন
[D] 136 দিন
15. যদি B একটি কাজের 20% সম্পন্ন করে 7 দিনে, তবে B সমগ্র কাজটি কতদিনে করতে পারবে ?
[A] 45 দিন
[B] 37 দিন
[C] 35 দিন
[D] 42 দিন
16. যদি একটি বোতলের বিক্রয়মূল্য হয় 408 টাকা এবং ক্ষতির হার হয় 32% তবে বোতলের ক্রয়মূল্য কত ?
[A] 650 টাকা
[B] 700 টাকা
[C] 720 টাকা
[D] 600 টাকা
17. মেরি একটি বন্ধুর কাছ থেকে বার্ষিক 6% সরল সুদের হারে $3000 টাকা ধার করে । যদি সে 1.5 বছর পরে লোন পরিশোধ করে দেয় তবে কত টাকা সুদ সে পরিশোধ করেছিল ?
[A] $280
[B] $270
[C] $250
[D] $29018. একটি দ্রব্যের বিক্রয়মূল্য হলো 3410 টাকা । যদি 45% ছাড় দেওয়া হয় তবে দ্রব্যটির ধার্য্যমূল্য কত হবে ?
[A] 6400 টাকা
[B] 6000 টাকা
[C] 6500 টাকা
[D] 6200 টাকা
19. মান নির্ণয় :
52 + 4 এর (28 + 2) – 17 × 4
[A] 100
[B] 104
[C] 112
[D] 110
20. যদি X : Y = 1 : 5 হয় তবে X : (X + Y) -এর মান কত ?
[A] 5 : 6
[B] 1 : 6
[C] 6 : 1
[D] 1 : 5
App টি আপডেট করে নিন নতুন জিকে সেকশনটি পাওয়ার জন্য



















