আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 34 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 34 (MCQ)

*****************************



1. 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা ?
Ⓐ অশ্বঘোষ
Ⓑ নাগার্জুন
Ⓒ হরিষেন 
Ⓓ বসুমিত্র

Ans : (C)

■ তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন
সমুদ্রগুপ্ত কে ভি এ স্মিথ 'ভারতের নেপোলিয়ান' আখ্যা দেন
■ নাগার্জুন - এর লেখা - মাধ্যামিকসুত্র
■ বসুমিত্র চতুর্থ বৌদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন

2. 'ফো-কুয়ো-কিং' (Fo-Kuo-King) কার লেখা ?
Ⓐ আলবেরুনী
Ⓑ মেগাস্থিনিস
Ⓒ ফা-হিয়েন 
Ⓓ হিউয়েন সাং

Ans : (C)

3. কারেন্সি নোটে থাকা লায়ন ক্যাপিটালটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে ?
Ⓐ বোধগয়া
Ⓑ সাঁচি
Ⓒ দিল্লী
Ⓓ সারনাথ 

Ans : (D)

■ ভারতের এমব্লেমে অশোকের রাজধানীর সারনাথের সিংহকে নেওয়া হয়েছে
■ এই এমব্লেমটি 26 শে জানুয়ারি, 1950 সালে গৃহীত হয়

4. বৃহৎ স্নানাগারের সন্ধান নিম্নের কোথায় পাওয়া গেছে ?
Ⓐ লোথাল
Ⓑ হরপ্পা
Ⓒ মহেঞ্জোদারো 
Ⓓ কালিবঙ্গান

Ans : (C)

■ এছাড়া এখানে বহু পিলারের এসেম্বলি হল, নৃত্যরত বালিকার ব্রোঞ্জ মূর্তি, বৃহৎ শস্যাগারের সন্ধান পাওয়া গেছে

5. গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন ?
Ⓐ 574 খ্রিস্টাব্দ
Ⓑ 563 খ্রিস্টাব্দ 
Ⓒ 570 খ্রিস্টাব্দ
Ⓓ 581 খ্রিস্টাব্দ

Ans : (B)

■ আদি নাম ছিল সিদ্ধার্থ
■ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্ম নেন
পিতা ছিল শুদ্ধোধন ও মা মহামায়া,বিমাতা প্রজাপতী গৌতমী তাকে লালন-পালন করেন

6. নিম্নের কোনটি অশোকের সবচেয়ে বড় শিলালিপি ?
Ⓐ সপ্তম প্রবীণ শিলালিপি
Ⓑ চতুর্দশ প্রবীণ শিলালিপি
Ⓒ ত্রয়োদশ প্রবীণ শিলালিপি 
Ⓓ দশম প্রবীণ শিলালিপি

Ans : (C)

■ এটিতে কলিঙ্গ বিজয় ও তার ফলে মানুষের ক্ষতির কথা লেখা আছে
■ গ্রীক শাসকদের কথা উল্লেখিত আছে

7. 'মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই' গানটি কে গেয়েছিলেন ?
Ⓐ মুকুন্দ দাস 
Ⓑ নবীন চন্দ্র সেন
Ⓒ দ্বিজেন্দ্রলাল রায়
Ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

Ans : (A)

8. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় শ্রী অরবিন্দ এর হয়ে কে কেস লড়েছিলেন ?
Ⓐ বিপিন চন্দ্র পাল
Ⓑ চিত্তরঞ্জন দাস 
Ⓒ গোপাল কৃষ্ণ গোখেল
Ⓓ তেজ বাহাদুর

Ans : (B)

■ 1908 সালের 30 শে এপ্রিল ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকী কিংসফোর্ড কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে
■ এরফলে প্রফুল্ল চাকী আত্মহত্যা করে এবং ক্ষুদিরাম বসু গ্রেফতার হয়,
■ তার ফাঁসি হয় 11 ই আগস্ট, 1908 মাত্র 18 বছর বয়সে

9. সেন রাজাদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ সাগরদ্বীপ
Ⓑ নবদ্বীপ 
Ⓒ গোবিন্দপুর
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (B)

■ এই বংশের প্রতিষ্ঠাতা - সামন্ত সেন
■ বিজয় সেন কে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়
■ সংস্কৃত ছিল তাদের প্রধান ভাষা

10. বুড়িবালামের খন্ড যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1915 
Ⓑ 1923
Ⓒ 1920
Ⓓ 1925

Ans : (A)

■ এই যুদ্ধ ব্রিটিশ সরকার এবং বাঘা যতীন ও তাঁর অনুগামীদের মধ্যে হয়
■ বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যুগান্তর পার্টির প্রধান নেতা ছিলেন

11. নিম্নের কোন উপকূলে সবচেয়ে বেশি সংখ্যক উপহ্রদ বা অগভীর হ্রদ দেখতে পাওয়া যায় ?
Ⓐ মালবার উপকূল 
Ⓑ কঙ্কন উপকূল
Ⓒ করমন্ডল উপকূল
Ⓓ কাঁথিয়াওয়ার উপকূল

Ans : (A)

12. নিম্নের কোন চ্যানেল মিনিকয় কে মালদ্বীপ থেকে পৃথক করেছে ?
Ⓐ 9° চ্যানেল
Ⓑ 10° চ্যানেল
Ⓒ 8° চ্যানেল 
Ⓓ গ্র্যান্ড চ্যানেল

Ans : (C)

13. 2011 সালের সেনসাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্বাক্ষরতার হার হল -
Ⓐ 72.04%
Ⓑ 77.08% 
Ⓒ 78.01%
Ⓓ 73.55%

Ans : (B)

14. পৃথিবীর গতি নিম্নের কোনটিতে সর্বোচ্চ ?
Ⓐ নিরক্ষরেখায় 
Ⓑ উত্তর মেরুতে
Ⓒ কর্কটক্রান্তি রেখায়
Ⓓ দক্ষিণ মেরুতে

Ans : (A)

15. ভারতের মোট উৎপাদনের 85% লোহা নিম্নের কোন রাজ্য থেকে ?
Ⓐ বিহার ও মধ্যপ্রদেশ
Ⓑ কর্ণাটক এবং ওড়িশা
Ⓒ কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ
Ⓓ ঝাড়খন্ড এবং ওড়িশা 

Ans : (D)

16. নেপানগর নিম্নের কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ⓐ ক্রাফট পেপার ইন্ডাস্ট্রি
Ⓑ কার্বন পেপার ইন্ডাস্ট্রি
Ⓒ পেপার বোর্ড ইন্ডাস্ট্রি
Ⓓ নিউজপ্রিন্ট পেপার ইন্ডাস্ট্রি 

Ans : (D)

17. ফটোসিন্থেটিক উদ্ভিদে গ্লুকোজ কি রূপে সঞ্চিত থাকে ?
Ⓐ সুক্রোজ
Ⓑ স্টার্চ 
Ⓒ সেলুলোজ
Ⓓ গ্লাইকোজেন

Ans : (B)

■ গ্লাইকোজেন প্রাণীর পেশিতে এবং যকৃতে সঞ্চিত হয়, এটি প্রাণীজ স্টার্চ নামে পরিচিত ।

18. নিম্নের কোন উদ্ভিদ দিনের বেলায় স্টোমাটা বন্ধ করে রাখে কিন্তু রাতের বেলায় খুলে রাখে ?
Ⓐ জলজ লিলি
Ⓑ ক্যাকটাস 
Ⓒ সূর্যমুখী
Ⓓ ফার্ন

Ans : (B)

19. আমাদের শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয় ? 
Ⓐ কিডনি
Ⓑ যকৃৎ 
Ⓒ অগ্ন্যাশয়
Ⓓ মূত্রনালী

Ans : (B)

■ অর্নিথিন চক্রের মাধ্যমে এটি উৎপাদিত হয়
■ কিডনির কার্যগত একক হল নেফ্রন
ইউরিনারি ব্লাডারে এটি জমা থাকে যতক্ষন না শরীরের বাইরে নির্গত হচ্ছে
■ ইউরিয়া অ্যালবুমিনের অস্বাভাবিক উপস্থিতি দেখা যায়

20. একটি সেলাই মেশিনের গতি প্রকৃতি হল -
Ⓐ বৃত্তীয় গতি
Ⓑ রৈখিক গতি
Ⓒ ঘূর্ণন গতি
Ⓓ দোলন বা পর্যাবৃত্ত গতি 

Ans : (D)

21. তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কিসের মাধ্যমে রূপান্তর ঘটে ?
Ⓐ জেনারেটর
Ⓑ মোটর 
Ⓒ ডায়ানামো
Ⓓ রেক্টিফায়ার

Ans : (B)

■ ডায়নামো তে গতিশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়
■ রেক্টিফায়ারে AC থেকে DC তে রূপান্তর ঘটে
■ জেনারেটরে গতিশক্তি যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত হয়

22. কোন পদ্ধতির মাধ্যমে সূর্য থেকে তাপ পৃথিবীতে এসে পৌঁছায় ?
Ⓐ পরিবহন
Ⓑ পরিচলন
Ⓒ বিকিরণ 
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (C)

23. নিম্নের কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধান পার্লামেন্টারি সিস্টেম গঠন করেছে ?
Ⓐ ফ্রান্স
Ⓑ ব্রিটেন 
Ⓒ কানাডা
Ⓓ সুইডেন

Ans : (B)

■ ব্রিটেন থেকেই এটির ধারণা নেওয়া হয়েছে
■ এই সংসদীয় সিস্টেম কে ওয়েস্টমিনিস্টার মডেলও বলা হয়
লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ শাখার সহযোগিতায় এটি চলবে বলা আছে

24. ভারতের কন্সটিটুয়েন্ট এসেম্বলির শুরুতে সদস্য সংখ্যা কত ছিল ?
Ⓐ 300
Ⓑ 304
Ⓒ 389 
Ⓓ 310

Ans : (C)

■ শুরুতে 389 থাকলেও পরে তা কমিয়ে 299 করে দেওয়া হয় এবং পাকিস্তানের জন্য ভিন্ন একটি কন্সটিটুয়েন্ট এসেম্বলি তৈরি করা হয়
■ প্রথম 389 টি আসনের মধ্যে 296 টি আসন ছিল ব্রিটিশ ভারতের এবং 93 টি আসন ছিল প্রিন্সলি স্টেটের

25. কত বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি ফাইন্যান্স কমিশন গঠন করেন ?
Ⓐ 2 বছর
Ⓑ 3 বছর
Ⓒ 5 বছর 
Ⓓ 4 বছর

Ans : (C)

26. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বে নাম কি ছিল ?
Ⓐ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 
Ⓑ ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া
Ⓒ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া
Ⓓ ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া

Ans : (A)

■ 1921 সালে তিনটি প্রেসিডেন্সি ব্যাংক ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস সংযুক্ত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়
■ পরে 1955 সালে এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রূপে আত্মপ্রকাশ করে

27. পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নের কোনটি ঘোষণা করা হয়েছে ?
Ⓐ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
Ⓑ রামসার সাইট 
Ⓒ বায়োডাইভার্সিটি সাইট
Ⓓ নিষিদ্ধ অঞ্চল

Ans : (B)

28. ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ দেরাদুন 
Ⓑ ভোপাল
Ⓒ লাখনৌ
Ⓓ দিল্লী

Ans : (A)

29. নিম্নের কোন নৃত্যটি তামিলনাড়ু থেকে উৎপত্তিলাভ করেছে ?
Ⓐ কথাকলি
Ⓑ কথক
Ⓒ ওডিসি
Ⓓ ভারতনাট্যম 

Ans : (D)

30. নিম্নের কোন প্রখ্যাত লেখক জার্মান Peace প্রাইজ 2023 জিতলেন ?
Ⓐ অরুন্ধতী রায়
Ⓑ ঝুম্পা লাহিড়ী
Ⓒ সালমান রুশদী 
Ⓓ অমিতাভ ঘোষ 

Ans : (C)