আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 32 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 32 (MCQ)

******************************



1. দহশালা বা জাবতি প্রথা কার আমলে চালু হয় ? 
Ⓐ আকবর 
Ⓑ বাবর
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ হুমায়ুন 

Ans : (A)

◆ তার অর্থমন্ত্রী টোডরমল এই প্রথার প্রচলন ঘটান 
◆ এর মাধ্যমে কৃষকদের খাজনা প্রদান করতে হতো 
◆ এই প্রথায় বিগত দশ বছরের জমির ফলন অনুযায়ী এক-তৃতীয়াংশ ফসলের দাম খাজনা হিসেবে ধার্য করা হতো 

2. হর্ষবর্ধনের রাজত্বকালে নিম্নের কোন কর প্রচলিত ছিল ? 
Ⓐ ভাগ
Ⓑ হিরণ্য
Ⓒ বলি
Ⓓ উপরের সবগুলি 

Ans: (D)

◆ কৃষক ও বণিকদের দেওয়া করকে বলা হতো হিরণ্য 
◆ ভূমি রাজস্বকে বলা হতো ভাগ 
বলি ছিল বাড়তি কর 


3. জৈন পন্ডিত রাজশেখর, জিনপ্রভা সুরি মহম্মদ কার পৃষ্ঠপোষকতা লাভ করেন ?
Ⓐ আকবর
Ⓑ মহম্মদ বিন তুঘলক 
Ⓒ গিয়াসউদ্দিন তুঘলক শাহ গাজি
Ⓓ জাহাঙ্গীর 

Ans : (B)

4. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ? 
Ⓐ 1806
Ⓑ 1810
Ⓒ 1803
Ⓓ 1800 

Ans : (D)

◆ মার্শম্যান, ওয়ার্ড ও উইলিয়াম কেরি এটি প্রতিষ্ঠা করেন 
◆ শ্রীরামপুরের মিশনারিদের উদ্যোগেই সর্বপ্রথম বাংলা ও 26 টি ভারতীয় ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয় 



5. রায়তওয়ারি ব্যবস্থা কোন সালে প্রবর্তিত হয় ? 
Ⓐ 1820 
Ⓑ 1822
Ⓒ 1790
Ⓓ 1777 

Ans : (A)

◆ 1822 - মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন
◆ 1790 - দশসালা বন্দোবস্ত প্রবর্তন
1777 - একসালা বন্দোবস্ত প্রবর্তন


6. নিম্নের কোন শিখগুরু খালসা বাহিনী গঠন করেন ? 
Ⓐ গুরু অঙ্গদ
Ⓑ গুরু নানক
Ⓒ গুরু অর্জুন দেব
Ⓓ গুরু গোবিন্দ সিংহ 

Ans : (D)

◆ তিনি শিখদের একটি সামরিক জাতিতে পরিণত করেন 
◆ খালসার নেতৃত্ব অর্পিত হয় গুরু গোবিন্দ সিং এর প্রিয় শিষ্য বান্দা - এর উপর 
◆ তিনি বান্দা বৈরাগী ও বান্দা বাহাদুর নামেও পরিচিত ছিলেন 

7. কত সালে দিল্লির সম্রাট ফারুকশিয়ার ইংরেজ কোম্পানিকে বাংলাদেশে বিনাশুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন ? 
Ⓐ 1707
Ⓑ 1712
Ⓒ 1717 
Ⓓ 1719 

Ans : (C)

◆ তিনি দস্তক বা ছাড়পত্র দান করেন 
ব্যক্তিগতভাবে কোম্পানির কর্মচারীদের নয়, কিন্তু কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে এই দস্তক ব্যবহার করত 

8. কত সালে ব্ল্যাক হোল ট্রাজেডি বা অন্ধকূপ হত্যা সংঘটিত হয় ? 
Ⓐ 1756 
Ⓑ 1749
Ⓒ 1757
Ⓓ 1764

Ans : (A)

◆ 1756 সালের 20 ই জুন রাতে নবাব সিরাজ দৌলা তার হাতে বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ক্ষুদ্র কক্ষে আটকে রাখা হয়, পরেরদিন দেখা যায় 123 জন সৈন্য মারা গেছে 

9. 'অন্নদামঙ্গল' কার লেখা ? 
Ⓐ রায়গুনাকর ভারতচন্দ্র 
Ⓑ কাশীরাম দাস
Ⓒ কবিকঙ্কন মুকুন্দরাম 
Ⓓ কৃষ্ণদাস কবিরাজ 

Ans : (A)

◆ কাশীরাম দাস এর লেখা - মহাভারত
◆ কবিকঙ্কন মুকুন্দরাম এর লেখা - চন্ডীমঙ্গল
◆ কৃষ্ণদাস কবিরাজ এর লেখা - চৈতন্যচরিতামৃত 


10. নায়েক বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয় ? 
Ⓐ তেলেঙ্গানা
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ গুজরাট
Ⓓ ওড়িশা 

Ans : (D)

◆ উক্ত রাজ্যের কোরাপুট স্থানে এটি ঘটে 
◆ ব্রিটিশদের বিরূদ্ধে 1942 সালের এই বিদ্রোহে নেতৃত্ব দেন লক্ষণ নায়েক 

11. কর্ণাটকের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে নিম্নের কোন নদী উৎপত্তিলাভ করেছে ? 
Ⓐ কাবেরী 
Ⓑ মহানদী 
Ⓒ গোদাবরী
Ⓓ সুবর্ণরেখা 

Ans : (A)

◆ এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে 

12. চিলকা হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ মণিপুর
Ⓒ কেরল
Ⓓ ওড়িশা 

Ans : (D)

◆ এটি ভারতের সবচেয়ে বড় নোনাজলের হ্রদ 

13. ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমানে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয় ? 
Ⓐ অসম 
Ⓑ গুজরাট
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ রাজস্থান 

Ans : (A)

14. ভারতের বৃহত্তম গুহা অমরনাথ গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ ওড়িশা
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ জম্মু-কাশ্মীর 

Ans : (D)

15. কুন্নুর শৈলশহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ তামিলনাড়ু 
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ মেঘালয় 

Ans : (A)

16. পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ ওড়িশা
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ হরিয়ানা
Ⓓ বিহার 

Ans : (D)

17. হিমফিলিয়া রোগে শরীরের কোন অংশ রোগাক্রান্ত হয় ?
Ⓐ বৃহদ্বন্ত্র
Ⓑ চক্ষু
Ⓒস্নায়ুতন্ত্র
Ⓓ রক্ত 

Ans : (D)

18. অ্যাথলিট ফুট একটি ______ ঘটিত রোগ
Ⓐ ভাইরাস
Ⓑ ব্যাকটেরিয়া
Ⓒ প্রোটোজোয়া
Ⓓ ছত্রাক 

Ans : (D)

◆ দাদ, মাদুরা ফুট, ধোবির ইচ এগুলোও ছত্রাক ঘটিত রোগ

19. আপেলের কোন অংশটি আমরা ভক্ষণ করি ? 
Ⓐ মেসোকার্প
Ⓑ মাংসল থ্যালামাস 
Ⓒ তরল এন্ডোকার্প
Ⓓ বৃতি

Ans : (B) 

◆ মেসোকার্প - কলা, পেঁপে
◆ তরল এন্ডোকার্প - নারকেল
◆ বৃতি - আনারস 

20. নিম্নের কোনটির গলনাঙ্ক সর্বোচ্চ ? 
Ⓐ কার্বন 
Ⓑ টাংস্টেন
Ⓒ অসমিয়াম
Ⓓ পারদ 

Ans : (A)

◆ কার্বন এর গলনাঙ্ক - 3500℃
◆ টাংস্টেন এর গলনাঙ্ক - 3410℃
◆ অসমিয়াম এর গলনাঙ্ক - 3045℃
◆ পারদ এর গলনাঙ্ক - -38.87℃

21. সিগারেট লাইটারে নিম্নের কোন গ্যাস উপস্থিত থাকে ? 
Ⓐ মিথেন
Ⓑ নিওন
Ⓒ হিলিয়াম
Ⓓ বিউটেন 

Ans : (D)

◆ মিথেন - ক্লোরোফর্ম তৈরিতে ব্যবহৃত হয়
◆ নিওন - উজ্জ্বল চিহ্ন তৈরিতে 
◆ হিলিয়াম - লেসার, বেলুন, ফ্লুরোসেন্ট টিউবলাইট 


22. নিশাদলের রাসায়নিক নাম কি ? 
Ⓐ বেঞ্জিন হেক্সাক্লোরাইড ইথেন 
Ⓑ ক্যালশিয়াম কার্বনেট
Ⓒ সিলভার নাইট্রেট
Ⓓ অ্যামোনিয়াম ক্লোরাইড 

Ans : (D)


◆ বেঞ্জিন হেক্সাক্লোরাইড ইথেন - গ্যামাক্সিন
◆ ক্যালশিয়াম কার্বনেট - চক
◆ সিলভার নাইট্রেট - লুনার কস্টিক


23. সংবিধানের কোন ধারায় অর্থবিষয়ক বা রাজস্ব বিল সংক্রান্ত বিষয় উল্লেখ আছে ?
Ⓐ আর্টিকেল - 117 
Ⓑ আর্টিকেল - 80
Ⓒ আর্টিকেল - 110
Ⓓ আর্টিকেল - 84 

Ans : (A)

◆ আর্টিকেল - 80 - রাজ্যসভার গঠনপ্রণালী
◆ আর্টিকেল - 110 - কেন্দ্রীয় অর্থবিলের সংজ্ঞা
◆ আর্টিকেল - 84 - পার্লামেন্টের সদস্য হবার যোগ্যতা

24. প্রথমবার কোন সালে ভারতীয় পার্লামেন্টে নাগরিকত্ব আইন পাস হয় ? 
Ⓐ 1956
Ⓑ 1955 
Ⓒ 1952
Ⓓ 1959

Ans : (B)

◆ ধারা (5 - 11) তে ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের কথা বলা হয়েছে 
◆ এটির ধারণা ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে 

25. ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ নাসিক, মহারাষ্ট্র 
Ⓑ সিমলা, হিমাচল প্রদেশ
Ⓒ কলকাতা, পশ্চিমবঙ্গ
Ⓓ মহীশুর, কর্ণাটক 

Ans : (A)

26. যে হারে বাণিজ্যিক ব্যাংক গুলি অর্থের প্রয়োজনে RBI এর কাছ থেকে টাকা ধার নেয় তাকে কি বলে ? 
Ⓐ ফিসকাল ডেফিসিট
Ⓑ রিভার্স রেপো রেট
Ⓒ রেপো রেট 
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (C)

◆ ফিসকাল ডেফিসিট - সরকারের মোট ব্যয় যখন আয়কে অতিক্রম করে তখনই ফিসকাল ডেফিসিট দেখা যায় 
◆ রিভার্স রেপো রেট - রিজার্ভ ব্যাংক যে রেটে ব্যাঙ্কগুলির কাছ থেকে টাকা ধার নেয় 


27. 'কন্যাশ্রী' প্রকল্পটি কোন সাল থেকে চালু হয় ? 
Ⓐ 2012
Ⓑ 2014
Ⓒ 2013 
Ⓓ 2015 

Ans : (C)

28. ফুটবল নিয়ামক সংস্থা FIFA এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ⓐ জুরিখ, সুইজারল্যান্ড 
Ⓑ অস্ট্রিয়া, ভিয়েনা
Ⓒ রিও-ডি-জেনিরো, ব্রাজিল
Ⓓ ম্যানহাটান, নিউইয়র্ক সিটি 

Ans : (A)

29. 'টারজান' চরিত্রটির স্রষ্টা কে ? 
Ⓐ ইয়ান ফ্লেমিং
Ⓑ জিম ডেভিস 
Ⓒ রয় থমাস
Ⓓ এডগার রাইস বরোস 

Ans : (D)

◆ ইয়ান ফ্লেমিং এর সৃষ্টি - জেমস বন্ড
◆ জিম ডেভিস এর সৃষ্টি - গ্যারফিল্ড
◆ রয় থমাস এর সৃষ্টি - ঘোস্ট রাইডার


30. ACC মেন্স এমার্জিং টিম এশিয়া কাপ 2023 ট্রফি জিতলো কোন দেশ ?
Ⓐ ইন্ডিয়া 
Ⓑ পাকিস্তান 
Ⓒ শ্রীলংকা
Ⓓ বাংলাদেশ 

Ans : (B)